ক্রীড়া ডেস্ক
সংক্ষিপ্ত তালিকা প্রকাশ হওয়ার পর থেকেই ভিনিসিয়ুস জুনিয়র ব্যালন ডি’অর জিতবেন বলে প্রত্যাশা করছিলেন ফুটবল বিশ্লেষক, কোচ ও সাবেক-বর্তমান ফুটবলাররা। আজ বাংলাদেশ সময় আজ রাতেই ঘোষণা হবে ব্যালন ডি’অর জয়ীর নাম। কিন্তু তার কয়েক ঘণ্টা আগেই বদলে গেল দৃশ্যপট।
সামাজিক যোগাযোগমাধ্যম গুঞ্জন ও আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ভিনিসিয়ুস নয় স্পেনের মিডফিল্ডার রদ্রি পাচ্ছেন এবারের ব্যালন ডি’অর। ব্যাপারটি যেন ব্রাজিল ও রিয়াল মাদ্রিদের সমর্থকদের জন্য দুঃসংবাদও। ভিনি যদি জেতেন তাহলে ১৭ বছর পর ব্রাজিলের কোনো ফুটবলারের হতে উঠত ব্যালন ডি’অরের।
ইতালিয়ান স্বনামধন্য ক্রীড়া সাংবাদিক ফ্যাবরিসিও রোমানোও তাঁর এক্সে একটা পোস্ট করে জানিয়েছেন, রিয়াল মাদ্রিদের কোনো প্রতিনিধি যাচ্ছেন না ব্যালন ডি’অরের অনুষ্ঠানে। কারণ, রিয়ালের কোনো খেলোয়াড়ের হাতে উঠবে না এই ট্রফি।
স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা জানিয়েছে, প্যারিসে ব্যালন ডি’অর অনুষ্ঠানে যাওয়ার পরিকল্পনা বাতিল করেছে মাদ্রিদের ক্লাবটি। যেখানে পুরো দলেরই প্যারিসে যাওয়ার কথা ছিল, সেখানে এখন কেউই যাচ্ছেন না। মার্কা ইঙ্গিত দিয়েছে, ভিনিসিয়ুসের এবারের ব্যালন ডি’অর জেতা হচ্ছে না বলেই প্যারিসে যাওয়ার পরিকল্পনা বাতিল করেছে রিয়াল।
এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে ব্যালন ডি’অরের ভোটের একটি ছবি। যেখানে দেখা যায় স্প্যানিশ মিডফিল্ডার রদ্রি ৪২১ ভোট পেয়ে ব্যালন ডি’অর জিততে চলেছেন। ৩৮০ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছেন ভিনি। ১৯৬০ সালে লুইস সুয়ারেজের পর ব্যালন ডি’অর জিততে পারেননি স্পেনের আর কোনো ফুটবলার।
সংক্ষিপ্ত তালিকা প্রকাশ হওয়ার পর থেকেই ভিনিসিয়ুস জুনিয়র ব্যালন ডি’অর জিতবেন বলে প্রত্যাশা করছিলেন ফুটবল বিশ্লেষক, কোচ ও সাবেক-বর্তমান ফুটবলাররা। আজ বাংলাদেশ সময় আজ রাতেই ঘোষণা হবে ব্যালন ডি’অর জয়ীর নাম। কিন্তু তার কয়েক ঘণ্টা আগেই বদলে গেল দৃশ্যপট।
সামাজিক যোগাযোগমাধ্যম গুঞ্জন ও আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ভিনিসিয়ুস নয় স্পেনের মিডফিল্ডার রদ্রি পাচ্ছেন এবারের ব্যালন ডি’অর। ব্যাপারটি যেন ব্রাজিল ও রিয়াল মাদ্রিদের সমর্থকদের জন্য দুঃসংবাদও। ভিনি যদি জেতেন তাহলে ১৭ বছর পর ব্রাজিলের কোনো ফুটবলারের হতে উঠত ব্যালন ডি’অরের।
