ক্রীড়া ডেস্ক
অবিশ্বাস্য নয়তো কী! টাইব্রেকারে ৩৪ শট নিতে কখনো দেখেছেন? এমন মহাকাব্যিক শুটআউটই দেখা গেল পানাথিনাইকোসের বিপক্ষে আয়াক্সের ম্যাচে। ম্যারাথন এই শুটআউটটি ১৩-১২ ব্যবধানে জিতেছে নেদারল্যান্ডসের ক্লাব আয়াক্স। সঙ্গে নিশ্চিত করেছে ইউরোপা লিগ কোয়ালিফাইং প্লে-অফ রাউন্ড।
আয়াক্সের জয়ের নায়ক গোলরক্ষক রেমকো পাসভির। বয়স ৪০ হলেও টাইব্রেকারে পাঁচটি শটি রুখে দিয়েছেন তিনি, করেছেন একটি গোলও। দুই দল শট নিয়েছে ১৭টি করে। আয়াক্সের জয়সূচক কিকটি নেন ডিফেন্ডার আন্তন গায়ি। এর আগে ফিরতি লেগের ম্যাচটিতে ১-০ গোলে জিতে গ্রীসের পানাথিনাইকোস। তবে দুই লেগ লিগ মিলে ১-১ গোলে সমতায় থাকায় ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। ৩০ মিনিট অতিরিক্ত সময়েও গোল না হলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে।
পেনাল্টি শুটআউটে প্রথম কিক নিয়ে ব্যর্থ হোন পানাথিনাইকোসের ডেনিয়েল মানচিনি। তবে আয়াক্সের প্রথম শটে জাল খুঁজে নেন স্টিভেন বার্গভেইন। প্রথম পাঁচ শটে স্কোর দাঁড়ায় ৪-৪। এরপরই চলতে থাকে ম্যারাথন শুটআউটটি। টানা ২৫ মিনিট ধরে চলা এই শুটআউট দেখে অবাক হয়েছেন আয়াক্সের কোচ ফ্রান্সেসকো ফারিওলি। তাঁর ভাষায় এটি ‘অবিশ্বাস্য’।
এটিই এখন ইউরোপিয়ান কোনো প্রতিযোগিতায় দ্বিতীয় সর্বোচ্চ পেনাল্টি শুটআউট স্কোর। গত মৌসুমে কনফারেন্স লিগ বাছাইপর্বে মাল্টার জিরা ইউনাইটেডকে ১৪-১৩ ব্যবধানে হারিয়েছিল উত্তর আয়ারল্যান্ডের গ্লেনটোরান। অবশ্য সেই পেনাল্টি শুটআউটে দুই দল শট নিয়েছিল ১৪টি করে। দুই দলের দুই লেগ ৩-৩ গোল ব্যবধানে শেষ হওয়ার পর সেই ম্যারাথন টাইব্রেকার শুরু হয়।
নাটকীয় টাইব্রেকার জয়ের পর আয়াক্স কোচ ফারিওলি বলেছেন, ‘এমন খেলার পর পেনাল্টি শুটআউটে যাওয়া কঠিন। এটি হয়তো একটু বেশি সময় নিয়েছিল, তবে আমরা আরেকটি গুরুত্বপূর্ণ যাত্রা রচনা করলাম।’
অবিশ্বাস্য নয়তো কী! টাইব্রেকারে ৩৪ শট নিতে কখনো দেখেছেন? এমন মহাকাব্যিক শুটআউটই দেখা গেল পানাথিনাইকোসের বিপক্ষে আয়াক্সের ম্যাচে। ম্যারাথন এই শুটআউটটি ১৩-১২ ব্যবধানে জিতেছে নেদারল্যান্ডসের ক্লাব আয়াক্স। সঙ্গে নিশ্চিত করেছে ইউরোপা লিগ কোয়ালিফাইং প্লে-অফ রাউন্ড।
আয়াক্সের জয়ের নায়ক গোলরক্ষক রেমকো পাসভির। বয়স ৪০ হলেও টাইব্রেকারে পাঁচটি শটি রুখে দিয়েছেন তিনি, করেছেন একটি গোলও। দুই দল শট নিয়েছে ১৭টি করে। আয়াক্সের জয়সূচক কিকটি নেন ডিফেন্ডার আন্তন গায়ি। এর আগে ফিরতি লেগের ম্যাচটিতে ১-০ গোলে জিতে গ্রীসের পানাথিনাইকোস। তবে দুই লেগ লিগ মিলে ১-১ গোলে সমতায় থাকায় ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। ৩০ মিনিট অতিরিক্ত সময়েও গোল না হলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে।
