ক্রীড়া ডেস্ক
পাকিস্তান একের পর এক ম্যাচ জিতছে আর ভারত হেরেই চলেছে। ওয়েস্ট ইন্ডিজকে ওয়ানডেতে ৩-০ ব্যবধানে ধবলধোলাই করেছে পাকিস্তান। অন্যদিকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুটিতে হেরে সিরিজ হারের শঙ্কায় ভারত। সংস্করণ ভিন্ন হলেও ঘরের মাঠে তাই মুদ্রার এপিঠ ওপিঠ ক্রিকেটের চিরপ্রতিদ্বন্দ্বী এই দুই দল।
এর মধ্যে ধারাবাহিক সাফল্যে ওয়ানডে র্যাঙ্কিংয়ে ভারতেকে টপকে গেল পাকিস্তান। ঘরের মাঠে ওয়ানডে সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে ধবলধোলাই করার পর র্যাঙ্কিংয়ে চারে উঠে এসেছে পাকিস্তান। গত দুই বছর ধরেই দারুণ ছন্দে আছে তারা। শুধু মাঠে নয় মাঠের বাইরেও দারুণ গোছানো তাঁদের ক্রিকেট বোর্ড। এর ছাপ পড়ছে মাঠের ক্রিকেটে। ওয়েস্ট ইন্ডিজকে ৩-০ ব্যবধানে হারানোর আগে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজেও জিতেছিল বাবর আজমের দল।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ শুরুর আগে পাকিস্তানের রেটিং পয়েন্ট ছিল ১০২। আর সিরিজ শেষ রেটিং পয়েন্ট বেড়ে দাড়িয়েছে ১০৬। এই রেটিং পয়েন্টে পাকিস্তান উঠে গেছে চারে। আর ১০৫ রেটিং পয়েন্টের ভারত চার থেকে নেমে গেছে পাঁচে। ১২৫ রেটিং পয়েন্ট নিয়ে র্যাঙ্কিংয়ে এক নম্বরে আছে নিউজিল্যান্ড। দুইয়ে ইংল্যান্ড আর তিনে আছে অস্ট্রেলিয়া। বাংলাদেশের অবস্থান সাত নম্বরে।
পাকিস্তান একের পর এক ম্যাচ জিতছে আর ভারত হেরেই চলেছে। ওয়েস্ট ইন্ডিজকে ওয়ানডেতে ৩-০ ব্যবধানে ধবলধোলাই করেছে পাকিস্তান। অন্যদিকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুটিতে হেরে সিরিজ হারের শঙ্কায় ভারত। সংস্করণ ভিন্ন হলেও ঘরের মাঠে তাই মুদ্রার এপিঠ ওপিঠ ক্রিকেটের চিরপ্রতিদ্বন্দ্বী এই দুই দল।
এর মধ্যে ধারাবাহিক সাফল্যে ওয়ানডে র্যাঙ্কিংয়ে ভারতেকে টপকে গেল পাকিস্তান। ঘরের মাঠে ওয়ানডে সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে ধবলধোলাই করার পর র্যাঙ্কিংয়ে চারে উঠে এসেছে পাকিস্তান। গত দুই বছর ধরেই দারুণ ছন্দে আছে তারা। শুধু মাঠে নয় মাঠের বাইরেও দারুণ গোছানো তাঁদের ক্রিকেট বোর্ড। এর ছাপ পড়ছে মাঠের ক্রিকেটে। ওয়েস্ট ইন্ডিজকে ৩-০ ব্যবধানে হারানোর আগে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজেও জিতেছিল বাবর আজমের দল।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ শুরুর আগে পাকিস্তানের রেটিং পয়েন্ট ছিল ১০২। আর সিরিজ শেষ রেটিং পয়েন্ট বেড়ে দাড়িয়েছে ১০৬। এই রেটিং পয়েন্টে পাকিস্তান উঠে গেছে চারে। আর ১০৫ রেটিং পয়েন্টের ভারত চার থেকে নেমে গেছে পাঁচে। ১২৫ রেটিং পয়েন্ট নিয়ে র্যাঙ্কিংয়ে এক নম্বরে আছে নিউজিল্যান্ড। দুইয়ে ইংল্যান্ড আর তিনে আছে অস্ট্রেলিয়া। বাংলাদেশের অবস্থান সাত নম্বরে।
আন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেও ক্রিকেটকে পুরোপুরি ছাড়তে পারেননি মোহাম্মদ রফিক। একসময় জাতীয় দলের স্পিন বোলিংয়ের বড় ভরসা ছিলেন তিনি। অবসরের পর এখন শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও রংপুর রাইডার্সের স্পিন কোচ হিসেবে কাজ করছেন।
৩ ঘণ্টা আগেখেলা, ক্রিকেট, ভারতীয় ক্রিকেট, আইসিসি
৪ ঘণ্টা আগেভারতের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগেই টেস্টের অধিনায়কত্ব ছেড়েছিলেন টিম সাউদি। নতুন অধিনায়ক টম লাথামের নেতৃত্বে ভারতকে পরে টেস্ট সিরিজে ৩-০ ব্যবধানে ধবলধোলাই করে নিউজিল্যান্ড। ভারত সিরিজ শেষের প্রায় দুই সপ্তাহ পর অবসরের খবরটা জানিয়েই দিলেন সাউদি।
৫ ঘণ্টা আগে