ক্রীড়া ডেস্ক
গুয়াতেমালার বিপক্ষে হ্যাটট্রিক করার দুর্দান্ত সুযোগ ছিল লিওনেল মেসির সামনে। কিন্তু সেই সুযোগটা তিনি নিলেন না। সতীর্থকে পেনাল্টি কিক করতে দিয়ে মহানুভবতার পরিচয় দিলেন আর্জেন্টাইন অধিনায়ক। তাঁর ও লাউতারো মার্তিনেজের জোড়া গোলে পরে ৪-১ ব্যবধানে ম্যাচ জিতেছে বিশ্বচ্যাম্পিয়নরা।
কোপা আমেরিকায় খেলতে নামার আগে শেষ প্রস্তুতি ম্যাচ ছিল গুয়াতেমালার বিপক্ষে। গোলসংখ্যাই জানিয়ে দিচ্ছে, প্রস্তুতিটা ভালোভাবেই সেরেছে তিনবারের বিশ্বচ্যাম্পিয়নরা। এখন মহাদেশীয় টুর্নামেন্টের ট্রফি নিজেদের কাছে ধরে রাখার পালা। সেই লক্ষ্যেই ম্যাচ জয়ের পর সতীর্থদের উদ্দেশে বার্তা দিয়েছেন মেসি।
সতীর্থদের সঙ্গে ছবি দিয়ে নিজের সামাজিক মাধ্যমে মেসি বলেছেন, ‘সবাই ঐক্যবদ্ধ।’ এর আগে ম্যাচ শেষে কোপা আমেরিকার লক্ষ্য নিয়ে কথা বলেছেন তিনি। আটবারের ব্যালন ডি’অর বিজয়ী বলেছেন, ‘লক্ষ্য অর্জনের পথে আমরা চেষ্টা চালিয়ে যাব। সামনে কাজটা কঠিন হবে, আমাদের জন্য কোনো কিছুই সহজ হবে না। তবে আমরা চেষ্টা চালিয়ে যাব।’
মেসির মতোই ট্রফি জয়ের কথা জানিয়েছেন জোড়া গোল করা মার্তিনেজও। তিনি আর্জেন্টিনার সংবাদমাধ্যম টিওয়াইসিকে বলেছেন, ‘আমরা শিরোপার লক্ষ্যে নামব। সবকিছুর জন্য লড়াই করব। ২০২১ কোপা আমেরিকা এবং বিশ্বকাপ শেষ হওয়ার সময়ই আমাদের লক্ষ্যের কথা জানিয়েছিলাম। কোপা আমেরিকার শুরুটা ভালোভাবে করতে সর্বোত্তম উপায়ে নিজেদের প্রস্তুত করব। আশা করি এটি আনন্দের হবে।’
আজ ম্যাচের ৫ গোলই আর্জেন্টিনা করেছে। গুয়াতেমালার ব্যবধান কমানো গোলটি এসেছে আর্জেন্টিনার ডিফেন্ডার লিসান্দ্রো মার্তিনেজের আত্মঘাতীতে। চার মিনিটে আত্মঘাতী গোলে পিছিয়ে পড়লেও ম্যাচে ফিরতে খুব একটা সময় লাগেনি আর্জেন্টিনার। ১২ মিনিটে দলকে সামনে থেকে সমতায় ফেরান মেসি। আনহেল দি মারিয়ার দুর্দান্ত পাস থেকে বক্স থেকে চিপ করে জালে বল জড়িয়ে দেন ইন্টার মায়ামির প্লেমেকার। পরে ৭৭ মিনিটে আরেকটি গোল করেন তিনি।
এ ছাড়া পোস্ট একবার তাঁকে গোল থেকে বঞ্চিত করেছে। তা না হলে ঠিকই হ্যাটট্রিকটা পেয়ে যেতেন মেসি। এর আগে অবশ্য পেনাল্টি পেয়েও স্পটকিক নেননি। বিরতিতে যাওয়ার আগে ৩৯ মিনিটে আর্জেন্টিনা পেনাল্টি পেলে মার্তিনেজকে শট নিতে দেন মেসি। উপহার পেয়ে গোল করতে ভুল করেননি ইন্টার মিলানের স্ট্রাইকার। ৬৬ মিনিটে দ্বিতীয় গোলটি করেন তিনি।
গুয়াতেমালার বিপক্ষে হ্যাটট্রিক করার দুর্দান্ত সুযোগ ছিল লিওনেল মেসির সামনে। কিন্তু সেই সুযোগটা তিনি নিলেন না। সতীর্থকে পেনাল্টি কিক করতে দিয়ে মহানুভবতার পরিচয় দিলেন আর্জেন্টাইন অধিনায়ক। তাঁর ও লাউতারো মার্তিনেজের জোড়া গোলে পরে ৪-১ ব্যবধানে ম্যাচ জিতেছে বিশ্বচ্যাম্পিয়নরা।
কোপা আমেরিকায় খেলতে নামার আগে শেষ প্রস্তুতি ম্যাচ ছিল গুয়াতেমালার বিপক্ষে। গোলসংখ্যাই জানিয়ে দিচ্ছে, প্রস্তুতিটা ভালোভাবেই সেরেছে তিনবারের বিশ্বচ্যাম্পিয়নরা। এখন মহাদেশীয় টুর্নামেন্টের ট্রফি নিজেদের কাছে ধরে রাখার পালা। সেই লক্ষ্যেই ম্যাচ জয়ের পর সতীর্থদের উদ্দেশে বার্তা দিয়েছেন মেসি।
