ক্রীড়া ডেস্ক
বর্ষসেরার সংক্ষিপ্ত তালিকা ঘোষণা করেছে ফিফা। ২০২৩ ফিফা পুরুষ অ্যাওয়ার্ডের ‘দ্য বেস্ট’ পুরস্কারের তালিকায় আছেন ১২ জন—লিওনেল মেসি, আর্লিং হালান্ড, কিলিয়ান এমবাপ্পে, হুলিয়ান আলভারেস, মার্সেলো ব্রজোভিচ, কেভিন ডি ব্রুইনা, ইলকায় গুন্দোয়ান, রদ্রি, খোভিচা কোয়ারাৎসখেলিয়া, ভিক্টোর ওসিমেন, ডেকলান রাইস, বের্নার্দো সিলভা।
গত বছরের ১৯ ডিসেম্বর থেকে চলতি বছরের ২০ আগস্ট পর্যন্ত পারফরম্যান্সের ভিত্তিতে দেওয়া হবে ব্যক্তিগত নৈপুণ্যর এই পুরস্কার। বর্ষসেরা পুরুষ ফুটবলার মনোনয়ন পাওয়াদের ৬ জনই গত মৌসুমে ট্রেবলজয়ী ম্যানচেস্টার সিটির।
মোট সাতটি ক্যাটাগরিতে দেওয়া হবে পুরস্কার। বর্ষসেরা নারী ফুটবলার, বর্ষসেরা গোলরক্ষক (নারী ও পুরুষ), বর্ষসেরা কোচ (নারী ও পুরুষ), বর্ষসেরা গোল, বর্ষসেরা একাদশ ঘোষণা করবে ফিফা। ইতিমধ্যে উয়েফা মেসি ও ক্লাব সতীর্থ ডি ব্রুইনাকে হারিয়ে প্রথমবার উয়েফা বর্ষসেরার পুরস্কার জিতেছেন সিটির নরওয়েজীয় স্ট্রাইকার হালান্ড। ব্যালন ডি’অরের ৩০ জনের তালিকাতেও আছেন তাঁরা।
ফিফার বর্ষসেরা পুরুষ কোচের তালিকায় পেপ গার্দিওলা, সিমোন ইনজাঘি, আঞ্জ পোস্তেকগলু, লুসিয়ানো স্পাল্লেত্তি, জাভি। স্পেনের হয়ে প্রথম নারী বিশ্বকাপজয়ী আইতানা বোনমাতি এ বছরের উয়েফা বর্ষসেরা সেরা হয়েছেন। ফিফা দ্য বেস্টের বর্ষসেরা নারী ফুটবলারের তালিকাতেও আছেন তিনি। বর্ষসেরা পুরুষ গোলরক্ষকের তালিকায় আছেন ইয়াসিন বুনো, থিবো কোর্তোয়া, এদেরসন, আন্দ্রে ওনানা, মার্ক-আন্দ্রে টের স্টেগান।
বর্ষসেরার সংক্ষিপ্ত তালিকা ঘোষণা করেছে ফিফা। ২০২৩ ফিফা পুরুষ অ্যাওয়ার্ডের ‘দ্য বেস্ট’ পুরস্কারের তালিকায় আছেন ১২ জন—লিওনেল মেসি, আর্লিং হালান্ড, কিলিয়ান এমবাপ্পে, হুলিয়ান আলভারেস, মার্সেলো ব্রজোভিচ, কেভিন ডি ব্রুইনা, ইলকায় গুন্দোয়ান, রদ্রি, খোভিচা কোয়ারাৎসখেলিয়া, ভিক্টোর ওসিমেন, ডেকলান রাইস, বের্নার্দো সিলভা।
গত বছরের ১৯ ডিসেম্বর থেকে চলতি বছরের ২০ আগস্ট পর্যন্ত পারফরম্যান্সের ভিত্তিতে দেওয়া হবে ব্যক্তিগত নৈপুণ্যর এই পুরস্কার। বর্ষসেরা পুরুষ ফুটবলার মনোনয়ন পাওয়াদের ৬ জনই গত মৌসুমে ট্রেবলজয়ী ম্যানচেস্টার সিটির।
