২০২৪ নারী সাফ
নিজস্ব প্রতিবেদক, ঢাকা
শিরোপা ধরে রাখার দৃঢ় প্রত্যয় নিয়েই যে বাংলাদেশ নারী ফুটবল দল এবার সাফে খেলতে নেমেছে। পাকিস্তানের বিপক্ষে ড্রয়ের পর টানা দুই ম্যাচে দুর্দান্ত জয় পেয়েছে সাবিনা খাতুনের বাংলাদেশ। কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে আজ সেমিফাইনালে ভুটানকে উড়িয়ে ফাইনালে উঠেছে বাংলাদেশ।
ভারতের বিপক্ষে জয়ের পরই যেন আত্মবিশ্বাসী হয়ে ওঠে বাংলাদেশ নারী ফুটবল দল। সেমিতে আজ বাংলাদেশ ৭-১ গোলে হারিয়েছে ভুটানকে। সেভেন আপের যে স্বাদ উপহার দিল বাংলাদেশ, তার ৫টিই দিয়েছে প্রথমার্ধে।
৭ মিনিটেই ঋতুপর্ণা চাকমার গোলে এগিয়ে যায় বাংলাদেশ। সাগরিকার পাস থেকে প্রথমে বল রিসিভ করেন তহুরা খাতুন। তহুরার থেকে বল এরপর নিয়ে ঋতুপর্ণা জায়গা বানিয়ে বক্সের কোনা থকে বাঁ পায়ের দারুণ শটে পাঠান জালে। ১১ মিনিটেই বাংলাদেশ ২-০ করতে পারত। তবে ঋতুপর্ণার ক্রস থেকে সাগরিকার হেড ভুটানের এক ডিভেন্ডার গোল বাঁচিয়ে দেন।
ভুটান অবশ্য বেশিক্ষণ নিজের জাল অক্ষত রাখতে পারেনি। ১৪ মিনিটে শিউলির থেকে বল রিসিভ করেন তহুরা। বাঁ পায়ের দারুণ শটে ব্যবধান ২-০ করেন তহুরা। ২৫ মিনিটে সাবিনার শট লাগে ভুটানের সাইড পোস্টে। তবে পরক্ষণেই মনিকার গোলমুখে ফেলা বল সহজেই লক্ষ্যভেদ করেন সাবিনা। টুর্নামেন্টে এবারই প্রথম গোল পেলেন সাবিনা।
৩৪ মিনিটে আবারও ঝলক দেখান তহুরা। বাঁ পায়ের চোখধাঁধানো বাঁকানো শটে ৪-০ ব্যবধানে বাংলাদেশকে এগিয়ে নেন এই ফরোয়ার্ড। পঞ্চম গোল বাংলাদেশ পেয়েছে ৩৬ মিনিটে। ভুটানের গোলরক্ষক সংগীতা মঙ্গেরেকে কাটিয়ে ফাঁকা পোস্টে লক্ষ্যভেদ করেন সাবিনা। এটা বাংলাদেশ অধিনায়কের টুর্নামেন্টে দ্বিতীয় গোল।
একের পর এক গোল হজম করতে থাকা ভুটান চেষ্টা করছিল। তবে বাংলাদেশের রক্ষণে গোলের পরিস্থিতি তৈরি করেও সফল হয়নি ভুটান। ৪০ মিনিটে ভুটানের স্ট্রাইকার দেকি হাজম গোল করে ব্যবধান কমিয়েছেন।
গতকাল অসুস্থ থাকায় অনুশীলন করতে পারেননি সাবিনা। ভুটানের বিপক্ষে খেলা নিয়েই তাঁর অনিশ্চয়তা ছিল। তবে একাদশে সুযোগ পেয়ে বাংলাদেশ অধিনায়ক জ্বলে উঠেছেন।
শিরোপা ধরে রাখার দৃঢ় প্রত্যয় নিয়েই যে বাংলাদেশ নারী ফুটবল দল এবার সাফে খেলতে নেমেছে। পাকিস্তানের বিপক্ষে ড্রয়ের পর টানা দুই ম্যাচে দুর্দান্ত জয় পেয়েছে সাবিনা খাতুনের বাংলাদেশ। কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে আজ সেমিফাইনালে ভুটানকে উড়িয়ে ফাইনালে উঠেছে বাংলাদেশ।
ভারতের বিপক্ষে জয়ের পরই যেন আত্মবিশ্বাসী হয়ে ওঠে বাংলাদেশ নারী ফুটবল দল। সেমিতে আজ বাংলাদেশ ৭-১ গোলে হারিয়েছে ভুটানকে। সেভেন আপের যে স্বাদ উপহার দিল বাংলাদেশ, তার ৫টিই দিয়েছে প্রথমার্ধে।
