নাজিম আল শমষের, ঢাকা
আড়াই বছর পর আজ নেপালে আন্তর্জাতিক ফুটবলে ফিরছে বাংলাদেশ নারী ফুটবল দল। নেপালের পর উজবেকিস্তানে এশিয়ান কাপের বাছাইপর্ব খেলতে যাবে বাংলাদেশ দল। নেপালে যাওয়ার আগে আজকের পত্রিকার সঙ্গে নিজেদের প্রত্যাশার কথা জানিয়ে গেছেন বাংলাদেশ মেয়েদের ফুটবলের সবচেয়ে বড় বিজ্ঞাপন ও দলের অধিনায়ক সাবিনা খাতুন।
প্রশ্ন: আড়াই বছর পর নারী জাতীয় দল আন্তর্জাতিক ফুটবলে ফিরছে। আপনাদের প্রত্যাশা-প্রস্তুতি নিয়ে যদি বলতেন।
সাবিনা খাতুন: আমি ছাড়া দলের অধিকাংশ খেলোয়াড় বয়সভিত্তিক দল থেকে আসা। অনূর্ধ্ব-১৮,১৯ দলের মেয়েরা জাতীয় দলে ঢুকেছে। অনেক বড় চ্যালেঞ্জ অবশ্যই, প্রতিপক্ষ ইরান-জর্ডান অনেক শক্তিশালী দল। আমরা র্যাঙ্কিংয়ে অনেক পিছিয়ে। যেহেতু অনেক দিন খেলার মধ্যে নেই, আমাদের অনেক বড় চ্যালেঞ্জ এটা। আমাদের মূল লক্ষ্য প্রতিযোগিতামূলক ফুটবল খেলা। পারফরম্যান্সের কথা যদি বলেন, শারীরিক দিক দিয়ে ইরান-জর্ডান অনেক শক্তিশালী। ক্যাম্পে মেয়েরা অনেক পরিশ্রম করছে। কোচরা বেশ আশাবাদী মেয়েদের নিয়ে। চার-পাঁচ বছর আগেও মেয়েদের যে ফিটনেস ছিল, অনেক উন্নতি হয়েছে। নেপালের বিপক্ষে ম্যাচ দিয়েই নিজেদের অবস্থান বুঝতে পারব। এবারের ক্যাম্পে আসার পর প্রথম পাঁচ সপ্তাহ মাঠের অনুশীলন ছিল, জিম করেছি। তবে সবচেয়ে বেশি কাজ করেছি ফিটনেস নিয়ে।
প্রশ্ন: একটা পুরোনো সমস্যা আছে, ফিনিশিংয়ে ঘাটতি। এটা নিয়ে কতটা কাজ করেছেন আপনারা?
সাবিনা: এই কাজগুলো ব্যক্তিগতভাবে করা হয়। অনুশীলনের পর আমরা আলাদাভাবে ১৫-২০ মিনিট কাজ করি। নেপাল ম্যাচের পর আমরা সমস্যাগুলো বুঝতে পারব আশা করি।
প্রশ্ন: ২০১৪ সালের এশিয়ান গেমসের বাছাইপর্বে ১৫ গোল হজম করেছিল বাংলাদেশ। ওই দলে আপনিও ছিলেন। সেই দলের সঙ্গে বর্তমান দলটার পার্থক্য কতটা?
সাবিনা: তখন দেশে মেয়েদের ফুটবল সবে শুরু। তখন মাঠে গিয়ে আমাদের একটাই লক্ষ্য থাকত প্রতিপক্ষকে খেলতে দেব না, বল পেলেই এখানে-ওখানে মারব। এখন আমরা প্রতিপক্ষকে চ্যালেঞ্জ করতে পারি। আমরা প্রতিযোগিতামূলক খেলা খেলতে পারি। এখন যে কেউ বুঝতে পারবে যে বাংলাদেশের মেয়েরা এখন ফুটবল খেলতে পারে। খেলায় একটা সৌন্দর্য আছে। বয়সভিত্তিক ফুটবল দেখলেই বোঝা যায় যে মেয়েদের খেলার মান কতটুকু উন্নতি হয়েছে। এককথায় বলতে গেলে মেয়েরা এখন গোছানো ফুটবল খেলতে পারে।
প্রশ্ন: ইরান-জর্ডানের বিপক্ষে আপনাদের প্রত্যাশা কী থাকবে?
সাবিনা: আমাদের লক্ষ্য হচ্ছে আক্রমণাত্মক ফুটবল খেলা। আমরা এবার রক্ষণাত্মক ফুটবল খেলতে চাই না।
প্রশ্ন: শুরুতে বলছিলেন দলের বেশির ভাগ ফুটবলারই বয়সভিত্তিক দলের ফুটবলার। আপনার চোখে এই ফুটবলাররা কোথায় সবচেয়ে বেশি পিছিয়ে?