মোট সাতটি ক্যাটাগরিতে দেওয়া হবে পুরস্কার। বর্ষসেরা নারী ফুটবলার, বর্ষসেরা গোলরক্ষক (নারী ও পুরুষ), বর্ষসেরা কোচ (নারী ও পুরুষ), বর্ষসেরা গোল, বর্ষসেরা একাদশ ঘোষণা করবে ফিফা। ইতিমধ্যে উয়েফা মেসি ও ক্লাব সতীর্থ ডি ব্রুইনাকে হারিয়ে প্রথমবার উয়েফা বর্ষসেরার পুরস্কার জিতেছেন সিটির নরওয়েজীয় স্ট্রাইকার হালান্ড। ব্যালন ডি’অরের ৩০ জনের তালিকাতেও আছেন তাঁরা।
ফিফার বর্ষসেরা পুরুষ কোচের তালিকায় পেপ গার্দিওলা, সিমোন ইনজাঘি, আঞ্জ পোস্তেকগলু, লুসিয়ানো স্পাল্লেত্তি, জাভি। স্পেনের হয়ে প্রথম নারী বিশ্বকাপজয়ী আইতানা বোনমাতি এ বছরের উয়েফা বর্ষসেরা সেরা হয়েছেন। ফিফা দ্য বেস্টের বর্ষসেরা নারী ফুটবলারের তালিকাতেও আছেন তিনি। বর্ষসেরা পুরুষ গোলরক্ষকের তালিকায় আছেন ইয়াসিন বুনো, থিবো কোর্তোয়া, এদেরসন, আন্দ্রে ওনানা, মার্ক-আন্দ্রে টের স্টেগান।
সার্চ কমিটির দেওয়া প্রতিবেদন যাচাই-বাছাই করে গতকাল ৯টি ফেডারেশনের অ্যাডহক কমিটি গঠন করে দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। রাত সাড়ে নয়টার পর জাতীয় ক্রীড়া পরিষদের সচিব আমিনুল ইসলামের স্বাক্ষরিত এক বিবৃতিতে এমনটা জানানো হয়।
১১ মিনিট আগেখেলার মাঠে হট্টগোলের ঘটনা খুবই পরিচিত দৃশ্য এখন। বিশ্বকাপ, কোপা আমেরিকা, ইউরোর মতো মেজর ইভেন্টে দর্শকদের মধ্যে মারাত্মক হাতাহাতির ঘটনা ঘটে। উয়েফা নেশনস লিগের ম্যাচেও লেগেছে তার ছোঁয়া। গত রাতে ফ্রান্স-ইসরায়েল ম্যাচে ঘটে গেছে তুলকালাম কাণ্ড।
৪২ মিনিট আগেতানজিম হাসান সাকিব প্রথমবারের মতো বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার সুযোগ পাচ্ছেন। ইমরান তাহিরের সুপারিশে তানজিম এবার গ্লোবাল টি-টোয়েন্টি লিগের গায়ানা আমাজন ওয়ারিয়র্স দলে যুক্ত হচ্ছেন। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে তানজিমের দুর্দান্ত পারফরম্যান্সের পর দক্ষিণ আফ্রিকার অভিজ্ঞ লেগ স্পিনার তাহিরের নজর কাড়
১ ঘণ্টা আগেআইসিসি চ্যাম্পিয়নস ট্রফি হওয়ার আর ১০০ দিনও বাকি নেই। কিন্তু জরুরি কিছু প্রশ্নের উত্তর এখনো নেই। সময়মতো টুর্নামেন্ট হবে কি? হলে কোথায় হবে? এই দুটি প্রশ্নের উত্তর যতক্ষণ না আসছে, ততক্ষণ টুর্নামেন্টের সূচিও প্রকাশ করা সম্ভব হচ্ছে না। সব মিলিয়ে এই টুর্নামেন্ট নিয়ে অনেক চাপে আইসিসি।
২ ঘণ্টা আগে