ক্রীড়া ডেস্ক
চ্যাম্পিয়নস লিগে এবার ড্র হওয়ার পর থেকে আলোচনায় গ্রুপ ‘সি’। মৃত্যুকূপে পড়েছে বায়ার্ন মিউনিখ, বার্সেলোনা ও ইন্টার মিলান। এই তিন ইউরোপ জায়ান্টেরই আছে একাধিক চ্যাম্পিয়নস লিগ জয়ের ইতিহাস। গ্রুপে তাদের সঙ্গী অপেক্ষাকৃত দুর্বল দল ভিক্টোরিয়া প্লজেন। এই চেক ক্লাবের কথা বাদ দিলে দ্বিতীয় রাউন্ডের জন্য বাকি তিন ক্লাবের মধ্যে যে যুদ্ধ হবে, তা অনুমিতই।
কিন্তু সেই যুদ্ধে পিছিয়ে পড়েছে বার্সা। গ্রুপ পর্বে নিজেদের তৃতীয় ম্যাচে ইতালি সফরে ইন্টার মিলানের ঘরের মাঠ সান সিরোতে ১-০ ব্যবধানে হেরেছে কাতালান জায়ান্টরা। আগের ম্যাচে তারা জার্মান সফরে বায়ার্ন মিউনিখের বিপক্ষে হেরেছিল ২-০ গোলে। চ্যাম্পিয়নস লিগে তাদের জয় বলতে কেবল প্লজেনের বিপক্ষে।
নেরাজ্জুরিদের বিপক্ষে হেরে এখন খাদের কিনারে বার্সা। শেষ ষোলো নিশ্চিত করতে হলে তাদের পরের তিন ম্যাচে জিততেই হবে। জাভির শিষ্যদের জন্য কিঞ্চিৎ স্বস্তির বিষয় হলো, বায়ার্ন ও ইন্টারের বিপক্ষে তারা ফিরতি লেগ খেলবে ঘরের মাঠ ক্যাম্প ন্যুয়ে।
তার পরও দুশ্চিন্তা থেকেই যাচ্ছে বার্সার। চলতি মৌসুমে বড় অঙ্কের অর্থ খরচ করে দল গোছালেও টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্ব থেকে বাদ পড়ার মুখে তারা। এদিকে ইন্টারের বিপক্ষে হারকে ‘সত্যিকারের অবিচার’ বলে মনে করেন জাভি। হতাশ বার্সা কোচ বলেন, ‘আজ আমি সত্যিই অখুশি। সত্যিকারের অবিচার হয়েছে মনে হচ্ছে।’
জাভির হতাশ হওয়ার কারণও আছে। হারের পাশাপাশি সান সিরোতে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভার) বিতর্কও হয়েছে। বার্সার একটি গোল বাতিল হয় হ্যান্ডবলের কারণে। পরে যোগ করা সময়ে ইন্টারের ডি-বক্সের ভেতর ডেঞ্জেল ডামফ্রিসের হাতে বল লাগলে পেনাল্টির আবেদন করেও পায়নি বার্সা। ভারের সাহায্যে সার্জিও বুসকেটদের আবেদন নাকচ করে দেন রেফারি। টানা দুই হারের কারণে বার্সাকে এখন পরের তিন ম্যাচই খেলতে হবে ‘অলিখিত ফাইনাল’ মনে করে।
‘সি’ গ্রুপে প্লজেনকে ৫-০ গোলে উড়িয়ে টানা তিন জয়ে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বায়ার্ন। ৬ পয়েন্ট নিয়ে দুইয়ে ইন্টার। ৩ পয়েন্ট নিয়ে তিনে বার্সা। দ্বিতীয় রাউন্ডে যেতে হলে জাভির শিষ্যদের পরের তিন ম্যাচে জিততেই হবে।
চ্যাম্পিয়নস লিগের ফলাফল
বায়ার্ন মিউনিখ ৫-০ ভিক্টোরিয়া প্লাজেন
আয়াক্স ১-৬ নাপোলি
লিভারপুল ২-০ রেঞ্জার্স
ক্লাব ব্রুগে ২-০ অ্যাতলেতিকো মাদ্রিদ
ইন্টার মিলান ১-০ বার্সেলোনা
ফ্রাঙ্কফুর্ট ০-০ টটেনহাম
মার্শেই ৪-১ স্পোর্টিং
পোর্তো ২-০ বেয়ার লেভারকুজেন
চ্যাম্পিয়নস লিগে এবার ড্র হওয়ার পর থেকে আলোচনায় গ্রুপ ‘সি’। মৃত্যুকূপে পড়েছে বায়ার্ন মিউনিখ, বার্সেলোনা ও ইন্টার মিলান। এই তিন ইউরোপ জায়ান্টেরই আছে একাধিক চ্যাম্পিয়নস লিগ জয়ের ইতিহাস। গ্রুপে তাদের সঙ্গী অপেক্ষাকৃত দুর্বল দল ভিক্টোরিয়া প্লজেন। এই চেক ক্লাবের কথা বাদ দিলে দ্বিতীয় রাউন্ডের জন্য বাকি তিন ক্লাবের মধ্যে যে যুদ্ধ হবে, তা অনুমিতই।
কিন্তু সেই যুদ্ধে পিছিয়ে পড়েছে বার্সা। গ্রুপ পর্বে নিজেদের তৃতীয় ম্যাচে ইতালি সফরে ইন্টার মিলানের ঘরের মাঠ সান সিরোতে ১-০ ব্যবধানে হেরেছে কাতালান জায়ান্টরা। আগের ম্যাচে তারা জার্মান সফরে বায়ার্ন মিউনিখের বিপক্ষে হেরেছিল ২-০ গোলে। চ্যাম্পিয়নস লিগে তাদের জয় বলতে কেবল প্লজেনের বিপক্ষে।
