ক্রীড়া ডেস্ক
গত দুই বছরে আর্জেন্টিনার ক্যাবিনেটে যোগ হয়েছে একের পর এক শিরোপা। আর্জেন্টাইনদের শিরোপা জয়ে অবদান রেখেছেন এমিলিয়ানো মার্তিনেজ। ভবিষ্যতে আরও অনেক শিরোপা আর্জেন্টিনা জিতবে বলে মনে করেন তিনি।
২০২১ সালে ব্রাজিলকে হারিয়ে কোপা আমেরিকা জেতে আর্জেন্টিনা। যা আলবিসেলেস্তের ২৮ বছর পর কোনো বৈশ্বিক শিরোপা। এই টুর্নামেন্টে আর্জেন্টিনার গোলপোস্টের সামনে অতন্দ্র প্রহরীর দায়িত্ব পালন করেন মার্তিনেজ। এরপর ইতালিকে হারিয়ে ২০২২ ফিনালিসিমা জেতে আর্জেন্টিনা। আর গত বছরের ডিসেম্বরে লুসাইলে ফ্রান্সকে হারিয়ে ৩৬ বছর পর বিশ্বকাপ জেতে আর্জেন্টিনা। কাতার বিশ্বকাপের নক আউট রাউন্ডে দুর্ভেদ্য দেয়াল আর্জেন্টাইন এই গোলরক্ষক জিতেছেন গোল্ডেন গ্লাভসের পুরস্কার।
২০২৪ সালে যুক্তরাষ্ট্রে হবে কোপা আমেরিকা। আর যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকোতে হবে ২০২৬ বিশ্বকাপ। এই দুটো টুর্নামেন্টের শিরোপা নিজেদের করে রাখতে পারবে বলে মনে করেন মার্তিনেজ, ‘খেলার সময় মনে করি আমিই সেরা। কোপা আমেরিকা, ইতালির বিপক্ষে ফিনালিসিমা, বিশ্বকাপ জিতেছি। আমরা সবই জিতেছি। কোপা আমেরিকা জিততে যাচ্ছি আমরা এবং আশা করি পরের বিশ্বকাপও।’
কাতার বিশ্বকাপে দুর্দান্ত খেলেছেন লিওনেল মেসি। ৭ ম্যাচে করেছেন ৭ গোল, অ্যাসিস্ট করেছেন ৩ গোলে। জিতেছেন ২০২২ বিশ্বকাপের গোল্ডেন বলের পুরষ্কার। তাতে একমাত্র ফুটবলার হিসেবে দুই বিশ্বকাপে গোল্ডেন বলের পুরষ্কার জিতলেন আর্জেন্টিনার এই ফরোয়ার্ড। একমাত্র ফুটবলার হিসেবে এক বিশ্বকাপে গ্রুপ পর্ব, শেষ ষোলো, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল, ফাইনালে গোল করার রেকর্ড গড়লেন আর্জেন্টাইন অধিনায়ক। আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ফুটবলারের প্রসঙ্গে মার্তিনেজ বলেন, ‘মেসি সর্বকালের সেরা। ভবিষ্যতে মেসির মতো খেলোয়াড় পাওয়া কঠিন হবে।’
গত দুই বছরে আর্জেন্টিনার ক্যাবিনেটে যোগ হয়েছে একের পর এক শিরোপা। আর্জেন্টাইনদের শিরোপা জয়ে অবদান রেখেছেন এমিলিয়ানো মার্তিনেজ। ভবিষ্যতে আরও অনেক শিরোপা আর্জেন্টিনা জিতবে বলে মনে করেন তিনি।
২০২১ সালে ব্রাজিলকে হারিয়ে কোপা আমেরিকা জেতে আর্জেন্টিনা। যা আলবিসেলেস্তের ২৮ বছর পর কোনো বৈশ্বিক শিরোপা। এই টুর্নামেন্টে আর্জেন্টিনার গোলপোস্টের সামনে অতন্দ্র প্রহরীর দায়িত্ব পালন করেন মার্তিনেজ। এরপর ইতালিকে হারিয়ে ২০২২ ফিনালিসিমা জেতে আর্জেন্টিনা। আর গত বছরের ডিসেম্বরে লুসাইলে ফ্রান্সকে হারিয়ে ৩৬ বছর পর বিশ্বকাপ জেতে আর্জেন্টিনা। কাতার বিশ্বকাপের নক আউট রাউন্ডে দুর্ভেদ্য দেয়াল আর্জেন্টাইন এই গোলরক্ষক জিতেছেন গোল্ডেন গ্লাভসের পুরস্কার।
