নিজস্ব প্রতিবেদক, বেঙ্গালুরু থেকে
‘আত্মবিশ্বাস’ থাকলে নাকি শুয়ে-বসেও গোল করা যায়! রাকিব হোসেনের ক্ষেত্রে কথাটা এখন যেন খুব সত্য। সাফে আগের ম্যাচে তাঁর গোলে মালদ্বীপের বিপক্ষে সমতায় ফিরেছিল বাংলাদেশ দল। আজ ভুটানের বিপক্ষে রাকিব করলেন তাঁর ক্যারিয়ারের সম্ভবত সেরা গোলটাও।
শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে ভুটানকে ৩-১ গোলে হারিয়ে ১৪ বছর পর সাফের সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। ম্যাচে বাংলাদেশের ৩টি গোলই হয়েছে প্রথমার্ধে, যার শেষটি রাকিবের। দুরূহ কোণ থেকে তার ‘জিরো অ্যাঙ্গেল’ গোলটা ম্যাচ থেকে ছিটকে দিয়েছে ভুটানকে।
ম্যাচের ৩৩ মিনিটেই গোলের দেখা পেতে পারতেন রাকিব। ভুটান গোলরক্ষককে একা পেয়েও অল্পের জন্য বল ঠেলতে পারেননি জালে। এর তিন মিনিট পরেই করেছেন মনে রাখার মতো এক গোল। মাঝমাঠ থেকে সতীর্থের বাড়ানো বলে একের পর এক ভুটানি ডিফেন্ডারকে হার মানিয়ে বক্সে ঢুকে পড়েন রাকিব। তাঁর কাছে এবার হার মানেন ভুটানের গোলরক্ষকও। তবে ডান পোস্ট দিয়ে গোল করার জন্য খুবই অল্প জায়গা ছিল রাকিবের। এর পরও জিরো অ্যাঙ্গেলে শট নিয়েছেন আর তাতেই চোখ ধাঁধানো এক গোল।
ম্যাচের পর রাকিবের এই গোলের আলাদাভাবে প্রশংসা করেছেন ভুটান কোচ পেমা দর্জি। ভুটান কোচ বলেছেন, ‘ম্যাচের তৃতীয় গোলটা ছিল দারুণ। এটা জিরো অ্যাঙ্গেল থেকে গোল হয়েছে। সৌভাগ্যবশত বলটা পোস্টে লেগে ঢুকে গেছে।’
রাকিব এখন অন্য উচ্চতায় চলে গেছেন বলে মন্তব্য বাংলাদেশ কোচ হাভিয়ের কাবরেরার, ‘রাকিব এখন অন্য উচ্চতায় চলে গেছে। তার শারীরিক সক্ষমতা অন্য খেলোয়াড়দের তুলনায় অসাধারণ। রাকিব আর মোরসালিন আজ দলকে অনেক দিয়েছে। তবে বাকিরাও কিন্তু দারুণ খেলেছে।’
১৪ বছর পর সেমিতে উঠলেও সেখানেই থেমে যেতে চান না রাকিব। চান দলকে ফাইনালেও নিতে, ‘বাংলাদেশের ফুটবলের জন্য এই জয়টা দরকার ছিল। খুব করে দরকার ছিল। খেলোয়াড়েরা সবাই একত্রে চেষ্টা করছে। মাঠে সবাই পরিশ্রম করছে। সবার পরিশ্রমের কারণেই এটা সম্ভব হয়েছে। তবে এখনো কাজ বাকি। সেমির ম্যাচ কঠিন হবে।’
‘আত্মবিশ্বাস’ থাকলে নাকি শুয়ে-বসেও গোল করা যায়! রাকিব হোসেনের ক্ষেত্রে কথাটা এখন যেন খুব সত্য। সাফে আগের ম্যাচে তাঁর গোলে মালদ্বীপের বিপক্ষে সমতায় ফিরেছিল বাংলাদেশ দল। আজ ভুটানের বিপক্ষে রাকিব করলেন তাঁর ক্যারিয়ারের সম্ভবত সেরা গোলটাও।
শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে ভুটানকে ৩-১ গোলে হারিয়ে ১৪ বছর পর সাফের সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। ম্যাচে বাংলাদেশের ৩টি গোলই হয়েছে প্রথমার্ধে, যার শেষটি রাকিবের। দুরূহ কোণ থেকে তার ‘জিরো অ্যাঙ্গেল’ গোলটা ম্যাচ থেকে ছিটকে দিয়েছে ভুটানকে।
