ক্রীড়া ডেস্ক
ইউরোপীয় তিন ক্লাব টুর্নামেন্টের ২০২৪-২৫ মৌসুমের সূচিতে আসবে বেশ কিছু পরিবর্তন। ৩২ দলের পরিবর্তে চ্যাম্পিয়নস লিগ হবে ৩৬ দল নিয়ে। পরিবর্তন আসবে ফরম্যাটেও। আগামী চ্যাম্পিয়নস লিগেও প্রথমবার দেখা যাবে বেশ কয়েকটি নতুন দলকে। অনেক বড় দলকে দর্শক বানিয়ে তারা জায়গা করে নিয়েছে ইউরোপের ক্লাব ফুটবলের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে—
১৯৮২-৮৩ মৌসুমের পর ভিলা:
আর্সেনাল নাকি ম্যানচেস্টার সিটি—কার হাতে উঠবে প্রিমিয়ার লিগ? এর উত্তর পেতে অপেক্ষা করতে হচ্ছে মৌসুমের শেষ রাউন্ড পর্যন্ত। লিগ নিষ্পত্তি না হলেও ইতিমধ্যে সেরা চারে থেকে চ্যাম্পিয়নস লিগ নিশ্চিত করেছে আর্সেনাল, সিটি, লিভারপুল ও অ্যাস্টন ভিলা। এবারের ইংলিশ ফুটবলে চমক ভিলার প্রথমবার চ্যাম্পিয়নস লিগ নিশ্চিত করা। ১৯৯১-৯২ মৌসুম থেকে ইউরোপিয়ান কাপের নাম চ্যাম্পিয়নস লিগ হওয়ার পর টুর্নামেন্টে এবারই প্রথম সুযোগ পেল ১৫০ বছরের পুরোনো ক্লাবটি।
জিরোনার প্রথম:
এবারের লা লিগা জয়ের দৌড়ে শুরু থেকে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার সঙ্গে সমানতালে ছিল জিরোনাও। তবে প্রথম লিগ জয়ের স্বপ্ন বিসর্জন দিলেও ৯৩ বছরের পুরোনো ক্লাবটি প্রথমবার খেলবে চ্যাম্পিয়নস লিগে। ২০১৮-১৯ মৌসুমে লা লিগা থেকে অবনমন হওয়া জিরোনা গত মৌসুমে ফিরেই কোচ মাইকেলের অধীনে লিগ শেষ করে ১০ নম্বরে থেকে। এবার তারা ৩৬ ম্যাচে ৭৫ পয়েন্ট নিয়ে আছে তিনে। ম্যানসিটি ও জিরোনা এবার চ্যাম্পিয়নস লিগ নিশ্চিত করেছে। সিএফজির শতভাগ বিনিয়োগ আছে সিটিতে, আর জিরোনায় ৪৭ শতাংশ।
৬০ বছর পর বোলোনা:
সিরি আর এ মৌসুমে ৩৫ ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে পাঁচে আছে আতালান্তা। তবে এই স্থানে থাকলেও আগামী মৌসুমে চ্যাম্পিয়নস লিগে খেলবে ক্লাবটি। কারণ, জিয়ান পিয়েরো গাসপেরিনির দল যে ইউরোপা লিগের ফাইনাল নিশ্চিত করেছে! উয়েফার নতুন নিয়মে, ইউরোপিয়ান পারফরম্যান্সের ওপর ভিত্তি করে দুটি দল চ্যাম্পিয়নস লিগে সুযোগ পাবে। তার একটি আতালান্তা, দ্বিতীয়টি বুন্দেসলিগায় পাঁচে থাকলেও এবারের চ্যাম্পিয়নস লিগের ফাইনাল নিশ্চিত করা বরুসিয়া ডর্টমুন্ড। সেই হিসেবে আগামী মৌসুমে চ্যাম্পিয়নস লিগে সিরি আ ও বুন্দেসলিগা থেকে চ্যাম্পিয়নস লিগে খেলবে পাঁচ দল। সিরি আয় অবশ্য এবার চমক দেখিয়েছে বোলোনা। ৬০ বছর পর প্রথমবার চ্যাম্পিয়নস লিগে দেখা যাবে ক্লাবটিকে।
১৪ বছর পর স্টুর্টগার্ট:
অবিশ্বাস্য এক মৌসুম কাটল বুন্দেসলিগায়। বায়ার্ন মিউনিখের দাপট ভেঙে নিজেদের ইতিহাসে প্রথম লিগ জিতেছে বেয়ার লেভারকুজেন। এই দুই ক্লাবের পাশাপাশি আগামী চ্যাম্পিয়নস লিগে খেলবে স্টুটগার্টও। ৩৩ ম্যাচে ৭০ পয়েন্ট নিয়ে তিনে থাকা ক্লাবটি এই অবস্থানে থেকে মৌসুম শেষ করতে যাচ্ছে। এই নিয়ে পঞ্চমবার চ্যাম্পিয়নস লিগে দেখা যাবে স্টুটগার্টকে, আর ২০০৯-১০ মৌসুমের পর প্রথম।
