নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) বড় অঙ্কের জরিমানা করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। গত ৬ জুন ২০২৬ ফিফা বিশ্বকাপ বাছাইপর্বে বসুন্ধরা কিংস অ্যারেনায় বাংলাদেশ-অস্ট্রেলিয়ার ম্যাচে খেলা চলাকালীন দর্শক ঢুকে পড়েছিল মাঠে। শৃঙ্খলাভঙ্গের এ ঘটনায় বাফুফেকে ১৫ হাজার সুইস ফ্রাঁ জরিমানা করেছে সংস্থাটি। বাংলাদেশের মুদ্রায় যা প্রায় ২০ লাখ টাকা।
জরিমানা প্রসঙ্গে বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন আজকের পত্রিকাকে বলেছেন, ‘১৫ হাজার সুইস ফ্রাঁ জরিমানা করেছে। নিয়ম অনুযায়ী জরিমানা করার ১ মাসের মধ্যে এই অর্থ জমা দিতে হয় ফিফাকে। আমাদের আরও আগে জানানো হয়েছিল, দেশের পরিস্থিতি ভালো ছিল না, যাতে অন্য দিকে না যায়, এ জন্য আমরা একটু পরে জানিয়েছি।’
এর আগে এ বছরের শুরুতে বিশ্বকাপ বাছাইয়ের আরও তিনটি ম্যাচে শৃঙ্খলাভঙ্গের কারণে ৩০ হাজার ২৫০ সুইস ফ্রাঁ বাফুফেকে জরিমানা গুনতে হয়েছিল বাফুফেকে। বাংলাদেশের মুদ্রায় যা প্রায় ৩৯ লাখ টাকা। অস্ট্রেলিয়া ম্যাচে মাঠে দর্শক ঢুকে যাওয়ার ব্যাপারটা ম্যাচ কমিশনারের রিপোর্টের ভিত্তিতে ভালোভাবে নেয়নি ফিফা। ফলে ফিফার ডিসিপ্লিনারি কমিটি ১৫ হাজার সুইস ফ্রাঁ জরিমানা করেছে এবার।
ফিফার আচরণবিধির ১৭ নম্বর ধারা ভঙ্গ হয়েছে বলে রায় দিয়েছে শৃঙ্খলা কমিটি। সেই ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ২-০ গোলে হেরেছিল বাংলাদেশ। তার আগে মেলবোর্নে দুই দলের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়া জেতে ৭-০ গোল ব্যবধানে।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) বড় অঙ্কের জরিমানা করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। গত ৬ জুন ২০২৬ ফিফা বিশ্বকাপ বাছাইপর্বে বসুন্ধরা কিংস অ্যারেনায় বাংলাদেশ-অস্ট্রেলিয়ার ম্যাচে খেলা চলাকালীন দর্শক ঢুকে পড়েছিল মাঠে। শৃঙ্খলাভঙ্গের এ ঘটনায় বাফুফেকে ১৫ হাজার সুইস ফ্রাঁ জরিমানা করেছে সংস্থাটি। বাংলাদেশের মুদ্রায় যা প্রায় ২০ লাখ টাকা।
জরিমানা প্রসঙ্গে বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন আজকের পত্রিকাকে বলেছেন, ‘১৫ হাজার সুইস ফ্রাঁ জরিমানা করেছে। নিয়ম অনুযায়ী জরিমানা করার ১ মাসের মধ্যে এই অর্থ জমা দিতে হয় ফিফাকে। আমাদের আরও আগে জানানো হয়েছিল, দেশের পরিস্থিতি ভালো ছিল না, যাতে অন্য দিকে না যায়, এ জন্য আমরা একটু পরে জানিয়েছি।’
এর আগে এ বছরের শুরুতে বিশ্বকাপ বাছাইয়ের আরও তিনটি ম্যাচে শৃঙ্খলাভঙ্গের কারণে ৩০ হাজার ২৫০ সুইস ফ্রাঁ বাফুফেকে জরিমানা গুনতে হয়েছিল বাফুফেকে। বাংলাদেশের মুদ্রায় যা প্রায় ৩৯ লাখ টাকা। অস্ট্রেলিয়া ম্যাচে মাঠে দর্শক ঢুকে যাওয়ার ব্যাপারটা ম্যাচ কমিশনারের রিপোর্টের ভিত্তিতে ভালোভাবে নেয়নি ফিফা। ফলে ফিফার ডিসিপ্লিনারি কমিটি ১৫ হাজার সুইস ফ্রাঁ জরিমানা করেছে এবার।
ফিফার আচরণবিধির ১৭ নম্বর ধারা ভঙ্গ হয়েছে বলে রায় দিয়েছে শৃঙ্খলা কমিটি। সেই ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ২-০ গোলে হেরেছিল বাংলাদেশ। তার আগে মেলবোর্নে দুই দলের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়া জেতে ৭-০ গোল ব্যবধানে।
এই শতাব্দির গোড়ার দিকের গল্প। বয়সভিত্তিক ক্রিকেটে গতিময় এক ফাস্ট বোলারকে চোখে পড়ল রাকিব হায়দার পাভেলের। সেই বোলার ব্যাটেও ঝড় তুলতে পারেন। বয়সভিত্তিক ক্রিকেট থেকেই পাভেল ওই অলরাউন্ডারকে নিয়ে এলেন তাঁদের প্রথম বিভাগ ক্রিকেটের আজাদ স্পোর্টিংয়ে।
১২ ঘণ্টা আগেএবার সাফজয়ীদের পুরস্কৃত করল বেসরকারি বাণিজ্যিক প্রতিষ্ঠান সাউথইস্ট ব্যাংক। প্রতিষ্ঠানটি আজ তাদের কার্যালয়ে আমন্ত্রণ জানিয়ে এই সম্মাননা জানায়। এ সময় ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল এবং কয়েকজন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
১৪ ঘণ্টা আগেবাংলাদেশের গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানের মৃত্যুতে তাঁর পরিবার পড়েছে বিপাকে। সংকটময় এই মুহূর্তে জিয়ার পরিবারের পাশে দাঁড়ালেন বাংলাদেশের তারকা ক্রিকেটার তামিম ইকবাল।
১৫ ঘণ্টা আগেপাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে গ্লেন ম্যাক্সওয়েল করেছিলেন ১৬ রান। দুইবার মেরেছিলেন ডাক। সেই ব্যর্থতার ঝাল ঝাড়লেন অন্য সংস্করণ টি-টোয়েন্টিতে। ব্রিসবেনের গ্যাবায় আজ প্রথম টি-টোয়েন্টিতে পাকিস্তানের ওপর চালালেন তাণ্ডব। ম্যাক্সওয়েলের তাণ্ডবের পর অস্ট্রেলিয়ার আক্রমণাত্মক বোলিংয়ে চোখে সর্ষেফ
১৫ ঘণ্টা আগে