সাবিনা: ভারতে লিগ খেলতে গিয়ে দেখেছি তাদের নারী ফুটবলারের অভাব নেই। আমাদের বড় সমস্যা হচ্ছে পাইপলাইন সেভাবে সমৃদ্ধ নয়। অনূর্ধ্ব-১৪ জেএফএ কাপ থেকে কিছু খেলোয়াড় উঠে আসছে, জেলা পর্যায় থেকে কেউ কেউ আসছে। ৫০-৬০ খেলোয়াড় ক্যাম্পে রেখে অনুশীলন করানো হচ্ছে। অনূর্ধ্ব-১৬ দলটা যখন পরের ধাপে চলে যাচ্ছে তখন তাদের বিকল্প তৈরি করা হচ্ছে না। পাইপলাইন যখন গুছিয়ে আনা যাবে, তখন দল এমনিতেই শক্তিশালী হয়ে যাবে।
প্রশ্ন: নারী লিগ নিয়ে একটা সময় বেশ হাহাকার ছিল। আপনারা টানা দুই বছরে দুটি লিগ খেলে ফেললেন। কিন্তু এই লিগ নিয়ে অনেক সমালোচনা। কারণটা কী?
সাবিনা: বড় দলগুলোকে আসতে হবে। নেপাল-ভারতের লিগগুলোয় বিদেশি ফুটবলারদের খেলার সুযোগ আছে। বাংলাদেশের লিগ শক্তিশালী করতে হলে বিদেশিদের খেলার সুযোগ দিতে হবে। বড় দলগুলো লিগে এলে আর বিদেশিরা খেলার সুযোগ পেলে লিগ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে আশা করি।
প্রশ্ন: লিগে ১০০ গোলের কীর্তি, বসুন্ধরার হয়ে ৫০ গোলের রেকর্ড। সামনে সাবিনার লক্ষ্য কী হবে?
সাবিনা: রেকর্ডগুলো এমন এক অবস্থায় রেখে যেতে চাই যেন কেউ ভাঙতে চাইলে তাঁকে বেশ পরিশ্রম করতে হয়। আমাদের নারী ফুটবলাররা আসলে দীর্ঘমেয়াদি চিন্তা করে না। অনেকেই অর্ধেক পর্যন্ত এসে হাল ছেড়ে দেয়। যদি কেউ পরিকল্পনা করে যে আমার রেকর্ড ভাঙবে তাহলে হয়তো সম্ভব। কিন্তু কে করবে জানি না।
প্রশ্ন: এবারের নারী লিগে শুরুতে নিজেকে হারিয়ে খুঁজেছেন। নিজেকে ফিরে পেলেন কোন মন্ত্রে?
সাবিনা: লিগের শুরুতে বেশ হতাশার মধ্যে ছিলাম। পারিবারিক সমস্যা ছিল, আমার বাবা সৈয়দ আলী মারা যান। আমার মধ্যে একটা বিষয় সব সময় কাজ করে যে পারফরম্যান্স খারাপ হলেও হাল ছেড়ে দেব না। এভাবে ফেরার চেষ্টা করেছি। আগের ছন্দ ফিরে পেয়েছি।
প্রশ্ন: বর্তমানে নারী ফুটবলাররা আদর্শ বলতে সাবিনাকে বোঝেন। এই মানদণ্ডটা কীভাবে তৈরি হলো?