লিলে নাকি ব্রেস্ট:
লিগ ওয়ান থেকে চ্যাম্পিয়ন পিএসজির পাশাপাশি মোনাকোরও চ্যাম্পিয়নস লিগ নিশ্চিত। তবে তৃতীয় স্থানে থাকার লড়াই চলছে লিলে ও ব্রেস্টের মধ্যে। দুই দলের পয়েন্ট সমান ৫৮। গোলও সমান ৫০। তবে ব্রেস্টের (৩৪) চেয়ে দুটি কম গোল হজম করায় তিনে লিলে (৩২)। লিগে দুই দলের বাকি মাত্র এক রাউন্ড। ইউরোপের শীর্ষ পাঁচ লিগের মধ্যে শুধু লিগ আঁ থেকে সরাসরি চ্যাম্পিয়নস লিগে খেলার সুযোগ পায় শীর্ষ তিন দল। চারে থাকা দলকে খেলতে হয় বাছাইপর্ব।
ইউরোপীয় তিন ক্লাব টুর্নামেন্টের ২০২৪-২৫ মৌসুমের সূচিতে আসবে বেশ কিছু পরিবর্তন। ৩২ দলের পরিবর্তে চ্যাম্পিয়নস লিগ হবে ৩৬ দল নিয়ে। পরিবর্তন আসবে ফরম্যাটেও। আগামী চ্যাম্পিয়নস লিগেও প্রথমবার দেখা যাবে বেশ কয়েকটি নতুন দলকে। অনেক বড় দলকে দর্শক বানিয়ে তারা জায়গা করে নিয়েছে ইউরোপের ক্লাব ফুটবলের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে—
১৯৮২-৮৩ মৌসুমের পর ভিলা:
আর্সেনাল নাকি ম্যানচেস্টার সিটি—কার হাতে উঠবে প্রিমিয়ার লিগ? এর উত্তর পেতে অপেক্ষা করতে হচ্ছে মৌসুমের শেষ রাউন্ড পর্যন্ত। লিগ নিষ্পত্তি না হলেও ইতিমধ্যে সেরা চারে থেকে চ্যাম্পিয়নস লিগ নিশ্চিত করেছে আর্সেনাল, সিটি, লিভারপুল ও অ্যাস্টন ভিলা। এবারের ইংলিশ ফুটবলে চমক ভিলার প্রথমবার চ্যাম্পিয়নস লিগ নিশ্চিত করা। ১৯৯১-৯২ মৌসুম থেকে ইউরোপিয়ান কাপের নাম চ্যাম্পিয়নস লিগ হওয়ার পর টুর্নামেন্টে এবারই প্রথম সুযোগ পেল ১৫০ বছরের পুরোনো ক্লাবটি।
জিরোনার প্রথম:
এবারের লা লিগা জয়ের দৌড়ে শুরু থেকে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার সঙ্গে সমানতালে ছিল জিরোনাও। তবে প্রথম লিগ জয়ের স্বপ্ন বিসর্জন দিলেও ৯৩ বছরের পুরোনো ক্লাবটি প্রথমবার খেলবে চ্যাম্পিয়নস লিগে। ২০১৮-১৯ মৌসুমে লা লিগা থেকে অবনমন হওয়া জিরোনা গত মৌসুমে ফিরেই কোচ মাইকেলের অধীনে লিগ শেষ করে ১০ নম্বরে থেকে। এবার তারা ৩৬ ম্যাচে ৭৫ পয়েন্ট নিয়ে আছে তিনে। ম্যানসিটি ও জিরোনা এবার চ্যাম্পিয়নস লিগ নিশ্চিত করেছে। সিএফজির শতভাগ বিনিয়োগ আছে সিটিতে, আর জিরোনায় ৪৭ শতাংশ।
৬০ বছর পর বোলোনা:
সিরি আর এ মৌসুমে ৩৫ ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে পাঁচে আছে আতালান্তা। তবে এই স্থানে থাকলেও আগামী মৌসুমে চ্যাম্পিয়নস লিগে খেলবে ক্লাবটি। কারণ, জিয়ান পিয়েরো গাসপেরিনির দল যে ইউরোপা লিগের ফাইনাল নিশ্চিত করেছে! উয়েফার নতুন নিয়মে, ইউরোপিয়ান পারফরম্যান্সের ওপর ভিত্তি করে দুটি দল চ্যাম্পিয়নস লিগে সুযোগ পাবে। তার একটি আতালান্তা, দ্বিতীয়টি বুন্দেসলিগায় পাঁচে থাকলেও এবারের চ্যাম্পিয়নস লিগের ফাইনাল নিশ্চিত করা বরুসিয়া ডর্টমুন্ড। সেই হিসেবে আগামী মৌসুমে চ্যাম্পিয়নস লিগে সিরি আ ও বুন্দেসলিগা থেকে চ্যাম্পিয়নস লিগে খেলবে পাঁচ দল। সিরি আয় অবশ্য এবার চমক দেখিয়েছে বোলোনা। ৬০ বছর পর প্রথমবার চ্যাম্পিয়নস লিগে দেখা যাবে ক্লাবটিকে।
