ক্রীড়া ডেস্ক
২০২৩ সালটা পেপ গার্দিওলার কাছে স্বপ্নের মতো এক বছর। ম্যানচেস্টার সিটিকে প্রথমবারের মতো ট্রেবল জিতিয়েছেন। তাঁর অধীনে প্রথমবারের মতো ক্লাব বিশ্বকাপের শিরোপা জেতে ম্যান সিটি। বর্ষসেরা ক্লাব কোচ হওয়ার দৌড়ে তিনিই ছিলেন অনেকটা এগিয়ে। শেষ পর্যন্ত গার্দিওলা যোজন যোজন ব্যবধানে এগিয়ে থেকে হয়েছেন ২০২৩-এর বর্ষসেরা ক্লাব কোচ।
ফুটবলের ইতিহাস ও পরিসংখ্যান সংরক্ষণ করা সংস্থা (আইএফএফএইচএস) বর্ষসেরা ক্লাব কোচ হিসেবে বেছে নিয়েছে পেপ গার্দিওলাকে। এ নিয়ে তৃতীয়বারের মতো আইএফএফএইচএস বর্ষসেরা ক্লাব কোচ হয়েছেন গার্দিওলা। এর আগে ২০০৯ ও ২০১১ সালে বর্ষসেরা ক্লাব কোচ হয়েছিলেন তিনি। ২০২২-২৩ মৌসুমে ট্রেবলজয়ী ম্যানচেস্টার সিটির কোচের পয়েন্ট ২৮১। ম্যান সিটি, বার্সা, বায়ার্ন মিউনিখ—তিন ক্লাবের হয়ে চারটি ক্লাব বিশ্বকাপ জয়ের কীর্তি রয়েছে তাঁর। গার্দিওলার পর এই তালিকায় দ্বিতীয় স্থানে থাকা কার্লো আনচেলত্তির পয়েন্ট ৫৬। আনচেলত্তির অধীনে ২০২২-২৩ মৌসুমে চ্যাম্পিয়নস লিগ, লা লিগার মতো মেজর কোনো শিরোপা রিয়াল মাদ্রিদ জিততে পারেনি ঠিকই। তবে চলতি মৌসুমে (২০২৩-২৪) লা লিগা, চ্যাম্পিয়নস লিগে পয়েন্ট তালিকার শীর্ষে মাদ্রিদ। ৩ নম্বরে থাকা লুসিয়ানো স্পালেত্তির পয়েন্ট ৫৩। তাঁর অধীনে ২০২২-২৩ মৌসুমের সিরি ‘আ’ জিতেছে নাপোলি। সিরি ‘আ’ জিততে নাপোলিকে অপেক্ষা করতে হয়েছে ৩৩ বছর।
৪ ও ৫-এ থাকা সিমওয়ান ইনজাগি ও ফার্নান্দো দিনিজের পয়েন্ট ৫১ ও ৩৩। ইনজাগির অধীনে ইন্টার মিলান ২০২২-২৩ মৌসুমের চ্যাম্পিয়নস লিগে হয়েছিল রানার্সআপ। আর দিনিজের অধীনে ২০২৩ ক্লাব বিশ্বকাপে রানার্সআপ হয় ফ্লুমিনেন্স। ইন্টার মিলান, ফ্লুমিনেন্স—দুই দলেরই প্রতিপক্ষ ছিল গার্দিওয়লার ম্যান সিটি। ৩৩ পয়েন্ট নিয়ে ছয়ে আছেন মিকেল আর্তেতা। আর্তেতার অধীনে আর্সেনাল গত মৌসুমে (২০২২-২৩) প্রিমিয়ার লিগে হয়েছে রানার্সআপ। অন্যদিকে জাভি হার্নান্দেজের অধীনে বদলে গেছে বার্সেলোনাও। ২০২২-২৩ মৌসুমের লা লিগা বার্সা জেতে জাভির অধীনে। চার বছর পর বার্সাকে লা লিগা এনে দেওয়া জাভি ২৬ পয়েন্ট নিয়ে ৭ নম্বরে।
আইএফএফএইচএসের তালিকায় ২০২৩-এর সেরা ১০ ক্লাব কোচ:
কোচ ক্লাব পয়েন্ট
