ক্রীড়া ডেস্ক
টাইব্রেকারে শেষ শটটি আর মোহামেদ সালাহকে নিতে হলো না। এর আগেই মিশরের জয় নিশ্চিত করেছেন মোহাম্মদ আবু গাবাল। দলের দ্বিতীয় পছন্দের এই গোলরক্ষকের অসাধারণ নৈপুণ্যে সেমিফাইনালে ক্যামেরুনকে হারিয়ে আফ্রিকান নেশনস কাপের ফাইনালে উঠেছে মিশর। টাইব্রেকারে সালাহদের জয় ৩-১ ব্যবধানে।
গত রাতে দ্বিতীয় সেমিফাইনালে নির্ধারিত ৯০ মিনিটের পর অতিরিক্ত ৩০ মিনিটও গোলশূন্য থাকলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। যেখানে শেষ হাসি হাসে সালাহদের মিশর। এদিকে বুরকিনা ফাসোকে হারিয়ে আগেই সেমিফাইনাল নিশ্চিত করেছে সাদিও মানের সেনেগাল। আগামী রোববার শিরোপা নির্ধারণী ম্যাচে দেখা যাবে দুই বন্ধুর লড়াই। সালাহ-মানে দুজনই যে লিভারপুলে একে অপরের সতীর্থ।
ম্যাচ হারলেও ঘরের মাঠে পুরো ম্যাচেই দাপট দেখিয়েছে ক্যামেরুন। প্রথমার্ধে বেশ কবার সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি স্বাগতিক ফরোয়ার্ডরা। সুযোগ এসেছিল মিশরের সামনেও। গোলরক্ষককে একা পেয়েও বল জালে জড়াতে পারেননি সালাহ। প্রথমার্ধের মতো দ্বিতীয়ার্ধেও গোলের দেখা পায়নি কোনো দল। ৫৬ মিনিটে সহজ সুযোগ নষ্ট করেন এই লিভারপুল তারকা। নির্ধারিত ৯০ মিনিট এবং অতিরিক্ত ৩০ মিনিটেও কোনো দল গোল করতে না পারায় ম্যাচের ভাগ্য নির্ধারিত হয় টাইব্রেকারে।
টাইব্রেকারে মিশরের পক্ষে প্রথম শটে গোল করেন আহমেদ সাইদ। এরপর টানা দুটি মিস করে ক্যামেরুন। দুটি বলই আটকে দেন মিশরের গোলকিপার। ক্যামেরুন মিস করলেও মিশরের খেলোয়াড়েরা মিস করেননি। তিন শট শেষে স্কোর দাঁড়ায় মিশর ৩-১ ক্যামেরুন। চতুর্থ শট নিতে আসেন ক্যামেরুনের ক্লিন্টন এনজি। শট নেন পোস্টের বাইরে দিয়ে। গোল করতে ব্যর্থ হলে মিশরকে আর শট নেওয়ার প্রয়োজন হয়নি।
আগামী ৭ ফেব্রুয়ারি ফাইনালে সাদিও মানের সেনেগালের মুখোমুখি হবে আফ্রিকান নেশন্স কাপের সফলতম দেশটি।
টাইব্রেকারে শেষ শটটি আর মোহামেদ সালাহকে নিতে হলো না। এর আগেই মিশরের জয় নিশ্চিত করেছেন মোহাম্মদ আবু গাবাল। দলের দ্বিতীয় পছন্দের এই গোলরক্ষকের অসাধারণ নৈপুণ্যে সেমিফাইনালে ক্যামেরুনকে হারিয়ে আফ্রিকান নেশনস কাপের ফাইনালে উঠেছে মিশর। টাইব্রেকারে সালাহদের জয় ৩-১ ব্যবধানে।
গত রাতে দ্বিতীয় সেমিফাইনালে নির্ধারিত ৯০ মিনিটের পর অতিরিক্ত ৩০ মিনিটও গোলশূন্য থাকলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। যেখানে শেষ হাসি হাসে সালাহদের মিশর। এদিকে বুরকিনা ফাসোকে হারিয়ে আগেই সেমিফাইনাল নিশ্চিত করেছে সাদিও মানের সেনেগাল। আগামী রোববার শিরোপা নির্ধারণী ম্যাচে দেখা যাবে দুই বন্ধুর লড়াই। সালাহ-মানে দুজনই যে লিভারপুলে একে অপরের সতীর্থ।
