ক্রীড়া ডেস্ক
ইউরোপিয়ান ফুটবল কর্তৃপক্ষের (উয়েফা) নানা সিদ্ধান্তের বিরুদ্ধে সব সমসময় সরব থাকেন লিভারপুল বস ইয়ুর্গেন ক্লপ। উয়েফাকে নিয়ে আরও একবার ক্ষোভ প্রকাশ করেছেন এই জার্মান কোচ। বলেছেন, উয়েফা খেলোয়াড়দের কথা ভাবে না। খেলোয়াড়দের কাজের চাপকে পাত্তা না দিয়ে সূচি তৈরি ও নতুন টুর্নামেন্ট আনার সমালোচনা করতে গিয়ে এসব কথা বলেছেন তিনি।
শুধু ক্লপই নন, এর আগে উয়েফাকে নিয়ে নিজের ক্ষোভের কথা জানিয়েছিলেন ম্যানচেস্টার সিটি কোচ পেপ গার্দিওলাও। এবার ক্লপ মুখ খুলেছেন মূলত অতিরিক্ত ম্যাচ খেলে খেলোয়াড়দের চোটে পড়ে মাঠের বাইরে ছিটকে যাওয়া নিয়ে। ক্লপ বলেছেন, ‘আমি জানি কাজ মানে কী। আমি কাউকে আঘাত করতে চাই না। শুধু এটা উল্লেখ করতে চাই যে, খেলোয়াড়দের বাদ দিয়ে এই খেলা চালিয়ে যাওয়া সম্ভব না। এটা তখনই সুন্দর হয়, যখন সেরা খেলোয়াড়েরা মাঠে থাকে।’
এর আগে উয়েফা সভাপতি আলেক্সান্ডার ক্যাফেরিন বলেছিলেন, ‘যাদের অভিযোগ করা উচিত তারা হলো কারখানায় ১ হাজার ইউরোতে কাজ করা শ্রমিকেরা।’ এই কথার জবাব দিয়েই মূলত নিজের মন্তব্যটি করেছেন ক্লপ।
ক্লপ আরও যোগ করে বলেছেন, ‘ক্যাফেরিন এসে বিতর্কিত মন্তব্য করছেন যে, অন্য ক্ষেত্রে আরও অনেক বেশি কাজ করতে হয়। এটা আমি জানি, ক্যাফেরিনকে এসব আমাকে বলতে হবে না। সবাই এখানে নতুন নতুন টুর্নামেন্ট নিয়ে আসে। কেউ খেলোয়াড়দের কথা ভাবে না।’
যৌক্তিক সমাধান বের করার তাগিদ দিয়ে ক্লপ আরও বলেছেন, ‘যৌক্তিক সমাধান খুঁজে বের করতে হবে। শুধু নতুন নতুন টুর্নামেন্ট আবিষ্কার করলে এবং সেগুলোকে বড় করলে হবে না। এটা পাগলামি।’
ইউরোপিয়ান ফুটবল কর্তৃপক্ষের (উয়েফা) নানা সিদ্ধান্তের বিরুদ্ধে সব সমসময় সরব থাকেন লিভারপুল বস ইয়ুর্গেন ক্লপ। উয়েফাকে নিয়ে আরও একবার ক্ষোভ প্রকাশ করেছেন এই জার্মান কোচ। বলেছেন, উয়েফা খেলোয়াড়দের কথা ভাবে না। খেলোয়াড়দের কাজের চাপকে পাত্তা না দিয়ে সূচি তৈরি ও নতুন টুর্নামেন্ট আনার সমালোচনা করতে গিয়ে এসব কথা বলেছেন তিনি।
শুধু ক্লপই নন, এর আগে উয়েফাকে নিয়ে নিজের ক্ষোভের কথা জানিয়েছিলেন ম্যানচেস্টার সিটি কোচ পেপ গার্দিওলাও। এবার ক্লপ মুখ খুলেছেন মূলত অতিরিক্ত ম্যাচ খেলে খেলোয়াড়দের চোটে পড়ে মাঠের বাইরে ছিটকে যাওয়া নিয়ে। ক্লপ বলেছেন, ‘আমি জানি কাজ মানে কী। আমি কাউকে আঘাত করতে চাই না। শুধু এটা উল্লেখ করতে চাই যে, খেলোয়াড়দের বাদ দিয়ে এই খেলা চালিয়ে যাওয়া সম্ভব না। এটা তখনই সুন্দর হয়, যখন সেরা খেলোয়াড়েরা মাঠে থাকে।’
এর আগে উয়েফা সভাপতি আলেক্সান্ডার ক্যাফেরিন বলেছিলেন, ‘যাদের অভিযোগ করা উচিত তারা হলো কারখানায় ১ হাজার ইউরোতে কাজ করা শ্রমিকেরা।’ এই কথার জবাব দিয়েই মূলত নিজের মন্তব্যটি করেছেন ক্লপ।
ক্লপ আরও যোগ করে বলেছেন, ‘ক্যাফেরিন এসে বিতর্কিত মন্তব্য করছেন যে, অন্য ক্ষেত্রে আরও অনেক বেশি কাজ করতে হয়। এটা আমি জানি, ক্যাফেরিনকে এসব আমাকে বলতে হবে না। সবাই এখানে নতুন নতুন টুর্নামেন্ট নিয়ে আসে। কেউ খেলোয়াড়দের কথা ভাবে না।’
যৌক্তিক সমাধান বের করার তাগিদ দিয়ে ক্লপ আরও বলেছেন, ‘যৌক্তিক সমাধান খুঁজে বের করতে হবে। শুধু নতুন নতুন টুর্নামেন্ট আবিষ্কার করলে এবং সেগুলোকে বড় করলে হবে না। এটা পাগলামি।’
আন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেও ক্রিকেটকে পুরোপুরি ছাড়তে পারেননি মোহাম্মদ রফিক। একসময় জাতীয় দলের স্পিন বোলিংয়ের বড় ভরসা ছিলেন তিনি। অবসরের পর এখন শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও রংপুর রাইডার্সের স্পিন কোচ হিসেবে কাজ করছেন।
৪ ঘণ্টা আগেখেলা, ক্রিকেট, ভারতীয় ক্রিকেট, আইসিসি
৫ ঘণ্টা আগেভারতের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগেই টেস্টের অধিনায়কত্ব ছেড়েছিলেন টিম সাউদি। নতুন অধিনায়ক টম লাথামের নেতৃত্বে ভারতকে পরে টেস্ট সিরিজে ৩-০ ব্যবধানে ধবলধোলাই করে নিউজিল্যান্ড। ভারত সিরিজ শেষের প্রায় দুই সপ্তাহ পর অবসরের খবরটা জানিয়েই দিলেন সাউদি।
৬ ঘণ্টা আগে