ক্রীড়া ডেস্ক
বায়ার্ন মিউনিখ লিগ শিরোপা হারাতে বসলেও হাল ছাড়ছেন না হ্যারি কেইন। বাভারিয়ানদের অবস্থা যা-ই হোক না কেন, ইংলিশ ফুটবল ছেড়ে বুন্দেসলিগায় নিজের প্রথম মৌসুমেই আলো ছড়াচ্ছেন সাবেক টটেনহাম অধিনায়ক। গত রাতেও পেয়েছেন জোড়া গোল। তাঁর নৈপুণ্যে নিজেদের মাঠ আলিয়েঞ্জ অ্যারেনায় বায়ার্নও ২-১ গোলে জিতেছে লাইপজিগের বিপক্ষে।
এই মৌসুমে বুন্দেসলিগায় ২৫ গোল হয়ে গেল কেইনের, আর সব মিলিয়ে ৩১ গোল। ইউরোপের শীর্ষ পাঁচ লিগে তাঁর চেয়ে বেশি গোল নেই আর কারও। কিন্তু তার পরও প্রথমবার লিগ জিততে পারবেন কি ইংলিশ ফরোয়ার্ড? প্রিমিয়ার লিগে লম্বা ক্যারিয়ারে ব্যক্তিগত নৈপুণ্যের অনেক পুরস্কার জিতলেও দলীয় কোনো শিরোপা নেই। বায়ার্নে যোগ দিয়েছিলেন সেই অভাবটা পূরণ করতে। কিন্তু কেইন জার্মানিতে আসার পর বাভারিয়ানরা টানা ১১ মৌসুম পর লিগ হারাতে বসেছে।
তবে হাল ছাড়ছেন না কেইন। লাইপজিগের বিপক্ষে যোগ করা প্রথম মিনিটে দলের জয়সূচক গোলটি করে জানিয়ে দিয়েছেন, বায়ার্ন কখনো হাল ছাড়ে না। ম্যাচ শেষে বেশ আত্মবিশ্বাসের সঙ্গে বললেন, ‘যা করছি আমাদের তা করে যাওয়া প্রয়োজন। এই ম্যাচ জিতে ভালো হলো এবং বছর শেষ না হওয়ার আগ পর্যন্ত আমাদের দৌড়ানো প্রয়োজন। আমরা কখনো হাল ছাড়ব না, কখনো থামব না।’
এই জয়ে লিগে ৬১ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা বেয়ার লেভারকুসেনের সঙ্গে ৮-এ নামিয়ে আনল বায়ার্ন। দুই দলের আরও ১১ রাউন্ড করে বাকি। পাঁচে থাকা লাইপজিগের পয়েন্ট ২৩ ম্যাচে ৪০।
বায়ার্ন মিউনিখ লিগ শিরোপা হারাতে বসলেও হাল ছাড়ছেন না হ্যারি কেইন। বাভারিয়ানদের অবস্থা যা-ই হোক না কেন, ইংলিশ ফুটবল ছেড়ে বুন্দেসলিগায় নিজের প্রথম মৌসুমেই আলো ছড়াচ্ছেন সাবেক টটেনহাম অধিনায়ক। গত রাতেও পেয়েছেন জোড়া গোল। তাঁর নৈপুণ্যে নিজেদের মাঠ আলিয়েঞ্জ অ্যারেনায় বায়ার্নও ২-১ গোলে জিতেছে লাইপজিগের বিপক্ষে।
এই মৌসুমে বুন্দেসলিগায় ২৫ গোল হয়ে গেল কেইনের, আর সব মিলিয়ে ৩১ গোল। ইউরোপের শীর্ষ পাঁচ লিগে তাঁর চেয়ে বেশি গোল নেই আর কারও। কিন্তু তার পরও প্রথমবার লিগ জিততে পারবেন কি ইংলিশ ফরোয়ার্ড? প্রিমিয়ার লিগে লম্বা ক্যারিয়ারে ব্যক্তিগত নৈপুণ্যের অনেক পুরস্কার জিতলেও দলীয় কোনো শিরোপা নেই। বায়ার্নে যোগ দিয়েছিলেন সেই অভাবটা পূরণ করতে। কিন্তু কেইন জার্মানিতে আসার পর বাভারিয়ানরা টানা ১১ মৌসুম পর লিগ হারাতে বসেছে।
