ক্রীড়া ডেস্ক
অন্যরকম এক অভিজ্ঞতার সাক্ষী হলেন বার্সেলোনার সমর্থকেরা। বিশেষ করে বার্সার ১৮ বছরের কম বয়সী সমর্থকদের জন্য এটি একেবারেই নতুন অভিজ্ঞতা। ১৮ বছর পর যে ফের ইউরোপা লিগে ফিরল কাতালান পরাশক্তিরা। তবে গতকাল ন্যু ক্যাম্পে ম্যাচের আগে ইউরোপা লিগের সংগীত বেজে ওঠার বিষয়টা মানতে কষ্ট হচ্ছে অনেক সমর্থকের। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক সমর্থক এ নিয়ে নিজেদের প্রতিক্রিয়াও জানিয়েছেন।
গত ডিসেম্বরে বায়ার্ন মিউনিখ ও বেনফিকার নিচে থেকে চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্ব শেষ করে বার্সা, যার ফলে তাদের এখন খেলতে হচ্ছে ইউরোপায়। সাম্প্রতিক অতীতে ইউরোপের অন্যতম সফল দলটির এমন পতন সহ্য হচ্ছে না সমর্থকদের। সামাজিক যোগাযোগমাধ্যমে এক সমর্থক লিখেছেন, ‘ন্যু ক্যাম্পে ইউরোপা লিগের সংগীত বাজানোটা খুবই অদ্ভুত লাগছে।’
আরেকজন সমর্থক লিখেছেন, ‘ন্যু ক্যাম্পে ইউরোপা লিগের রাত। এমন কিছু যতক্ষণ আপনার জীবনে ঘটছে না, ততক্ষণ খুব মজার বিষয় বলেই মনে হবে।’ আরেকজন কট্টর বার্সা সমর্থক লিখেছেন, ‘বিষয়টা মানতে পারছি না। ১০ বছর আগে দলটি ইউরোপের সেরা ছিল। আর এখন তারা ইউরোপা লিগে খেলছে।’
তবে কিছু সমর্থকের মতে, দল যেখানেই খেলুক তাঁরা সমর্থন দিয়ে যাবেন। একজন লিখেছেন, ‘আমার জন্য এটা কোনো ব্যাপার না। খেলোয়াড়দের এভাবে দাঁড়াতে দেখে এবং ন্যু ক্যাম্পে ইউরোপা লিগের সংগীত শুনে আমার বেশ ভালো লাগছে।’
ইউরোপায় বার্সার নতুন এই ফেরাটা অবশ্য ভালো হয়নি। নাপোলির সঙ্গে ১-১ গোলে ড্র করেছে তারা।
অন্যরকম এক অভিজ্ঞতার সাক্ষী হলেন বার্সেলোনার সমর্থকেরা। বিশেষ করে বার্সার ১৮ বছরের কম বয়সী সমর্থকদের জন্য এটি একেবারেই নতুন অভিজ্ঞতা। ১৮ বছর পর যে ফের ইউরোপা লিগে ফিরল কাতালান পরাশক্তিরা। তবে গতকাল ন্যু ক্যাম্পে ম্যাচের আগে ইউরোপা লিগের সংগীত বেজে ওঠার বিষয়টা মানতে কষ্ট হচ্ছে অনেক সমর্থকের। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক সমর্থক এ নিয়ে নিজেদের প্রতিক্রিয়াও জানিয়েছেন।
গত ডিসেম্বরে বায়ার্ন মিউনিখ ও বেনফিকার নিচে থেকে চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্ব শেষ করে বার্সা, যার ফলে তাদের এখন খেলতে হচ্ছে ইউরোপায়। সাম্প্রতিক অতীতে ইউরোপের অন্যতম সফল দলটির এমন পতন সহ্য হচ্ছে না সমর্থকদের। সামাজিক যোগাযোগমাধ্যমে এক সমর্থক লিখেছেন, ‘ন্যু ক্যাম্পে ইউরোপা লিগের সংগীত বাজানোটা খুবই অদ্ভুত লাগছে।’
আরেকজন সমর্থক লিখেছেন, ‘ন্যু ক্যাম্পে ইউরোপা লিগের রাত। এমন কিছু যতক্ষণ আপনার জীবনে ঘটছে না, ততক্ষণ খুব মজার বিষয় বলেই মনে হবে।’ আরেকজন কট্টর বার্সা সমর্থক লিখেছেন, ‘বিষয়টা মানতে পারছি না। ১০ বছর আগে দলটি ইউরোপের সেরা ছিল। আর এখন তারা ইউরোপা লিগে খেলছে।’
তবে কিছু সমর্থকের মতে, দল যেখানেই খেলুক তাঁরা সমর্থন দিয়ে যাবেন। একজন লিখেছেন, ‘আমার জন্য এটা কোনো ব্যাপার না। খেলোয়াড়দের এভাবে দাঁড়াতে দেখে এবং ন্যু ক্যাম্পে ইউরোপা লিগের সংগীত শুনে আমার বেশ ভালো লাগছে।’
ইউরোপায় বার্সার নতুন এই ফেরাটা অবশ্য ভালো হয়নি। নাপোলির সঙ্গে ১-১ গোলে ড্র করেছে তারা।
আন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেও ক্রিকেটকে পুরোপুরি ছাড়তে পারেননি মোহাম্মদ রফিক। একসময় জাতীয় দলের স্পিন বোলিংয়ের বড় ভরসা ছিলেন তিনি। অবসরের পর এখন শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও রংপুর রাইডার্সের স্পিন কোচ হিসেবে কাজ করছেন।
২ ঘণ্টা আগেখেলা, ক্রিকেট, ভারতীয় ক্রিকেট, আইসিসি
৩ ঘণ্টা আগেভারতের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগেই টেস্টের অধিনায়কত্ব ছেড়েছিলেন টিম সাউদি। নতুন অধিনায়ক টম লাথামের নেতৃত্বে ভারতকে পরে টেস্ট সিরিজে ৩-০ ব্যবধানে ধবলধোলাই করে নিউজিল্যান্ড। ভারত সিরিজ শেষের প্রায় দুই সপ্তাহ পর অবসরের খবরটা জানিয়েই দিলেন সাউদি।
৪ ঘণ্টা আগে