মেসিকে নিয়ে বিশ্বকাপ বাছাইয়ের দল আর্জেন্টিনার, নেই দিবালা

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ৩১ আগস্ট ২০২৩, ২১: ৫৫

বেশ কয়েকজন নতুন মুখ নিয়ে এই মাসে বিশ্বকাপ বাছাইপর্বের দুটি ম্যাচের জন্য দল ঘোষণা করেছে আর্জেন্টিনা। ইকুয়েডর ও বলিভিয়ার বিপক্ষে ম্যাচের জন্য ৩২ সদস্যের দল দিয়েছেন লা আলবিসেলেস্তেদের কোচ লিওনেল স্কালোনি। 

চোটের কারণে স্কোয়াডে জায়গা হয়নি পাওলো দিবালা, মার্কোস আকুনা ও জেরোনিমো রুলির। চোটের কারণে নেই জিও লো সেলসোও। অস্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়ার বিপক্ষে দুটি প্রীতি ম্যাচের লাইনআপে না থাকলেও দলে ফিরেছেন ফ্রাঙ্কো আরমানি।

বিশ্বকাপজয়ীদের দলে আছেন চারজন অনুর্ধ্ব-২৩ দলের খেলেয়াড়। অভিজ্ঞদের মধ্যে আছেন লিওনেল মেসি ও আনহেল দি মারিয়ারাও।

গোলরক্ষক: এমিলিয়ানো মার্তিনেস (অ্যাস্টন ভিলা), হুয়াম মুসো (উদিনেস), ওয়াল্টার বেনিতেস (পিএসভি), ফ্রাঙ্কো আরমানি (রিভার প্লেট)।

রক্ষণভাগ: নাহুয়েল মোলিনা (আতলেতিকো মাদ্রিদ), গেরমান পাজেল্লা (রিয়াল বেতিস), গনসালো মনতিয়েল (নটিংহ্যাম ফরেস্ট), হুয়ান ফয়েথ (ভিয়ারিয়াল), মার্কোস সেনেসি (বোর্নমাউথ), লিসান্দ্রো মার্তিনেস (ম্যানচেস্টার ইউনাইটেড), ক্রিস্টিয়ান রোমেরো (টটেনহাম), নিকোলাস তাগলিয়াফিকো (লিওঁ), নিকোলাস ওতামেন্দি (বেনফিকা), লুকাস এসকুইভেল (আতলেতিকো পারানায়েন্সে, অনুর্ধ্ব-২৩ দল)। 

মাঝমাঠ: লিয়ান্দ্রো পারেদেস (রোমা), রদ্রিগো দি পল (আতলেতিকো মাদ্রিদ), গুইদো রদ্রিগেজ (রিয়াল বেতিস), ফাকুন্দো বুয়ানান্তোত্তে (ব্রাইটন), এনজো ফার্নান্দেস (চেলসি), অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার (লিভারপুল), এজেকুইয়েল পালাসিওস (বেয়ার লেভারকুসেন), ব্রুনো জাপেল্লি (আতলেতিকো পারানায়েন্সে, অনুর্ধ্ব-২৩ দল), থিয়াগো আলমাদা (আটলান্টা ইউনাইটেড)। 

আক্রমণভাগ: নিকোলাস গনসালেস (ফিওরেন্তিনা), লওতারো মার্তিনেস (ইন্টার মিলান), আনহেল কোরেয়া (আতলেতিকো মাদ্রিদ), হুলিয়ান আলভারেস (ম্যানচেস্টার সিটি), আলেহান্দ্রো গারনাচো (ম্যানচেস্টার ইউনাইটেড), আনহেল দি মারিয়া (বেনফিকা), লিওনেল মেসি (ইন্টার মায়ামি), অ্যালান ভেলাসকো (এফসি ডালাস অনুর্ধ্ব-২৩ দল), লুকাস বেলাত্রান (ফিওরেন্তিনা, অনুর্ধ্ব-২৩ দল)।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরাসরি সমুদ্রপথে বাণিজ্য সম্পর্কের ঐতিহাসিক যুগে বাংলাদেশ–পাকিস্তান, শঙ্কায় ভারত

দেশে স্যাটেলাইট ইন্টারনেট চালুর উদ্যোগ, সুযোগ পেতে পারে ইলন মাস্কের স্টারলিংক

নেপাল থেকে ভারত হয়ে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ কার্যক্রম উদ্বোধন

গাজীপুরে বেতন পেলেন ৫ কারখানার সাড়ে ৩ হাজার শ্রমিক, কাজে যোগ দেবে কাল

বিসিএস নিয়োগ: নিজেই রাজনৈতিক সম্পৃক্ততার তথ্য দিয়ে ফেঁসে যাচ্ছেন অনেকে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত