ক্রীড়া ডেস্ক
লিগ ওয়ানে আগের ম্যাচে নিজেদের মাঠে নিসের সঙ্গে গোলশূন্য ড্র করেছিল প্যারিস সেন্ট-জার্মেই। এবার প্রতিপক্ষের মাঠে ১-১ গোলে ড্র করেছে প্যারিসের ক্লাবটি। গত রাতে লেঁসের বিপক্ষে হারের শঙ্কা জাগিয়ে শেষে পয়েন্ট ভাগাভাগি করে সন্তুষ্ট থাকতে হয়েছে পিএসজিকে।
বল দখলে পিএসজি আধিপত্য দেখালেও আক্রমণে এগিয়ে ছিল লেঁস। গোলের উদ্দেশে নেওয়া ১৮ শটের সাতটি লক্ষ্যে ছিল। আর পিএসজির ১৩ শটের ছয়টি। চোটের কারণে আগে থেকেই নিশ্চিত ছিল এই ম্যাচে খেলছেন না নেইমার। আরেক ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পেকেও এই ম্যাচে অর্ধেকের বেশি সময় বেঞ্চে থাকতে হয়েছে।
ম্যাচের শুরুর একাদশে এমবাপ্পে আর চোটের কারণে নেইমার না থাকার রাতে তিন আর্জেন্টাইন লিওনেল মেসি, মাউরো ইকার্দি ও আনহেল দি মারিয়াকে নিয়ে আক্রমণভাগ সাজান পচেত্তিনো। ৭০ মিনিটে এমবাপ্পে নামলেও ভাগ্য বদলায়নি পিএসজির। উল্টো গোল হজম করে। আলো ছড়াতে পারেনি মেসিও।
৬২ মিনিটের সময় ডি-বক্সের বাইরে থেকে সিকো ফোফানার শট পিএসজি গোলরক্ষক কেইলর নাভাসের হাত ফসকে জালে জড়িয়ে যায়। নির্ধারিত সময়ের বাকি সময় পর্যন্ত এই লিড ধরে রেখেছিল লেঁস। তবু জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি তারা। ম্যাচের যোগ করা সময়ে জর্জিনিও ভিনালদাম গোল করে নিশ্চিত হার এড়ায় পিএসজি। লেঁসের সঙ্গে এই ড্রয়ে পয়েন্ট ভাগাভাগি করেও অবশ্য পয়েন্ট তালিকার ১ নম্বরে আছে মেসি-এমবাপ্পেরা।
লিগ ওয়ানে আগের ম্যাচে নিজেদের মাঠে নিসের সঙ্গে গোলশূন্য ড্র করেছিল প্যারিস সেন্ট-জার্মেই। এবার প্রতিপক্ষের মাঠে ১-১ গোলে ড্র করেছে প্যারিসের ক্লাবটি। গত রাতে লেঁসের বিপক্ষে হারের শঙ্কা জাগিয়ে শেষে পয়েন্ট ভাগাভাগি করে সন্তুষ্ট থাকতে হয়েছে পিএসজিকে।
বল দখলে পিএসজি আধিপত্য দেখালেও আক্রমণে এগিয়ে ছিল লেঁস। গোলের উদ্দেশে নেওয়া ১৮ শটের সাতটি লক্ষ্যে ছিল। আর পিএসজির ১৩ শটের ছয়টি। চোটের কারণে আগে থেকেই নিশ্চিত ছিল এই ম্যাচে খেলছেন না নেইমার। আরেক ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পেকেও এই ম্যাচে অর্ধেকের বেশি সময় বেঞ্চে থাকতে হয়েছে।
ম্যাচের শুরুর একাদশে এমবাপ্পে আর চোটের কারণে নেইমার না থাকার রাতে তিন আর্জেন্টাইন লিওনেল মেসি, মাউরো ইকার্দি ও আনহেল দি মারিয়াকে নিয়ে আক্রমণভাগ সাজান পচেত্তিনো। ৭০ মিনিটে এমবাপ্পে নামলেও ভাগ্য বদলায়নি পিএসজির। উল্টো গোল হজম করে। আলো ছড়াতে পারেনি মেসিও।
৬২ মিনিটের সময় ডি-বক্সের বাইরে থেকে সিকো ফোফানার শট পিএসজি গোলরক্ষক কেইলর নাভাসের হাত ফসকে জালে জড়িয়ে যায়। নির্ধারিত সময়ের বাকি সময় পর্যন্ত এই লিড ধরে রেখেছিল লেঁস। তবু জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি তারা। ম্যাচের যোগ করা সময়ে জর্জিনিও ভিনালদাম গোল করে নিশ্চিত হার এড়ায় পিএসজি। লেঁসের সঙ্গে এই ড্রয়ে পয়েন্ট ভাগাভাগি করেও অবশ্য পয়েন্ট তালিকার ১ নম্বরে আছে মেসি-এমবাপ্পেরা।
ফিফার প্রথম প্রীতি ম্যাচ মালদ্বীপের কাছে ১-০ গোলে হেরেছে বাংলাদেশ। আজ সন্ধ্যায় বসুন্ধরা কিংস অ্যারেনায় ফিরতি দেখা হচ্ছে দল দুটির। জিততে আত্মবিশ্বাসী বাংলাদেশ। দলের মাঝমাঠের তারকা সোহেল রানার কণ্ঠে জয়েরই সুর, ‘প্রথম ম্যাচটা আমরা ভালো খেলেও জিততে পারিনি। অনেকগুলো আক্রমণ করেছি, কিন্তু গোল পাইনি। এই ম্য
২৩ মিনিট আগেনভেম্বর চলে যাচ্ছে। কিন্তু রাজশাহীর অ্যাডভোকেট আব্দুস সালাম টেনিস কমপ্লেক্সে টুর্নামেন্ট আয়োজনের কোনো প্রস্তুতি নেই। বিদেশি খেলোয়াড়দের নিরাপত্তা নিশ্চিত করা নাকি ছিল বড় চ্যালেঞ্জ। এখন টেনিস কমপ্লেক্সের দায়িত্বে থাকা আহ্বায়ক কমিটির লক্ষ্য শুধু নির্বাচন আয়োজন। টুর্নামেন্ট আয়োজনের মতো ‘বড়’ সিদ্ধান্ত তা
১ ঘণ্টা আগেকথায় আছে, শেষ ভালো যার, সব ভালো তার। কিন্তু হাভিয়ের কাবরেরার ভাগ্যে সেই ভালো কিছু জুটবে কি না, কে জানে। আজ এ বছরের শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ। যেটা একদিক থেকে কোচ কাবরেরারও শেষ। কারণ, এই ম্যাচের হারজিতের ওপর নির্ভর করছে তাঁর থাকা না থাকা।
১ ঘণ্টা আগেকদিন আগে জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) ম্যাচের একটি দৃশ্য ভাইরাল হয়েছে। কক্সবাজারে খুলনার অফ স্পিনার শেখ মেহেদী হাসানের হাত ফসকে যাওয়া একটা বল পিচের অনেক বাইরে ক্যাচের মতো হাওয়ায় ভাসল। সেই বল তাড়া করে মারতে গিয়ে ক্যাচ তুলে আউট হলেন সিলেটের আসাদ উল্লাহ গালিব।
১ ঘণ্টা আগে