পেপ গার্দিওলা ম্যানচেস্টার সিটি ২৮১
কার্লো আনচেলত্তি রিয়াল মাদ্রিদ ৫৬
লুসিয়ানো স্পালেত্তি নাপোলি ৫৩
সিমওয়ান ইনজাগি ইন্টার মিলান ৫১
ফার্নান্দো দিনিজ ফ্লুমিনেন্স ৩৩
মিকেল আর্তেতা আর্সেনাল ৩০
জাভি হার্নান্দেজ বার্সেলোনা ২৬
অ্যাঞ্জি পোস্তেসোগ্লু সেলটিক/টটেনহাম ১২
উনাই এমেরি অ্যাস্টন ভিলা ৮
ইয়ুর্গেন ক্লপ লিভারপুল ৬
২০২৩ সালটা পেপ গার্দিওলার কাছে স্বপ্নের মতো এক বছর। ম্যানচেস্টার সিটিকে প্রথমবারের মতো ট্রেবল জিতিয়েছেন। তাঁর অধীনে প্রথমবারের মতো ক্লাব বিশ্বকাপের শিরোপা জেতে ম্যান সিটি। বর্ষসেরা ক্লাব কোচ হওয়ার দৌড়ে তিনিই ছিলেন অনেকটা এগিয়ে। শেষ পর্যন্ত গার্দিওলা যোজন যোজন ব্যবধানে এগিয়ে থেকে হয়েছেন ২০২৩-এর বর্ষসেরা ক্লাব কোচ।
ফুটবলের ইতিহাস ও পরিসংখ্যান সংরক্ষণ করা সংস্থা (আইএফএফএইচএস) বর্ষসেরা ক্লাব কোচ হিসেবে বেছে নিয়েছে পেপ গার্দিওলাকে। এ নিয়ে তৃতীয়বারের মতো আইএফএফএইচএস বর্ষসেরা ক্লাব কোচ হয়েছেন গার্দিওলা। এর আগে ২০০৯ ও ২০১১ সালে বর্ষসেরা ক্লাব কোচ হয়েছিলেন তিনি। ২০২২-২৩ মৌসুমে ট্রেবলজয়ী ম্যানচেস্টার সিটির কোচের পয়েন্ট ২৮১। ম্যান সিটি, বার্সা, বায়ার্ন মিউনিখ—তিন ক্লাবের হয়ে চারটি ক্লাব বিশ্বকাপ জয়ের কীর্তি রয়েছে তাঁর। গার্দিওলার পর এই তালিকায় দ্বিতীয় স্থানে থাকা কার্লো আনচেলত্তির পয়েন্ট ৫৬। আনচেলত্তির অধীনে ২০২২-২৩ মৌসুমে চ্যাম্পিয়নস লিগ, লা লিগার মতো মেজর কোনো শিরোপা রিয়াল মাদ্রিদ জিততে পারেনি ঠিকই। তবে চলতি মৌসুমে (২০২৩-২৪) লা লিগা, চ্যাম্পিয়নস লিগে পয়েন্ট তালিকার শীর্ষে মাদ্রিদ। ৩ নম্বরে থাকা লুসিয়ানো স্পালেত্তির পয়েন্ট ৫৩। তাঁর অধীনে ২০২২-২৩ মৌসুমের সিরি ‘আ’ জিতেছে নাপোলি। সিরি ‘আ’ জিততে নাপোলিকে অপেক্ষা করতে হয়েছে ৩৩ বছর।
৪ ও ৫-এ থাকা সিমওয়ান ইনজাগি ও ফার্নান্দো দিনিজের পয়েন্ট ৫১ ও ৩৩। ইনজাগির অধীনে ইন্টার মিলান ২০২২-২৩ মৌসুমের চ্যাম্পিয়নস লিগে হয়েছিল রানার্সআপ। আর দিনিজের অধীনে ২০২৩ ক্লাব বিশ্বকাপে রানার্সআপ হয় ফ্লুমিনেন্স। ইন্টার মিলান, ফ্লুমিনেন্স—দুই দলেরই প্রতিপক্ষ ছিল গার্দিওয়লার ম্যান সিটি। ৩৩ পয়েন্ট নিয়ে ছয়ে আছেন মিকেল আর্তেতা। আর্তেতার অধীনে আর্সেনাল গত মৌসুমে (২০২২-২৩) প্রিমিয়ার লিগে হয়েছে রানার্সআপ। অন্যদিকে জাভি হার্নান্দেজের অধীনে বদলে গেছে বার্সেলোনাও। ২০২২-২৩ মৌসুমের লা লিগা বার্সা জেতে জাভির অধীনে। চার বছর পর বার্সাকে লা লিগা এনে দেওয়া জাভি ২৬ পয়েন্ট নিয়ে ৭ নম্বরে।