তবে হাল ছাড়ছেন না কেইন। লাইপজিগের বিপক্ষে যোগ করা প্রথম মিনিটে দলের জয়সূচক গোলটি করে জানিয়ে দিয়েছেন, বায়ার্ন কখনো হাল ছাড়ে না। ম্যাচ শেষে বেশ আত্মবিশ্বাসের সঙ্গে বললেন, ‘যা করছি আমাদের তা করে যাওয়া প্রয়োজন। এই ম্যাচ জিতে ভালো হলো এবং বছর শেষ না হওয়ার আগ পর্যন্ত আমাদের দৌড়ানো প্রয়োজন। আমরা কখনো হাল ছাড়ব না, কখনো থামব না।’
এই জয়ে লিগে ৬১ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা বেয়ার লেভারকুসেনের সঙ্গে ৮-এ নামিয়ে আনল বায়ার্ন। দুই দলের আরও ১১ রাউন্ড করে বাকি। পাঁচে থাকা লাইপজিগের পয়েন্ট ২৩ ম্যাচে ৪০।
খেলার মাঠে হট্টগোলের ঘটনা খুবই পরিচিত দৃশ্য এখন। বিশ্বকাপ, কোপা আমেরিকা, ইউরোর মতো মেজর ইভেন্টে দর্শকদের মধ্যে মারাত্মক হাতাহাতির ঘটনা ঘটে। উয়েফা নেশনস লিগের ম্যাচেও লেগেছে তার ছোঁয়া। গত রাতে ফ্রান্স-ইসরায়েল ম্যাচে ঘটে গেছে তুলকালাম কাণ্ড।
২৯ মিনিট আগেতানজিম হাসান সাকিব প্রথমবারের মতো বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার সুযোগ পাচ্ছেন। ইমরান তাহিরের সুপারিশে তানজিম এবার গ্লোবাল টি-টোয়েন্টি লিগের গায়ানা আমাজন ওয়ারিয়র্স দলে যুক্ত হচ্ছেন। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে তানজিমের দুর্দান্ত পারফরম্যান্সের পর দক্ষিণ আফ্রিকার অভিজ্ঞ লেগ স্পিনার তাহিরের নজর কাড়
১ ঘণ্টা আগেআইসিসি চ্যাম্পিয়নস ট্রফি হওয়ার আর ১০০ দিনও বাকি নেই। কিন্তু জরুরি কিছু প্রশ্নের উত্তর এখনো নেই। সময়মতো টুর্নামেন্ট হবে কি? হলে কোথায় হবে? এই দুটি প্রশ্নের উত্তর যতক্ষণ না আসছে, ততক্ষণ টুর্নামেন্টের সূচিও প্রকাশ করা সম্ভব হচ্ছে না। সব মিলিয়ে এই টুর্নামেন্ট নিয়ে অনেক চাপে আইসিসি।
১ ঘণ্টা আগেসিনেমা, নাটক-কোনো কিছুরই তো কমতি ছিল না আজ আর্জেন্টিনা-প্যারাগুয়ে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে। দেল চাকো স্টেডিয়ামে ব্রাজিলের রেফারি অ্যান্ডারসন দারাঙ্কোর একের পর এক কাণ্ডে ক্ষুব্ধ আর্জেন্টিনা ফুটবল দল। রেফারির সঙ্গে এক চোট হয়েই গেছে মেসির। এমনকি আঙুল উঁচিয়ে কথাও বলেছেন আর্জেন্টিনার বিশ্বজয়ী ফুটবলার।
২ ঘণ্টা আগে