ক্রীড়া ডেস্ক
ফর্মে থাকলে আর্লিং হালান্ড কতটা ভয়ংকর হতে পারেন, সেটার প্রমাণ মিলেছে বহুবার। হালান্ডের ঝড় গতকাল লুটন টাউনের যে চেয়ে চেয়ে দেখা ছাড়া কোনো উপায়ই ছিল না। নরওয়েজীয় স্ট্রাইকারের বিধ্বংসী পারফরম্যান্সে লুটন টাউনকে রীতিমতো লুটেপুটে খেয়েছে ম্যানচেস্টার সিটি।
কেনিলওয়ার্থ রোডে গতকাল লুটন টাউন-ম্যানচেস্টার সিটি মুখোমুখি হয়েছিল এফএ কাপের পঞ্চম রাউন্ডের ম্যাচে। ম্যাচের তিন মিনিটেই গোলবন্যার শুরু করেন হালান্ড। তিনি গোলটি করেছেন কেভিন ডি ব্রুইনার পাস থেকে। দ্বিতীয় গোল হয়েছে ১৮ মিনিটে। এই গোলটি করেছেন হালান্ড এবং অ্যাসিস্ট করেন ডি ব্রুইনা। প্রথম ১৮ মিনিটে ২ গোল করার পর হালান্ড হ্যাটট্রিক পূর্ণ করেছেন প্রথমার্ধেই। সেই ডি ব্রুইনার অ্যাসিস্টেই ৪০ মিনিটে তৃতীয় গোলটি করেন হালান্ড। এরপর ৪৫ মিনিটে প্রথম গোলের দেখা পায় লুটন টাউন। রস বার্কলির অ্যাসিস্টে গোল করেন জর্ডান ক্লার্ক। প্রথমার্ধ ম্যানসিটি শেষ করেছে ৩-১ গোলে এগিয়ে থেকে।
প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধে দ্রুত ব্যবধান কমায় লুটন টাউন। ৫২ মিনিটে ক্লার্কের গোলে ম্যাচে দ্বিতীয় গোল পায় তারা। এখানেও অ্যাসিস্ট করেন বার্কলি। তবে প্রথমার্ধেই যে হালান্ড হ্যাটট্রিক পূর্ণ করেছেন, তিনি কি অত সহজে থামবার পাত্র? ৫৫ থেকে ৫৮—এই তিন মিনিট ব্যবধানে আরও ২ গোল করেন হালান্ড, যার মধ্যে চতুর্থ গোলে অ্যাসিস্ট ডি ব্রুইনার। ৫৮ মিনিটে হালান্ডকে পঞ্চম গোল করতে সহায়তা করেন বার্নার্ডো সিলভা। গোলের বন্যা বইয়ে দেওয়া সিটির ষষ্ঠ গোল আসে ৭২ মিনিটে। জন স্টোনসের অ্যাসিস্টে গোল করেন মাতেও কোভাচিচ। শেষ পর্যন্ত লুটন টাউনকে ৬-২ গোলের বিশাল ব্যবধানে পরাজিত করে ম্যানচেস্টার সিটি।
এফএ কাপে সাত বছরের ব্যবধানে এমন অ্যাওয়ে মাঠে বড় জয় পেয়েছে ম্যান সিটি। ২০১৭ সালে এফএ কাপের তৃতীয় রাউন্ডে ওয়েস্ট হামকে ৫-০ ব্যবধানে হারিয়েছিল সিটিজেনরা। সেই ম্যাচের ভেন্যু ছিল লন্ডন স্টেডিয়াম।
ফর্মে থাকলে আর্লিং হালান্ড কতটা ভয়ংকর হতে পারেন, সেটার প্রমাণ মিলেছে বহুবার। হালান্ডের ঝড় গতকাল লুটন টাউনের যে চেয়ে চেয়ে দেখা ছাড়া কোনো উপায়ই ছিল না। নরওয়েজীয় স্ট্রাইকারের বিধ্বংসী পারফরম্যান্সে লুটন টাউনকে রীতিমতো লুটেপুটে খেয়েছে ম্যানচেস্টার সিটি।
কেনিলওয়ার্থ রোডে গতকাল লুটন টাউন-ম্যানচেস্টার সিটি মুখোমুখি হয়েছিল এফএ কাপের পঞ্চম রাউন্ডের ম্যাচে। ম্যাচের তিন মিনিটেই গোলবন্যার শুরু করেন হালান্ড। তিনি গোলটি করেছেন কেভিন ডি ব্রুইনার পাস থেকে। দ্বিতীয় গোল হয়েছে ১৮ মিনিটে। এই গোলটি করেছেন হালান্ড এবং অ্যাসিস্ট করেন ডি ব্রুইনা। প্রথম ১৮ মিনিটে ২ গোল করার পর হালান্ড হ্যাটট্রিক পূর্ণ করেছেন প্রথমার্ধেই। সেই ডি ব্রুইনার অ্যাসিস্টেই ৪০ মিনিটে তৃতীয় গোলটি করেন হালান্ড। এরপর ৪৫ মিনিটে প্রথম গোলের দেখা পায় লুটন টাউন। রস বার্কলির অ্যাসিস্টে গোল করেন জর্ডান ক্লার্ক। প্রথমার্ধ ম্যানসিটি শেষ করেছে ৩-১ গোলে এগিয়ে থেকে।
