ক্রীড়া ডেস্ক
পুসকাস অ্যারেনায় গতকাল জোসে মরিনহোর লক্ষ্য ছিল নিজের রেকর্ড বাড়িয়ে নেওয়ার। ইউরোপা লিগের ফাইনালে হেরে যাওয়ায় পরে তা আর হয়নি। সব মিলিয়ে ইউরোপীয় ক্লাব ফুটবলের টুর্নামেন্টের ফাইনালে শতভাগ জয়ের ধারা ব্যাহত হওয়ায় ম্যাচ শেষে অসন্তুষ্ট ছিলেন তিনি।
তাই হয়তো রানার্সআপের পদকটি নিজের কাছে রাখতে চাননি মরিনহো। টানেল দিয়ে মাঠ ছাড়ার আগে নিজের গলার রৌপ্য পদকটি দিয়েছেন এক খুদে ভক্তকে। পদকটি পেয়ে যারপরনাই পুলকিত ছিল সেই ভক্ত। আশপাশে তাকিয়ে দেখছিল আর যেন বিশ্বাসই করতে পারছিল না ‘দ্য স্পেশাল ওয়ানের’ কাছ থেকে পদকটি পেয়েছে সে।
এমনটা অবশ্য প্রথম নয় মরিনহোর কাছে। এর আগেও পদক গ্যালারিতে ছুড়ে মেরেছেন তিনি। সেটিও চেলসির হয়ে ২০০৬ সালে প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নের পদক। যদিও পরে জানা যায়, সেটা নিজের ছিল না। ছিল নিজের শিষ্য রবার্ট রুথের। সেদিন এই ডিফেন্ডার ম্যাচে না খেলায় পর্তুগিজ কোচের কাছে শিষ্যের পদকটি ছিল। আর সেটাকে নিজের মনে করে গ্যালারিতে ছুড়ে মেরেছিলেন তিনি।
গতকাল সেভিয়ার সঙ্গে ১-১ গোলে ড্র হওয়া ফাইনাল পরে পেনাল্টিতে ৪-১ ব্যবধানে হেরে যাওয়ায় তিক্ত এক অভিজ্ঞতার স্বাদ পেয়েছেন মরিনহো। চ্যাম্পিয়নস লিগ, ইউরোপা লিগ ও কনফারেন্স লিগ মিলিয়ে আগের পাঁচ ফাইনালে কখনো হারেননি তিনি। এবার ষষ্ঠবারের ফাইনালে হেরেছেন রোমা কোচ। যদিও শুরুটা দুর্দান্ত ছিল তাঁর দলের। ম্যাচে পাওলো দিবালার গোলে এগিয়েও গিয়েছিল তারা। আবার তাঁর শিষ্য জিয়ানলুকা মানচিনির আত্মঘাতী গোলেই সমতায় ফেরে প্রতিপক্ষরা। শেষে আর পেরে উঠল না তাঁর দল।
পুসকাস অ্যারেনায় গতকাল জোসে মরিনহোর লক্ষ্য ছিল নিজের রেকর্ড বাড়িয়ে নেওয়ার। ইউরোপা লিগের ফাইনালে হেরে যাওয়ায় পরে তা আর হয়নি। সব মিলিয়ে ইউরোপীয় ক্লাব ফুটবলের টুর্নামেন্টের ফাইনালে শতভাগ জয়ের ধারা ব্যাহত হওয়ায় ম্যাচ শেষে অসন্তুষ্ট ছিলেন তিনি।
তাই হয়তো রানার্সআপের পদকটি নিজের কাছে রাখতে চাননি মরিনহো। টানেল দিয়ে মাঠ ছাড়ার আগে নিজের গলার রৌপ্য পদকটি দিয়েছেন এক খুদে ভক্তকে। পদকটি পেয়ে যারপরনাই পুলকিত ছিল সেই ভক্ত। আশপাশে তাকিয়ে দেখছিল আর যেন বিশ্বাসই করতে পারছিল না ‘দ্য স্পেশাল ওয়ানের’ কাছ থেকে পদকটি পেয়েছে সে।