ম্যাচ হারলেও ঘরের মাঠে পুরো ম্যাচেই দাপট দেখিয়েছে ক্যামেরুন। প্রথমার্ধে বেশ কবার সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি স্বাগতিক ফরোয়ার্ডরা। সুযোগ এসেছিল মিশরের সামনেও। গোলরক্ষককে একা পেয়েও বল জালে জড়াতে পারেননি সালাহ। প্রথমার্ধের মতো দ্বিতীয়ার্ধেও গোলের দেখা পায়নি কোনো দল। ৫৬ মিনিটে সহজ সুযোগ নষ্ট করেন এই লিভারপুল তারকা। নির্ধারিত ৯০ মিনিট এবং অতিরিক্ত ৩০ মিনিটেও কোনো দল গোল করতে না পারায় ম্যাচের ভাগ্য নির্ধারিত হয় টাইব্রেকারে।
টাইব্রেকারে মিশরের পক্ষে প্রথম শটে গোল করেন আহমেদ সাইদ। এরপর টানা দুটি মিস করে ক্যামেরুন। দুটি বলই আটকে দেন মিশরের গোলকিপার। ক্যামেরুন মিস করলেও মিশরের খেলোয়াড়েরা মিস করেননি। তিন শট শেষে স্কোর দাঁড়ায় মিশর ৩-১ ক্যামেরুন। চতুর্থ শট নিতে আসেন ক্যামেরুনের ক্লিন্টন এনজি। শট নেন পোস্টের বাইরে দিয়ে। গোল করতে ব্যর্থ হলে মিশরকে আর শট নেওয়ার প্রয়োজন হয়নি।
আগামী ৭ ফেব্রুয়ারি ফাইনালে সাদিও মানের সেনেগালের মুখোমুখি হবে আফ্রিকান নেশন্স কাপের সফলতম দেশটি।
বার্বাডোজে ২৯ জুন টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর উড়ছে ভারত। জিম্বাবুয়ে, শ্রীলঙ্কা, বাংলাদেশ-টানা তিনটি টি-টোয়েন্টি সিরিজ ভারত জিতেছে। ভারতের সামনে এবার টানা চারটি সিরিজ জয়ের সুযোগ।
২৪ মিনিট আগেসার্চ কমিটির দেওয়া প্রতিবেদন যাচাই-বাছাই করে গতকাল ৯টি ফেডারেশনের অ্যাডহক কমিটি গঠন করে দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। রাত সাড়ে নয়টার পর জাতীয় ক্রীড়া পরিষদের সচিব আমিনুল ইসলামের স্বাক্ষরিত এক বিবৃতিতে এমনটা জানানো হয়।
১ ঘণ্টা আগেখেলার মাঠে হট্টগোলের ঘটনা খুবই পরিচিত দৃশ্য এখন। বিশ্বকাপ, কোপা আমেরিকা, ইউরোর মতো মেজর ইভেন্টে দর্শকদের মধ্যে মারাত্মক হাতাহাতির ঘটনা ঘটে। উয়েফা নেশনস লিগের ম্যাচেও লেগেছে তার ছোঁয়া। গত রাতে ফ্রান্স-ইসরায়েল ম্যাচে ঘটে গেছে তুলকালাম কাণ্ড।
১ ঘণ্টা আগেতানজিম হাসান সাকিব প্রথমবারের মতো বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার সুযোগ পাচ্ছেন। ইমরান তাহিরের সুপারিশে তানজিম এবার গ্লোবাল টি-টোয়েন্টি লিগের গায়ানা আমাজন ওয়ারিয়র্স দলে যুক্ত হচ্ছেন। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে তানজিমের দুর্দান্ত পারফরম্যান্সের পর দক্ষিণ আফ্রিকার অভিজ্ঞ লেগ স্পিনার তাহিরের নজর কাড়
২ ঘণ্টা আগে