ক্রীড়া ডেস্ক
পার্মা দিয়ে শুরু, পার্মাতেই শেষ। ফুটবলকে বিদায় জানালেন কিংবদন্তি গোলরক্ষক জিয়ানলুইজি বুফন। আজ সামাজিক যোগাযোগ মাধ্যমে অবসরের বিষয়টি নিশ্চিত করেন ৪৫ বছর বয়সী তারকা।
ইতালির হয়ে ২০০৬ সালে বিশ্বকাপ জিতেছেন বুফন। বিদায়ের ব্যাপারে তিনি টুইটারে নিজের এক ভিডিও পোস্ট করে ক্যাপশনে লেখেন, ‘এখানেই শেষ বন্ধুরা। তোমরা আমাকে সবকিছু দিয়েছ। আমিও তোমাদের সবকিছু দিয়েছি। আমরা সবকিছু একসঙ্গে করেছি।’
বুফনের সময়ের অনেক তারকা অবসর নিয়েছেন বহু আগে। তবে জুভেন্টাস কিংবদন্তির থামার নাম-গন্ধই ছিল না। ২০২১ সালে শীর্ষ লিগ ছেড়ে নিজের ক্যারিয়ারের প্রথম ক্লাব পার্মার হয়ে সিরি’বি-তে খেলছিলেন। তবে গত মৌসুমে ক্লাবটির সঙ্গে চুক্তি শেষ হয় বুফনের। এরপর আর চুক্তি নবায়ন করেননি।
আনুষ্ঠানিক ঘোষণার আগেই ফুটবল সাংবাদিক ফাব্রিৎসিয়ো রোমানো জানান, বুফনের অবসরের বিষয়টি। তিনি গতকাল নিজের অফিশিয়াল টুইটারে লেখেন, ‘পেশাদারি ফুটবল থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন কিংবদন্তি ইতালিয়ান গোলরক্ষক জিয়ানলুইজি বুফন। ৪৫ বছর বয়সী বুফন গত মৌসুমে খেলেছেন পার্মার হয়ে। ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এই গোলরক্ষক অবসর নেবেন এখন।’
রোমানো জানিয়েছিলেন, বুফন পরবর্তী কয়েক দিনের মধ্যে অবসরের সিদ্ধান্ত নিতে পারেন। পরের দিনই নিজের সিদ্ধান্ত জানালেন ইতালিয়ান কিংবদন্তি। ২৮ বছরের ক্যারিয়ারে বুফন জুভেন্টাসের হয়ে ১০ বার সিরি’আ ও পিএসজির হয়ে ১টি লা লিগা জিতেছেন। ২০০৬ সালে ইতালির বিশ্বকাপ জেতার পথে তিনি গোলপোস্টের নিচে ছিলেন অতন্দ্রপ্রহরী।
১৯৯৫ সালে ১৭ বছর বয়সে পার্মার হয়ে ক্যারিয়ার শুরু করেন বুফন। ২০২১ সালে জুভেন্টাস ছেড়ে পুনরায় সিরি’বি-তে নেমে যাওয়া ক্লবটিতে ফেরেন তিনি। মাঝখানে ২০০১-১৮ ও ২০১৯-২১ সালে দুই মেয়াদে খেলেছেন জুভদের হয়ে। ২০১৮-১৯ কাটিয়েছেন পিএসজিতে। ১৯৯৭-২০১৮ পর্যন্ত ১৭৬ ম্যাচে গোলপোস্ট সামলেছেন ইতালির।
পার্মা দিয়ে শুরু, পার্মাতেই শেষ। ফুটবলকে বিদায় জানালেন কিংবদন্তি গোলরক্ষক জিয়ানলুইজি বুফন। আজ সামাজিক যোগাযোগ মাধ্যমে অবসরের বিষয়টি নিশ্চিত করেন ৪৫ বছর বয়সী তারকা।
ইতালির হয়ে ২০০৬ সালে বিশ্বকাপ জিতেছেন বুফন। বিদায়ের ব্যাপারে তিনি টুইটারে নিজের এক ভিডিও পোস্ট করে ক্যাপশনে লেখেন, ‘এখানেই শেষ বন্ধুরা। তোমরা আমাকে সবকিছু দিয়েছ। আমিও তোমাদের সবকিছু দিয়েছি। আমরা সবকিছু একসঙ্গে করেছি।’
