ক্রীড়া ডেস্ক
ইংলিশ প্রিমিয়ার লিগে গতরাতে স্টামফোর্ড ব্রিজে মাঠে নেমেছিল দুই ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেড ও চেলসি। ম্যাচে বল দখলে ও আক্রমণে একক আধিপত্য দেখিয়েও জিততে পারেনি চেলসি। ম্যাচটি শেষ পর্যন্ত ১-১ গোলে ড্র হয়েছে।
ম্যাচের শুরু থেকে আক্রমণে এগিয়ে ছিল চেলসি। একের পর পর এক আক্রমণে চেপে ধরে ম্যানইউকে। তবে গোলের দেখা পাচ্ছিল না টমাস টুখেলের দল। ৩১ মিনিটের সময় আন্টোনিও রুডিগারের শট গোল পোস্টে না লাগলে অবশ্য এগিয়ে যেত পারত চেলসি। শেষ পর্যন্ত গোলশূন্য থেকেই বিরতিতে যায় দুই দল।
দ্বিতীয়ার্ধেও একইভাবে শুরু করে চেলসি। তবে ৫০ তম মিনিটে তাদের স্তব্ধ করে দিয়ে ম্যাচে এগিয়ে যায় ইউনাইটেড। ডি বক্সের বাইরে থেকে ছুটে এসে বক্সে ঢুকে ঠান্ডা মাথায় চেলসি গোলরক্ষক এদুয়ার্দ মেন্দিকে পরাস্ত করে বল জালে জড়ায় জাদোন সাঞ্চো। এই লিড অবশ্য ধরে রাখতে পারেনি ম্যানইউ।
৬৯ তম মিনিটে সফল স্পট কিক থেকে গোল করে চেলসিকে সমতায় ফেরান জর্জিনিয়ো। ডি-বক্সে থিয়াগো সিলভাকে ইউনাইটেড ডিফেন্ডার অ্যারন ওয়ান-বিসাকা ফাউল করলে পেনাল্টিটি পায় স্বাগতিকরা। বেঞ্চে বসে থাকা ক্রিস্টিয়ানো রোনালদো মাঠে নেমেছিলেন এর ঠিক ৫ মিনিট আগে। বাকি সময়ে নিজেকে মেলে ধরতে পারেনি পর্তুগিজ মহাতারকা। ম্যাচের বাকি সময়ে আর কোনো গোল না হওয়ায় দু’দল পয়েন্ট ভাগাভাগি করে নেয়।
জিততে না পারলেও টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছে চেলসি। ১৩ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে এক নম্বরে টুখেলের দল। দিনের আরেক ম্যাচে ওয়েস্ট হ্যাম ইউনাইটেডকে ২-১ গোলে হারানো ম্যানচেস্টার সিটি আছে তালিকার দুই নম্বরে। চেলসির চেয়ে ১ পয়েন্ট পিছয়ে আছে সিটি। সমান ম্যাচে সিটির চেয়ে আবার ১ পয়েন্ট কম নিয়ে তিনে লিভারপুল।
ইংলিশ প্রিমিয়ার লিগে গতরাতে স্টামফোর্ড ব্রিজে মাঠে নেমেছিল দুই ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেড ও চেলসি। ম্যাচে বল দখলে ও আক্রমণে একক আধিপত্য দেখিয়েও জিততে পারেনি চেলসি। ম্যাচটি শেষ পর্যন্ত ১-১ গোলে ড্র হয়েছে।
ম্যাচের শুরু থেকে আক্রমণে এগিয়ে ছিল চেলসি। একের পর পর এক আক্রমণে চেপে ধরে ম্যানইউকে। তবে গোলের দেখা পাচ্ছিল না টমাস টুখেলের দল। ৩১ মিনিটের সময় আন্টোনিও রুডিগারের শট গোল পোস্টে না লাগলে অবশ্য এগিয়ে যেত পারত চেলসি। শেষ পর্যন্ত গোলশূন্য থেকেই বিরতিতে যায় দুই দল।
দ্বিতীয়ার্ধেও একইভাবে শুরু করে চেলসি। তবে ৫০ তম মিনিটে তাদের স্তব্ধ করে দিয়ে ম্যাচে এগিয়ে যায় ইউনাইটেড। ডি বক্সের বাইরে থেকে ছুটে এসে বক্সে ঢুকে ঠান্ডা মাথায় চেলসি গোলরক্ষক এদুয়ার্দ মেন্দিকে পরাস্ত করে বল জালে জড়ায় জাদোন সাঞ্চো। এই লিড অবশ্য ধরে রাখতে পারেনি ম্যানইউ।
৬৯ তম মিনিটে সফল স্পট কিক থেকে গোল করে চেলসিকে সমতায় ফেরান জর্জিনিয়ো। ডি-বক্সে থিয়াগো সিলভাকে ইউনাইটেড ডিফেন্ডার অ্যারন ওয়ান-বিসাকা ফাউল করলে পেনাল্টিটি পায় স্বাগতিকরা। বেঞ্চে বসে থাকা ক্রিস্টিয়ানো রোনালদো মাঠে নেমেছিলেন এর ঠিক ৫ মিনিট আগে। বাকি সময়ে নিজেকে মেলে ধরতে পারেনি পর্তুগিজ মহাতারকা। ম্যাচের বাকি সময়ে আর কোনো গোল না হওয়ায় দু’দল পয়েন্ট ভাগাভাগি করে নেয়।
জিততে না পারলেও টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছে চেলসি। ১৩ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে এক নম্বরে টুখেলের দল। দিনের আরেক ম্যাচে ওয়েস্ট হ্যাম ইউনাইটেডকে ২-১ গোলে হারানো ম্যানচেস্টার সিটি আছে তালিকার দুই নম্বরে। চেলসির চেয়ে ১ পয়েন্ট পিছয়ে আছে সিটি। সমান ম্যাচে সিটির চেয়ে আবার ১ পয়েন্ট কম নিয়ে তিনে লিভারপুল।
পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ওয়েস্ট ইন্ডিজ সফরে রয়েছে বাংলাদেশ দল। সফরের অংশ হিসেবে ১৭ ও ১৮ নভেম্বর হবে ২ দিনের একটি প্রস্তুতি ম্যাচ। এই ম্যাচের মাধ্যমে প্রস্তুতি নেওয়ার দারুণ সুযোগ পাচ্ছেন মেহেদী হাসান মিরাজরা। মূল টেস্ট সিরিজের আগে কিছুটা আত্মবিশ্বাসও বাড়তে পারে তাঁদের। ম্যাচটি হবে অ্যান্টিগায়র স্যার ভিভ
৭ ঘণ্টা আগেভারতের আপত্তিতে পাকিস্তানের তিন শহরে ট্রফি সফর বাতিল করেছে আইসিসি। দীর্ঘ ২৮ বছর পর আইসিসির কোনো টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে তারা। তবে শুরু থেকেই বিভিন্ন আপত্তি তুলছে ভারত।
৮ ঘণ্টা আগেদ্বিতীয় দিনের ছন্দ ধরে রেখে আজ তৃতীয় দিন বাকি দুই উইকেটও নিজের ঝুলিতে নিলেন আনশুল কাম্বোজ। সঙ্গে সঙ্গে বিরল এক রেকর্ড তাঁর নামের পাশে। প্রথম শ্রেণির ক্রিকেটে একাই ১০ উইকেট নেওয়ার কৃতিত্ব দেখালেন হরিয়ানার এই পেসার।
৮ ঘণ্টা আগে