ইতালিয়ান স্বনামধন্য ক্রীড়া সাংবাদিক ফ্যাবরিসিও রোমানোও তাঁর এক্সে একটা পোস্ট করে জানিয়েছেন, রিয়াল মাদ্রিদের কোনো প্রতিনিধি যাচ্ছেন না ব্যালন ডি’অরের অনুষ্ঠানে। কারণ, রিয়ালের কোনো খেলোয়াড়ের হাতে উঠবে না এই ট্রফি।
স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা জানিয়েছে, প্যারিসে ব্যালন ডি’অর অনুষ্ঠানে যাওয়ার পরিকল্পনা বাতিল করেছে মাদ্রিদের ক্লাবটি। যেখানে পুরো দলেরই প্যারিসে যাওয়ার কথা ছিল, সেখানে এখন কেউই যাচ্ছেন না। মার্কা ইঙ্গিত দিয়েছে, ভিনিসিয়ুসের এবারের ব্যালন ডি’অর জেতা হচ্ছে না বলেই প্যারিসে যাওয়ার পরিকল্পনা বাতিল করেছে রিয়াল।
এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে ব্যালন ডি’অরের ভোটের একটি ছবি। যেখানে দেখা যায় স্প্যানিশ মিডফিল্ডার রদ্রি ৪২১ ভোট পেয়ে ব্যালন ডি’অর জিততে চলেছেন। ৩৮০ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছেন ভিনি। ১৯৬০ সালে লুইস সুয়ারেজের পর ব্যালন ডি’অর জিততে পারেননি স্পেনের আর কোনো ফুটবলার।
বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে বিদেশের ফ্র্যাঞ্চাইজি লিগে সবচেয়ে বেশি খেলেছেন সাকিব আল হাসান। বিদেশ লিগে খেলার অভিজ্ঞতা রয়েছে তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মোস্তাফিজুর রহমান, তৌহিদ হৃদয়দেরও। এবার এই তালিকায় যুক্ত হচ্ছেন উদীয়মান পেসার তানজিম হাসান সাকিব।
২৬ মিনিট আগেআইসিসি চ্যাম্পিয়নস ট্রফি হওয়ার আর ১০০ দিনও বাকি নেই। কিন্তু জরুরি কিছু প্রশ্নের উত্তর এখনো নেই। সময়মতো টুর্নামেন্ট হবে কি? হলে কোথায় হবে? এই দুটি প্রশ্নের উত্তর যতক্ষণ না আসছে, ততক্ষণ টুর্নামেন্টের সূচিও প্রকাশ করা সম্ভব হচ্ছে না। সব মিলিয়ে এই টুর্নামেন্ট নিয়ে অনেক চাপে আইসিসি।
১ ঘণ্টা আগেসিনেমা, নাটক-কোনো কিছুরই তো কমতি ছিল না আজ আর্জেন্টিনা-প্যারাগুয়ে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে। দেল চাকো স্টেডিয়ামে ব্রাজিলের রেফারি অ্যান্ডারসন দারাঙ্কোর একের পর এক কাণ্ডে ক্ষুব্ধ আর্জেন্টিনা ফুটবল দল। রেফারির সঙ্গে এক চোট হয়েই গেছে মেসির। এমনকি আঙুল উঁচিয়ে কথাও বলেছেন আর্জেন্টিনার বিশ্বজয়ী ফুটবলার।
২ ঘণ্টা আগেভুলে যাওয়ার মতো একটি দিনই কাটিয়েছেন ভিনিসিয়ুস জুনিয়র। তাও বাজে দিনটা এল ব্রাজিলের বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচের সময়ই। তাঁর সুযোগ মিসের মহড়ার দিনে ব্রাজিল পারল না জিততে। হতাশা ঝরেছে ব্রাজিল কোচ দরিভাল জুনিয়রের কণ্ঠে।
২ ঘণ্টা আগে