ক্রীড়া ডেস্ক
২০২৪ অলিম্পিকে ফুটবলে ২৩ বছরের চেয়ে ৩ ফুটবলার নিতে পারবে দলগুলোর। ৩১ বছর বয়সী এমিলিয়ানো মার্তিনেজের তাই সম্ভাবনা রয়েছে আর্জেন্টিনার হয়ে অলিম্পিকে খেলার। তবে মার্তিনেজ চাইলে যে সেটা সহজে হচ্ছে না। অ্যাস্টন ভিলার সঙ্গে তাঁর ঝামেলা হতে পারে এখানে।
২০২৩-২৪ মৌসুমের ইংলিশ প্রিমিয়ার লিগের খেলা শেষ হয়েছে গত মাসে। এবারের কোপা আমেরিকা চলবে ২১ জুন থেকে ১৫ জুলাই পর্যন্ত। প্যারিস অলিম্পিক ২৬ জুলাই শুরু হলেও ফুটবল অলিম্পিক শুরু হবে ২৪ জুলাই থেকে। অলিম্পিক ফুটবল চলবে ৯ আগস্ট পর্যন্ত। নতুন মৌসুমের প্রিমিয়ার লিগ শুরু হবে ১৭ আগস্ট।
ঠাসা সূচির কারণে এবার মার্তিনেজকে অলিম্পিকের জন্য অ্যাস্টন ভিলা নাও ছাড়তে পারে। ইংলিশ ক্লাবটির থেকে এর আগে অনেকবার বাধার সম্মুখীন হয়েছেন বলে জানিয়েছেন মার্তিনেজ। আর্জেন্টাইন গোলরক্ষক টিওয়াইসি স্পোর্টসকে গতকাল বলেন, ‘মারচের (মাশচেরানো) সঙ্গে আমার কথা বলার সম্ভাবনা রয়েছে। আমার খেলার ইচ্ছে আছে। কিন্তু এটা তো সব সময় আমার ওপর নির্ভর করে না। ক্লাব আমাকে অনেকবার বাধা দিয়েছে। তবে আমি কোপা আমেরিকা খেলতে চাই। কোপা আমেরিকা শেষে সিদ্ধান্ত নেব। জানি যে আমাকে এ জন্য লড়াই করতে হবে। শতভাগ সমাধান হয়নি যদিও। তবে আমার ইচ্ছা যে অলিম্পিকে জিততে চাই।’
ক্লাবের চেয়ে আর্জেন্টিনা দলে খেলা বেশি গুরুত্বপূর্ণ মার্তিনেজের কাছে। আর্জেন্টাইন গোলরক্ষক বলেন, ‘অলিম্পিকের জন্য খেলোয়াড় ছাড়তে ক্লাব সাধারণত বাধ্য না। জানি যে আমার ক্লাব কোনো খেলোয়াড়কে ছাড়বে না। সুযোগ অনেক কম। তবে আমার কাছে জাতীয় দল আগে। ক্লাবের সঙ্গে যুদ্ধ করতে হলেও আমি রাজি। প্রথমে কোপা আমেরিকা জয় গুরুত্বপূর্ণ। কোপা আমেরিকার পরে অলিম্পিক। ব্যক্তিগত ভাবে শিরোপা জেতার ইচ্ছা আমার।’
কাতারে ২০২২ বিশ্বকাপ জিতে ৩৬ বছরের বিশ্বকাপ খরা কাটায় আর্জেন্টিনা। সেই বিশ্বকাপে গোল্ডেন গ্লাভস জেতেন মার্তিনেজ। আর্জেন্টিনার অতন্দ্র প্রহরী হিসেবে প্রতিপক্ষের অনেক নিশ্চিত গোল বাঁচান তিনি।
২০২৪ অলিম্পিকে ফুটবলে ২৩ বছরের চেয়ে ৩ ফুটবলার নিতে পারবে দলগুলোর। ৩১ বছর বয়সী এমিলিয়ানো মার্তিনেজের তাই সম্ভাবনা রয়েছে আর্জেন্টিনার হয়ে অলিম্পিকে খেলার। তবে মার্তিনেজ চাইলে যে সেটা সহজে হচ্ছে না। অ্যাস্টন ভিলার সঙ্গে তাঁর ঝামেলা হতে পারে এখানে।
২০২৩-২৪ মৌসুমের ইংলিশ প্রিমিয়ার লিগের খেলা শেষ হয়েছে গত মাসে। এবারের কোপা আমেরিকা চলবে ২১ জুন থেকে ১৫ জুলাই পর্যন্ত। প্যারিস অলিম্পিক ২৬ জুলাই শুরু হলেও ফুটবল অলিম্পিক শুরু হবে ২৪ জুলাই থেকে। অলিম্পিক ফুটবল চলবে ৯ আগস্ট পর্যন্ত। নতুন মৌসুমের প্রিমিয়ার লিগ শুরু হবে ১৭ আগস্ট।