বুফনের সময়ের অনেক তারকা অবসর নিয়েছেন বহু আগে। তবে জুভেন্টাস কিংবদন্তির থামার নাম-গন্ধই ছিল না। ২০২১ সালে শীর্ষ লিগ ছেড়ে নিজের ক্যারিয়ারের প্রথম ক্লাব পার্মার হয়ে সিরি’বি-তে খেলছিলেন। তবে গত মৌসুমে ক্লাবটির সঙ্গে চুক্তি শেষ হয় বুফনের। এরপর আর চুক্তি নবায়ন করেননি।
আনুষ্ঠানিক ঘোষণার আগেই ফুটবল সাংবাদিক ফাব্রিৎসিয়ো রোমানো জানান, বুফনের অবসরের বিষয়টি। তিনি গতকাল নিজের অফিশিয়াল টুইটারে লেখেন, ‘পেশাদারি ফুটবল থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন কিংবদন্তি ইতালিয়ান গোলরক্ষক জিয়ানলুইজি বুফন। ৪৫ বছর বয়সী বুফন গত মৌসুমে খেলেছেন পার্মার হয়ে। ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এই গোলরক্ষক অবসর নেবেন এখন।’
রোমানো জানিয়েছিলেন, বুফন পরবর্তী কয়েক দিনের মধ্যে অবসরের সিদ্ধান্ত নিতে পারেন। পরের দিনই নিজের সিদ্ধান্ত জানালেন ইতালিয়ান কিংবদন্তি। ২৮ বছরের ক্যারিয়ারে বুফন জুভেন্টাসের হয়ে ১০ বার সিরি’আ ও পিএসজির হয়ে ১টি লা লিগা জিতেছেন। ২০০৬ সালে ইতালির বিশ্বকাপ জেতার পথে তিনি গোলপোস্টের নিচে ছিলেন অতন্দ্রপ্রহরী।
১৯৯৫ সালে ১৭ বছর বয়সে পার্মার হয়ে ক্যারিয়ার শুরু করেন বুফন। ২০২১ সালে জুভেন্টাস ছেড়ে পুনরায় সিরি’বি-তে নেমে যাওয়া ক্লবটিতে ফেরেন তিনি। মাঝখানে ২০০১-১৮ ও ২০১৯-২১ সালে দুই মেয়াদে খেলেছেন জুভদের হয়ে। ২০১৮-১৯ কাটিয়েছেন পিএসজিতে। ১৯৯৭-২০১৮ পর্যন্ত ১৭৬ ম্যাচে গোলপোস্ট সামলেছেন ইতালির।
আন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেও ক্রিকেটকে পুরোপুরি ছাড়তে পারেননি মোহাম্মদ রফিক। একসময় জাতীয় দলের স্পিন বোলিংয়ের বড় ভরসা ছিলেন তিনি। অবসরের পর এখন শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও রংপুর রাইডার্সের স্পিন কোচ হিসেবে কাজ করছেন।
১ ঘণ্টা আগেখেলা, ক্রিকেট, ভারতীয় ক্রিকেট, আইসিসি
২ ঘণ্টা আগেভারতের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগেই টেস্টের অধিনায়কত্ব ছেড়েছিলেন টিম সাউদি। নতুন অধিনায়ক টম লাথামের নেতৃত্বে ভারতকে পরে টেস্ট সিরিজে ৩-০ ব্যবধানে ধবলধোলাই করে নিউজিল্যান্ড। ভারত সিরিজ শেষের প্রায় দুই সপ্তাহ পর অবসরের খবরটা জানিয়েই দিলেন সাউদি।
৪ ঘণ্টা আগেবার্বাডোজে ২৯ জুন টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর উড়ছে ভারত। জিম্বাবুয়ে, শ্রীলঙ্কা, বাংলাদেশ-টানা তিনটি টি-টোয়েন্টি সিরিজ ভারত জিতেছে। ভারতের সামনে এবার টানা চারটি সিরিজ জয়ের সুযোগ।
৫ ঘণ্টা আগে