ক্রীড়া ডেস্ক
খ্যাতির বিড়ম্বনা বলতে যা বোঝায় আরকি। উয়েফা চ্যাম্পিয়নস লিগে বার্সেলোনা সবশেষ শিরোপা জিতেছে ২০১৫ সালে। এরপর ক্লাবটির ক্যাবিনেটে আর কোনো শিরোপা যোগ হয়নি। স্বাভাবিকভাবেই তাই ভক্ত-সমর্থকদের সমালোচনা সইতে হয়েছে বার্সাকে। মাঠের পারফরম্যান্সে সবকিছুর জবাব তো ক্লাবটি দিয়েছেই। সমালোচকদের ছেড়ে কথা বলেননি কোচ জাভি হার্নান্দেজও।
বার্সেলোনা সবশেষ যখন চ্যাম্পিয়নস লিগ জেতে, তখন দলটির খেলোয়াড় ছিলেন জাভি হার্নান্দেজ। এরপর কাতারের ক্লাব আল সাদে খেলোয়াড় ও কোচ হিসেবে কাটিয়েছেন দীর্ঘ এক সময়। কোচ হিসেবে বার্সায় আসেন ২০২১-এর নভেম্বর মাসে। তিনি আসার পরও বার্সা উঠতে পারছিল না কোয়ার্টার ফাইনালে। ২০১৯-২০ মৌসুমে কোয়ার্টার ফাইনালে ওঠা বার্সা পরের মৌসুম (২০২০-২১) শেষ করেছে শেষ ষোলোতে। এরপর ২০২১-২২,২০২২-২৩ টানা দুই মৌসুম বিদায় নিয়েছে গ্রুপ পর্ব থেকেই। চলতি মৌসুমেও বার্সার পারফরম্যান্স অম্লমধুর। টানা তিন মৌসুম যাদের কাছে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনাল ছিল অধরা, তারা এবার পারবে তো—এমন ধারণা থেকেই সমালোচনার তির এসে ছুটেছে বার্সার দিকে।
সেই বার্সেলোনাই গত রাতে দুর্দান্ত পারফরম্যান্সে নিশ্চিত করেছে ২০২৩-২৪ মৌসুমের চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনাল। এস্তাদিও অলিম্পিকো লুইস স্টেডিয়ামে শেষ ষোলোর দ্বিতীয় লেগে নাপোলিকে ৩-১ গোলে হারিয়েছে বার্সা। ১৫, ১৭ ও ৮৩ মিনিটে বার্সার গোল ৩টি করেন ফারমিন লোপেজ, হোয়াও কানসেলো ও রবার্ট লেভানডফস্কি। দুই লেগ মিলে ৪-২ গোলে নাপোলিকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠে বার্সা। চার বছর পর শেষ আটে ওঠার পর বার্সা কোচ জাভি ম্যাচ শেষে বলেছেন, ‘ভক্ত-সমর্থকেরা আমাদের ওপর বিশ্বাস রাখেননি। ড্রেসিংরুমেই নাকি আমার জায়গা হারাতে যাচ্ছি। অনেক অন্যায্য সমালোচনা সহ্য করতে হয়েছে। খেলোয়াড়দের ওপর অনেত চাপ দেওয়া হয়েছে। আমি এমনও পড়েছি যে চ্যাম্পিয়নস লিগের কৌতুক ছিলাম আমরা। এখন দেখুন কী অবস্থা?’
চলতি মৌসুম শেষে বার্সেলোনোর কোচের দায়িত্ব ছাড়ার ঘোষণা জাভি দিয়েছেন অনেক আগেই। সেখানে চ্যাম্পিয়নস লিগে শিষ্যদের এমন পারফরম্যান্সে তাঁর (জাভি) একটু উচ্ছ্বাস থাকাই স্বাভাবিক। বার্সা কোচ বলেন, ‘আমি সবাইকে সতর্ক করেছিলাম যে এই দলটির জেগে ওঠা উচিত। যেখানে আমি আগেই ঘোষণা দিয়েছি চলে যাওয়ার। এই মুহূর্তটা তাই আমাদের জন্য উপভোগ করার।’
খ্যাতির বিড়ম্বনা বলতে যা বোঝায় আরকি। উয়েফা চ্যাম্পিয়নস লিগে বার্সেলোনা সবশেষ শিরোপা জিতেছে ২০১৫ সালে। এরপর ক্লাবটির ক্যাবিনেটে আর কোনো শিরোপা যোগ হয়নি। স্বাভাবিকভাবেই তাই ভক্ত-সমর্থকদের সমালোচনা সইতে হয়েছে বার্সাকে। মাঠের পারফরম্যান্সে সবকিছুর জবাব তো ক্লাবটি দিয়েছেই। সমালোচকদের ছেড়ে কথা বলেননি কোচ জাভি হার্নান্দেজও।