সাবিনা: দলের সবার সঙ্গেই সমানভাবে মেশার চেষ্টা করি। একটা সময় ছিল যখন এদের সঙ্গে খাপ খাওয়াতে পারছিলাম না। সবাই তখন খুব ছোট ছিল। আমার চিন্তার সঙ্গে বাকিদের চিন্তা তেমন মিলত না। দেখা গেল একটা ভালো পাস দিলে অন্যরা সেটা বুঝত না। একসঙ্গে অনুশীলন করতে করতে এখন বোঝাপড়াটা তৈরি হয়ে গেছে। সবার সঙ্গেই এখন আমার ভালো সম্পর্ক আছে।
আড়াই বছর পর আজ নেপালে আন্তর্জাতিক ফুটবলে ফিরছে বাংলাদেশ নারী ফুটবল দল। নেপালের পর উজবেকিস্তানে এশিয়ান কাপের বাছাইপর্ব খেলতে যাবে বাংলাদেশ দল। নেপালে যাওয়ার আগে আজকের পত্রিকার সঙ্গে নিজেদের প্রত্যাশার কথা জানিয়ে গেছেন বাংলাদেশ মেয়েদের ফুটবলের সবচেয়ে বড় বিজ্ঞাপন ও দলের অধিনায়ক সাবিনা খাতুন।
প্রশ্ন: আড়াই বছর পর নারী জাতীয় দল আন্তর্জাতিক ফুটবলে ফিরছে। আপনাদের প্রত্যাশা-প্রস্তুতি নিয়ে যদি বলতেন।
সাবিনা খাতুন: আমি ছাড়া দলের অধিকাংশ খেলোয়াড় বয়সভিত্তিক দল থেকে আসা। অনূর্ধ্ব-১৮,১৯ দলের মেয়েরা জাতীয় দলে ঢুকেছে। অনেক বড় চ্যালেঞ্জ অবশ্যই, প্রতিপক্ষ ইরান-জর্ডান অনেক শক্তিশালী দল। আমরা র্যাঙ্কিংয়ে অনেক পিছিয়ে। যেহেতু অনেক দিন খেলার মধ্যে নেই, আমাদের অনেক বড় চ্যালেঞ্জ এটা। আমাদের মূল লক্ষ্য প্রতিযোগিতামূলক ফুটবল খেলা। পারফরম্যান্সের কথা যদি বলেন, শারীরিক দিক দিয়ে ইরান-জর্ডান অনেক শক্তিশালী। ক্যাম্পে মেয়েরা অনেক পরিশ্রম করছে। কোচরা বেশ আশাবাদী মেয়েদের নিয়ে। চার-পাঁচ বছর আগেও মেয়েদের যে ফিটনেস ছিল, অনেক উন্নতি হয়েছে। নেপালের বিপক্ষে ম্যাচ দিয়েই নিজেদের অবস্থান বুঝতে পারব। এবারের ক্যাম্পে আসার পর প্রথম পাঁচ সপ্তাহ মাঠের অনুশীলন ছিল, জিম করেছি। তবে সবচেয়ে বেশি কাজ করেছি ফিটনেস নিয়ে।
প্রশ্ন: একটা পুরোনো সমস্যা আছে, ফিনিশিংয়ে ঘাটতি। এটা নিয়ে কতটা কাজ করেছেন আপনারা?
সাবিনা: এই কাজগুলো ব্যক্তিগতভাবে করা হয়। অনুশীলনের পর আমরা আলাদাভাবে ১৫-২০ মিনিট কাজ করি। নেপাল ম্যাচের পর আমরা সমস্যাগুলো বুঝতে পারব আশা করি।
প্রশ্ন: ২০১৪ সালের এশিয়ান গেমসের বাছাইপর্বে ১৫ গোল হজম করেছিল বাংলাদেশ। ওই দলে আপনিও ছিলেন। সেই দলের সঙ্গে বর্তমান দলটার পার্থক্য কতটা?
সাবিনা: তখন দেশে মেয়েদের ফুটবল সবে শুরু। তখন মাঠে গিয়ে আমাদের একটাই লক্ষ্য থাকত প্রতিপক্ষকে খেলতে দেব না, বল পেলেই এখানে-ওখানে মারব। এখন আমরা প্রতিপক্ষকে চ্যালেঞ্জ করতে পারি। আমরা প্রতিযোগিতামূলক খেলা খেলতে পারি। এখন যে কেউ বুঝতে পারবে যে বাংলাদেশের মেয়েরা এখন ফুটবল খেলতে পারে। খেলায় একটা সৌন্দর্য আছে। বয়সভিত্তিক ফুটবল দেখলেই বোঝা যায় যে মেয়েদের খেলার মান কতটুকু উন্নতি হয়েছে। এককথায় বলতে গেলে মেয়েরা এখন গোছানো ফুটবল খেলতে পারে।
প্রশ্ন: ইরান-জর্ডানের বিপক্ষে আপনাদের প্রত্যাশা কী থাকবে?
সাবিনা: আমাদের লক্ষ্য হচ্ছে আক্রমণাত্মক ফুটবল খেলা। আমরা এবার রক্ষণাত্মক ফুটবল খেলতে চাই না।
প্রশ্ন: শুরুতে বলছিলেন দলের বেশির ভাগ ফুটবলারই বয়সভিত্তিক দলের ফুটবলার। আপনার চোখে এই ফুটবলাররা কোথায় সবচেয়ে বেশি পিছিয়ে?
সাবিনা: ভারতে লিগ খেলতে গিয়ে দেখেছি তাদের নারী ফুটবলারের অভাব নেই। আমাদের বড় সমস্যা হচ্ছে পাইপলাইন সেভাবে সমৃদ্ধ নয়। অনূর্ধ্ব-১৪ জেএফএ কাপ থেকে কিছু খেলোয়াড় উঠে আসছে, জেলা পর্যায় থেকে কেউ কেউ আসছে। ৫০-৬০ খেলোয়াড় ক্যাম্পে রেখে অনুশীলন করানো হচ্ছে। অনূর্ধ্ব-১৬ দলটা যখন পরের ধাপে চলে যাচ্ছে তখন তাদের বিকল্প তৈরি করা হচ্ছে না। পাইপলাইন যখন গুছিয়ে আনা যাবে, তখন দল এমনিতেই শক্তিশালী হয়ে যাবে।
প্রশ্ন: নারী লিগ নিয়ে একটা সময় বেশ হাহাকার ছিল। আপনারা টানা দুই বছরে দুটি লিগ খেলে ফেললেন। কিন্তু এই লিগ নিয়ে অনেক সমালোচনা। কারণটা কী?