পেনাল্টি শুটআউটে প্রথম কিক নিয়ে ব্যর্থ হোন পানাথিনাইকোসের ডেনিয়েল মানচিনি। তবে আয়াক্সের প্রথম শটে জাল খুঁজে নেন স্টিভেন বার্গভেইন। প্রথম পাঁচ শটে স্কোর দাঁড়ায় ৪-৪। এরপরই চলতে থাকে ম্যারাথন শুটআউটটি। টানা ২৫ মিনিট ধরে চলা এই শুটআউট দেখে অবাক হয়েছেন আয়াক্সের কোচ ফ্রান্সেসকো ফারিওলি। তাঁর ভাষায় এটি ‘অবিশ্বাস্য’।
এটিই এখন ইউরোপিয়ান কোনো প্রতিযোগিতায় দ্বিতীয় সর্বোচ্চ পেনাল্টি শুটআউট স্কোর। গত মৌসুমে কনফারেন্স লিগ বাছাইপর্বে মাল্টার জিরা ইউনাইটেডকে ১৪-১৩ ব্যবধানে হারিয়েছিল উত্তর আয়ারল্যান্ডের গ্লেনটোরান। অবশ্য সেই পেনাল্টি শুটআউটে দুই দল শট নিয়েছিল ১৪টি করে। দুই দলের দুই লেগ ৩-৩ গোল ব্যবধানে শেষ হওয়ার পর সেই ম্যারাথন টাইব্রেকার শুরু হয়।
নাটকীয় টাইব্রেকার জয়ের পর আয়াক্স কোচ ফারিওলি বলেছেন, ‘এমন খেলার পর পেনাল্টি শুটআউটে যাওয়া কঠিন। এটি হয়তো একটু বেশি সময় নিয়েছিল, তবে আমরা আরেকটি গুরুত্বপূর্ণ যাত্রা রচনা করলাম।’
এই শতাব্দির গোড়ার দিকের গল্প। বয়সভিত্তিক ক্রিকেটে গতিময় এক ফাস্ট বোলারকে চোখে পড়ল রাকিব হায়দার পাভেলের। সেই বোলার ব্যাটেও ঝড় তুলতে পারেন। বয়সভিত্তিক ক্রিকেট থেকেই পাভেল ওই অলরাউন্ডারকে নিয়ে এলেন তাঁদের প্রথম বিভাগ ক্রিকেটের আজাদ স্পোর্টিংয়ে।
১২ ঘণ্টা আগেএবার সাফজয়ীদের পুরস্কৃত করল বেসরকারি বাণিজ্যিক প্রতিষ্ঠান সাউথইস্ট ব্যাংক। প্রতিষ্ঠানটি আজ তাদের কার্যালয়ে আমন্ত্রণ জানিয়ে এই সম্মাননা জানায়। এ সময় ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল এবং কয়েকজন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
১৪ ঘণ্টা আগেবাংলাদেশের গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানের মৃত্যুতে তাঁর পরিবার পড়েছে বিপাকে। সংকটময় এই মুহূর্তে জিয়ার পরিবারের পাশে দাঁড়ালেন বাংলাদেশের তারকা ক্রিকেটার তামিম ইকবাল।
১৫ ঘণ্টা আগেপাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে গ্লেন ম্যাক্সওয়েল করেছিলেন ১৬ রান। দুইবার মেরেছিলেন ডাক। সেই ব্যর্থতার ঝাল ঝাড়লেন অন্য সংস্করণ টি-টোয়েন্টিতে। ব্রিসবেনের গ্যাবায় আজ প্রথম টি-টোয়েন্টিতে পাকিস্তানের ওপর চালালেন তাণ্ডব। ম্যাক্সওয়েলের তাণ্ডবের পর অস্ট্রেলিয়ার আক্রমণাত্মক বোলিংয়ে চোখে সর্ষেফ
১৫ ঘণ্টা আগে