ক্রীড়া ডেস্ক
লুসিয়ানো স্পালেত্তির অধীনে ২০২২-২৩ মৌসুমের সিরি-‘আ’ জেতে নাপোলি। তাতে শেষ হয়েছে নেপলসদের ৩৩ বছরের স্কুদেত্তো জয়ের অপেক্ষা। তবে এবার চাকরি হারানোর শঙ্কায় আছেন তিনি।
ইতালির করিরি ডেলা স্পোর্ট জানিয়েছে, নাপোলির মালিক অরিলিও দে লরেন্তিসের সঙ্গে স্পালেত্তির সম্পর্কে ভাঙন ধরেছে। তাতে স্পালেত্তির কোচের চাকরি সুতোয় ঝুলছে। নাপোলির সঙ্গে স্পালেত্তির চুক্তি অবশ্য এক বছর রয়েছে। তবে ক্লাবটির কোচের চাকরির ভবিষ্যৎ নিয়ে স্পালেত্তি বা দে লরেন্তিস কেউই কোনো আলাপ-আলোচনা করেননি।
সভাপতি ও কোচের মধ্যে ফাটল আকস্মিক নয় এবং এটি একটি স্ক্রিপ্টের বিট, যা নাপোলিতে নিজেকে পুনরাবৃত্তি করে।
স্পালেত্তি চলে গেলে বিকল্প আছেন অনেকেই। ইতালির ক্রীড়া সংবাদমাধ্যম লা গ্যাজেত্তা দেলো স্পোর্ট জানিয়েছে, রাফায়েল বেনিতেজ দ্বিতীয় দফায় নাপোলির কোচ হতে পারেন। এর আগে ২০১৩-২০১৫ পর্যন্ত নেপলসদের কোচিং করিয়েছেন বেনিতেজ। বেনিতেজ গত দুই বছর কোনো ক্লাবের দায়িত্বেই নেই। ইতালির আরেক ক্রীড়া সংবাদমাধ্যম টুটোস্পোর্টের মতে, নাপোলির কোচ হওয়ার দৌড়ে এগিয়ে আছেন আন্তোনিও কন্তে। কন্তের সঙ্গে কয়েক মাস আগে টটেনহামের সম্পর্ক শেষ হয়েছে। তিনিও এখন কোনো ক্লাবের দায়িত্বে নেই। আতালান্তার জিয়ান পিয়েরো গ্যাস্পারিনি এবং ফিওরেন্তিনার ভিনচেঞ্জো ইতালিয়ানো-তাঁরাও আছেন কোচ হওয়ার দৌড়ে। ফিওরেন্তিনা এবার ইউরোপা কনফারেন্স লিগের ফাইনালে উঠেছে।
কোচ এবং ক্লাব সভাপতির মধ্যে দ্বন্দ্ব নাপোলিতে নতুন কিছু নয়। এদোয়ার্দো রেজা থেকে শুরু করে ওয়াল্টার মাজারি, মরিজিও সারি, কার্লো আনচেলত্তি, জেনারো গাত্তুসো, স্পালেত্তি-সবার সঙ্গেই এমনটা হয়েছে। এবারের ব্যাপারটা কিছুটা জটিল। ২০০৫ থেকে শুরু করে এখন পর্যন্ত ৮ কোচ নাপোলিকে কোচিং করাচ্ছেন। স্পালেত্তির কোচের চাকরি শুরু হয়েছে ২০২১-এর মে থেকে।
লুসিয়ানো স্পালেত্তির অধীনে ২০২২-২৩ মৌসুমের সিরি-‘আ’ জেতে নাপোলি। তাতে শেষ হয়েছে নেপলসদের ৩৩ বছরের স্কুদেত্তো জয়ের অপেক্ষা। তবে এবার চাকরি হারানোর শঙ্কায় আছেন তিনি।
ইতালির করিরি ডেলা স্পোর্ট জানিয়েছে, নাপোলির মালিক অরিলিও দে লরেন্তিসের সঙ্গে স্পালেত্তির সম্পর্কে ভাঙন ধরেছে। তাতে স্পালেত্তির কোচের চাকরি সুতোয় ঝুলছে। নাপোলির সঙ্গে স্পালেত্তির চুক্তি অবশ্য এক বছর রয়েছে। তবে ক্লাবটির কোচের চাকরির ভবিষ্যৎ নিয়ে স্পালেত্তি বা দে লরেন্তিস কেউই কোনো আলাপ-আলোচনা করেননি।
সভাপতি ও কোচের মধ্যে ফাটল আকস্মিক নয় এবং এটি একটি স্ক্রিপ্টের বিট, যা নাপোলিতে নিজেকে পুনরাবৃত্তি করে।
