ক্রীড়া ডেস্ক
ক্ষমা চেয়েও পার পাচ্ছেন না কাজী সালাউদ্দিন। ক্রীড়া সাংবাদিকদের মা-বাবার পায়ের জুতা পরা ছবি নিয়ে সমালোচনা করে বেশ নিন্দিত হচ্ছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি।
সাংবাদিকদের কুরুচিপূর্ণ মন্তব্য করে তোপের মুখে পড়েন সালাউদ্দিন। যার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপিএ) এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানানোর পাশাপাশি সংগঠন থেকে তাঁকে বহিষ্কার করে। বিএসপিএ সম্মানসূচক অনারারি সদস্য পদে ছিলেন তিনি।
ক্রীড়া সাংবাদিকদের পর এবার সালাউদ্দিনের সমালোচনা করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। তাঁর মতে, এই ধরনের কথা কেউ ঘুমিয়েও বলতে পারেন না। আজ শহীদ ক্যাপ্টেন (অব.) মনসুর আলী হ্যান্ডবল স্টেডিয়ামে বঙ্গবন্ধু আইএইচএফ টুর্নামেন্টের লোগো উন্মোচনের সময় এমনটি জানিয়েছেন তিনি।
ক্রীড়া সাংবাদিকদের প্রতি সমবেদনা জানিয়ে জাহিদ আহসান রাসেল বলেছেন, ‘এই খেলাগুলোকে যাঁরা মানুষের ঘর পর্যন্ত পৌঁছে দেন, আমাদের খেলাধুলাকে এগিয়ে নিতে কাজ করেন, সেই তাঁদের বিপক্ষে এমন উক্তি—এটা শুনে সত্যি আমি মর্মাহত হয়েছি। কষ্ট পেয়েছি।’
সালাউদ্দিনের সাধারণ জ্ঞান নিয়েও প্রশ্ন তুলেছেন ক্রীড়া প্রতিমন্ত্রী। বাফুফে সভাপতির মন্তব্যের নিন্দা করে জাহিদ আহসান রাসেল বলেছেন, ‘এ ধরনের কথা কেউ ঘুমিয়েও বলতে পারে না, আমি বিশ্বাস করি না। সেটা “অফ দ্য রেকর্ড” বা “অন দ্য রেকর্ড” হোক। এই ধরনের পদে থেকে এই কথা বলতে পারে না। এটা পুরো বাংলাদেশের যারা শুনেছে, তারাই কষ্ট পেয়েছে। কারও পরিবার নিয়ে কথা বলা, এর চেয়ে খারাপ কিছু হতে পারে না। কারও পরিবার নিয়ে কথা বলা উচিত নয়। এটা খুবই নিন্দিত কাজ হয়েছে।’
২ মে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির সভা শেষে সংবাদ সম্মেলনে ক্রীড়া সাংবাদিকদের পরিবার নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেন সালাউদ্দিন। সেদিন তিনি বলেছিলেন, ‘সাংবাদিকেরা এখানে ঢুকতে গেলে ছবি দিতে হবে তাদের বাপ-মায়ের। আরেকটা শর্ত হলো, তার বাপের ফটো পাঠাতে হবে জুতা পরা। ঠিক আছে (হাসি)? এটা হতে হবে বাধ্যতামূলক। বাপের জুতা পরা ছবি থাকতে হবে।’
পরে অবশ্য এই মন্তব্যের জন্য সাংবাদিকদের কাছে ক্ষমা চান সালাউদ্দিন।
ক্ষমা চেয়েও পার পাচ্ছেন না কাজী সালাউদ্দিন। ক্রীড়া সাংবাদিকদের মা-বাবার পায়ের জুতা পরা ছবি নিয়ে সমালোচনা করে বেশ নিন্দিত হচ্ছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি।
সাংবাদিকদের কুরুচিপূর্ণ মন্তব্য করে তোপের মুখে পড়েন সালাউদ্দিন। যার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপিএ) এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানানোর পাশাপাশি সংগঠন থেকে তাঁকে বহিষ্কার করে। বিএসপিএ সম্মানসূচক অনারারি সদস্য পদে ছিলেন তিনি।