২০২৪ সালে যুক্তরাষ্ট্রে হবে কোপা আমেরিকা। আর যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকোতে হবে ২০২৬ বিশ্বকাপ। এই দুটো টুর্নামেন্টের শিরোপা নিজেদের করে রাখতে পারবে বলে মনে করেন মার্তিনেজ, ‘খেলার সময় মনে করি আমিই সেরা। কোপা আমেরিকা, ইতালির বিপক্ষে ফিনালিসিমা, বিশ্বকাপ জিতেছি। আমরা সবই জিতেছি। কোপা আমেরিকা জিততে যাচ্ছি আমরা এবং আশা করি পরের বিশ্বকাপও।’
কাতার বিশ্বকাপে দুর্দান্ত খেলেছেন লিওনেল মেসি। ৭ ম্যাচে করেছেন ৭ গোল, অ্যাসিস্ট করেছেন ৩ গোলে। জিতেছেন ২০২২ বিশ্বকাপের গোল্ডেন বলের পুরষ্কার। তাতে একমাত্র ফুটবলার হিসেবে দুই বিশ্বকাপে গোল্ডেন বলের পুরষ্কার জিতলেন আর্জেন্টিনার এই ফরোয়ার্ড। একমাত্র ফুটবলার হিসেবে এক বিশ্বকাপে গ্রুপ পর্ব, শেষ ষোলো, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল, ফাইনালে গোল করার রেকর্ড গড়লেন আর্জেন্টাইন অধিনায়ক। আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ফুটবলারের প্রসঙ্গে মার্তিনেজ বলেন, ‘মেসি সর্বকালের সেরা। ভবিষ্যতে মেসির মতো খেলোয়াড় পাওয়া কঠিন হবে।’
এই শতাব্দির গোড়ার দিকের গল্প। বয়সভিত্তিক ক্রিকেটে গতিময় এক ফাস্ট বোলারকে চোখে পড়ল রাকিব হায়দার পাভেলের। সেই বোলার ব্যাটেও ঝড় তুলতে পারেন। বয়সভিত্তিক ক্রিকেট থেকেই পাভেল ওই অলরাউন্ডারকে নিয়ে এলেন তাঁদের প্রথম বিভাগ ক্রিকেটের আজাদ স্পোর্টিংয়ে।
১২ ঘণ্টা আগেএবার সাফজয়ীদের পুরস্কৃত করল বেসরকারি বাণিজ্যিক প্রতিষ্ঠান সাউথইস্ট ব্যাংক। প্রতিষ্ঠানটি আজ তাদের কার্যালয়ে আমন্ত্রণ জানিয়ে এই সম্মাননা জানায়। এ সময় ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল এবং কয়েকজন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
১৪ ঘণ্টা আগেবাংলাদেশের গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানের মৃত্যুতে তাঁর পরিবার পড়েছে বিপাকে। সংকটময় এই মুহূর্তে জিয়ার পরিবারের পাশে দাঁড়ালেন বাংলাদেশের তারকা ক্রিকেটার তামিম ইকবাল।
১৫ ঘণ্টা আগেপাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে গ্লেন ম্যাক্সওয়েল করেছিলেন ১৬ রান। দুইবার মেরেছিলেন ডাক। সেই ব্যর্থতার ঝাল ঝাড়লেন অন্য সংস্করণ টি-টোয়েন্টিতে। ব্রিসবেনের গ্যাবায় আজ প্রথম টি-টোয়েন্টিতে পাকিস্তানের ওপর চালালেন তাণ্ডব। ম্যাক্সওয়েলের তাণ্ডবের পর অস্ট্রেলিয়ার আক্রমণাত্মক বোলিংয়ে চোখে সর্ষেফ
১৫ ঘণ্টা আগে