ক্রীড়া ডেস্ক
আজ রাতে স্পেন-ইংল্যান্ড ফাইনাল ম্যাচের মহারণের মধ্য দিয়ে পর্দা নামবে ইউরো চ্যাম্পিয়নশিপের। টুর্নামেন্ট শেষে স্বাভাবিকভাবেই ফুটবলারদের পারফরম্যান্সে কাটাছেঁড়া হবে। যাঁরা ইউরো রাঙিয়েছেন কিংবা প্রত্যাশা মতো খেলতে পারেননি, সবকিছুই এখন স্পষ্ট।
২০২৪ ইউরোর সেরা খেলোয়াড়দের একাদশে সঙ্গে বাজে পারফরমারদের একাদশও তৈরি করেছে স্প্যানিশ সংবাদমাধ্যম ‘মার্কা’। এই অপ্রত্যাশিত একাদশে পর্তুগাল সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদোকেও রেখেছে তারা।
ইউরোর ইতিহাসে সবচেয়ে বেশি গোল করা রোনালদোর এবারের টুর্নামেন্ট ভালো কাটেনি। কোনো গোলের দেখা না পাওয়া পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী এ ফুটবলার আলোচনায় ছিলেন গোল মিসের জন্য। স্লোভেনিয়ার বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে পেনাল্টি মিস করার পর তো জনপ্রিয় ইংলিশ গণমাধ্যম বিবিসির একটি ক্যাপশনে লিখেছিল ‘মিস্টিয়ানো পেনালদো’!
পর্তুগালের সব ম্যাচেই শুরুর একাদশে ছিলেন রোনালদো। তবে ব্যবধান গড়ে দেওয়ার মতো কিছুই করতে পারেননি ৩৯ বছর বয়সী এই ফুটবলার। দলের কোচ অবশ্য রবার্তো মার্তিনেজ তরুণ ফরোয়ার্ড গঞ্জালো রামোসকে বসিয়ে রোনালদোর ওপরই ভরসা রাখেন। কোচের আস্থার প্রতিদান দিতে পারেননি সিআর-সেভেন। উল্টো গোল মিসের মিছিলে যোগ দেন তিনি।
২০২৪ ইউরো চ্যাম্পিয়নশিপের মার্কার ফ্লপ একাদশ: ডোমিনিক লিভাকোভিচ (ক্রোয়েশিয়া), জিওভান্নি ডি লরেনসো (ইতালি), জিয়ানলুকা মানচিনি (ইতালি), আন্দ্রেস ক্রিস্টেনসন (ডেনমার্ক), আলেকজান্ডার জিনচেঙ্কো (ইউক্রেন), জন ম্যাকগিন (স্কটল্যান্ড), সেরগেজ মিলিনকোভিচ-সাভিচ (সার্বিয়া), ডোমিনিক সোবোসজলাই (হাঙ্গেরি), দুসান ভ্লাহোভিচ (সার্বিয়া), রোমেলু লুকাকু (বেলজিয়াম), ক্রিস্টিয়ানো রোনালদো (পর্তুগাল)।
আজ রাতে স্পেন-ইংল্যান্ড ফাইনাল ম্যাচের মহারণের মধ্য দিয়ে পর্দা নামবে ইউরো চ্যাম্পিয়নশিপের। টুর্নামেন্ট শেষে স্বাভাবিকভাবেই ফুটবলারদের পারফরম্যান্সে কাটাছেঁড়া হবে। যাঁরা ইউরো রাঙিয়েছেন কিংবা প্রত্যাশা মতো খেলতে পারেননি, সবকিছুই এখন স্পষ্ট।
২০২৪ ইউরোর সেরা খেলোয়াড়দের একাদশে সঙ্গে বাজে পারফরমারদের একাদশও তৈরি করেছে স্প্যানিশ সংবাদমাধ্যম ‘মার্কা’। এই অপ্রত্যাশিত একাদশে পর্তুগাল সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদোকেও রেখেছে তারা।
ইউরোর ইতিহাসে সবচেয়ে বেশি গোল করা রোনালদোর এবারের টুর্নামেন্ট ভালো কাটেনি। কোনো গোলের দেখা না পাওয়া পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী এ ফুটবলার আলোচনায় ছিলেন গোল মিসের জন্য। স্লোভেনিয়ার বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে পেনাল্টি মিস করার পর তো জনপ্রিয় ইংলিশ গণমাধ্যম বিবিসির একটি ক্যাপশনে লিখেছিল ‘মিস্টিয়ানো পেনালদো’!