এমনটা অবশ্য প্রথম নয় মরিনহোর কাছে। এর আগেও পদক গ্যালারিতে ছুড়ে মেরেছেন তিনি। সেটিও চেলসির হয়ে ২০০৬ সালে প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নের পদক। যদিও পরে জানা যায়, সেটা নিজের ছিল না। ছিল নিজের শিষ্য রবার্ট রুথের। সেদিন এই ডিফেন্ডার ম্যাচে না খেলায় পর্তুগিজ কোচের কাছে শিষ্যের পদকটি ছিল। আর সেটাকে নিজের মনে করে গ্যালারিতে ছুড়ে মেরেছিলেন তিনি।
গতকাল সেভিয়ার সঙ্গে ১-১ গোলে ড্র হওয়া ফাইনাল পরে পেনাল্টিতে ৪-১ ব্যবধানে হেরে যাওয়ায় তিক্ত এক অভিজ্ঞতার স্বাদ পেয়েছেন মরিনহো। চ্যাম্পিয়নস লিগ, ইউরোপা লিগ ও কনফারেন্স লিগ মিলিয়ে আগের পাঁচ ফাইনালে কখনো হারেননি তিনি। এবার ষষ্ঠবারের ফাইনালে হেরেছেন রোমা কোচ। যদিও শুরুটা দুর্দান্ত ছিল তাঁর দলের। ম্যাচে পাওলো দিবালার গোলে এগিয়েও গিয়েছিল তারা। আবার তাঁর শিষ্য জিয়ানলুকা মানচিনির আত্মঘাতী গোলেই সমতায় ফেরে প্রতিপক্ষরা। শেষে আর পেরে উঠল না তাঁর দল।
বার্বাডোজে ২৯ জুন টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর উড়ছে ভারত। জিম্বাবুয়ে, শ্রীলঙ্কা, বাংলাদেশ-টানা তিনটি টি-টোয়েন্টি সিরিজ ভারত জিতেছে। ভারতের সামনে এবার টানা চারটি সিরিজ জয়ের সুযোগ।
২৪ মিনিট আগেসার্চ কমিটির দেওয়া প্রতিবেদন যাচাই-বাছাই করে গতকাল ৯টি ফেডারেশনের অ্যাডহক কমিটি গঠন করে দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। রাত সাড়ে নয়টার পর জাতীয় ক্রীড়া পরিষদের সচিব আমিনুল ইসলামের স্বাক্ষরিত এক বিবৃতিতে এমনটা জানানো হয়।
১ ঘণ্টা আগেখেলার মাঠে হট্টগোলের ঘটনা খুবই পরিচিত দৃশ্য এখন। বিশ্বকাপ, কোপা আমেরিকা, ইউরোর মতো মেজর ইভেন্টে দর্শকদের মধ্যে মারাত্মক হাতাহাতির ঘটনা ঘটে। উয়েফা নেশনস লিগের ম্যাচেও লেগেছে তার ছোঁয়া। গত রাতে ফ্রান্স-ইসরায়েল ম্যাচে ঘটে গেছে তুলকালাম কাণ্ড।
১ ঘণ্টা আগেতানজিম হাসান সাকিব প্রথমবারের মতো বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার সুযোগ পাচ্ছেন। ইমরান তাহিরের সুপারিশে তানজিম এবার গ্লোবাল টি-টোয়েন্টি লিগের গায়ানা আমাজন ওয়ারিয়র্স দলে যুক্ত হচ্ছেন। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে তানজিমের দুর্দান্ত পারফরম্যান্সের পর দক্ষিণ আফ্রিকার অভিজ্ঞ লেগ স্পিনার তাহিরের নজর কাড়
২ ঘণ্টা আগে