ক্রীড়া ডেস্ক
বিশ্বকাপ ফুটবলের লোককাহিনিতে জায়গাটা প্রায় পাকাই করে ফেলেছিলেন ইনাকি উইলিয়ামস। শুধু একটা মাত্র শট নিতে পারলে হয়ে যেতেন ঘানার মানুষের চোখের মণি। বিশ্বকাপ ইতিহাসের হাতছানি আর নায়ক হওয়ার সুযোগটা ইনাকি নষ্ট করলেন কি না মাঠের ওপর হোঁচট খেয়ে! তাতেই মাথায় হাত দিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। হয়তোবা দুশ্চিন্তার কারণে মাথায় হাত উঠে গেছে পর্তুগিজ এই উইঙ্গারের।
গতকাল ৯৭৪ স্টেডিয়ামে মুখোমুখি হয় পর্তুগাল-ঘানা। এই ম্যাচ দিয়ে নিজের পঞ্চম বিশ্বকাপ খেলতে নামেন রোনালদো। ম্যাচের ৬৫ মিনিটে পেনাল্টিতে গোল করেন রোনালদো। তাতে পাঁচ বিশ্বকাপে গোল করা একমাত্র ফুটবলার বনে গেলেন পর্তুগিজ এই ফুটবলার। রোনালদোর গোলের পর ৭৩ মিনিটে ঘানাকে সমতায় ফেরান আন্দ্রে আউই। এরপর ৭৮ ও ৮০ মিনিটে হোয়াও ফেলিক্স ও রাফায়েল লিও গোল করলে পর্তুগাল এগিয়ে যায় ৩-১ গোলে। এরপর ৮৯ মিনিটে ঘানার ওসমান বুকারি গোল করে ব্যবধান কমান। আর অতিরিক্ত সময়ের শেষ দিকে এসে ইনাকি সমতা (৩-৩) করার সুযোগ পেলেও মাঠে আছাড় খেয়ে পড়েন। এ দৃশ্য দেখেই মাথায় হাত উঠে গেছে রোনালদোর।
রোনালদোর এই মাথায় হাত দেওয়ার দৃশ্য রীতিমতো ভাইরাল হয়ে গেছে। অনেক ফুটবল বিশ্লেষকও এ নিয়ে আলোচনা করেছেন। বিখ্যাত ফুটবল বিশেষজ্ঞ রয় কিন বলেন, ‘আমরা আজ (বৃহস্পতিবার) রাতে পর্তুগালের সেরা ও বাজে খেলা দুটোই দেখেছি। একবার রোনালদোর চেহারার দিকে তাকান। হায় ঈশ্বর।’
পর্তুগালের জার্সিতে এখন পর্যন্ত ১৯২ ম্যাচে ১১৮ গোল করেছেন রোনালদো। বিশ্বকাপে ১৮ ম্যাচে ৮ গোল করেন পর্তুগিজ এই তারকা স্ট্রাইকার।
বিশ্বকাপ ফুটবলের লোককাহিনিতে জায়গাটা প্রায় পাকাই করে ফেলেছিলেন ইনাকি উইলিয়ামস। শুধু একটা মাত্র শট নিতে পারলে হয়ে যেতেন ঘানার মানুষের চোখের মণি। বিশ্বকাপ ইতিহাসের হাতছানি আর নায়ক হওয়ার সুযোগটা ইনাকি নষ্ট করলেন কি না মাঠের ওপর হোঁচট খেয়ে! তাতেই মাথায় হাত দিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। হয়তোবা দুশ্চিন্তার কারণে মাথায় হাত উঠে গেছে পর্তুগিজ এই উইঙ্গারের।
গতকাল ৯৭৪ স্টেডিয়ামে মুখোমুখি হয় পর্তুগাল-ঘানা। এই ম্যাচ দিয়ে নিজের পঞ্চম বিশ্বকাপ খেলতে নামেন রোনালদো। ম্যাচের ৬৫ মিনিটে পেনাল্টিতে গোল করেন রোনালদো। তাতে পাঁচ বিশ্বকাপে গোল করা একমাত্র ফুটবলার বনে গেলেন পর্তুগিজ এই ফুটবলার। রোনালদোর গোলের পর ৭৩ মিনিটে ঘানাকে সমতায় ফেরান আন্দ্রে আউই। এরপর ৭৮ ও ৮০ মিনিটে হোয়াও ফেলিক্স ও রাফায়েল লিও গোল করলে পর্তুগাল এগিয়ে যায় ৩-১ গোলে। এরপর ৮৯ মিনিটে ঘানার ওসমান বুকারি গোল করে ব্যবধান কমান। আর অতিরিক্ত সময়ের শেষ দিকে এসে ইনাকি সমতা (৩-৩) করার সুযোগ পেলেও মাঠে আছাড় খেয়ে পড়েন। এ দৃশ্য দেখেই মাথায় হাত উঠে গেছে রোনালদোর।
রোনালদোর এই মাথায় হাত দেওয়ার দৃশ্য রীতিমতো ভাইরাল হয়ে গেছে। অনেক ফুটবল বিশ্লেষকও এ নিয়ে আলোচনা করেছেন। বিখ্যাত ফুটবল বিশেষজ্ঞ রয় কিন বলেন, ‘আমরা আজ (বৃহস্পতিবার) রাতে পর্তুগালের সেরা ও বাজে খেলা দুটোই দেখেছি। একবার রোনালদোর চেহারার দিকে তাকান। হায় ঈশ্বর।’
পর্তুগালের জার্সিতে এখন পর্যন্ত ১৯২ ম্যাচে ১১৮ গোল করেছেন রোনালদো। বিশ্বকাপে ১৮ ম্যাচে ৮ গোল করেন পর্তুগিজ এই তারকা স্ট্রাইকার।
আন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেও ক্রিকেটকে পুরোপুরি ছাড়তে পারেননি মোহাম্মদ রফিক। একসময় জাতীয় দলের স্পিন বোলিংয়ের বড় ভরসা ছিলেন তিনি। অবসরের পর এখন শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও রংপুর রাইডার্সের স্পিন কোচ হিসেবে কাজ করছেন।
৩৮ মিনিট আগেখেলা, ক্রিকেট, ভারতীয় ক্রিকেট, আইসিসি
২ ঘণ্টা আগেভারতের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগেই টেস্টের অধিনায়কত্ব ছেড়েছিলেন টিম সাউদি। নতুন অধিনায়ক টম লাথামের নেতৃত্বে ভারতকে পরে টেস্ট সিরিজে ৩-০ ব্যবধানে ধবলধোলাই করে নিউজিল্যান্ড। ভারত সিরিজ শেষের প্রায় দুই সপ্তাহ পর অবসরের খবরটা জানিয়েই দিলেন সাউদি।
৩ ঘণ্টা আগেবার্বাডোজে ২৯ জুন টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর উড়ছে ভারত। জিম্বাবুয়ে, শ্রীলঙ্কা, বাংলাদেশ-টানা তিনটি টি-টোয়েন্টি সিরিজ ভারত জিতেছে। ভারতের সামনে এবার টানা চারটি সিরিজ জয়ের সুযোগ।
৪ ঘণ্টা আগে