ক্রীড়া ডেস্ক
মারাকানায় ব্রাজিল-আর্জেন্টিনার ম্যাচ শুরুর আগে মারামারির ঘটনার তদন্ত করবে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। তদন্তে ব্রাজিল দোষী প্রমাণিত হলে বিশ্বকাপে বাছাইয়ে দলটির কাটা যাবে পয়েন্ট। এমনকি আর্থিক জরিমানা কিংবা দর্শকশূন্য মাঠে খেলার শাস্তি হতে পারে। আজ এমনটাই জানিয়ে ব্রাজিলের সংবাদমাধ্যম গ্লোবো।
বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশ সময় গত বুধবার সকালে দুই লাতিন প্রতিদ্বন্দ্বীর ম্যাচ শুরুর আগেই গ্যালারির একাংশে দুই দলের সমর্থকেরা বিবাদে জড়িয়ে পড়েন। একপর্যায়ে পুলিশ এসে আর্জেন্টিনার সমর্থকদের ওপর লাঠি চার্জ শুরু করে। অবনতিশীল পরিস্থিতি দেখে দুই দলের খেলোয়াড়রাই পরিস্থিতি শান্ত করতে গ্যালারির দিকে ছুটে যান। মারামারির ওই ঘটনায় নির্ধারিত সময়ের প্রায় ৩০ মিনিট পর শুরু হয় ম্যাচ। নিকোলাস ওতামেন্দির হেডে ১-০ গোলে জেতে আর্জেন্টিনা।
গ্লোবোর খবরে বলা হয়েছে, ঘটনার তদন্ত করবে ফিফার ডিসিপ্লিনারি কমিটি। কোডের ধারা-১৭ অনুসারে, ম্যাচের আগে, ম্যাচের সময় এবং ম্যাচের পর শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিতের দায়িত্ব একান্তই আয়োজক ক্লাব বা ফেডারেশনের। এ ক্ষেত্রে ম্যাচে নিরাপত্তা নিশ্চিতের সম্পূর্ণ দায়দায়িত্ব ছিল সিবিএফের (ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন)।
ব্রাজিলের দায় প্রমাণিত হলে আর্থিক জরিমানা, একটি বা দুটি ম্যাচ ফাঁকা মাঠে খেলা, সংশ্লিষ্ট স্টেডিয়ামে ম্যাচ আয়োজনে নিষেধাজ্ঞা, নিরপেক্ষ ভেন্যুতে ম্যাচ খেলায় বাধ্যবাধকতা কিংবা পয়েন্ট কাটা যাওয়ার মতো শাস্তিও হতে পারে। ৬ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে কনমেবল অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে শীর্ষে আছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। সমান ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে ছয়ে ব্রাজিল।
ফুটবলে সহিংসতার জায়গা নেই জানিয়ে এই ম্যাচে হওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনায় গত পরশু নিন্দা জানিয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।
মারাকানায় ব্রাজিল-আর্জেন্টিনার ম্যাচ শুরুর আগে মারামারির ঘটনার তদন্ত করবে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। তদন্তে ব্রাজিল দোষী প্রমাণিত হলে বিশ্বকাপে বাছাইয়ে দলটির কাটা যাবে পয়েন্ট। এমনকি আর্থিক জরিমানা কিংবা দর্শকশূন্য মাঠে খেলার শাস্তি হতে পারে। আজ এমনটাই জানিয়ে ব্রাজিলের সংবাদমাধ্যম গ্লোবো।
বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশ সময় গত বুধবার সকালে দুই লাতিন প্রতিদ্বন্দ্বীর ম্যাচ শুরুর আগেই গ্যালারির একাংশে দুই দলের সমর্থকেরা বিবাদে জড়িয়ে পড়েন। একপর্যায়ে পুলিশ এসে আর্জেন্টিনার সমর্থকদের ওপর লাঠি চার্জ শুরু করে। অবনতিশীল পরিস্থিতি দেখে দুই দলের খেলোয়াড়রাই পরিস্থিতি শান্ত করতে গ্যালারির দিকে ছুটে যান। মারামারির ওই ঘটনায় নির্ধারিত সময়ের প্রায় ৩০ মিনিট পর শুরু হয় ম্যাচ। নিকোলাস ওতামেন্দির হেডে ১-০ গোলে জেতে আর্জেন্টিনা।