পর্তুগালের সব ম্যাচেই শুরুর একাদশে ছিলেন রোনালদো। তবে ব্যবধান গড়ে দেওয়ার মতো কিছুই করতে পারেননি ৩৯ বছর বয়সী এই ফুটবলার। দলের কোচ অবশ্য রবার্তো মার্তিনেজ তরুণ ফরোয়ার্ড গঞ্জালো রামোসকে বসিয়ে রোনালদোর ওপরই ভরসা রাখেন। কোচের আস্থার প্রতিদান দিতে পারেননি সিআর-সেভেন। উল্টো গোল মিসের মিছিলে যোগ দেন তিনি।
২০২৪ ইউরো চ্যাম্পিয়নশিপের মার্কার ফ্লপ একাদশ: ডোমিনিক লিভাকোভিচ (ক্রোয়েশিয়া), জিওভান্নি ডি লরেনসো (ইতালি), জিয়ানলুকা মানচিনি (ইতালি), আন্দ্রেস ক্রিস্টেনসন (ডেনমার্ক), আলেকজান্ডার জিনচেঙ্কো (ইউক্রেন), জন ম্যাকগিন (স্কটল্যান্ড), সেরগেজ মিলিনকোভিচ-সাভিচ (সার্বিয়া), ডোমিনিক সোবোসজলাই (হাঙ্গেরি), দুসান ভ্লাহোভিচ (সার্বিয়া), রোমেলু লুকাকু (বেলজিয়াম), ক্রিস্টিয়ানো রোনালদো (পর্তুগাল)।
বার্বাডোজে ২৯ জুন টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর উড়ছে ভারত। জিম্বাবুয়ে, শ্রীলঙ্কা, বাংলাদেশ-টানা তিনটি টি-টোয়েন্টি সিরিজ ভারত জিতেছে। ভারতের সামনে এবার টানা চারটি সিরিজ জয়ের সুযোগ।
৪০ মিনিট আগেসার্চ কমিটির দেওয়া প্রতিবেদন যাচাই-বাছাই করে গতকাল ৯টি ফেডারেশনের অ্যাডহক কমিটি গঠন করে দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। রাত সাড়ে নয়টার পর জাতীয় ক্রীড়া পরিষদের সচিব আমিনুল ইসলামের স্বাক্ষরিত এক বিবৃতিতে এমনটা জানানো হয়।
১ ঘণ্টা আগেখেলার মাঠে হট্টগোলের ঘটনা খুবই পরিচিত দৃশ্য এখন। বিশ্বকাপ, কোপা আমেরিকা, ইউরোর মতো মেজর ইভেন্টে দর্শকদের মধ্যে মারাত্মক হাতাহাতির ঘটনা ঘটে। উয়েফা নেশনস লিগের ম্যাচেও লেগেছে তার ছোঁয়া। গত রাতে ফ্রান্স-ইসরায়েল ম্যাচে ঘটে গেছে তুলকালাম কাণ্ড।
২ ঘণ্টা আগেতানজিম হাসান সাকিব প্রথমবারের মতো বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার সুযোগ পাচ্ছেন। ইমরান তাহিরের সুপারিশে তানজিম এবার গ্লোবাল টি-টোয়েন্টি লিগের গায়ানা আমাজন ওয়ারিয়র্স দলে যুক্ত হচ্ছেন। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে তানজিমের দুর্দান্ত পারফরম্যান্সের পর দক্ষিণ আফ্রিকার অভিজ্ঞ লেগ স্পিনার তাহিরের নজর কাড়
২ ঘণ্টা আগে