ক্রীড়া ডেস্ক, ঢাকা
ঠিকঠাক বেতন না পেয়ে বেজায় খেপেছেন দানি আলভেস। পাওনা বেতন পাওয়ার আগ পর্যন্ত স্বদেশি ক্লাব সাও পাওলোর হয়ে আর না খেলার সিদ্ধান্ত জানিয়েছেন ৩৮ বছর বয়সী এই ব্রাজিল ডিফেন্ডার।
বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে কাল পেরুর বিপক্ষে খেলেছিল ব্রাজিল। ম্যাচে বদলি হিসেবে মাঠে নামেন আলভেস। ম্যাচ শেষ করে ক্লাবে ফেরার কথা থাকলেও ফেরেননি তিনি। পরে অবশ্য বিষয়টি পরিষ্কার করেন সাও পাওলোর ডিরেক্টর অব ফুটবল কার্লোস বেলমন্টে। তিনি জানান, বেতন বকেয়া থাকায় ক্লাবে না আসার সিদ্ধান্ত নিয়েছেন আলভেস।
যদিও আলভেস নিজে বেতনের অঙ্কের ব্যাপারে কিছু জানাননি। সাও পাওলোর কর্মকর্তারাও এ ব্যাপারে মুখে কুলুপ এঁটে বসে আছেন। তবে ব্রাজিলের সংবাদমাধ্যম ‘ও গ্লোবো’ জানিয়েছে, সাও পাওলোর কাছে প্রায় ২১ লাখ ডলার পাওনা রয়েছে আলভেসের।
এর মধ্যে ক্লাবে না ফেরার ঘোষণা দেন আলভেস। বেলমন্টে বলেছেন, ‘তার প্রতিনিধিরা আমাদের জানিয়েছে, সাও পাওলোর সঙ্গে বকেয়া বেতন নিয়ে সমন্বয় না হওয়া পর্যন্ত আলভেস ক্লাবে ফিরবেন না। সাও পাওলো বকেয়া বেতনের বিষয়টি মেনে নিচ্ছে। গত সপ্তাহে আমরা একটি প্রস্তাব দিয়ে চেষ্টা করেছিলাম সমস্যা সমাধানের। তবে, খেলোয়াড়ের প্রতিনিধিরা প্রস্তাবটি গ্রহণ করেননি। আলোচনা চলবে।’
বিষয়টি ক্লাবের কোচ হার্নান ক্রেসপোকে অবহিত করা হয়েছে বলে জানিয়েছেন বেলমন্টে। বলেছেন, ‘আমরা তাকে (হার্নান ক্রেসপোকে) জানিয়েছি সাও পাওলোর হয়ে খেলার জন্য দানি আলভেসকে আপাতত পাওয়া যাবে না।
ঠিকঠাক বেতন না পেয়ে বেজায় খেপেছেন দানি আলভেস। পাওনা বেতন পাওয়ার আগ পর্যন্ত স্বদেশি ক্লাব সাও পাওলোর হয়ে আর না খেলার সিদ্ধান্ত জানিয়েছেন ৩৮ বছর বয়সী এই ব্রাজিল ডিফেন্ডার।
বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে কাল পেরুর বিপক্ষে খেলেছিল ব্রাজিল। ম্যাচে বদলি হিসেবে মাঠে নামেন আলভেস। ম্যাচ শেষ করে ক্লাবে ফেরার কথা থাকলেও ফেরেননি তিনি। পরে অবশ্য বিষয়টি পরিষ্কার করেন সাও পাওলোর ডিরেক্টর অব ফুটবল কার্লোস বেলমন্টে। তিনি জানান, বেতন বকেয়া থাকায় ক্লাবে না আসার সিদ্ধান্ত নিয়েছেন আলভেস।
যদিও আলভেস নিজে বেতনের অঙ্কের ব্যাপারে কিছু জানাননি। সাও পাওলোর কর্মকর্তারাও এ ব্যাপারে মুখে কুলুপ এঁটে বসে আছেন। তবে ব্রাজিলের সংবাদমাধ্যম ‘ও গ্লোবো’ জানিয়েছে, সাও পাওলোর কাছে প্রায় ২১ লাখ ডলার পাওনা রয়েছে আলভেসের।
এর মধ্যে ক্লাবে না ফেরার ঘোষণা দেন আলভেস। বেলমন্টে বলেছেন, ‘তার প্রতিনিধিরা আমাদের জানিয়েছে, সাও পাওলোর সঙ্গে বকেয়া বেতন নিয়ে সমন্বয় না হওয়া পর্যন্ত আলভেস ক্লাবে ফিরবেন না। সাও পাওলো বকেয়া বেতনের বিষয়টি মেনে নিচ্ছে। গত সপ্তাহে আমরা একটি প্রস্তাব দিয়ে চেষ্টা করেছিলাম সমস্যা সমাধানের। তবে, খেলোয়াড়ের প্রতিনিধিরা প্রস্তাবটি গ্রহণ করেননি। আলোচনা চলবে।’
বিষয়টি ক্লাবের কোচ হার্নান ক্রেসপোকে অবহিত করা হয়েছে বলে জানিয়েছেন বেলমন্টে। বলেছেন, ‘আমরা তাকে (হার্নান ক্রেসপোকে) জানিয়েছি সাও পাওলোর হয়ে খেলার জন্য দানি আলভেসকে আপাতত পাওয়া যাবে না।
সার্চ কমিটির দেওয়া প্রতিবেদন যাচাই-বাছাই করে গতকাল ৯টি ফেডারেশনের অ্যাডহক কমিটি গঠন করে দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। রাত সাড়ে নয়টার পর জাতীয় ক্রীড়া পরিষদের সচিব আমিনুল ইসলামের স্বাক্ষরিত এক বিবৃতিতে এমনটা জানানো হয়।
২০ মিনিট আগেখেলার মাঠে হট্টগোলের ঘটনা খুবই পরিচিত দৃশ্য এখন। বিশ্বকাপ, কোপা আমেরিকা, ইউরোর মতো মেজর ইভেন্টে দর্শকদের মধ্যে মারাত্মক হাতাহাতির ঘটনা ঘটে। উয়েফা নেশনস লিগের ম্যাচেও লেগেছে তার ছোঁয়া। গত রাতে ফ্রান্স-ইসরায়েল ম্যাচে ঘটে গেছে তুলকালাম কাণ্ড।
১ ঘণ্টা আগেতানজিম হাসান সাকিব প্রথমবারের মতো বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার সুযোগ পাচ্ছেন। ইমরান তাহিরের সুপারিশে তানজিম এবার গ্লোবাল টি-টোয়েন্টি লিগের গায়ানা আমাজন ওয়ারিয়র্স দলে যুক্ত হচ্ছেন। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে তানজিমের দুর্দান্ত পারফরম্যান্সের পর দক্ষিণ আফ্রিকার অভিজ্ঞ লেগ স্পিনার তাহিরের নজর কাড়
১ ঘণ্টা আগেআইসিসি চ্যাম্পিয়নস ট্রফি হওয়ার আর ১০০ দিনও বাকি নেই। কিন্তু জরুরি কিছু প্রশ্নের উত্তর এখনো নেই। সময়মতো টুর্নামেন্ট হবে কি? হলে কোথায় হবে? এই দুটি প্রশ্নের উত্তর যতক্ষণ না আসছে, ততক্ষণ টুর্নামেন্টের সূচিও প্রকাশ করা সম্ভব হচ্ছে না। সব মিলিয়ে এই টুর্নামেন্ট নিয়ে অনেক চাপে আইসিসি।
২ ঘণ্টা আগে