ক্রীড়া ডেস্ক
বিপদ যে কখনো বলেকয়ে আসে না, সেটা আবার দেখা গেল গত রাতে ডুসেলডর্ফ অ্যারেনায়। অস্ট্রিয়া-ফ্রান্স ম্যাচে হঠাৎ করেই নাক ভেঙে যায় কিলিয়ান এমবাপ্পের। এমন এক মেজর টুর্নামেন্টে এমবাপ্পের ভাঙা নাক ফ্রান্সের দুশ্চিন্তা তো অবশ্যই বাড়িয়েছে।
অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচে ফ্রান্সের শুরুর একাদশে ছিলেন এমবাপ্পে। দিনটা ফরাসি ফরোয়ার্ডের জন্য সুখকর ছিল না। গোলের সুযোগ হাতছাড়া করেছেন। ম্যাচের ৯০ মিনিটের সময় দুর্ঘটনায় পড়েছেন তিনি। হেড করতে গিয়ে এমবাপ্পের নাকের সঙ্গে আঘাত লাগে অস্ট্রিয়ান ডিফেন্ডার কেভিন দানসোর। নাক দিয়ে অঝোরে যখন রক্ত ঝরতে থাকে, তখনই মাঠ থেকে তুলে নেওয়া হয় এমবাপ্পেকে। ফরাসি ফরোয়ার্ডের নাকের অবস্থা নিয়ে ইএসপিএনের সঙ্গে কথা বলেছেন ফ্রেঞ্চ ফুটবল ফেডারেশনের (এফএফএফ) সভাপতি ফিলিপে দিয়ালো। এফএফএফের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘কিলিয়ান এমবাপ্পের নাক ভেঙে গেছে ডুসেলডর্ফে এই সোমবার অস্ট্রিয়া-ফ্রান্স ম্যাচের দ্বিতীয়ার্ধে। ফ্রান্সের অধিনায়ককে প্রথমে দেখাশোনা করেন মেডিকেল স্টাফ ও চিকিৎসক ফ্র্যাঙ্ক লে গল। তাঁরা নাক ভেঙে যাওয়ার ব্যাপারে নিশ্চিত হতে পেরেছেন। ডুসেলডর্ফ হাসপাতালে হয়েছে রেডিওলজিক্যাল পরীক্ষা।’
কোনো হাড় ভেঙে গেলে সাধারণত অস্ত্রোপচার করা হয়। তবে এমবাপ্পের অস্ত্রোপচার লাগবে না বলে জানা গেছে। দিয়ালো বলেন, ‘কিলিয়ান এমবাপ্পে ফ্রান্স দলের বেস ক্যাম্পে ফিরে গেছেন। খুব দ্রুতই তার চিকিৎসা হবে। তবে আপাতত তার কোনো অস্ত্রোপচারের প্রয়োজন হচ্ছে না। ফ্রান্স দলের নাম্বার টেনের জন্য একটি মাস্ক বানানো হবে।’
এমবাপ্পের ভাঙা নাক যে দুশ্চিন্তা বাড়িয়েছে, তা প্রকাশ পেয়েছে ফ্রান্স কোচ দিদিয়ের দেশমের কথায়ও। দেশম বলেছেন, ‘নাকে সে বাজেভাবে আঘাত পেয়েছে। আমাদের এখন অপেক্ষা করতে হবে এবং দেখতে হবে। মেডিকেল স্টাফ ব্যাপারটা দেখছে। সেরে উঠতে কত দিন লাগে, সেটা দেখার বিষয়। এটা আমাদের জন্য খুবই দুশ্চিন্তার বিষয়। তাঁকে (এমবাপ্পে) নিয়ে অথবা তাঁকে ছাড়া ফ্রান্স দল অবশ্যই এক জিনিস নয়।’