১৪ বছর পর স্টুর্টগার্ট:
অবিশ্বাস্য এক মৌসুম কাটল বুন্দেসলিগায়। বায়ার্ন মিউনিখের দাপট ভেঙে নিজেদের ইতিহাসে প্রথম লিগ জিতেছে বেয়ার লেভারকুজেন। এই দুই ক্লাবের পাশাপাশি আগামী চ্যাম্পিয়নস লিগে খেলবে স্টুটগার্টও। ৩৩ ম্যাচে ৭০ পয়েন্ট নিয়ে তিনে থাকা ক্লাবটি এই অবস্থানে থেকে মৌসুম শেষ করতে যাচ্ছে। এই নিয়ে পঞ্চমবার চ্যাম্পিয়নস লিগে দেখা যাবে স্টুটগার্টকে, আর ২০০৯-১০ মৌসুমের পর প্রথম।
লিলে নাকি ব্রেস্ট:
লিগ ওয়ান থেকে চ্যাম্পিয়ন পিএসজির পাশাপাশি মোনাকোরও চ্যাম্পিয়নস লিগ নিশ্চিত। তবে তৃতীয় স্থানে থাকার লড়াই চলছে লিলে ও ব্রেস্টের মধ্যে। দুই দলের পয়েন্ট সমান ৫৮। গোলও সমান ৫০। তবে ব্রেস্টের (৩৪) চেয়ে দুটি কম গোল হজম করায় তিনে লিলে (৩২)। লিগে দুই দলের বাকি মাত্র এক রাউন্ড। ইউরোপের শীর্ষ পাঁচ লিগের মধ্যে শুধু লিগ আঁ থেকে সরাসরি চ্যাম্পিয়নস লিগে খেলার সুযোগ পায় শীর্ষ তিন দল। চারে থাকা দলকে খেলতে হয় বাছাইপর্ব।
খেলার মাঠে হট্টগোলের ঘটনা খুবই পরিচিত দৃশ্য এখন। বিশ্বকাপ, কোপা আমেরিকা, ইউরোর মতো মেজর ইভেন্টে দর্শকদের মধ্যে মারাত্মক হাতাহাতির ঘটনা ঘটে। উয়েফা নেশনস লিগের ম্যাচেও লেগেছে তার ছোঁয়া। গত রাতে ফ্রান্স-ইসরায়েল ম্যাচে ঘটে গেছে তুলকালাম কাণ্ড।
২৯ মিনিট আগেতানজিম হাসান সাকিব প্রথমবারের মতো বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার সুযোগ পাচ্ছেন। ইমরান তাহিরের সুপারিশে তানজিম এবার গ্লোবাল টি-টোয়েন্টি লিগের গায়ানা আমাজন ওয়ারিয়র্স দলে যুক্ত হচ্ছেন। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে তানজিমের দুর্দান্ত পারফরম্যান্সের পর দক্ষিণ আফ্রিকার অভিজ্ঞ লেগ স্পিনার তাহিরের নজর কাড়
১ ঘণ্টা আগেআইসিসি চ্যাম্পিয়নস ট্রফি হওয়ার আর ১০০ দিনও বাকি নেই। কিন্তু জরুরি কিছু প্রশ্নের উত্তর এখনো নেই। সময়মতো টুর্নামেন্ট হবে কি? হলে কোথায় হবে? এই দুটি প্রশ্নের উত্তর যতক্ষণ না আসছে, ততক্ষণ টুর্নামেন্টের সূচিও প্রকাশ করা সম্ভব হচ্ছে না। সব মিলিয়ে এই টুর্নামেন্ট নিয়ে অনেক চাপে আইসিসি।
১ ঘণ্টা আগেসিনেমা, নাটক-কোনো কিছুরই তো কমতি ছিল না আজ আর্জেন্টিনা-প্যারাগুয়ে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে। দেল চাকো স্টেডিয়ামে ব্রাজিলের রেফারি অ্যান্ডারসন দারাঙ্কোর একের পর এক কাণ্ডে ক্ষুব্ধ আর্জেন্টিনা ফুটবল দল। রেফারির সঙ্গে এক চোট হয়েই গেছে মেসির। এমনকি আঙুল উঁচিয়ে কথাও বলেছেন আর্জেন্টিনার বিশ্বজয়ী ফুটবলার।
২ ঘণ্টা আগে