স্পালেত্তি চলে গেলে বিকল্প আছেন অনেকেই। ইতালির ক্রীড়া সংবাদমাধ্যম লা গ্যাজেত্তা দেলো স্পোর্ট জানিয়েছে, রাফায়েল বেনিতেজ দ্বিতীয় দফায় নাপোলির কোচ হতে পারেন। এর আগে ২০১৩-২০১৫ পর্যন্ত নেপলসদের কোচিং করিয়েছেন বেনিতেজ। বেনিতেজ গত দুই বছর কোনো ক্লাবের দায়িত্বেই নেই। ইতালির আরেক ক্রীড়া সংবাদমাধ্যম টুটোস্পোর্টের মতে, নাপোলির কোচ হওয়ার দৌড়ে এগিয়ে আছেন আন্তোনিও কন্তে। কন্তের সঙ্গে কয়েক মাস আগে টটেনহামের সম্পর্ক শেষ হয়েছে। তিনিও এখন কোনো ক্লাবের দায়িত্বে নেই। আতালান্তার জিয়ান পিয়েরো গ্যাস্পারিনি এবং ফিওরেন্তিনার ভিনচেঞ্জো ইতালিয়ানো-তাঁরাও আছেন কোচ হওয়ার দৌড়ে। ফিওরেন্তিনা এবার ইউরোপা কনফারেন্স লিগের ফাইনালে উঠেছে।
কোচ এবং ক্লাব সভাপতির মধ্যে দ্বন্দ্ব নাপোলিতে নতুন কিছু নয়। এদোয়ার্দো রেজা থেকে শুরু করে ওয়াল্টার মাজারি, মরিজিও সারি, কার্লো আনচেলত্তি, জেনারো গাত্তুসো, স্পালেত্তি-সবার সঙ্গেই এমনটা হয়েছে। এবারের ব্যাপারটা কিছুটা জটিল। ২০০৫ থেকে শুরু করে এখন পর্যন্ত ৮ কোচ নাপোলিকে কোচিং করাচ্ছেন। স্পালেত্তির কোচের চাকরি শুরু হয়েছে ২০২১-এর মে থেকে।
বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে বিদেশের ফ্র্যাঞ্চাইজি লিগে সবচেয়ে বেশি খেলেছেন সাকিব আল হাসান। বিদেশ লিগে খেলার অভিজ্ঞতা রয়েছে তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মোস্তাফিজুর রহমান, তৌহিদ হৃদয়দেরও। এবার এই তালিকায় যুক্ত হচ্ছেন উদীয়মান পেসার তানজিম হাসান সাকিব।
৩৮ মিনিট আগেআইসিসি চ্যাম্পিয়নস ট্রফি হওয়ার আর ১০০ দিনও বাকি নেই। কিন্তু জরুরি কিছু প্রশ্নের উত্তর এখনো নেই। সময়মতো টুর্নামেন্ট হবে কি? হলে কোথায় হবে? এই দুটি প্রশ্নের উত্তর যতক্ষণ না আসছে, ততক্ষণ টুর্নামেন্টের সূচিও প্রকাশ করা সম্ভব হচ্ছে না। সব মিলিয়ে এই টুর্নামেন্ট নিয়ে অনেক চাপে আইসিসি।
১ ঘণ্টা আগেসিনেমা, নাটক-কোনো কিছুরই তো কমতি ছিল না আজ আর্জেন্টিনা-প্যারাগুয়ে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে। দেল চাকো স্টেডিয়ামে ব্রাজিলের রেফারি অ্যান্ডারসন দারাঙ্কোর একের পর এক কাণ্ডে ক্ষুব্ধ আর্জেন্টিনা ফুটবল দল। রেফারির সঙ্গে এক চোট হয়েই গেছে মেসির। এমনকি আঙুল উঁচিয়ে কথাও বলেছেন আর্জেন্টিনার বিশ্বজয়ী ফুটবলার।
২ ঘণ্টা আগেভুলে যাওয়ার মতো একটি দিনই কাটিয়েছেন ভিনিসিয়ুস জুনিয়র। তাও বাজে দিনটা এল ব্রাজিলের বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচের সময়ই। তাঁর সুযোগ মিসের মহড়ার দিনে ব্রাজিল পারল না জিততে। হতাশা ঝরেছে ব্রাজিল কোচ দরিভাল জুনিয়রের কণ্ঠে।
২ ঘণ্টা আগে