প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধে দ্রুত ব্যবধান কমায় লুটন টাউন। ৫২ মিনিটে ক্লার্কের গোলে ম্যাচে দ্বিতীয় গোল পায় তারা। এখানেও অ্যাসিস্ট করেন বার্কলি। তবে প্রথমার্ধেই যে হালান্ড হ্যাটট্রিক পূর্ণ করেছেন, তিনি কি অত সহজে থামবার পাত্র? ৫৫ থেকে ৫৮—এই তিন মিনিট ব্যবধানে আরও ২ গোল করেন হালান্ড, যার মধ্যে চতুর্থ গোলে অ্যাসিস্ট ডি ব্রুইনার। ৫৮ মিনিটে হালান্ডকে পঞ্চম গোল করতে সহায়তা করেন বার্নার্ডো সিলভা। গোলের বন্যা বইয়ে দেওয়া সিটির ষষ্ঠ গোল আসে ৭২ মিনিটে। জন স্টোনসের অ্যাসিস্টে গোল করেন মাতেও কোভাচিচ। শেষ পর্যন্ত লুটন টাউনকে ৬-২ গোলের বিশাল ব্যবধানে পরাজিত করে ম্যানচেস্টার সিটি।
এফএ কাপে সাত বছরের ব্যবধানে এমন অ্যাওয়ে মাঠে বড় জয় পেয়েছে ম্যান সিটি। ২০১৭ সালে এফএ কাপের তৃতীয় রাউন্ডে ওয়েস্ট হামকে ৫-০ ব্যবধানে হারিয়েছিল সিটিজেনরা। সেই ম্যাচের ভেন্যু ছিল লন্ডন স্টেডিয়াম।
সার্চ কমিটির দেওয়া প্রতিবেদন যাচাই-বাছাই করে গতকাল ৯টি ফেডারেশনের অ্যাডহক কমিটি গঠন করে দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। রাত সাড়ে নয়টার পর জাতীয় ক্রীড়া পরিষদের সচিব আমিনুল ইসলামের স্বাক্ষরিত এক বিবৃতিতে এমনটা জানানো হয়।
২৩ মিনিট আগেখেলার মাঠে হট্টগোলের ঘটনা খুবই পরিচিত দৃশ্য এখন। বিশ্বকাপ, কোপা আমেরিকা, ইউরোর মতো মেজর ইভেন্টে দর্শকদের মধ্যে মারাত্মক হাতাহাতির ঘটনা ঘটে। উয়েফা নেশনস লিগের ম্যাচেও লেগেছে তার ছোঁয়া। গত রাতে ফ্রান্স-ইসরায়েল ম্যাচে ঘটে গেছে তুলকালাম কাণ্ড।
১ ঘণ্টা আগেতানজিম হাসান সাকিব প্রথমবারের মতো বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার সুযোগ পাচ্ছেন। ইমরান তাহিরের সুপারিশে তানজিম এবার গ্লোবাল টি-টোয়েন্টি লিগের গায়ানা আমাজন ওয়ারিয়র্স দলে যুক্ত হচ্ছেন। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে তানজিমের দুর্দান্ত পারফরম্যান্সের পর দক্ষিণ আফ্রিকার অভিজ্ঞ লেগ স্পিনার তাহিরের নজর কাড়
২ ঘণ্টা আগেআইসিসি চ্যাম্পিয়নস ট্রফি হওয়ার আর ১০০ দিনও বাকি নেই। কিন্তু জরুরি কিছু প্রশ্নের উত্তর এখনো নেই। সময়মতো টুর্নামেন্ট হবে কি? হলে কোথায় হবে? এই দুটি প্রশ্নের উত্তর যতক্ষণ না আসছে, ততক্ষণ টুর্নামেন্টের সূচিও প্রকাশ করা সম্ভব হচ্ছে না। সব মিলিয়ে এই টুর্নামেন্ট নিয়ে অনেক চাপে আইসিসি।
২ ঘণ্টা আগে