ঠাসা সূচির কারণে এবার মার্তিনেজকে অলিম্পিকের জন্য অ্যাস্টন ভিলা নাও ছাড়তে পারে। ইংলিশ ক্লাবটির থেকে এর আগে অনেকবার বাধার সম্মুখীন হয়েছেন বলে জানিয়েছেন মার্তিনেজ। আর্জেন্টাইন গোলরক্ষক টিওয়াইসি স্পোর্টসকে গতকাল বলেন, ‘মারচের (মাশচেরানো) সঙ্গে আমার কথা বলার সম্ভাবনা রয়েছে। আমার খেলার ইচ্ছে আছে। কিন্তু এটা তো সব সময় আমার ওপর নির্ভর করে না। ক্লাব আমাকে অনেকবার বাধা দিয়েছে। তবে আমি কোপা আমেরিকা খেলতে চাই। কোপা আমেরিকা শেষে সিদ্ধান্ত নেব। জানি যে আমাকে এ জন্য লড়াই করতে হবে। শতভাগ সমাধান হয়নি যদিও। তবে আমার ইচ্ছা যে অলিম্পিকে জিততে চাই।’
ক্লাবের চেয়ে আর্জেন্টিনা দলে খেলা বেশি গুরুত্বপূর্ণ মার্তিনেজের কাছে। আর্জেন্টাইন গোলরক্ষক বলেন, ‘অলিম্পিকের জন্য খেলোয়াড় ছাড়তে ক্লাব সাধারণত বাধ্য না। জানি যে আমার ক্লাব কোনো খেলোয়াড়কে ছাড়বে না। সুযোগ অনেক কম। তবে আমার কাছে জাতীয় দল আগে। ক্লাবের সঙ্গে যুদ্ধ করতে হলেও আমি রাজি। প্রথমে কোপা আমেরিকা জয় গুরুত্বপূর্ণ। কোপা আমেরিকার পরে অলিম্পিক। ব্যক্তিগত ভাবে শিরোপা জেতার ইচ্ছা আমার।’
কাতারে ২০২২ বিশ্বকাপ জিতে ৩৬ বছরের বিশ্বকাপ খরা কাটায় আর্জেন্টিনা। সেই বিশ্বকাপে গোল্ডেন গ্লাভস জেতেন মার্তিনেজ। আর্জেন্টিনার অতন্দ্র প্রহরী হিসেবে প্রতিপক্ষের অনেক নিশ্চিত গোল বাঁচান তিনি।
এই শতাব্দির গোড়ার দিকের গল্প। বয়সভিত্তিক ক্রিকেটে গতিময় এক ফাস্ট বোলারকে চোখে পড়ল রাকিব হায়দার পাভেলের। সেই বোলার ব্যাটেও ঝড় তুলতে পারেন। বয়সভিত্তিক ক্রিকেট থেকেই পাভেল ওই অলরাউন্ডারকে নিয়ে এলেন তাঁদের প্রথম বিভাগ ক্রিকেটের আজাদ স্পোর্টিংয়ে।
১২ ঘণ্টা আগেএবার সাফজয়ীদের পুরস্কৃত করল বেসরকারি বাণিজ্যিক প্রতিষ্ঠান সাউথইস্ট ব্যাংক। প্রতিষ্ঠানটি আজ তাদের কার্যালয়ে আমন্ত্রণ জানিয়ে এই সম্মাননা জানায়। এ সময় ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল এবং কয়েকজন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
১৪ ঘণ্টা আগেবাংলাদেশের গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানের মৃত্যুতে তাঁর পরিবার পড়েছে বিপাকে। সংকটময় এই মুহূর্তে জিয়ার পরিবারের পাশে দাঁড়ালেন বাংলাদেশের তারকা ক্রিকেটার তামিম ইকবাল।
১৫ ঘণ্টা আগেপাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে গ্লেন ম্যাক্সওয়েল করেছিলেন ১৬ রান। দুইবার মেরেছিলেন ডাক। সেই ব্যর্থতার ঝাল ঝাড়লেন অন্য সংস্করণ টি-টোয়েন্টিতে। ব্রিসবেনের গ্যাবায় আজ প্রথম টি-টোয়েন্টিতে পাকিস্তানের ওপর চালালেন তাণ্ডব। ম্যাক্সওয়েলের তাণ্ডবের পর অস্ট্রেলিয়ার আক্রমণাত্মক বোলিংয়ে চোখে সর্ষেফ
১৫ ঘণ্টা আগে