নিজস্ব প্রতিবেদক, ঢাকা
জামাল ভূঁইয়ার এখন যেন অখণ্ড অবসর। গত ডিসেম্বর থেকে লম্বা ছুটিতে বাংলাদেশ অধিনায়ক। ছুটিতে আর্জেন্টিনা থেকে ডেনমার্ক হয়ে আবার আর্জেন্টিনায় ক্লাব সোল দে মায়োতে ফিরলেও এই লম্বা ছুটি যেন এখন অসহনীয় হয়ে উঠেছে জামালের জন্য।
দেড় মৌসুমের চুক্তিতে গত বছরের আগস্টে আর্জেন্টিনার তৃতীয় বিভাগের দল সোল দে মায়োতে নাম লিখিয়েছিলেন জামাল। দলটির অর্ধেক মৌসুম খেলেছেন ৩৩ বছর বয়সী মিডফিল্ডার। সব মিলিয়ে খেলেছেন ৬ ম্যাচ। লিগে চার ম্যাচ খেলে করেছেন ২ গোল। মার্চের শেষে শুরু হবে নতুন মৌসুম। ডিসেম্বরে লিগ শেষ হওয়ার পর থেকে আর খেলাতেই নেই জামাল।
বাংলাদেশের জাতীয় দলের ফুটবলাররা এবার যেখানে বিশ্রাম নেওয়ার সুযোগই পাননি, জামাল সেখানে ফুটবল থেকে দূরে তিন মাস ধরে। দীর্ঘ একটা বিশ্রাম আরামদায়ক হলেও এর উল্টো ফলটাও টের পাচ্ছেন বাংলাদেশ অধিনায়ক। এমনিতে জাতীয় দলে তাঁকে ৬০ মিনিটের বেশি খেলার সুযোগ দেন না কোচ হাভিয়ের কাবরেরা। তিন মাসের বেশি সময় ধরে খেলার মধ্যে না থাকায় জামালকে খেলায় তাগিদ দেওয়া হয়েছে জাতীয় দল থেকে।
আর জাতীয় দলের ফেরার তাগিদ থেকেই আবারও বিপিএল ফুটবলে ফিরতে পারেন বাংলাদেশ অধিনায়ক। এরই মধ্যে আবাহনীর সঙ্গে তার প্রাথমিক কথাবার্তাও এগিয়েছে। জামাল নিজ থেকেই আবাহনীর সঙ্গে যোগাযোগ করেছেন বলে জানালেন ক্লাবটির ম্যানেজার কাজী নজরুল ইসলাম, ’ জামাল আমাদের সঙ্গে যোগাযোগ করেছে। তবে চুক্তির বিষয়টি নিশ্চিত না। ক্লাব দেখছে বিষয়টি।’
সোল দে মায়োর সঙ্গে মাসিক ১৪ হাজার ডলারে আগামী অক্টোবর পর্যন্ত চুক্তি জামালের। প্রতি ফিফা উইন্ডোতে আর্জেন্টিনা থেকে উড়িয়ে এনে তাঁকে খেলানোর জন্য ৫-৬ লাখ টাকা বিমান ভাড়া গুনতে হয় বাফুফেকে। গুঞ্জন আছে, জামালের পেছনে এভাবে আর বিমান ভাড়া গুনতে রাজি নয় বাফুফে। সব মিলিয়েই আর্জেন্টিনার চুক্তি বাতিল করে আবারও বাংলাদেশেই ফিরতে পারেন জামাল।
জামাল ভূঁইয়ার এখন যেন অখণ্ড অবসর। গত ডিসেম্বর থেকে লম্বা ছুটিতে বাংলাদেশ অধিনায়ক। ছুটিতে আর্জেন্টিনা থেকে ডেনমার্ক হয়ে আবার আর্জেন্টিনায় ক্লাব সোল দে মায়োতে ফিরলেও এই লম্বা ছুটি যেন এখন অসহনীয় হয়ে উঠেছে জামালের জন্য।
দেড় মৌসুমের চুক্তিতে গত বছরের আগস্টে আর্জেন্টিনার তৃতীয় বিভাগের দল সোল দে মায়োতে নাম লিখিয়েছিলেন জামাল। দলটির অর্ধেক মৌসুম খেলেছেন ৩৩ বছর বয়সী মিডফিল্ডার। সব মিলিয়ে খেলেছেন ৬ ম্যাচ। লিগে চার ম্যাচ খেলে করেছেন ২ গোল। মার্চের শেষে শুরু হবে নতুন মৌসুম। ডিসেম্বরে লিগ শেষ হওয়ার পর থেকে আর খেলাতেই নেই জামাল।
