ক্রীড়া ডেস্ক
এক দিন বিরতির পর রাওয়ালপিন্ডিতে আজ শুরু হলো বাংলাদেশ-পাকিস্তান দ্বিতীয় টেস্ট। সিরিজে টিকে থাকার লক্ষ্যে এই টেস্ট জয়ের বিকল্প নেই পাকিস্তানের। শুরুতে হোঁচট খেলেও সেখান থেকে ঘুরে দাঁড়াচ্ছে স্বাগতিকেরা।
পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টের একাদশে এক পরিবর্তন নিয়ে খেলছে বাংলাদেশ। শরীফুল ইসলামের জায়গায় এসেছেন তাসকিন আহমেদ। ১৪ মাস পর টেস্ট খেলতে এসে তাসকিন পাকিস্তানের উদ্বোধনী জুটি ভেঙে দেন শূন্য রানেই। সেখান থেকে মধ্যাহ্নভোজের বিরতিতে পাকিস্তান গেল ১ উইকেটে ৯৯ রান নিয়ে। স্বাগতিকদের রানরেট ৩.৯৬।
ইনিংসের প্রথম ওভারেই তাসকিন ধাক্কা দেন পাকিস্তানকে। বাংলাদেশের এই পেসার আব্দুল্লাহ শফিকের সঙ্গে ‘মনস্তাত্ত্বিক খেলা’ খেলতে থাকেন। ইনিংসের ষষ্ঠ বলে শফিককে অসাধারণ এক ইনসুইঙ্গারে বোল্ড করেন তাসকিন। ৬ বল খেলেও কোনো রান করতে পারেননি শফিক। তিন নম্বরে ব্যাটিংয়ে নামেন পাকিস্তান অধিনায়ক শান মাসুদ। তিনি এসে হাল ধরেন আরেক ওপেনার সাইম আইয়ুবের সঙ্গে।
আইয়ুব প্রথাগত টেস্ট মেজাজে খেললেও মাসুদের খেলার ধরন ছিল ভিন্ন। আক্রমণাত্মক ও রক্ষণাত্মকের মিশেলে ব্যাটিং করছেন মাসুদ। ৫৪ বলে তুলে নেন টেস্ট ক্যারিয়ারের দশম ফিফটি। ২৫ ওভারে ১ উইকেটে ৯৯ রান করে পাকিস্তান যখন প্রথম সেশনের খেলা শেষ করল, সেখানে মাসুদের রান ৫৩। ৬২ বলের ইনিংসে মেরেছেন ২ চার। বোঝাই যাচ্ছে রান করতে কতটা পরিশ্রম করছেন তিনি। আরেক ব্যাটার সাইম ৮৩ বলে ৪৩ রানে ব্যাটিং করছেন। ৩ চার ও ২ ছক্কা মেরেছেন। দ্বিতীয় উইকেটে এরই মধ্যে ৯৯ রানের জুটি গড়েছেন মাসুদ ও আইয়ুব।
এক দিন বিরতির পর রাওয়ালপিন্ডিতে আজ শুরু হলো বাংলাদেশ-পাকিস্তান দ্বিতীয় টেস্ট। সিরিজে টিকে থাকার লক্ষ্যে এই টেস্ট জয়ের বিকল্প নেই পাকিস্তানের। শুরুতে হোঁচট খেলেও সেখান থেকে ঘুরে দাঁড়াচ্ছে স্বাগতিকেরা।
পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টের একাদশে এক পরিবর্তন নিয়ে খেলছে বাংলাদেশ। শরীফুল ইসলামের জায়গায় এসেছেন তাসকিন আহমেদ। ১৪ মাস পর টেস্ট খেলতে এসে তাসকিন পাকিস্তানের উদ্বোধনী জুটি ভেঙে দেন শূন্য রানেই। সেখান থেকে মধ্যাহ্নভোজের বিরতিতে পাকিস্তান গেল ১ উইকেটে ৯৯ রান নিয়ে। স্বাগতিকদের রানরেট ৩.৯৬।