সতীর্থদের সঙ্গে ছবি দিয়ে নিজের সামাজিক মাধ্যমে মেসি বলেছেন, ‘সবাই ঐক্যবদ্ধ।’ এর আগে ম্যাচ শেষে কোপা আমেরিকার লক্ষ্য নিয়ে কথা বলেছেন তিনি। আটবারের ব্যালন ডি’অর বিজয়ী বলেছেন, ‘লক্ষ্য অর্জনের পথে আমরা চেষ্টা চালিয়ে যাব। সামনে কাজটা কঠিন হবে, আমাদের জন্য কোনো কিছুই সহজ হবে না। তবে আমরা চেষ্টা চালিয়ে যাব।’
মেসির মতোই ট্রফি জয়ের কথা জানিয়েছেন জোড়া গোল করা মার্তিনেজও। তিনি আর্জেন্টিনার সংবাদমাধ্যম টিওয়াইসিকে বলেছেন, ‘আমরা শিরোপার লক্ষ্যে নামব। সবকিছুর জন্য লড়াই করব। ২০২১ কোপা আমেরিকা এবং বিশ্বকাপ শেষ হওয়ার সময়ই আমাদের লক্ষ্যের কথা জানিয়েছিলাম। কোপা আমেরিকার শুরুটা ভালোভাবে করতে সর্বোত্তম উপায়ে নিজেদের প্রস্তুত করব। আশা করি এটি আনন্দের হবে।’
আজ ম্যাচের ৫ গোলই আর্জেন্টিনা করেছে। গুয়াতেমালার ব্যবধান কমানো গোলটি এসেছে আর্জেন্টিনার ডিফেন্ডার লিসান্দ্রো মার্তিনেজের আত্মঘাতীতে। চার মিনিটে আত্মঘাতী গোলে পিছিয়ে পড়লেও ম্যাচে ফিরতে খুব একটা সময় লাগেনি আর্জেন্টিনার। ১২ মিনিটে দলকে সামনে থেকে সমতায় ফেরান মেসি। আনহেল দি মারিয়ার দুর্দান্ত পাস থেকে বক্স থেকে চিপ করে জালে বল জড়িয়ে দেন ইন্টার মায়ামির প্লেমেকার। পরে ৭৭ মিনিটে আরেকটি গোল করেন তিনি।
এ ছাড়া পোস্ট একবার তাঁকে গোল থেকে বঞ্চিত করেছে। তা না হলে ঠিকই হ্যাটট্রিকটা পেয়ে যেতেন মেসি। এর আগে অবশ্য পেনাল্টি পেয়েও স্পটকিক নেননি। বিরতিতে যাওয়ার আগে ৩৯ মিনিটে আর্জেন্টিনা পেনাল্টি পেলে মার্তিনেজকে শট নিতে দেন মেসি। উপহার পেয়ে গোল করতে ভুল করেননি ইন্টার মিলানের স্ট্রাইকার। ৬৬ মিনিটে দ্বিতীয় গোলটি করেন তিনি।
বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে বিদেশের ফ্র্যাঞ্চাইজি লিগে সবচেয়ে বেশি খেলেছেন সাকিব আল হাসান। বিদেশ লিগে খেলার অভিজ্ঞতা রয়েছে তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মোস্তাফিজুর রহমান, তৌহিদ হৃদয়দেরও। এবার এই তালিকায় যুক্ত হচ্ছেন উদীয়মান পেসার তানজিম হাসান সাকিব।
৩৮ মিনিট আগেআইসিসি চ্যাম্পিয়নস ট্রফি হওয়ার আর ১০০ দিনও বাকি নেই। কিন্তু জরুরি কিছু প্রশ্নের উত্তর এখনো নেই। সময়মতো টুর্নামেন্ট হবে কি? হলে কোথায় হবে? এই দুটি প্রশ্নের উত্তর যতক্ষণ না আসছে, ততক্ষণ টুর্নামেন্টের সূচিও প্রকাশ করা সম্ভব হচ্ছে না। সব মিলিয়ে এই টুর্নামেন্ট নিয়ে অনেক চাপে আইসিসি।
১ ঘণ্টা আগেসিনেমা, নাটক-কোনো কিছুরই তো কমতি ছিল না আজ আর্জেন্টিনা-প্যারাগুয়ে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে। দেল চাকো স্টেডিয়ামে ব্রাজিলের রেফারি অ্যান্ডারসন দারাঙ্কোর একের পর এক কাণ্ডে ক্ষুব্ধ আর্জেন্টিনা ফুটবল দল। রেফারির সঙ্গে এক চোট হয়েই গেছে মেসির। এমনকি আঙুল উঁচিয়ে কথাও বলেছেন আর্জেন্টিনার বিশ্বজয়ী ফুটবলার।
২ ঘণ্টা আগেভুলে যাওয়ার মতো একটি দিনই কাটিয়েছেন ভিনিসিয়ুস জুনিয়র। তাও বাজে দিনটা এল ব্রাজিলের বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচের সময়ই। তাঁর সুযোগ মিসের মহড়ার দিনে ব্রাজিল পারল না জিততে। হতাশা ঝরেছে ব্রাজিল কোচ দরিভাল জুনিয়রের কণ্ঠে।
২ ঘণ্টা আগে