সাবিনা: বড় দলগুলোকে আসতে হবে। নেপাল-ভারতের লিগগুলোয় বিদেশি ফুটবলারদের খেলার সুযোগ আছে। বাংলাদেশের লিগ শক্তিশালী করতে হলে বিদেশিদের খেলার সুযোগ দিতে হবে। বড় দলগুলো লিগে এলে আর বিদেশিরা খেলার সুযোগ পেলে লিগ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে আশা করি।
প্রশ্ন: লিগে ১০০ গোলের কীর্তি, বসুন্ধরার হয়ে ৫০ গোলের রেকর্ড। সামনে সাবিনার লক্ষ্য কী হবে?
সাবিনা: রেকর্ডগুলো এমন এক অবস্থায় রেখে যেতে চাই যেন কেউ ভাঙতে চাইলে তাঁকে বেশ পরিশ্রম করতে হয়। আমাদের নারী ফুটবলাররা আসলে দীর্ঘমেয়াদি চিন্তা করে না। অনেকেই অর্ধেক পর্যন্ত এসে হাল ছেড়ে দেয়। যদি কেউ পরিকল্পনা করে যে আমার রেকর্ড ভাঙবে তাহলে হয়তো সম্ভব। কিন্তু কে করবে জানি না।
প্রশ্ন: এবারের নারী লিগে শুরুতে নিজেকে হারিয়ে খুঁজেছেন। নিজেকে ফিরে পেলেন কোন মন্ত্রে?
সাবিনা: লিগের শুরুতে বেশ হতাশার মধ্যে ছিলাম। পারিবারিক সমস্যা ছিল, আমার বাবা সৈয়দ আলী মারা যান। আমার মধ্যে একটা বিষয় সব সময় কাজ করে যে পারফরম্যান্স খারাপ হলেও হাল ছেড়ে দেব না। এভাবে ফেরার চেষ্টা করেছি। আগের ছন্দ ফিরে পেয়েছি।
প্রশ্ন: বর্তমানে নারী ফুটবলাররা আদর্শ বলতে সাবিনাকে বোঝেন। এই মানদণ্ডটা কীভাবে তৈরি হলো?
সাবিনা: দলের সবার সঙ্গেই সমানভাবে মেশার চেষ্টা করি। একটা সময় ছিল যখন এদের সঙ্গে খাপ খাওয়াতে পারছিলাম না। সবাই তখন খুব ছোট ছিল। আমার চিন্তার সঙ্গে বাকিদের চিন্তা তেমন মিলত না। দেখা গেল একটা ভালো পাস দিলে অন্যরা সেটা বুঝত না। একসঙ্গে অনুশীলন করতে করতে এখন বোঝাপড়াটা তৈরি হয়ে গেছে। সবার সঙ্গেই এখন আমার ভালো সম্পর্ক আছে।
আন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেও ক্রিকেটকে পুরোপুরি ছাড়তে পারেননি মোহাম্মদ রফিক। একসময় জাতীয় দলের স্পিন বোলিংয়ের বড় ভরসা ছিলেন তিনি। অবসরের পর এখন শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও রংপুর রাইডার্সের স্পিন কোচ হিসেবে কাজ করছেন।
২৯ মিনিট আগেখেলা, ক্রিকেট, ভারতীয় ক্রিকেট, আইসিসি
১ ঘণ্টা আগেভারতের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগেই টেস্টের অধিনায়কত্ব ছেড়েছিলেন টিম সাউদি। নতুন অধিনায়ক টম লাথামের নেতৃত্বে ভারতকে পরে টেস্ট সিরিজে ৩-০ ব্যবধানে ধবলধোলাই করে নিউজিল্যান্ড। ভারত সিরিজ শেষের প্রায় দুই সপ্তাহ পর অবসরের খবরটা জানিয়েই দিলেন সাউদি।
৩ ঘণ্টা আগেবার্বাডোজে ২৯ জুন টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর উড়ছে ভারত। জিম্বাবুয়ে, শ্রীলঙ্কা, বাংলাদেশ-টানা তিনটি টি-টোয়েন্টি সিরিজ ভারত জিতেছে। ভারতের সামনে এবার টানা চারটি সিরিজ জয়ের সুযোগ।
৪ ঘণ্টা আগে