ক্রীড়া সাংবাদিকদের পর এবার সালাউদ্দিনের সমালোচনা করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। তাঁর মতে, এই ধরনের কথা কেউ ঘুমিয়েও বলতে পারেন না। আজ শহীদ ক্যাপ্টেন (অব.) মনসুর আলী হ্যান্ডবল স্টেডিয়ামে বঙ্গবন্ধু আইএইচএফ টুর্নামেন্টের লোগো উন্মোচনের সময় এমনটি জানিয়েছেন তিনি।
ক্রীড়া সাংবাদিকদের প্রতি সমবেদনা জানিয়ে জাহিদ আহসান রাসেল বলেছেন, ‘এই খেলাগুলোকে যাঁরা মানুষের ঘর পর্যন্ত পৌঁছে দেন, আমাদের খেলাধুলাকে এগিয়ে নিতে কাজ করেন, সেই তাঁদের বিপক্ষে এমন উক্তি—এটা শুনে সত্যি আমি মর্মাহত হয়েছি। কষ্ট পেয়েছি।’
সালাউদ্দিনের সাধারণ জ্ঞান নিয়েও প্রশ্ন তুলেছেন ক্রীড়া প্রতিমন্ত্রী। বাফুফে সভাপতির মন্তব্যের নিন্দা করে জাহিদ আহসান রাসেল বলেছেন, ‘এ ধরনের কথা কেউ ঘুমিয়েও বলতে পারে না, আমি বিশ্বাস করি না। সেটা “অফ দ্য রেকর্ড” বা “অন দ্য রেকর্ড” হোক। এই ধরনের পদে থেকে এই কথা বলতে পারে না। এটা পুরো বাংলাদেশের যারা শুনেছে, তারাই কষ্ট পেয়েছে। কারও পরিবার নিয়ে কথা বলা, এর চেয়ে খারাপ কিছু হতে পারে না। কারও পরিবার নিয়ে কথা বলা উচিত নয়। এটা খুবই নিন্দিত কাজ হয়েছে।’
২ মে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির সভা শেষে সংবাদ সম্মেলনে ক্রীড়া সাংবাদিকদের পরিবার নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেন সালাউদ্দিন। সেদিন তিনি বলেছিলেন, ‘সাংবাদিকেরা এখানে ঢুকতে গেলে ছবি দিতে হবে তাদের বাপ-মায়ের। আরেকটা শর্ত হলো, তার বাপের ফটো পাঠাতে হবে জুতা পরা। ঠিক আছে (হাসি)? এটা হতে হবে বাধ্যতামূলক। বাপের জুতা পরা ছবি থাকতে হবে।’
পরে অবশ্য এই মন্তব্যের জন্য সাংবাদিকদের কাছে ক্ষমা চান সালাউদ্দিন।
এই শতাব্দির গোড়ার দিকের গল্প। বয়সভিত্তিক ক্রিকেটে গতিময় এক ফাস্ট বোলারকে চোখে পড়ল রাকিব হায়দার পাভেলের। সেই বোলার ব্যাটেও ঝড় তুলতে পারেন। বয়সভিত্তিক ক্রিকেট থেকেই পাভেল ওই অলরাউন্ডারকে নিয়ে এলেন তাঁদের প্রথম বিভাগ ক্রিকেটের আজাদ স্পোর্টিংয়ে।
১২ ঘণ্টা আগেএবার সাফজয়ীদের পুরস্কৃত করল বেসরকারি বাণিজ্যিক প্রতিষ্ঠান সাউথইস্ট ব্যাংক। প্রতিষ্ঠানটি আজ তাদের কার্যালয়ে আমন্ত্রণ জানিয়ে এই সম্মাননা জানায়। এ সময় ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল এবং কয়েকজন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
১৩ ঘণ্টা আগেবাংলাদেশের গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানের মৃত্যুতে তাঁর পরিবার পড়েছে বিপাকে। সংকটময় এই মুহূর্তে জিয়ার পরিবারের পাশে দাঁড়ালেন বাংলাদেশের তারকা ক্রিকেটার তামিম ইকবাল।
১৫ ঘণ্টা আগেপাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে গ্লেন ম্যাক্সওয়েল করেছিলেন ১৬ রান। দুইবার মেরেছিলেন ডাক। সেই ব্যর্থতার ঝাল ঝাড়লেন অন্য সংস্করণ টি-টোয়েন্টিতে। ব্রিসবেনের গ্যাবায় আজ প্রথম টি-টোয়েন্টিতে পাকিস্তানের ওপর চালালেন তাণ্ডব। ম্যাক্সওয়েলের তাণ্ডবের পর অস্ট্রেলিয়ার আক্রমণাত্মক বোলিংয়ে চোখে সর্ষেফ
১৫ ঘণ্টা আগে