ক্রীড়া ডেস্ক
ক্রিস্টোফ গালতিয়েরকে পিএসজির প্রধান কোচ হিসেবে নিয়োগ দেওয়ার আগে বেশ কিছু শর্ত বেঁধে দেন নাসের আল-খেলাইফি। তার একটি হচ্ছে দলের শৃঙ্খলাবিষয়ক। ৫৫ বছর বয়সী কোচও সময়ের অপচয় না করে কাজে নেমে পড়েছেন। ফরাসি ক্লাবটির মালিক খেলাইফি চান, ড্রেসিংরুমের সবাই ভাবুক খেলোয়াড়ের চেয়ে দল আগে। দলের ভেতরে বিভিন্ন পরিবর্তন আনা নিয়ে গালতিয়েরও সমর্থন পাচ্ছেন পিএসজির উপদেষ্টা লুইস কাম্পোসের।
প্রাক-মৌসুমের প্রস্তুতির জন্য বর্তমানে জাপান সফরে আছে ফরাসি চ্যাম্পিয়নরা। নতুন কোচের অধীনে মেসি-নেইমার-এমবাপ্পেরাও কলাকৌশল বুঝে নিচ্ছেন। ড্রেসিংরুমে নতুন নিয়মের সঙ্গেও মানিয়ে নিচ্ছেন পিএসজি তারকারা।
গালতিয়ের এসে দলের খেলোয়াড়দের জন্য বেশ কিছু নিয়মকানুনও চালু করেছেন। বলতে গেলে মেসি-নেইমারদের বেশ কড়া শাসনের মধ্যে যেতে হচ্ছে। শিষ্যদের সকাল ৮.৩০ থেকে ৮.৪৫ মিনিটের মধ্যে অনুশীলনে আসার নতুন নিয়ম চালু করেছেন গালতিয়ের। যদি কারণ ছাড়া কেউ দেরি করেন, তবে তাঁরা অনুশীলনের অনুমতি পাবেন না এবং ঘরে ফেরত পাঠানো হবে।
গালতিয়েরের নতুন নিয়মে সকালের নাশতা ও মধ্যাহ্নের খাবারের সময় খেলোয়াড়েরা নিজেদের মোবাইল ব্যবহার করতে পারবেন না। পিএসজি কোচ দলের মধ্যে আরও একতা নিয়ে আসতে চান। নিজের চাওয়া পথে এগোচ্ছেন তিনি। অনুশীলনকেন্দ্রে এখন থেকে মেসি-নেইমাররা আলাদা আলাদা খাবার খেতে পারবেন না। খেতে হবে একসঙ্গে। এর আগে খেলোয়াড়েরা নিজেদের মধ্যে কয়েকজন মিলে খাবার খেতেন। গালতিয়েরের অধীনে থাকতে তা আর সম্ভব নয়।
শিষ্যদের মধ্যে ইতিবাচক মানসিকতা আনার দিকেও নজর দিচ্ছেন পিএসজির নতুন কোচ। এমনকি পার্ক দে প্রিন্সেস ছাড়ার গুঞ্জনের মধ্যেও নেইমারকে দেখা গেছে গালতিয়েরের নিয়মের প্রতি অঙ্গীকারবদ্ধ থাকতে।
ক্রিস্টোফ গালতিয়েরকে পিএসজির প্রধান কোচ হিসেবে নিয়োগ দেওয়ার আগে বেশ কিছু শর্ত বেঁধে দেন নাসের আল-খেলাইফি। তার একটি হচ্ছে দলের শৃঙ্খলাবিষয়ক। ৫৫ বছর বয়সী কোচও সময়ের অপচয় না করে কাজে নেমে পড়েছেন। ফরাসি ক্লাবটির মালিক খেলাইফি চান, ড্রেসিংরুমের সবাই ভাবুক খেলোয়াড়ের চেয়ে দল আগে। দলের ভেতরে বিভিন্ন পরিবর্তন আনা নিয়ে গালতিয়েরও সমর্থন পাচ্ছেন পিএসজির উপদেষ্টা লুইস কাম্পোসের।
প্রাক-মৌসুমের প্রস্তুতির জন্য বর্তমানে জাপান সফরে আছে ফরাসি চ্যাম্পিয়নরা। নতুন কোচের অধীনে মেসি-নেইমার-এমবাপ্পেরাও কলাকৌশল বুঝে নিচ্ছেন। ড্রেসিংরুমে নতুন নিয়মের সঙ্গেও মানিয়ে নিচ্ছেন পিএসজি তারকারা।