৭ মিনিটেই ঋতুপর্ণা চাকমার গোলে এগিয়ে যায় বাংলাদেশ। সাগরিকার পাস থেকে প্রথমে বল রিসিভ করেন তহুরা খাতুন। তহুরার থেকে বল এরপর নিয়ে ঋতুপর্ণা জায়গা বানিয়ে বক্সের কোনা থকে বাঁ পায়ের দারুণ শটে পাঠান জালে। ১১ মিনিটেই বাংলাদেশ ২-০ করতে পারত। তবে ঋতুপর্ণার ক্রস থেকে সাগরিকার হেড ভুটানের এক ডিভেন্ডার গোল বাঁচিয়ে দেন।
ভুটান অবশ্য বেশিক্ষণ নিজের জাল অক্ষত রাখতে পারেনি। ১৪ মিনিটে শিউলির থেকে বল রিসিভ করেন তহুরা। বাঁ পায়ের দারুণ শটে ব্যবধান ২-০ করেন তহুরা। ২৫ মিনিটে সাবিনার শট লাগে ভুটানের সাইড পোস্টে। তবে পরক্ষণেই মনিকার গোলমুখে ফেলা বল সহজেই লক্ষ্যভেদ করেন সাবিনা। টুর্নামেন্টে এবারই প্রথম গোল পেলেন সাবিনা।
৩৪ মিনিটে আবারও ঝলক দেখান তহুরা। বাঁ পায়ের চোখধাঁধানো বাঁকানো শটে ৪-০ ব্যবধানে বাংলাদেশকে এগিয়ে নেন এই ফরোয়ার্ড। পঞ্চম গোল বাংলাদেশ পেয়েছে ৩৬ মিনিটে। ভুটানের গোলরক্ষক সংগীতা মঙ্গেরেকে কাটিয়ে ফাঁকা পোস্টে লক্ষ্যভেদ করেন সাবিনা। এটা বাংলাদেশ অধিনায়কের টুর্নামেন্টে দ্বিতীয় গোল।
একের পর এক গোল হজম করতে থাকা ভুটান চেষ্টা করছিল। তবে বাংলাদেশের রক্ষণে গোলের পরিস্থিতি তৈরি করেও সফল হয়নি ভুটান। ৪০ মিনিটে ভুটানের স্ট্রাইকার দেকি হাজম গোল করে ব্যবধান কমিয়েছেন।
গতকাল অসুস্থ থাকায় অনুশীলন করতে পারেননি সাবিনা। ভুটানের বিপক্ষে খেলা নিয়েই তাঁর অনিশ্চয়তা ছিল। তবে একাদশে সুযোগ পেয়ে বাংলাদেশ অধিনায়ক জ্বলে উঠেছেন।
বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে বিদেশের ফ্র্যাঞ্চাইজি লিগে সবচেয়ে বেশি খেলেছেন সাকিব আল হাসান। বিদেশ লিগে খেলার অভিজ্ঞতা রয়েছে তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মোস্তাফিজুর রহমান, তৌহিদ হৃদয়দেরও। এবার এই তালিকায় যুক্ত হচ্ছেন উদীয়মান পেসার তানজিম হাসান সাকিব।
৩৯ মিনিট আগেআইসিসি চ্যাম্পিয়নস ট্রফি হওয়ার আর ১০০ দিনও বাকি নেই। কিন্তু জরুরি কিছু প্রশ্নের উত্তর এখনো নেই। সময়মতো টুর্নামেন্ট হবে কি? হলে কোথায় হবে? এই দুটি প্রশ্নের উত্তর যতক্ষণ না আসছে, ততক্ষণ টুর্নামেন্টের সূচিও প্রকাশ করা সম্ভব হচ্ছে না। সব মিলিয়ে এই টুর্নামেন্ট নিয়ে অনেক চাপে আইসিসি।
১ ঘণ্টা আগেসিনেমা, নাটক-কোনো কিছুরই তো কমতি ছিল না আজ আর্জেন্টিনা-প্যারাগুয়ে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে। দেল চাকো স্টেডিয়ামে ব্রাজিলের রেফারি অ্যান্ডারসন দারাঙ্কোর একের পর এক কাণ্ডে ক্ষুব্ধ আর্জেন্টিনা ফুটবল দল। রেফারির সঙ্গে এক চোট হয়েই গেছে মেসির। এমনকি আঙুল উঁচিয়ে কথাও বলেছেন আর্জেন্টিনার বিশ্বজয়ী ফুটবলার।
২ ঘণ্টা আগেভুলে যাওয়ার মতো একটি দিনই কাটিয়েছেন ভিনিসিয়ুস জুনিয়র। তাও বাজে দিনটা এল ব্রাজিলের বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচের সময়ই। তাঁর সুযোগ মিসের মহড়ার দিনে ব্রাজিল পারল না জিততে। হতাশা ঝরেছে ব্রাজিল কোচ দরিভাল জুনিয়রের কণ্ঠে।
২ ঘণ্টা আগে