ক্রীড়া ডেস্ক
চলতি বছরের এপ্রিলেই আল নাসরের কোচের পদ থেকে বরখাস্ত হয়েছিলেন রুডি গার্সিয়া। ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে বনিবনা না হওয়ায় তাঁর ছাঁটাইয়ের গুঞ্জন শোনা গিয়েছিল। অবশেষে গার্সিয়ার বেকারত্বের শেষ হচ্ছে। নাপোলির প্রধান কোচ হচ্ছেন গার্সিয়া।
নাপোলি ক্লাবের সভাপতি অরিলিও ডে লরেন্তিস গতকাল সামাজিক মাধ্যমে গার্সিয়ার কোচ হওয়ার কথা নিশ্চিত করেছেন। ইতালির এই ক্লাবের সভাপতি টুইট করেছেন, ‘গত ১০ দিন তার সঙ্গে কথাবার্তা বলে যা বুঝলাম, তাতে আনন্দের সঙ্গে জানাচ্ছি যে জনাব রুডি গার্সিয়া হচ্ছেন নাপোলির নতুন কোচ। তাঁকে আমরা উষ্ণ অভ্যর্থনা জানাচ্ছি এবং তার সফলতা চাইছি।’
লুসিয়ানো স্পালেত্তির অধীনে ২০২২-২৩ মৌসুমের সিরি আ জিতেছে নাপোলি, যা ছিল ক্লাবটির ৩৩ বছর পর সিরি আ জয়। দীর্ঘ সময় পর শিরোপা পেলেও নাপোলির কোচের দায়িত্ব দীর্ঘায়িত করতে চাননি। স্পালেত্তি বলেন, ‘কিছু সময় আমার বিশ্রামের দরকার। বেশ ক্লান্ত।’ ২০২১ থেকে ২০২৩ পর্যন্ত স্পালেত্তির অধীনে নাপোলি খেলেছে ৯৬ ম্যাচ। জিতেছে ৬২ ম্যাচ, ড্র ১৬ ম্যাচ এবং হেরেছে ১৮ ম্যাচ।
স্পালেত্তির পর লুইস এনরিকে, হুলিয়ান নাগলসমান, জিয়ান পিয়েরো গ্যাসপারিনির কোচ হওয়ার সম্ভাবনা বেশি ছিল। সবাইকে অবাক করে গার্সিয়া এখন নাপোলির কোচ। ফরাসি এই কোচের অধীনে আল নাসর ২৬ ম্যাচ খেলে জিতেছে ১৮ ম্যাচ, ড্র করেছে ৫ ম্যাচ এবং ৩ ম্যাচ হেরেছে। তাঁর অধীনে ২০১০-১১ মৌসুমের লিগ ওয়ান জেতে লিল।
চলতি বছরের এপ্রিলেই আল নাসরের কোচের পদ থেকে বরখাস্ত হয়েছিলেন রুডি গার্সিয়া। ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে বনিবনা না হওয়ায় তাঁর ছাঁটাইয়ের গুঞ্জন শোনা গিয়েছিল। অবশেষে গার্সিয়ার বেকারত্বের শেষ হচ্ছে। নাপোলির প্রধান কোচ হচ্ছেন গার্সিয়া।
নাপোলি ক্লাবের সভাপতি অরিলিও ডে লরেন্তিস গতকাল সামাজিক মাধ্যমে গার্সিয়ার কোচ হওয়ার কথা নিশ্চিত করেছেন। ইতালির এই ক্লাবের সভাপতি টুইট করেছেন, ‘গত ১০ দিন তার সঙ্গে কথাবার্তা বলে যা বুঝলাম, তাতে আনন্দের সঙ্গে জানাচ্ছি যে জনাব রুডি গার্সিয়া হচ্ছেন নাপোলির নতুন কোচ। তাঁকে আমরা উষ্ণ অভ্যর্থনা জানাচ্ছি এবং তার সফলতা চাইছি।’
লুসিয়ানো স্পালেত্তির অধীনে ২০২২-২৩ মৌসুমের সিরি আ জিতেছে নাপোলি, যা ছিল ক্লাবটির ৩৩ বছর পর সিরি আ জয়। দীর্ঘ সময় পর শিরোপা পেলেও নাপোলির কোচের দায়িত্ব দীর্ঘায়িত করতে চাননি। স্পালেত্তি বলেন, ‘কিছু সময় আমার বিশ্রামের দরকার। বেশ ক্লান্ত।’ ২০২১ থেকে ২০২৩ পর্যন্ত স্পালেত্তির অধীনে নাপোলি খেলেছে ৯৬ ম্যাচ। জিতেছে ৬২ ম্যাচ, ড্র ১৬ ম্যাচ এবং হেরেছে ১৮ ম্যাচ।
স্পালেত্তির পর লুইস এনরিকে, হুলিয়ান নাগলসমান, জিয়ান পিয়েরো গ্যাসপারিনির কোচ হওয়ার সম্ভাবনা বেশি ছিল। সবাইকে অবাক করে গার্সিয়া এখন নাপোলির কোচ। ফরাসি এই কোচের অধীনে আল নাসর ২৬ ম্যাচ খেলে জিতেছে ১৮ ম্যাচ, ড্র করেছে ৫ ম্যাচ এবং ৩ ম্যাচ হেরেছে। তাঁর অধীনে ২০১০-১১ মৌসুমের লিগ ওয়ান জেতে লিল।
আন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেও ক্রিকেটকে পুরোপুরি ছাড়তে পারেননি মোহাম্মদ রফিক। একসময় জাতীয় দলের স্পিন বোলিংয়ের বড় ভরসা ছিলেন তিনি। অবসরের পর এখন শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও রংপুর রাইডার্সের স্পিন কোচ হিসেবে কাজ করছেন।
১ ঘণ্টা আগেখেলা, ক্রিকেট, ভারতীয় ক্রিকেট, আইসিসি
২ ঘণ্টা আগেভারতের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগেই টেস্টের অধিনায়কত্ব ছেড়েছিলেন টিম সাউদি। নতুন অধিনায়ক টম লাথামের নেতৃত্বে ভারতকে পরে টেস্ট সিরিজে ৩-০ ব্যবধানে ধবলধোলাই করে নিউজিল্যান্ড। ভারত সিরিজ শেষের প্রায় দুই সপ্তাহ পর অবসরের খবরটা জানিয়েই দিলেন সাউদি।
৪ ঘণ্টা আগেবার্বাডোজে ২৯ জুন টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর উড়ছে ভারত। জিম্বাবুয়ে, শ্রীলঙ্কা, বাংলাদেশ-টানা তিনটি টি-টোয়েন্টি সিরিজ ভারত জিতেছে। ভারতের সামনে এবার টানা চারটি সিরিজ জয়ের সুযোগ।
৫ ঘণ্টা আগে