ক্রীড়া ডেস্ক
বিশ্বকাপ নিয়ে কাতার থেকে আজ বীরের বেশে আর্জেন্টিনার রাজধানী বুয়েনেস এইরেসে পৌঁছেছেন লিওনেল মেসি-আনহেল দি মারিয়ারা। তাঁদের পরিবহনকারী বিমানটি এজিজা বিমানবন্দরে অবতরণ করতেই ভক্ত-সমর্থকেরা অভিনন্দন জানান। খবর ডেইলি মেইলের।
ভিডিও ও ছবিতে দেখা যায়, সবার আগে সোনালি শিরোপা উঁচিয়ে বিমান থেকে বেরিয়ে আসেন মেসি। তাঁর পাশে ছিলেন কোচ লিওনেল স্কালোনি। এরপর ভক্ত-সমর্থকদের হাত নেড়ে অভিনন্দনের জবাব দেন তাঁরা।
২১ ঘণ্টার ভ্রমণ শেষে স্থানীয় সময় ভোররাত ২টা ২০ মিনিটে বুয়েনেস এইরেসে নামে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী দল। আর্জেন্টিনার কোটি কোটি মানুষের নজর ছিল ‘এআর ১৯১৫’ ফ্লাইটের দিকে। গড়ে ৮ থেকে ৯ হাজার মানুষ ফ্লাইট রাডারে নজর রাখছিলেন, কখন মেসিদের নিয়ে এই বিমান বুয়েনেস এইরেসে পৌঁছায়। এই বিমান কি রাজধানীর এজিজা বিমানবন্দরেই অবতরণ করবে, নাকি এয়রোপার্ক বিমানবন্দরে—আর্জেন্টিনার উৎসুক জনতার জিজ্ঞাসা ছিল এটাই! তবে মেসিদের নিয়ে বিমানটি এজিজা বিমানবন্দরেই অবতরণ করে।
ফাইনালের পর গত পরশু বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন ফুটবলারদের দেশের বিমানে ওঠার কথা ছিল। আর্জেন্টাইন সংবাদমাধ্যম ওলে জানায়, ভাড়া করা এআর ১৯১৫ ফ্লাইটে দেশের পথে আছেন আর্জেন্টাইন ফুটবলার ও কোচরা। একই ফ্লাইটে আছে ট্রফিও। আর্জেন্টিনার স্থানীয় সময়ে রাত ২টা ৩০ মিনিটে মেসিদের পৌঁছানোর কথা জানায় ওলে। ইতালির রোমে জ্বালানি সংগ্রহ করে আর্জেন্টিনার পথ ধরার কথা ছিল বিমানটির।
গত রোববার কাতারের লুসাইল স্টেডিয়ামের রোমাঞ্চকর ফাইনালে ফ্রান্সকে টাইব্রেকারে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়নের মুকুট পরে আর্জেন্টাইনরা। ৩৬ বছর পর শিরোপা জয়ের আনন্দে রাস্তায় নেমে উদ্যাপন শুরু করে দেশটির নাগরিকেরা। বুয়েনেস এইরেস হয়ে ওঠে উৎসবের নগরী। তারা অপেক্ষায় ছিল শিরোপা নিয়ে ফেরা মেসিদের।
বিশ্বকাপ নিয়ে কাতার থেকে আজ বীরের বেশে আর্জেন্টিনার রাজধানী বুয়েনেস এইরেসে পৌঁছেছেন লিওনেল মেসি-আনহেল দি মারিয়ারা। তাঁদের পরিবহনকারী বিমানটি এজিজা বিমানবন্দরে অবতরণ করতেই ভক্ত-সমর্থকেরা অভিনন্দন জানান। খবর ডেইলি মেইলের।
ভিডিও ও ছবিতে দেখা যায়, সবার আগে সোনালি শিরোপা উঁচিয়ে বিমান থেকে বেরিয়ে আসেন মেসি। তাঁর পাশে ছিলেন কোচ লিওনেল স্কালোনি। এরপর ভক্ত-সমর্থকদের হাত নেড়ে অভিনন্দনের জবাব দেন তাঁরা।
২১ ঘণ্টার ভ্রমণ শেষে স্থানীয় সময় ভোররাত ২টা ২০ মিনিটে বুয়েনেস এইরেসে নামে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী দল। আর্জেন্টিনার কোটি কোটি মানুষের নজর ছিল ‘এআর ১৯১৫’ ফ্লাইটের দিকে। গড়ে ৮ থেকে ৯ হাজার মানুষ ফ্লাইট রাডারে নজর রাখছিলেন, কখন মেসিদের নিয়ে এই বিমান বুয়েনেস এইরেসে পৌঁছায়। এই বিমান কি রাজধানীর এজিজা বিমানবন্দরেই অবতরণ করবে, নাকি এয়রোপার্ক বিমানবন্দরে—আর্জেন্টিনার উৎসুক জনতার জিজ্ঞাসা ছিল এটাই! তবে মেসিদের নিয়ে বিমানটি এজিজা বিমানবন্দরেই অবতরণ করে।
ফাইনালের পর গত পরশু বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন ফুটবলারদের দেশের বিমানে ওঠার কথা ছিল। আর্জেন্টাইন সংবাদমাধ্যম ওলে জানায়, ভাড়া করা এআর ১৯১৫ ফ্লাইটে দেশের পথে আছেন আর্জেন্টাইন ফুটবলার ও কোচরা। একই ফ্লাইটে আছে ট্রফিও। আর্জেন্টিনার স্থানীয় সময়ে রাত ২টা ৩০ মিনিটে মেসিদের পৌঁছানোর কথা জানায় ওলে। ইতালির রোমে জ্বালানি সংগ্রহ করে আর্জেন্টিনার পথ ধরার কথা ছিল বিমানটির।
গত রোববার কাতারের লুসাইল স্টেডিয়ামের রোমাঞ্চকর ফাইনালে ফ্রান্সকে টাইব্রেকারে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়নের মুকুট পরে আর্জেন্টাইনরা। ৩৬ বছর পর শিরোপা জয়ের আনন্দে রাস্তায় নেমে উদ্যাপন শুরু করে দেশটির নাগরিকেরা। বুয়েনেস এইরেস হয়ে ওঠে উৎসবের নগরী। তারা অপেক্ষায় ছিল শিরোপা নিয়ে ফেরা মেসিদের।
আন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেও ক্রিকেটকে পুরোপুরি ছাড়তে পারেননি মোহাম্মদ রফিক। একসময় জাতীয় দলের স্পিন বোলিংয়ের বড় ভরসা ছিলেন তিনি। অবসরের পর এখন শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও রংপুর রাইডার্সের স্পিন কোচ হিসেবে কাজ করছেন।
৩ ঘণ্টা আগেখেলা, ক্রিকেট, ভারতীয় ক্রিকেট, আইসিসি
৪ ঘণ্টা আগেভারতের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগেই টেস্টের অধিনায়কত্ব ছেড়েছিলেন টিম সাউদি। নতুন অধিনায়ক টম লাথামের নেতৃত্বে ভারতকে পরে টেস্ট সিরিজে ৩-০ ব্যবধানে ধবলধোলাই করে নিউজিল্যান্ড। ভারত সিরিজ শেষের প্রায় দুই সপ্তাহ পর অবসরের খবরটা জানিয়েই দিলেন সাউদি।
৫ ঘণ্টা আগে