বাংলাদেশের জাতীয় দলের ফুটবলাররা এবার যেখানে বিশ্রাম নেওয়ার সুযোগই পাননি, জামাল সেখানে ফুটবল থেকে দূরে তিন মাস ধরে। দীর্ঘ একটা বিশ্রাম আরামদায়ক হলেও এর উল্টো ফলটাও টের পাচ্ছেন বাংলাদেশ অধিনায়ক। এমনিতে জাতীয় দলে তাঁকে ৬০ মিনিটের বেশি খেলার সুযোগ দেন না কোচ হাভিয়ের কাবরেরা। তিন মাসের বেশি সময় ধরে খেলার মধ্যে না থাকায় জামালকে খেলায় তাগিদ দেওয়া হয়েছে জাতীয় দল থেকে।
আর জাতীয় দলের ফেরার তাগিদ থেকেই আবারও বিপিএল ফুটবলে ফিরতে পারেন বাংলাদেশ অধিনায়ক। এরই মধ্যে আবাহনীর সঙ্গে তার প্রাথমিক কথাবার্তাও এগিয়েছে। জামাল নিজ থেকেই আবাহনীর সঙ্গে যোগাযোগ করেছেন বলে জানালেন ক্লাবটির ম্যানেজার কাজী নজরুল ইসলাম, ’ জামাল আমাদের সঙ্গে যোগাযোগ করেছে। তবে চুক্তির বিষয়টি নিশ্চিত না। ক্লাব দেখছে বিষয়টি।’
সোল দে মায়োর সঙ্গে মাসিক ১৪ হাজার ডলারে আগামী অক্টোবর পর্যন্ত চুক্তি জামালের। প্রতি ফিফা উইন্ডোতে আর্জেন্টিনা থেকে উড়িয়ে এনে তাঁকে খেলানোর জন্য ৫-৬ লাখ টাকা বিমান ভাড়া গুনতে হয় বাফুফেকে। গুঞ্জন আছে, জামালের পেছনে এভাবে আর বিমান ভাড়া গুনতে রাজি নয় বাফুফে। সব মিলিয়েই আর্জেন্টিনার চুক্তি বাতিল করে আবারও বাংলাদেশেই ফিরতে পারেন জামাল।
বার্বাডোজে ২৯ জুন টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর উড়ছে ভারত। জিম্বাবুয়ে, শ্রীলঙ্কা, বাংলাদেশ-টানা তিনটি টি-টোয়েন্টি সিরিজ ভারত জিতেছে। ভারতের সামনে এবার টানা চারটি সিরিজ জয়ের সুযোগ।
২৯ মিনিট আগেসার্চ কমিটির দেওয়া প্রতিবেদন যাচাই-বাছাই করে গতকাল ৯টি ফেডারেশনের অ্যাডহক কমিটি গঠন করে দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। রাত সাড়ে নয়টার পর জাতীয় ক্রীড়া পরিষদের সচিব আমিনুল ইসলামের স্বাক্ষরিত এক বিবৃতিতে এমনটা জানানো হয়।
১ ঘণ্টা আগেখেলার মাঠে হট্টগোলের ঘটনা খুবই পরিচিত দৃশ্য এখন। বিশ্বকাপ, কোপা আমেরিকা, ইউরোর মতো মেজর ইভেন্টে দর্শকদের মধ্যে মারাত্মক হাতাহাতির ঘটনা ঘটে। উয়েফা নেশনস লিগের ম্যাচেও লেগেছে তার ছোঁয়া। গত রাতে ফ্রান্স-ইসরায়েল ম্যাচে ঘটে গেছে তুলকালাম কাণ্ড।
১ ঘণ্টা আগেতানজিম হাসান সাকিব প্রথমবারের মতো বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার সুযোগ পাচ্ছেন। ইমরান তাহিরের সুপারিশে তানজিম এবার গ্লোবাল টি-টোয়েন্টি লিগের গায়ানা আমাজন ওয়ারিয়র্স দলে যুক্ত হচ্ছেন। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে তানজিমের দুর্দান্ত পারফরম্যান্সের পর দক্ষিণ আফ্রিকার অভিজ্ঞ লেগ স্পিনার তাহিরের নজর কাড়
২ ঘণ্টা আগে