ক্রীড়া ডেস্ক
মৌসুম শেষে লিভারপুল ছাড়ছেন ইয়ুর্গেন ক্লপ। জার্মান কোচের এমন সিদ্ধান্তে অনেকে হতবাক। অলরেড সমর্থকেরা তো বটে, অ্যানফিল্ডের তারকারাও গুরুর বিদায়ের খবরটা মানতে পারছেন না। ডিফেন্ডার ভার্জিল ফন ডাইক তো বলেই দিলেন, এই খবর ‘মেনে নেওয়া কঠিন’।
গত শুক্রবার আনুষ্ঠানিকভাবে লিভারপুল ছাড়ার ঘোষণা দেন ক্লপ। চুক্তির মেয়াদ ২০২৬ পর্যন্ত থাকলেও আগামী জুলাইয়ে অ্যানফিল্ড থেকে বিদায় নেবেন তিনি। প্রিমিয়ার লিগে ‘সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বীর’ বিদায়ের খবর শুনে ম্যানচেস্টার সিটির স্প্যানিশ কোচ পেপ গার্দিওলার মন্তব্য, ‘কিছুটা ধাক্কা খেলাম। তবে আমি আনন্দিতও। কারণ সে না থাকায় লিভারপুলের বিপক্ষে ম্যাচের আগে আরেকটু শান্তিতে ঘুমাতে পারব।’
গতকাল ক্লপ জানান, লিভারপুল ছাড়ার বিষয়টি তিনি গত নভেম্বরেই ক্লাবকে জানিয়েছেন। তবে সেটি শুক্রবার জনসম্মুখে বলার আগ পর্যন্ত শিষ্য, ভক্ত-সমর্থকদের কেউ জানত না। স্বাভাবিকভাবে ক্লপের এই সিদ্ধান্তে অনেকে বিস্মিত হয়েছেন। লিভারপুলের ডাচ ডিফেন্ডার ফন ডাইকও তাদের একজন। ক্লপ তাঁর কাছে কী, সেটিই বলেছেন তিনি, ‘এই কোচ আমাদের কাছে, আমার কাছে, ক্লাবের কাছে অনেক কিছু। তবে তিনি সিদ্ধান্তটি নিয়েছেন নিজের ও তাঁর পরিবারের জন্য।’
৩২ বছর বয়সী এই তারকাকে সাউদাম্পটন থেকে ২০১৮ সালে অ্যানফিল্ডে আনেন ক্লপ। তাঁর অধীনেই ফন ডাইকের বিশ্বসেরা ডিফেন্ডারদের একজন হয়ে ওঠা। প্রিয় কোচের বিদায়ের খবর শুনে তিনি আরও বলেন, ‘এটা মেনে নেওয়া কঠিন কিন্তু আমাদের মানসিকতা হল খেলার দিকে মনোযোগ রাখা।’
মৌসুম শেষে লিভারপুল ছাড়ছেন ইয়ুর্গেন ক্লপ। জার্মান কোচের এমন সিদ্ধান্তে অনেকে হতবাক। অলরেড সমর্থকেরা তো বটে, অ্যানফিল্ডের তারকারাও গুরুর বিদায়ের খবরটা মানতে পারছেন না। ডিফেন্ডার ভার্জিল ফন ডাইক তো বলেই দিলেন, এই খবর ‘মেনে নেওয়া কঠিন’।
গত শুক্রবার আনুষ্ঠানিকভাবে লিভারপুল ছাড়ার ঘোষণা দেন ক্লপ। চুক্তির মেয়াদ ২০২৬ পর্যন্ত থাকলেও আগামী জুলাইয়ে অ্যানফিল্ড থেকে বিদায় নেবেন তিনি। প্রিমিয়ার লিগে ‘সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বীর’ বিদায়ের খবর শুনে ম্যানচেস্টার সিটির স্প্যানিশ কোচ পেপ গার্দিওলার মন্তব্য, ‘কিছুটা ধাক্কা খেলাম। তবে আমি আনন্দিতও। কারণ সে না থাকায় লিভারপুলের বিপক্ষে ম্যাচের আগে আরেকটু শান্তিতে ঘুমাতে পারব।’
গতকাল ক্লপ জানান, লিভারপুল ছাড়ার বিষয়টি তিনি গত নভেম্বরেই ক্লাবকে জানিয়েছেন। তবে সেটি শুক্রবার জনসম্মুখে বলার আগ পর্যন্ত শিষ্য, ভক্ত-সমর্থকদের কেউ জানত না। স্বাভাবিকভাবে ক্লপের এই সিদ্ধান্তে অনেকে বিস্মিত হয়েছেন। লিভারপুলের ডাচ ডিফেন্ডার ফন ডাইকও তাদের একজন। ক্লপ তাঁর কাছে কী, সেটিই বলেছেন তিনি, ‘এই কোচ আমাদের কাছে, আমার কাছে, ক্লাবের কাছে অনেক কিছু। তবে তিনি সিদ্ধান্তটি নিয়েছেন নিজের ও তাঁর পরিবারের জন্য।’
৩২ বছর বয়সী এই তারকাকে সাউদাম্পটন থেকে ২০১৮ সালে অ্যানফিল্ডে আনেন ক্লপ। তাঁর অধীনেই ফন ডাইকের বিশ্বসেরা ডিফেন্ডারদের একজন হয়ে ওঠা। প্রিয় কোচের বিদায়ের খবর শুনে তিনি আরও বলেন, ‘এটা মেনে নেওয়া কঠিন কিন্তু আমাদের মানসিকতা হল খেলার দিকে মনোযোগ রাখা।’
বার্বাডোজে ২৯ জুন টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর উড়ছে ভারত। জিম্বাবুয়ে, শ্রীলঙ্কা, বাংলাদেশ-টানা তিনটি টি-টোয়েন্টি সিরিজ ভারত জিতেছে। ভারতের সামনে এবার টানা চারটি সিরিজ জয়ের সুযোগ।
১৩ মিনিট আগেসার্চ কমিটির দেওয়া প্রতিবেদন যাচাই-বাছাই করে গতকাল ৯টি ফেডারেশনের অ্যাডহক কমিটি গঠন করে দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। রাত সাড়ে নয়টার পর জাতীয় ক্রীড়া পরিষদের সচিব আমিনুল ইসলামের স্বাক্ষরিত এক বিবৃতিতে এমনটা জানানো হয়।
৪২ মিনিট আগেখেলার মাঠে হট্টগোলের ঘটনা খুবই পরিচিত দৃশ্য এখন। বিশ্বকাপ, কোপা আমেরিকা, ইউরোর মতো মেজর ইভেন্টে দর্শকদের মধ্যে মারাত্মক হাতাহাতির ঘটনা ঘটে। উয়েফা নেশনস লিগের ম্যাচেও লেগেছে তার ছোঁয়া। গত রাতে ফ্রান্স-ইসরায়েল ম্যাচে ঘটে গেছে তুলকালাম কাণ্ড।
১ ঘণ্টা আগেতানজিম হাসান সাকিব প্রথমবারের মতো বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার সুযোগ পাচ্ছেন। ইমরান তাহিরের সুপারিশে তানজিম এবার গ্লোবাল টি-টোয়েন্টি লিগের গায়ানা আমাজন ওয়ারিয়র্স দলে যুক্ত হচ্ছেন। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে তানজিমের দুর্দান্ত পারফরম্যান্সের পর দক্ষিণ আফ্রিকার অভিজ্ঞ লেগ স্পিনার তাহিরের নজর কাড়
২ ঘণ্টা আগে