নেরাজ্জুরিদের বিপক্ষে হেরে এখন খাদের কিনারে বার্সা। শেষ ষোলো নিশ্চিত করতে হলে তাদের পরের তিন ম্যাচে জিততেই হবে। জাভির শিষ্যদের জন্য কিঞ্চিৎ স্বস্তির বিষয় হলো, বায়ার্ন ও ইন্টারের বিপক্ষে তারা ফিরতি লেগ খেলবে ঘরের মাঠ ক্যাম্প ন্যুয়ে।
তার পরও দুশ্চিন্তা থেকেই যাচ্ছে বার্সার। চলতি মৌসুমে বড় অঙ্কের অর্থ খরচ করে দল গোছালেও টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্ব থেকে বাদ পড়ার মুখে তারা। এদিকে ইন্টারের বিপক্ষে হারকে ‘সত্যিকারের অবিচার’ বলে মনে করেন জাভি। হতাশ বার্সা কোচ বলেন, ‘আজ আমি সত্যিই অখুশি। সত্যিকারের অবিচার হয়েছে মনে হচ্ছে।’
জাভির হতাশ হওয়ার কারণও আছে। হারের পাশাপাশি সান সিরোতে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভার) বিতর্কও হয়েছে। বার্সার একটি গোল বাতিল হয় হ্যান্ডবলের কারণে। পরে যোগ করা সময়ে ইন্টারের ডি-বক্সের ভেতর ডেঞ্জেল ডামফ্রিসের হাতে বল লাগলে পেনাল্টির আবেদন করেও পায়নি বার্সা। ভারের সাহায্যে সার্জিও বুসকেটদের আবেদন নাকচ করে দেন রেফারি। টানা দুই হারের কারণে বার্সাকে এখন পরের তিন ম্যাচই খেলতে হবে ‘অলিখিত ফাইনাল’ মনে করে।
‘সি’ গ্রুপে প্লজেনকে ৫-০ গোলে উড়িয়ে টানা তিন জয়ে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বায়ার্ন। ৬ পয়েন্ট নিয়ে দুইয়ে ইন্টার। ৩ পয়েন্ট নিয়ে তিনে বার্সা। দ্বিতীয় রাউন্ডে যেতে হলে জাভির শিষ্যদের পরের তিন ম্যাচে জিততেই হবে।
চ্যাম্পিয়নস লিগের ফলাফল
বায়ার্ন মিউনিখ ৫-০ ভিক্টোরিয়া প্লাজেন
আয়াক্স ১-৬ নাপোলি
লিভারপুল ২-০ রেঞ্জার্স
ক্লাব ব্রুগে ২-০ অ্যাতলেতিকো মাদ্রিদ
ইন্টার মিলান ১-০ বার্সেলোনা
ফ্রাঙ্কফুর্ট ০-০ টটেনহাম
মার্শেই ৪-১ স্পোর্টিং
পোর্তো ২-০ বেয়ার লেভারকুজেন
খেলার মাঠে হট্টগোলের ঘটনা খুবই পরিচিত দৃশ্য এখন। বিশ্বকাপ, কোপা আমেরিকা, ইউরোর মতো মেজর ইভেন্টে দর্শকদের মধ্যে মারাত্মক হাতাহাতির ঘটনা ঘটে। উয়েফা নেশনস লিগের ম্যাচেও লেগেছে তার ছোঁয়া। গত রাতে ফ্রান্স-ইসরায়েল ম্যাচে ঘটে গেছে তুলকালাম কাণ্ড।
২৩ মিনিট আগেতানজিম হাসান সাকিব প্রথমবারের মতো বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার সুযোগ পাচ্ছেন। ইমরান তাহিরের সুপারিশে তানজিম এবার গ্লোবাল টি-টোয়েন্টি লিগের গায়ানা আমাজন ওয়ারিয়র্স দলে যুক্ত হচ্ছেন। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে তানজিমের দুর্দান্ত পারফরম্যান্সের পর দক্ষিণ আফ্রিকার অভিজ্ঞ লেগ স্পিনার তাহিরের নজর কাড়
১ ঘণ্টা আগেআইসিসি চ্যাম্পিয়নস ট্রফি হওয়ার আর ১০০ দিনও বাকি নেই। কিন্তু জরুরি কিছু প্রশ্নের উত্তর এখনো নেই। সময়মতো টুর্নামেন্ট হবে কি? হলে কোথায় হবে? এই দুটি প্রশ্নের উত্তর যতক্ষণ না আসছে, ততক্ষণ টুর্নামেন্টের সূচিও প্রকাশ করা সম্ভব হচ্ছে না। সব মিলিয়ে এই টুর্নামেন্ট নিয়ে অনেক চাপে আইসিসি।
১ ঘণ্টা আগেসিনেমা, নাটক-কোনো কিছুরই তো কমতি ছিল না আজ আর্জেন্টিনা-প্যারাগুয়ে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে। দেল চাকো স্টেডিয়ামে ব্রাজিলের রেফারি অ্যান্ডারসন দারাঙ্কোর একের পর এক কাণ্ডে ক্ষুব্ধ আর্জেন্টিনা ফুটবল দল। রেফারির সঙ্গে এক চোট হয়েই গেছে মেসির। এমনকি আঙুল উঁচিয়ে কথাও বলেছেন আর্জেন্টিনার বিশ্বজয়ী ফুটবলার।
২ ঘণ্টা আগে