ক্রীড়া ডেস্ক
ঢাকা: ইউরোপিয়ান শ্রেষ্ঠত্বের লড়াইয়ে রাতে মাঠে নামবে ম্যানচেস্টার সিটি ও চেলসি। পোর্তোতে অল ইংলিশ ফাইনালে সিটিজেনদের তুরুপের তাস কেভিন ডি ব্রুইন। তবে সিটি তারকার কাছেও ম্যাচটি শুধু একটা ফাইনালই নয়, তার চেয়েও বেশি কিছু।
ডি ব্রুইনের কাছে কেন ম্যাচ বিশেষ? কারণ জানতে হলে ফিরে যেতে হবে ৯ বছর আগের আলিয়েঞ্জ এরিনার আরেকটি চ্যাম্পিয়নস লিগ ফাইনালে। ডি ব্রুইনা তখন খেলতেন চেলসিতে।
সেদিন চেলসি-বায়ার্ন মিউনিখের ফাইনালে দলেই সুযোগ হয়নি ডি ব্রুইনার। তবে সময় এখন অনেক বদলেছে গেছে। ২০১২ চ্যাম্পিয়নস লিগ ফাইনালে চেলসির হয়ে মাঠে নামার সুযোগ না হলেও, আজকের ফাইনালে ডি ব্রুইন সিটির মাঝমাঠের প্রাণভোমরা। পুরোনো সেই ঝাল মিটিয়ে নেওয়ার এর থেকে বড় মঞ্চ আর কি হতে পারে!
ডি ব্রুইন এবারের চ্যাম্পিয়নস লিগে ৭ ম্যাচে করেছেন ৪ গোল। পাশাপাশি সতীর্থদের দিয়েও করিয়েছেন ৩ গোল। ইপিএলে সিটিকে শিরোপা জেতাতেও বড় অবদান ছিল ৩০ বছর বয়সী এই মিডফিল্ডারের। তবে চ্যাম্পিয়নস লিগ জিতে ইতিহাসের পাতায় জায়গা করে নেওয়ার এই সুযোগ হাতছাড়া করতে চান না তিনি।
চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে এই প্রথম ফাইনালে ওঠা ম্যানচেস্টার সিটিকে শিরোপা জেতাতে নিজেকে উজাড় করে দিতে চান ডি ব্রুইন। একই সঙ্গে ফাইনালের বাস্তবতাও মাথায় রাখছেন এই বেলজিয়ান মিডফিল্ডার, ‘ম্যাচের গুরুত্ব সম্পর্কে আমরা সবাই জানি । জিততে পারলে আপনিই হবেন নায়ক। আর যদি হারেন আপনি একেবারে ব্যর্থ।’
ঢাকা: ইউরোপিয়ান শ্রেষ্ঠত্বের লড়াইয়ে রাতে মাঠে নামবে ম্যানচেস্টার সিটি ও চেলসি। পোর্তোতে অল ইংলিশ ফাইনালে সিটিজেনদের তুরুপের তাস কেভিন ডি ব্রুইন। তবে সিটি তারকার কাছেও ম্যাচটি শুধু একটা ফাইনালই নয়, তার চেয়েও বেশি কিছু।
ডি ব্রুইনের কাছে কেন ম্যাচ বিশেষ? কারণ জানতে হলে ফিরে যেতে হবে ৯ বছর আগের আলিয়েঞ্জ এরিনার আরেকটি চ্যাম্পিয়নস লিগ ফাইনালে। ডি ব্রুইনা তখন খেলতেন চেলসিতে।
সেদিন চেলসি-বায়ার্ন মিউনিখের ফাইনালে দলেই সুযোগ হয়নি ডি ব্রুইনার। তবে সময় এখন অনেক বদলেছে গেছে। ২০১২ চ্যাম্পিয়নস লিগ ফাইনালে চেলসির হয়ে মাঠে নামার সুযোগ না হলেও, আজকের ফাইনালে ডি ব্রুইন সিটির মাঝমাঠের প্রাণভোমরা। পুরোনো সেই ঝাল মিটিয়ে নেওয়ার এর থেকে বড় মঞ্চ আর কি হতে পারে!
ডি ব্রুইন এবারের চ্যাম্পিয়নস লিগে ৭ ম্যাচে করেছেন ৪ গোল। পাশাপাশি সতীর্থদের দিয়েও করিয়েছেন ৩ গোল। ইপিএলে সিটিকে শিরোপা জেতাতেও বড় অবদান ছিল ৩০ বছর বয়সী এই মিডফিল্ডারের। তবে চ্যাম্পিয়নস লিগ জিতে ইতিহাসের পাতায় জায়গা করে নেওয়ার এই সুযোগ হাতছাড়া করতে চান না তিনি।
চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে এই প্রথম ফাইনালে ওঠা ম্যানচেস্টার সিটিকে শিরোপা জেতাতে নিজেকে উজাড় করে দিতে চান ডি ব্রুইন। একই সঙ্গে ফাইনালের বাস্তবতাও মাথায় রাখছেন এই বেলজিয়ান মিডফিল্ডার, ‘ম্যাচের গুরুত্ব সম্পর্কে আমরা সবাই জানি । জিততে পারলে আপনিই হবেন নায়ক। আর যদি হারেন আপনি একেবারে ব্যর্থ।’
পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ওয়েস্ট ইন্ডিজ সফরে রয়েছে বাংলাদেশ দল। সফরের অংশ হিসেবে ১৭ ও ১৮ নভেম্বর হবে ২ দিনের একটি প্রস্তুতি ম্যাচ। এই ম্যাচের মাধ্যমে প্রস্তুতি নেওয়ার দারুণ সুযোগ পাচ্ছেন মেহেদী হাসান মিরাজরা। মূল টেস্ট সিরিজের আগে কিছুটা আত্মবিশ্বাসও বাড়তে পারে তাঁদের। ম্যাচটি হবে অ্যান্টিগায়র স্যার ভিভ
১০ ঘণ্টা আগেভারতের আপত্তিতে পাকিস্তানের তিন শহরে ট্রফি সফর বাতিল করেছে আইসিসি। দীর্ঘ ২৮ বছর পর আইসিসির কোনো টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে তারা। তবে শুরু থেকেই বিভিন্ন আপত্তি তুলছে ভারত।
১০ ঘণ্টা আগেদ্বিতীয় দিনের ছন্দ ধরে রেখে আজ তৃতীয় দিন বাকি দুই উইকেটও নিজের ঝুলিতে নিলেন আনশুল কাম্বোজ। সঙ্গে সঙ্গে বিরল এক রেকর্ড তাঁর নামের পাশে। প্রথম শ্রেণির ক্রিকেটে একাই ১০ উইকেট নেওয়ার কৃতিত্ব দেখালেন হরিয়ানার এই পেসার।
১১ ঘণ্টা আগে