ক্রীড়া ডেস্ক
ক্লাব ক্যারিয়ারের চেয়ে জাতীয় দলে কোচিং করানোর অভিজ্ঞতা মার্সেলো বিয়েলসার তুলনামূলক। এই বিয়েলসা এবার উরুগুয়ে ফুটবল দলের কোচ হতে যাচ্ছেন।
২০২৬ বিশ্বকাপ পর্যন্ত উরুগুয়ে দলের দায়িত্ব নিচ্ছেন বিয়েলসা। আর্জেন্টাইন এই কোচের উরুগুয়ের দায়িত্ব নেওয়ার কথা নিশ্চিত হওয়া গেছে গতকাল। উরুগুইয়ান সকার অ্যাসোসিয়েশনের নির্বাহী কমিটির হোর্হে কাসালেস সংবাদমাধ্যম এপিকে বলেন, ‘শুধু একমাত্র তাঁর (বিয়েলসা) স্বাক্ষরটাই বাকি। আমরা এমন একজনকে নিয়ে আসছি, যিনি তার পারফরম্যান্সের ছাপ রেখে যাবেন। ৯০ মিনিটের ফুটবলকেও তা ছাপিয়ে যাবে।’
উরুগুয়েতে বিয়েলার মিশন শুরু হতে পারে জুনে। নিকারাগুয়া আর কিউবার বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা উরুগুইয়ানদের। আর দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাই শুরু হবে সেপ্টেম্বরে।
ক্লাব, জাতীয় দল-সব মিলে ৪৯২ ম্যাচ কোচিং করিয়েছেন বিয়েলসা। জিতেছেন ২৩৬ ম্যাচ, ড্র করেছেন ১০২ ম্যাচ এবং ১৫৪ ম্যাচ হেরেছেন। আর্জেন্টিনা ও চিলি এই দুই জাতীয় দলের কোচ ছিলেন বিয়েলসা। ১৯৯৮ থেকে ২০০৪-এই ছয় বছর ছিলেন আর্জেন্টাইনদের দায়িত্বে। ২০০২ বিশ্বকাপে গ্রুপ পর্বে বাদ পড়ে যায় আকাশী-নীলরা। এরপর তাঁর অধীনে ২০০৪ এথেন্স অলিম্পিকে স্বর্ণপদক জেতে আর্জেন্টাইনরা। ব্যক্তিগত কারণে বিয়েলসা আর্জেন্টিনার কোচের দায়িত্ব ছেড়েছেন। এরপর ২০০৭ থেকে ২০১১ পর্যন্ত চিলির কোচ ছিলেন তিনি।
ক্লাব ক্যারিয়ারের চেয়ে জাতীয় দলে কোচিং করানোর অভিজ্ঞতা মার্সেলো বিয়েলসার তুলনামূলক। এই বিয়েলসা এবার উরুগুয়ে ফুটবল দলের কোচ হতে যাচ্ছেন।
২০২৬ বিশ্বকাপ পর্যন্ত উরুগুয়ে দলের দায়িত্ব নিচ্ছেন বিয়েলসা। আর্জেন্টাইন এই কোচের উরুগুয়ের দায়িত্ব নেওয়ার কথা নিশ্চিত হওয়া গেছে গতকাল। উরুগুইয়ান সকার অ্যাসোসিয়েশনের নির্বাহী কমিটির হোর্হে কাসালেস সংবাদমাধ্যম এপিকে বলেন, ‘শুধু একমাত্র তাঁর (বিয়েলসা) স্বাক্ষরটাই বাকি। আমরা এমন একজনকে নিয়ে আসছি, যিনি তার পারফরম্যান্সের ছাপ রেখে যাবেন। ৯০ মিনিটের ফুটবলকেও তা ছাপিয়ে যাবে।’
উরুগুয়েতে বিয়েলার মিশন শুরু হতে পারে জুনে। নিকারাগুয়া আর কিউবার বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা উরুগুইয়ানদের। আর দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাই শুরু হবে সেপ্টেম্বরে।
ক্লাব, জাতীয় দল-সব মিলে ৪৯২ ম্যাচ কোচিং করিয়েছেন বিয়েলসা। জিতেছেন ২৩৬ ম্যাচ, ড্র করেছেন ১০২ ম্যাচ এবং ১৫৪ ম্যাচ হেরেছেন। আর্জেন্টিনা ও চিলি এই দুই জাতীয় দলের কোচ ছিলেন বিয়েলসা। ১৯৯৮ থেকে ২০০৪-এই ছয় বছর ছিলেন আর্জেন্টাইনদের দায়িত্বে। ২০০২ বিশ্বকাপে গ্রুপ পর্বে বাদ পড়ে যায় আকাশী-নীলরা। এরপর তাঁর অধীনে ২০০৪ এথেন্স অলিম্পিকে স্বর্ণপদক জেতে আর্জেন্টাইনরা। ব্যক্তিগত কারণে বিয়েলসা আর্জেন্টিনার কোচের দায়িত্ব ছেড়েছেন। এরপর ২০০৭ থেকে ২০১১ পর্যন্ত চিলির কোচ ছিলেন তিনি।
আন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেও ক্রিকেটকে পুরোপুরি ছাড়তে পারেননি মোহাম্মদ রফিক। একসময় জাতীয় দলের স্পিন বোলিংয়ের বড় ভরসা ছিলেন তিনি। অবসরের পর এখন শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও রংপুর রাইডার্সের স্পিন কোচ হিসেবে কাজ করছেন।
৩৩ মিনিট আগেখেলা, ক্রিকেট, ভারতীয় ক্রিকেট, আইসিসি
২ ঘণ্টা আগেভারতের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগেই টেস্টের অধিনায়কত্ব ছেড়েছিলেন টিম সাউদি। নতুন অধিনায়ক টম লাথামের নেতৃত্বে ভারতকে পরে টেস্ট সিরিজে ৩-০ ব্যবধানে ধবলধোলাই করে নিউজিল্যান্ড। ভারত সিরিজ শেষের প্রায় দুই সপ্তাহ পর অবসরের খবরটা জানিয়েই দিলেন সাউদি।
৩ ঘণ্টা আগেবার্বাডোজে ২৯ জুন টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর উড়ছে ভারত। জিম্বাবুয়ে, শ্রীলঙ্কা, বাংলাদেশ-টানা তিনটি টি-টোয়েন্টি সিরিজ ভারত জিতেছে। ভারতের সামনে এবার টানা চারটি সিরিজ জয়ের সুযোগ।
৪ ঘণ্টা আগে