ক্রীড়া ডেস্ক
টানা দ্বিতীয়বারের মতো ইতালিয়ান সুপারকাপের চ্যাম্পিয়ন ইন্টার মিলান। গতকাল সুপারকাপের ফাইনালে এসি মিলানকে ৩-০ গোলে হারিয়েছে তারা। দলের হয়ে গোল ৩টি করেন ফেদেরিকো ডিমার্কো, এডেন জেঁকো ও লাউতারো মার্টিনেজ।
সৌদি আরবের কিং ফাহাদ আন্তর্জাতিক স্টেডিয়ামে শুরু থেকেই বল পজিশন নেয় এসি মিলান। কিন্তু গোলের খেলায় গোল করতে ব্যর্থ হয় তারা। বলা যায়, সেরকম আক্রমণই গড়তে পারেনি দলটি।
অন্যদিকে বল পজিশনে পিছিয়ে থাকলেও কাজের কাজটি করেছে ইন্টার। প্রথমার্ধেই দুই গোল পায় তারা। শুরু থেকেই একের পর এক আক্রমণ করে নগর প্রতিদ্বন্দ্বীদের রক্ষণভাগকে ব্যস্ত রাখে ইন্টার, যার ফলও পায় দ্রুত।
ম্যাচের ১০ মিনিটে এগিয়ে যায় তারা। নিকো বারেল্লার পাস থেকে দলকে লিড এনে দেন ডিমার্কো। বিরতিতে যাওয়ার আগে ২১ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন জেঁকো। আলেসান্দ্রো বাস্তোনির পাস ধরে ডান পায়ে দুর্দান্ত ফিনিশিং করেন বসনিয়া ও হার্জেগোভিনার এই ফরোয়ার্ড।
বিরতির পর গোল শোধের চেষ্টা করলেও পারেনি এসি মিলান। উল্টো ৭৭ মিনিটে আরেকটি গোল হজম করে তারা। এবারের গোলটি করেন লাউতারো মার্তিনেজ। দলের শেষ গোলে সহায়তা করেন ডিফেন্ডার মিলান স্ক্রিনিয়ার।
এই জয়ে সুপারকাপের ইতিহাসে সপ্তমবারের মতো সুপারকাপ জিতল ইন্টার। সমান শিরোপা নগর প্রতিদ্বন্দ্বী এসি মিলানেরও। ৯বার জিতে শীর্ষে আছে ‘তুরিনের বুড়ি’ নামে পরিচিত জুভেন্টাস।
টানা দ্বিতীয়বারের মতো ইতালিয়ান সুপারকাপের চ্যাম্পিয়ন ইন্টার মিলান। গতকাল সুপারকাপের ফাইনালে এসি মিলানকে ৩-০ গোলে হারিয়েছে তারা। দলের হয়ে গোল ৩টি করেন ফেদেরিকো ডিমার্কো, এডেন জেঁকো ও লাউতারো মার্টিনেজ।
সৌদি আরবের কিং ফাহাদ আন্তর্জাতিক স্টেডিয়ামে শুরু থেকেই বল পজিশন নেয় এসি মিলান। কিন্তু গোলের খেলায় গোল করতে ব্যর্থ হয় তারা। বলা যায়, সেরকম আক্রমণই গড়তে পারেনি দলটি।
অন্যদিকে বল পজিশনে পিছিয়ে থাকলেও কাজের কাজটি করেছে ইন্টার। প্রথমার্ধেই দুই গোল পায় তারা। শুরু থেকেই একের পর এক আক্রমণ করে নগর প্রতিদ্বন্দ্বীদের রক্ষণভাগকে ব্যস্ত রাখে ইন্টার, যার ফলও পায় দ্রুত।
ম্যাচের ১০ মিনিটে এগিয়ে যায় তারা। নিকো বারেল্লার পাস থেকে দলকে লিড এনে দেন ডিমার্কো। বিরতিতে যাওয়ার আগে ২১ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন জেঁকো। আলেসান্দ্রো বাস্তোনির পাস ধরে ডান পায়ে দুর্দান্ত ফিনিশিং করেন বসনিয়া ও হার্জেগোভিনার এই ফরোয়ার্ড।
বিরতির পর গোল শোধের চেষ্টা করলেও পারেনি এসি মিলান। উল্টো ৭৭ মিনিটে আরেকটি গোল হজম করে তারা। এবারের গোলটি করেন লাউতারো মার্তিনেজ। দলের শেষ গোলে সহায়তা করেন ডিফেন্ডার মিলান স্ক্রিনিয়ার।
এই জয়ে সুপারকাপের ইতিহাসে সপ্তমবারের মতো সুপারকাপ জিতল ইন্টার। সমান শিরোপা নগর প্রতিদ্বন্দ্বী এসি মিলানেরও। ৯বার জিতে শীর্ষে আছে ‘তুরিনের বুড়ি’ নামে পরিচিত জুভেন্টাস।
খেলার মাঠে হট্টগোলের ঘটনা খুবই পরিচিত দৃশ্য এখন। বিশ্বকাপ, কোপা আমেরিকা, ইউরোর মতো মেজর ইভেন্টে দর্শকদের মধ্যে মারাত্মক হাতাহাতির ঘটনা ঘটে। উয়েফা নেশনস লিগের ম্যাচেও লেগেছে তার ছোঁয়া। গত রাতে ফ্রান্স-ইসরায়েল ম্যাচে ঘটে গেছে তুলকালাম কাণ্ড।
৩১ মিনিট আগেতানজিম হাসান সাকিব প্রথমবারের মতো বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার সুযোগ পাচ্ছেন। ইমরান তাহিরের সুপারিশে তানজিম এবার গ্লোবাল টি-টোয়েন্টি লিগের গায়ানা আমাজন ওয়ারিয়র্স দলে যুক্ত হচ্ছেন। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে তানজিমের দুর্দান্ত পারফরম্যান্সের পর দক্ষিণ আফ্রিকার অভিজ্ঞ লেগ স্পিনার তাহিরের নজর কাড়
১ ঘণ্টা আগেআইসিসি চ্যাম্পিয়নস ট্রফি হওয়ার আর ১০০ দিনও বাকি নেই। কিন্তু জরুরি কিছু প্রশ্নের উত্তর এখনো নেই। সময়মতো টুর্নামেন্ট হবে কি? হলে কোথায় হবে? এই দুটি প্রশ্নের উত্তর যতক্ষণ না আসছে, ততক্ষণ টুর্নামেন্টের সূচিও প্রকাশ করা সম্ভব হচ্ছে না। সব মিলিয়ে এই টুর্নামেন্ট নিয়ে অনেক চাপে আইসিসি।
২ ঘণ্টা আগেসিনেমা, নাটক-কোনো কিছুরই তো কমতি ছিল না আজ আর্জেন্টিনা-প্যারাগুয়ে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে। দেল চাকো স্টেডিয়ামে ব্রাজিলের রেফারি অ্যান্ডারসন দারাঙ্কোর একের পর এক কাণ্ডে ক্ষুব্ধ আর্জেন্টিনা ফুটবল দল। রেফারির সঙ্গে এক চোট হয়েই গেছে মেসির। এমনকি আঙুল উঁচিয়ে কথাও বলেছেন আর্জেন্টিনার বিশ্বজয়ী ফুটবলার।
২ ঘণ্টা আগে