ক্রীড়া ডেস্ক
গত পরশু ওল্ড ট্রাফোর্ডে ম্যানচেস্টার ইউনাইটেড-ফুলহাম ম্যাচে রেফারির সঙ্গে যেন তর্কযুদ্ধে নেমেছিল ফুলহাম ফুটবল দল। এফএ কাপের কোয়ার্টার ফাইনালে রেফারির সিদ্ধান্ত কিছুতেই মেনে নিতে পারছিল না ফুলহাম। রেফারির সঙ্গে বাজে আচরণের শাস্তি পেল ফুলহাম।
ম্যাচের ৭২ মিনিটের ঘটনা। ফুলহামের লেফট উইঙ্গার উইলিয়ান হ্যান্ডবল করায় ম্যানইউকে পেনাল্টি দিয়েছিলেন ক্রিস কাভাং। রেফারির সিদ্ধান্তে ফুলহাম কোচ মার্কো সিলভা, ফরোয়ার্ড আলেক্সান্ডার মিত্রোভিচ তৎক্ষণাৎ অসন্তোষ প্রকাশ করেন। রেফারির সঙ্গে হাতাহাতির ঘটনাও ঘটেছে মিত্রোভিচের সঙ্গে। সিলভা, মিত্রোভিচ দুজনকেই লাল কার্ড দেখানো হয়েছে।
শুধু লাল কার্ডেই থেমে থাকেনি; সিলভা, মিত্রোভিচসহ পুরো ফুলহাম টিমকেই অভিযুক্ত করেছে ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ)। এফএ টুইট করেছে, ‘রোববার ১৯ মার্চ ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে এফএ কাপে ম্যাচের ৭২ মিনিটে যে ঘটনা ঘটেছে, তাতে ফুলহাম, মার্কো সিলভা ও আলেক্সান্ডার মিত্রোভিচকে অভিযুক্ত করা হয়েছে। ম্যাচ রেফারিকে উদ্দেশ্য করে কটূক্তি করা, অশোভন ইঙ্গিতের অভিযোগ উঠেছে মার্কো সিলভার বিরুদ্ধে। মাঠ থেকে চলে যাওয়ার পর চতুর্থ অফিশিয়ালের সঙ্গেও বাজে আচরণ করেছেন। সহকারী রেফারিকে লক্ষ্য করে বোতল ছুড়ে মারার অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে। আলেক্সান্ডার মিত্রোভিচের আচরণও ছিল অশোভন। মাঠ থেকে চলে যাওয়ার পর রেফারিকে হুমকি দিয়েছেন। ফুলহাম তাদের খেলোয়াড়দের নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়েছে।’
সিলভা, মিত্রোভিচের সঙ্গে লাল কার্ড দেখেছিলেন উইলিয়ানও। ১৩ বছরেরও বেশি সময় পর এক ম্যাচে ফুলহামের দুই ফুটবলার লাল কার্ড দেখেছেন। সর্বশেষ ২০০৯-এর নভেম্বরে রোমার বিপক্ষে ইউরোপা লিগে জোড়া লাল কার্ড দেখেছিল ফুলহাম।
গত পরশু ওল্ড ট্রাফোর্ডে ম্যানচেস্টার ইউনাইটেড-ফুলহাম ম্যাচে রেফারির সঙ্গে যেন তর্কযুদ্ধে নেমেছিল ফুলহাম ফুটবল দল। এফএ কাপের কোয়ার্টার ফাইনালে রেফারির সিদ্ধান্ত কিছুতেই মেনে নিতে পারছিল না ফুলহাম। রেফারির সঙ্গে বাজে আচরণের শাস্তি পেল ফুলহাম।
ম্যাচের ৭২ মিনিটের ঘটনা। ফুলহামের লেফট উইঙ্গার উইলিয়ান হ্যান্ডবল করায় ম্যানইউকে পেনাল্টি দিয়েছিলেন ক্রিস কাভাং। রেফারির সিদ্ধান্তে ফুলহাম কোচ মার্কো সিলভা, ফরোয়ার্ড আলেক্সান্ডার মিত্রোভিচ তৎক্ষণাৎ অসন্তোষ প্রকাশ করেন। রেফারির সঙ্গে হাতাহাতির ঘটনাও ঘটেছে মিত্রোভিচের সঙ্গে। সিলভা, মিত্রোভিচ দুজনকেই লাল কার্ড দেখানো হয়েছে।
শুধু লাল কার্ডেই থেমে থাকেনি; সিলভা, মিত্রোভিচসহ পুরো ফুলহাম টিমকেই অভিযুক্ত করেছে ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ)। এফএ টুইট করেছে, ‘রোববার ১৯ মার্চ ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে এফএ কাপে ম্যাচের ৭২ মিনিটে যে ঘটনা ঘটেছে, তাতে ফুলহাম, মার্কো সিলভা ও আলেক্সান্ডার মিত্রোভিচকে অভিযুক্ত করা হয়েছে। ম্যাচ রেফারিকে উদ্দেশ্য করে কটূক্তি করা, অশোভন ইঙ্গিতের অভিযোগ উঠেছে মার্কো সিলভার বিরুদ্ধে। মাঠ থেকে চলে যাওয়ার পর চতুর্থ অফিশিয়ালের সঙ্গেও বাজে আচরণ করেছেন। সহকারী রেফারিকে লক্ষ্য করে বোতল ছুড়ে মারার অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে। আলেক্সান্ডার মিত্রোভিচের আচরণও ছিল অশোভন। মাঠ থেকে চলে যাওয়ার পর রেফারিকে হুমকি দিয়েছেন। ফুলহাম তাদের খেলোয়াড়দের নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়েছে।’
সিলভা, মিত্রোভিচের সঙ্গে লাল কার্ড দেখেছিলেন উইলিয়ানও। ১৩ বছরেরও বেশি সময় পর এক ম্যাচে ফুলহামের দুই ফুটবলার লাল কার্ড দেখেছেন। সর্বশেষ ২০০৯-এর নভেম্বরে রোমার বিপক্ষে ইউরোপা লিগে জোড়া লাল কার্ড দেখেছিল ফুলহাম।
আন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেও ক্রিকেটকে পুরোপুরি ছাড়তে পারেননি মোহাম্মদ রফিক। একসময় জাতীয় দলের স্পিন বোলিংয়ের বড় ভরসা ছিলেন তিনি। অবসরের পর এখন শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও রংপুর রাইডার্সের স্পিন কোচ হিসেবে কাজ করছেন।
২৫ মিনিট আগেখেলা, ক্রিকেট, ভারতীয় ক্রিকেট, আইসিসি
১ ঘণ্টা আগেভারতের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগেই টেস্টের অধিনায়কত্ব ছেড়েছিলেন টিম সাউদি। নতুন অধিনায়ক টম লাথামের নেতৃত্বে ভারতকে পরে টেস্ট সিরিজে ৩-০ ব্যবধানে ধবলধোলাই করে নিউজিল্যান্ড। ভারত সিরিজ শেষের প্রায় দুই সপ্তাহ পর অবসরের খবরটা জানিয়েই দিলেন সাউদি।
৩ ঘণ্টা আগেবার্বাডোজে ২৯ জুন টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর উড়ছে ভারত। জিম্বাবুয়ে, শ্রীলঙ্কা, বাংলাদেশ-টানা তিনটি টি-টোয়েন্টি সিরিজ ভারত জিতেছে। ভারতের সামনে এবার টানা চারটি সিরিজ জয়ের সুযোগ।
৪ ঘণ্টা আগে