বার্সেলোনা সবশেষ যখন চ্যাম্পিয়নস লিগ জেতে, তখন দলটির খেলোয়াড় ছিলেন জাভি হার্নান্দেজ। এরপর কাতারের ক্লাব আল সাদে খেলোয়াড় ও কোচ হিসেবে কাটিয়েছেন দীর্ঘ এক সময়। কোচ হিসেবে বার্সায় আসেন ২০২১-এর নভেম্বর মাসে। তিনি আসার পরও বার্সা উঠতে পারছিল না কোয়ার্টার ফাইনালে। ২০১৯-২০ মৌসুমে কোয়ার্টার ফাইনালে ওঠা বার্সা পরের মৌসুম (২০২০-২১) শেষ করেছে শেষ ষোলোতে। এরপর ২০২১-২২,২০২২-২৩ টানা দুই মৌসুম বিদায় নিয়েছে গ্রুপ পর্ব থেকেই। চলতি মৌসুমেও বার্সার পারফরম্যান্স অম্লমধুর। টানা তিন মৌসুম যাদের কাছে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনাল ছিল অধরা, তারা এবার পারবে তো—এমন ধারণা থেকেই সমালোচনার তির এসে ছুটেছে বার্সার দিকে।
সেই বার্সেলোনাই গত রাতে দুর্দান্ত পারফরম্যান্সে নিশ্চিত করেছে ২০২৩-২৪ মৌসুমের চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনাল। এস্তাদিও অলিম্পিকো লুইস স্টেডিয়ামে শেষ ষোলোর দ্বিতীয় লেগে নাপোলিকে ৩-১ গোলে হারিয়েছে বার্সা। ১৫, ১৭ ও ৮৩ মিনিটে বার্সার গোল ৩টি করেন ফারমিন লোপেজ, হোয়াও কানসেলো ও রবার্ট লেভানডফস্কি। দুই লেগ মিলে ৪-২ গোলে নাপোলিকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠে বার্সা। চার বছর পর শেষ আটে ওঠার পর বার্সা কোচ জাভি ম্যাচ শেষে বলেছেন, ‘ভক্ত-সমর্থকেরা আমাদের ওপর বিশ্বাস রাখেননি। ড্রেসিংরুমেই নাকি আমার জায়গা হারাতে যাচ্ছি। অনেক অন্যায্য সমালোচনা সহ্য করতে হয়েছে। খেলোয়াড়দের ওপর অনেত চাপ দেওয়া হয়েছে। আমি এমনও পড়েছি যে চ্যাম্পিয়নস লিগের কৌতুক ছিলাম আমরা। এখন দেখুন কী অবস্থা?’
চলতি মৌসুম শেষে বার্সেলোনোর কোচের দায়িত্ব ছাড়ার ঘোষণা জাভি দিয়েছেন অনেক আগেই। সেখানে চ্যাম্পিয়নস লিগে শিষ্যদের এমন পারফরম্যান্সে তাঁর (জাভি) একটু উচ্ছ্বাস থাকাই স্বাভাবিক। বার্সা কোচ বলেন, ‘আমি সবাইকে সতর্ক করেছিলাম যে এই দলটির জেগে ওঠা উচিত। যেখানে আমি আগেই ঘোষণা দিয়েছি চলে যাওয়ার। এই মুহূর্তটা তাই আমাদের জন্য উপভোগ করার।’
বার্বাডোজে ২৯ জুন টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর উড়ছে ভারত। জিম্বাবুয়ে, শ্রীলঙ্কা, বাংলাদেশ-টানা তিনটি টি-টোয়েন্টি সিরিজ ভারত জিতেছে। ভারতের সামনে এবার টানা চারটি সিরিজ জয়ের সুযোগ।
২৫ মিনিট আগেসার্চ কমিটির দেওয়া প্রতিবেদন যাচাই-বাছাই করে গতকাল ৯টি ফেডারেশনের অ্যাডহক কমিটি গঠন করে দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। রাত সাড়ে নয়টার পর জাতীয় ক্রীড়া পরিষদের সচিব আমিনুল ইসলামের স্বাক্ষরিত এক বিবৃতিতে এমনটা জানানো হয়।
১ ঘণ্টা আগেখেলার মাঠে হট্টগোলের ঘটনা খুবই পরিচিত দৃশ্য এখন। বিশ্বকাপ, কোপা আমেরিকা, ইউরোর মতো মেজর ইভেন্টে দর্শকদের মধ্যে মারাত্মক হাতাহাতির ঘটনা ঘটে। উয়েফা নেশনস লিগের ম্যাচেও লেগেছে তার ছোঁয়া। গত রাতে ফ্রান্স-ইসরায়েল ম্যাচে ঘটে গেছে তুলকালাম কাণ্ড।
১ ঘণ্টা আগেতানজিম হাসান সাকিব প্রথমবারের মতো বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার সুযোগ পাচ্ছেন। ইমরান তাহিরের সুপারিশে তানজিম এবার গ্লোবাল টি-টোয়েন্টি লিগের গায়ানা আমাজন ওয়ারিয়র্স দলে যুক্ত হচ্ছেন। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে তানজিমের দুর্দান্ত পারফরম্যান্সের পর দক্ষিণ আফ্রিকার অভিজ্ঞ লেগ স্পিনার তাহিরের নজর কাড়
২ ঘণ্টা আগে