ইনিংসের প্রথম ওভারেই তাসকিন ধাক্কা দেন পাকিস্তানকে। বাংলাদেশের এই পেসার আব্দুল্লাহ শফিকের সঙ্গে ‘মনস্তাত্ত্বিক খেলা’ খেলতে থাকেন। ইনিংসের ষষ্ঠ বলে শফিককে অসাধারণ এক ইনসুইঙ্গারে বোল্ড করেন তাসকিন। ৬ বল খেলেও কোনো রান করতে পারেননি শফিক। তিন নম্বরে ব্যাটিংয়ে নামেন পাকিস্তান অধিনায়ক শান মাসুদ। তিনি এসে হাল ধরেন আরেক ওপেনার সাইম আইয়ুবের সঙ্গে।
আইয়ুব প্রথাগত টেস্ট মেজাজে খেললেও মাসুদের খেলার ধরন ছিল ভিন্ন। আক্রমণাত্মক ও রক্ষণাত্মকের মিশেলে ব্যাটিং করছেন মাসুদ। ৫৪ বলে তুলে নেন টেস্ট ক্যারিয়ারের দশম ফিফটি। ২৫ ওভারে ১ উইকেটে ৯৯ রান করে পাকিস্তান যখন প্রথম সেশনের খেলা শেষ করল, সেখানে মাসুদের রান ৫৩। ৬২ বলের ইনিংসে মেরেছেন ২ চার। বোঝাই যাচ্ছে রান করতে কতটা পরিশ্রম করছেন তিনি। আরেক ব্যাটার সাইম ৮৩ বলে ৪৩ রানে ব্যাটিং করছেন। ৩ চার ও ২ ছক্কা মেরেছেন। দ্বিতীয় উইকেটে এরই মধ্যে ৯৯ রানের জুটি গড়েছেন মাসুদ ও আইয়ুব।
ভুলে যাওয়ার মতো একটি দিনই কাটিয়েছেন ভিনিসিয়ুস জুনিয়র। তাও বাজে দিনটা এল ব্রাজিলের বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচের সময়ই। তাঁর সুযোগ মিসের মহড়ার দিনে ব্রাজিল পারল না জিততে। হতাশা ঝরেছে ব্রাজিল কোচ দরিভাল জুনিয়রের কণ্ঠে।
২০ মিনিট আগেবিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ হলেও দুই বিশ্বচ্যাম্পিয়ন দলকে একই টুর্নামেন্টে হারানো তো সহজ কথা নয়। প্যারাগুয়ে এবার সেই কঠিন কাজটিই করে দেখাল। ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে সেপ্টেম্বরে প্যারাগুয়ে হারিয়েছিল ব্রাজিলকে। দুই মাস পর আজ বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকেও হারিয়েছে প্যারাগুয়ে।
১ ঘণ্টা আগেএই শতাব্দির গোড়ার দিকের গল্প। বয়সভিত্তিক ক্রিকেটে গতিময় এক ফাস্ট বোলারকে চোখে পড়ল রাকিব হায়দার পাভেলের। সেই বোলার ব্যাটেও ঝড় তুলতে পারেন। বয়সভিত্তিক ক্রিকেট থেকেই পাভেল ওই অলরাউন্ডারকে নিয়ে এলেন তাঁদের প্রথম বিভাগ ক্রিকেটের আজাদ স্পোর্টিংয়ে।
১৪ ঘণ্টা আগেএবার সাফজয়ীদের পুরস্কৃত করল বেসরকারি বাণিজ্যিক প্রতিষ্ঠান সাউথইস্ট ব্যাংক। প্রতিষ্ঠানটি আজ তাদের কার্যালয়ে আমন্ত্রণ জানিয়ে এই সম্মাননা জানায়। এ সময় ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল এবং কয়েকজন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
১৫ ঘণ্টা আগে