ম্যাচের ৩৩ মিনিটেই গোলের দেখা পেতে পারতেন রাকিব। ভুটান গোলরক্ষককে একা পেয়েও অল্পের জন্য বল ঠেলতে পারেননি জালে। এর তিন মিনিট পরেই করেছেন মনে রাখার মতো এক গোল। মাঝমাঠ থেকে সতীর্থের বাড়ানো বলে একের পর এক ভুটানি ডিফেন্ডারকে হার মানিয়ে বক্সে ঢুকে পড়েন রাকিব। তাঁর কাছে এবার হার মানেন ভুটানের গোলরক্ষকও। তবে ডান পোস্ট দিয়ে গোল করার জন্য খুবই অল্প জায়গা ছিল রাকিবের। এর পরও জিরো অ্যাঙ্গেলে শট নিয়েছেন আর তাতেই চোখ ধাঁধানো এক গোল।
ম্যাচের পর রাকিবের এই গোলের আলাদাভাবে প্রশংসা করেছেন ভুটান কোচ পেমা দর্জি। ভুটান কোচ বলেছেন, ‘ম্যাচের তৃতীয় গোলটা ছিল দারুণ। এটা জিরো অ্যাঙ্গেল থেকে গোল হয়েছে। সৌভাগ্যবশত বলটা পোস্টে লেগে ঢুকে গেছে।’
রাকিব এখন অন্য উচ্চতায় চলে গেছেন বলে মন্তব্য বাংলাদেশ কোচ হাভিয়ের কাবরেরার, ‘রাকিব এখন অন্য উচ্চতায় চলে গেছে। তার শারীরিক সক্ষমতা অন্য খেলোয়াড়দের তুলনায় অসাধারণ। রাকিব আর মোরসালিন আজ দলকে অনেক দিয়েছে। তবে বাকিরাও কিন্তু দারুণ খেলেছে।’
১৪ বছর পর সেমিতে উঠলেও সেখানেই থেমে যেতে চান না রাকিব। চান দলকে ফাইনালেও নিতে, ‘বাংলাদেশের ফুটবলের জন্য এই জয়টা দরকার ছিল। খুব করে দরকার ছিল। খেলোয়াড়েরা সবাই একত্রে চেষ্টা করছে। মাঠে সবাই পরিশ্রম করছে। সবার পরিশ্রমের কারণেই এটা সম্ভব হয়েছে। তবে এখনো কাজ বাকি। সেমির ম্যাচ কঠিন হবে।’
আন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেও ক্রিকেটকে পুরোপুরি ছাড়তে পারেননি মোহাম্মদ রফিক। একসময় জাতীয় দলের স্পিন বোলিংয়ের বড় ভরসা ছিলেন তিনি। অবসরের পর এখন শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও রংপুর রাইডার্সের স্পিন কোচ হিসেবে কাজ করছেন।
১২ মিনিট আগেখেলা, ক্রিকেট, ভারতীয় ক্রিকেট, আইসিসি
১ ঘণ্টা আগেভারতের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগেই টেস্টের অধিনায়কত্ব ছেড়েছিলেন টিম সাউদি। নতুন অধিনায়ক টম লাথামের নেতৃত্বে ভারতকে পরে টেস্ট সিরিজে ৩-০ ব্যবধানে ধবলধোলাই করে নিউজিল্যান্ড। ভারত সিরিজ শেষের প্রায় দুই সপ্তাহ পর অবসরের খবরটা জানিয়েই দিলেন সাউদি।
৩ ঘণ্টা আগেবার্বাডোজে ২৯ জুন টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর উড়ছে ভারত। জিম্বাবুয়ে, শ্রীলঙ্কা, বাংলাদেশ-টানা তিনটি টি-টোয়েন্টি সিরিজ ভারত জিতেছে। ভারতের সামনে এবার টানা চারটি সিরিজ জয়ের সুযোগ।
৩ ঘণ্টা আগে