আইএফএফএইচএসের তালিকায় ২০২৩-এর সেরা ১০ ক্লাব কোচ:
কোচ ক্লাব পয়েন্ট
পেপ গার্দিওলা ম্যানচেস্টার সিটি ২৮১
কার্লো আনচেলত্তি রিয়াল মাদ্রিদ ৫৬
লুসিয়ানো স্পালেত্তি নাপোলি ৫৩
সিমওয়ান ইনজাগি ইন্টার মিলান ৫১
ফার্নান্দো দিনিজ ফ্লুমিনেন্স ৩৩
মিকেল আর্তেতা আর্সেনাল ৩০
জাভি হার্নান্দেজ বার্সেলোনা ২৬
অ্যাঞ্জি পোস্তেসোগ্লু সেলটিক/টটেনহাম ১২
উনাই এমেরি অ্যাস্টন ভিলা ৮
ইয়ুর্গেন ক্লপ লিভারপুল ৬
খেলার মাঠে হট্টগোলের ঘটনা খুবই পরিচিত দৃশ্য এখন। বিশ্বকাপ, কোপা আমেরিকা, ইউরোর মতো মেজর ইভেন্টে দর্শকদের মধ্যে মারাত্মক হাতাহাতির ঘটনা ঘটে। উয়েফা নেশনস লিগের ম্যাচেও লেগেছে তার ছোঁয়া। গত রাতে ফ্রান্স-ইসরায়েল ম্যাচে ঘটে গেছে তুলকালাম কাণ্ড।
২৪ মিনিট আগেতানজিম হাসান সাকিব প্রথমবারের মতো বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার সুযোগ পাচ্ছেন। ইমরান তাহিরের সুপারিশে তানজিম এবার গ্লোবাল টি-টোয়েন্টি লিগের গায়ানা আমাজন ওয়ারিয়র্স দলে যুক্ত হচ্ছেন। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে তানজিমের দুর্দান্ত পারফরম্যান্সের পর দক্ষিণ আফ্রিকার অভিজ্ঞ লেগ স্পিনার তাহিরের নজর কাড়
১ ঘণ্টা আগেআইসিসি চ্যাম্পিয়নস ট্রফি হওয়ার আর ১০০ দিনও বাকি নেই। কিন্তু জরুরি কিছু প্রশ্নের উত্তর এখনো নেই। সময়মতো টুর্নামেন্ট হবে কি? হলে কোথায় হবে? এই দুটি প্রশ্নের উত্তর যতক্ষণ না আসছে, ততক্ষণ টুর্নামেন্টের সূচিও প্রকাশ করা সম্ভব হচ্ছে না। সব মিলিয়ে এই টুর্নামেন্ট নিয়ে অনেক চাপে আইসিসি।
১ ঘণ্টা আগেসিনেমা, নাটক-কোনো কিছুরই তো কমতি ছিল না আজ আর্জেন্টিনা-প্যারাগুয়ে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে। দেল চাকো স্টেডিয়ামে ব্রাজিলের রেফারি অ্যান্ডারসন দারাঙ্কোর একের পর এক কাণ্ডে ক্ষুব্ধ আর্জেন্টিনা ফুটবল দল। রেফারির সঙ্গে এক চোট হয়েই গেছে মেসির। এমনকি আঙুল উঁচিয়ে কথাও বলেছেন আর্জেন্টিনার বিশ্বজয়ী ফুটবলার।
২ ঘণ্টা আগে