গ্লোবোর খবরে বলা হয়েছে, ঘটনার তদন্ত করবে ফিফার ডিসিপ্লিনারি কমিটি। কোডের ধারা-১৭ অনুসারে, ম্যাচের আগে, ম্যাচের সময় এবং ম্যাচের পর শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিতের দায়িত্ব একান্তই আয়োজক ক্লাব বা ফেডারেশনের। এ ক্ষেত্রে ম্যাচে নিরাপত্তা নিশ্চিতের সম্পূর্ণ দায়দায়িত্ব ছিল সিবিএফের (ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন)।
ব্রাজিলের দায় প্রমাণিত হলে আর্থিক জরিমানা, একটি বা দুটি ম্যাচ ফাঁকা মাঠে খেলা, সংশ্লিষ্ট স্টেডিয়ামে ম্যাচ আয়োজনে নিষেধাজ্ঞা, নিরপেক্ষ ভেন্যুতে ম্যাচ খেলায় বাধ্যবাধকতা কিংবা পয়েন্ট কাটা যাওয়ার মতো শাস্তিও হতে পারে। ৬ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে কনমেবল অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে শীর্ষে আছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। সমান ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে ছয়ে ব্রাজিল।
ফুটবলে সহিংসতার জায়গা নেই জানিয়ে এই ম্যাচে হওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনায় গত পরশু নিন্দা জানিয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।
বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে বিদেশের ফ্র্যাঞ্চাইজি লিগে সবচেয়ে বেশি খেলেছেন সাকিব আল হাসান। বিদেশ লিগে খেলার অভিজ্ঞতা রয়েছে তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মোস্তাফিজুর রহমান, তৌহিদ হৃদয়দেরও। এবার এই তালিকায় যুক্ত হচ্ছেন উদীয়মান পেসার তানজিম হাসান সাকিব।
১৮ মিনিট আগেআইসিসি চ্যাম্পিয়নস ট্রফি হওয়ার আর ১০০ দিনও বাকি নেই। কিন্তু জরুরি কিছু প্রশ্নের উত্তর এখনো নেই। সময়মতো টুর্নামেন্ট হবে কি? হলে কোথায় হবে? এই দুটি প্রশ্নের উত্তর যতক্ষণ না আসছে, ততক্ষণ টুর্নামেন্টের সূচিও প্রকাশ করা সম্ভব হচ্ছে না। সব মিলিয়ে এই টুর্নামেন্ট নিয়ে অনেক চাপে আইসিসি।
৩৯ মিনিট আগেসিনেমা, নাটক-কোনো কিছুরই তো কমতি ছিল না আজ আর্জেন্টিনা-প্যারাগুয়ে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে। দেল চাকো স্টেডিয়ামে ব্রাজিলের রেফারি অ্যান্ডারসন দারাঙ্কোর একের পর এক কাণ্ডে ক্ষুব্ধ আর্জেন্টিনা ফুটবল দল। রেফারির সঙ্গে এক চোট হয়েই গেছে মেসির। এমনকি আঙুল উঁচিয়ে কথাও বলেছেন আর্জেন্টিনার বিশ্বজয়ী ফুটবলার।
২ ঘণ্টা আগেভুলে যাওয়ার মতো একটি দিনই কাটিয়েছেন ভিনিসিয়ুস জুনিয়র। তাও বাজে দিনটা এল ব্রাজিলের বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচের সময়ই। তাঁর সুযোগ মিসের মহড়ার দিনে ব্রাজিল পারল না জিততে। হতাশা ঝরেছে ব্রাজিল কোচ দরিভাল জুনিয়রের কণ্ঠে।
২ ঘণ্টা আগে