গালতিয়ের এসে দলের খেলোয়াড়দের জন্য বেশ কিছু নিয়মকানুনও চালু করেছেন। বলতে গেলে মেসি-নেইমারদের বেশ কড়া শাসনের মধ্যে যেতে হচ্ছে। শিষ্যদের সকাল ৮.৩০ থেকে ৮.৪৫ মিনিটের মধ্যে অনুশীলনে আসার নতুন নিয়ম চালু করেছেন গালতিয়ের। যদি কারণ ছাড়া কেউ দেরি করেন, তবে তাঁরা অনুশীলনের অনুমতি পাবেন না এবং ঘরে ফেরত পাঠানো হবে।
গালতিয়েরের নতুন নিয়মে সকালের নাশতা ও মধ্যাহ্নের খাবারের সময় খেলোয়াড়েরা নিজেদের মোবাইল ব্যবহার করতে পারবেন না। পিএসজি কোচ দলের মধ্যে আরও একতা নিয়ে আসতে চান। নিজের চাওয়া পথে এগোচ্ছেন তিনি। অনুশীলনকেন্দ্রে এখন থেকে মেসি-নেইমাররা আলাদা আলাদা খাবার খেতে পারবেন না। খেতে হবে একসঙ্গে। এর আগে খেলোয়াড়েরা নিজেদের মধ্যে কয়েকজন মিলে খাবার খেতেন। গালতিয়েরের অধীনে থাকতে তা আর সম্ভব নয়।
শিষ্যদের মধ্যে ইতিবাচক মানসিকতা আনার দিকেও নজর দিচ্ছেন পিএসজির নতুন কোচ। এমনকি পার্ক দে প্রিন্সেস ছাড়ার গুঞ্জনের মধ্যেও নেইমারকে দেখা গেছে গালতিয়েরের নিয়মের প্রতি অঙ্গীকারবদ্ধ থাকতে।
ফিফার প্রথম প্রীতি ম্যাচ মালদ্বীপের কাছে ১-০ গোলে হেরেছে বাংলাদেশ। আজ সন্ধ্যায় বসুন্ধরা কিংস অ্যারেনায় ফিরতি দেখা হচ্ছে দল দুটির। জিততে আত্মবিশ্বাসী বাংলাদেশ। দলের মাঝমাঠের তারকা সোহেল রানার কণ্ঠে জয়েরই সুর, ‘প্রথম ম্যাচটা আমরা ভালো খেলেও জিততে পারিনি। অনেকগুলো আক্রমণ করেছি, কিন্তু গোল পাইনি। এই ম্য
৩২ মিনিট আগেনভেম্বর চলে যাচ্ছে। কিন্তু রাজশাহীর অ্যাডভোকেট আব্দুস সালাম টেনিস কমপ্লেক্সে টুর্নামেন্ট আয়োজনের কোনো প্রস্তুতি নেই। বিদেশি খেলোয়াড়দের নিরাপত্তা নিশ্চিত করা নাকি ছিল বড় চ্যালেঞ্জ। এখন টেনিস কমপ্লেক্সের দায়িত্বে থাকা আহ্বায়ক কমিটির লক্ষ্য শুধু নির্বাচন আয়োজন। টুর্নামেন্ট আয়োজনের মতো ‘বড়’ সিদ্ধান্ত তা
১ ঘণ্টা আগেকথায় আছে, শেষ ভালো যার, সব ভালো তার। কিন্তু হাভিয়ের কাবরেরার ভাগ্যে সেই ভালো কিছু জুটবে কি না, কে জানে। আজ এ বছরের শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ। যেটা একদিক থেকে কোচ কাবরেরারও শেষ। কারণ, এই ম্যাচের হারজিতের ওপর নির্ভর করছে তাঁর থাকা না থাকা।
১ ঘণ্টা আগেকদিন আগে জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) ম্যাচের একটি দৃশ্য ভাইরাল হয়েছে। কক্সবাজারে খুলনার অফ স্পিনার শেখ মেহেদী হাসানের হাত ফসকে যাওয়া একটা বল পিচের অনেক বাইরে ক্যাচের মতো হাওয়ায় ভাসল। সেই বল তাড়া করে মারতে গিয়ে ক্যাচ তুলে আউট হলেন সিলেটের আসাদ উল্লাহ গালিব।
১ ঘণ্টা আগে