৯০ মিনিটে যে ঘটনা গত রাতে ঘটেছে, তাতে এমবাপ্পে ও দানসো দুজনেই হলুদ কার্ড দেখেছেন। শেষ পর্যন্ত অস্ট্রিয়াকে ১-০ গোলে হারিয়েছে ফ্রান্স। ম্যাচের একমাত্র গোলটি এসেছে অস্ট্রিয়ান ডিফেন্ডার ম্যাক্সিমিলান ওবারের গোলে। এবারের ইউরোতে ফ্রান্স পড়েছে ‘ডি’ গ্রুপে। গ্রুপ পর্বের বাকি দুই ম্যাচ ফ্রান্স খেলবে ২১ ও ২৫ জুন নেদারল্যান্ডস ও পোল্যান্ডের বিপক্ষে।
বিপদ যে কখনো বলেকয়ে আসে না, সেটা আবার দেখা গেল গত রাতে ডুসেলডর্ফ অ্যারেনায়। অস্ট্রিয়া-ফ্রান্স ম্যাচে হঠাৎ করেই নাক ভেঙে যায় কিলিয়ান এমবাপ্পের। এমন এক মেজর টুর্নামেন্টে এমবাপ্পের ভাঙা নাক ফ্রান্সের দুশ্চিন্তা তো অবশ্যই বাড়িয়েছে।
অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচে ফ্রান্সের শুরুর একাদশে ছিলেন এমবাপ্পে। দিনটা ফরাসি ফরোয়ার্ডের জন্য সুখকর ছিল না। গোলের সুযোগ হাতছাড়া করেছেন। ম্যাচের ৯০ মিনিটের সময় দুর্ঘটনায় পড়েছেন তিনি। হেড করতে গিয়ে এমবাপ্পের নাকের সঙ্গে আঘাত লাগে অস্ট্রিয়ান ডিফেন্ডার কেভিন দানসোর। নাক দিয়ে অঝোরে যখন রক্ত ঝরতে থাকে, তখনই মাঠ থেকে তুলে নেওয়া হয় এমবাপ্পেকে। ফরাসি ফরোয়ার্ডের নাকের অবস্থা নিয়ে ইএসপিএনের সঙ্গে কথা বলেছেন ফ্রেঞ্চ ফুটবল ফেডারেশনের (এফএফএফ) সভাপতি ফিলিপে দিয়ালো। এফএফএফের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘কিলিয়ান এমবাপ্পের নাক ভেঙে গেছে ডুসেলডর্ফে এই সোমবার অস্ট্রিয়া-ফ্রান্স ম্যাচের দ্বিতীয়ার্ধে। ফ্রান্সের অধিনায়ককে প্রথমে দেখাশোনা করেন মেডিকেল স্টাফ ও চিকিৎসক ফ্র্যাঙ্ক লে গল। তাঁরা নাক ভেঙে যাওয়ার ব্যাপারে নিশ্চিত হতে পেরেছেন। ডুসেলডর্ফ হাসপাতালে হয়েছে রেডিওলজিক্যাল পরীক্ষা।’
কোনো হাড় ভেঙে গেলে সাধারণত অস্ত্রোপচার করা হয়। তবে এমবাপ্পের অস্ত্রোপচার লাগবে না বলে জানা গেছে। দিয়ালো বলেন, ‘কিলিয়ান এমবাপ্পে ফ্রান্স দলের বেস ক্যাম্পে ফিরে গেছেন। খুব দ্রুতই তার চিকিৎসা হবে। তবে আপাতত তার কোনো অস্ত্রোপচারের প্রয়োজন হচ্ছে না। ফ্রান্স দলের নাম্বার টেনের জন্য একটি মাস্ক বানানো হবে।’
এমবাপ্পের ভাঙা নাক যে দুশ্চিন্তা বাড়িয়েছে, তা প্রকাশ পেয়েছে ফ্রান্স কোচ দিদিয়ের দেশমের কথায়ও। দেশম বলেছেন, ‘নাকে সে বাজেভাবে আঘাত পেয়েছে। আমাদের এখন অপেক্ষা করতে হবে এবং দেখতে হবে। মেডিকেল স্টাফ ব্যাপারটা দেখছে। সেরে উঠতে কত দিন লাগে, সেটা দেখার বিষয়। এটা আমাদের জন্য খুবই দুশ্চিন্তার বিষয়। তাঁকে (এমবাপ্পে) নিয়ে অথবা তাঁকে ছাড়া ফ্রান্স দল অবশ্যই এক জিনিস নয়।’
৯০ মিনিটে যে ঘটনা গত রাতে ঘটেছে, তাতে এমবাপ্পে ও দানসো দুজনেই হলুদ কার্ড দেখেছেন। শেষ পর্যন্ত অস্ট্রিয়াকে ১-০ গোলে হারিয়েছে ফ্রান্স। ম্যাচের একমাত্র গোলটি এসেছে অস্ট্রিয়ান ডিফেন্ডার ম্যাক্সিমিলান ওবারের গোলে। এবারের ইউরোতে ফ্রান্স পড়েছে ‘ডি’ গ্রুপে। গ্রুপ পর্বের বাকি দুই ম্যাচ ফ্রান্স খেলবে ২১ ও ২৫ জুন নেদারল্যান্ডস ও পোল্যান্ডের বিপক্ষে।
খেলার মাঠে হট্টগোলের ঘটনা খুবই পরিচিত দৃশ্য এখন। বিশ্বকাপ, কোপা আমেরিকা, ইউরোর মতো মেজর ইভেন্টে দর্শকদের মধ্যে মারাত্মক হাতাহাতির ঘটনা ঘটে। উয়েফা নেশনস লিগের ম্যাচেও লেগেছে তার ছোঁয়া। গত রাতে ফ্রান্স-ইসরায়েল ম্যাচে ঘটে গেছে তুলকালাম কাণ্ড।
৩০ মিনিট আগেতানজিম হাসান সাকিব প্রথমবারের মতো বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার সুযোগ পাচ্ছেন। ইমরান তাহিরের সুপারিশে তানজিম এবার গ্লোবাল টি-টোয়েন্টি লিগের গায়ানা আমাজন ওয়ারিয়র্স দলে যুক্ত হচ্ছেন। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে তানজিমের দুর্দান্ত পারফরম্যান্সের পর দক্ষিণ আফ্রিকার অভিজ্ঞ লেগ স্পিনার তাহিরের নজর কাড়
১ ঘণ্টা আগেআইসিসি চ্যাম্পিয়নস ট্রফি হওয়ার আর ১০০ দিনও বাকি নেই। কিন্তু জরুরি কিছু প্রশ্নের উত্তর এখনো নেই। সময়মতো টুর্নামেন্ট হবে কি? হলে কোথায় হবে? এই দুটি প্রশ্নের উত্তর যতক্ষণ না আসছে, ততক্ষণ টুর্নামেন্টের সূচিও প্রকাশ করা সম্ভব হচ্ছে না। সব মিলিয়ে এই টুর্নামেন্ট নিয়ে অনেক চাপে আইসিসি।
১ ঘণ্টা আগেসিনেমা, নাটক-কোনো কিছুরই তো কমতি ছিল না আজ আর্জেন্টিনা-প্যারাগুয়ে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে। দেল চাকো স্টেডিয়ামে ব্রাজিলের রেফারি অ্যান্ডারসন দারাঙ্কোর একের পর এক কাণ্ডে ক্ষুব্ধ আর্জেন্টিনা ফুটবল দল। রেফারির সঙ্গে এক চোট হয়েই গেছে মেসির। এমনকি আঙুল উঁচিয়ে কথাও বলেছেন আর্জেন্টিনার বিশ্বজয়ী ফুটবলার।
২ ঘণ্টা আগে