ক্রীড়া ডেস্ক
গ্লোবাল সুপার লিগ নিয়ে আলাপ-আলোচনা চলছিল কদিন ধরেই। অবশেষে টুর্নামেন্টের দিনক্ষণ ও কোন কোন দল অংশ নেবে, সেটা জানা গেল গত রাতে। সেই টুর্নামেন্টে সুযোগ পেল বাংলাদেশের রংপুর রাইডার্স।
পাঁচ দল অংশ নেবে গ্লোবাল সুপার লিগে। রংপুরের পাশাপাশি টুর্নামেন্টের অন্য চার দল হচ্ছে ক্যারিবিয়ান সুপার লিগের (সিপিএল) গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স, পাকিস্তান সুপার লিগের (পিএসএল) লাহোর কালান্দার্স, ইংল্যান্ডের টি-টোয়েন্টি ব্লাস্টের হ্যাম্পশায়ার হকস এবং অস্ট্রেলিয়ার রাজ্য দল ভিক্টোরিয়া।
তবে বৈশ্বিক এই টুর্নামেন্টে বাংলাদেশি ক্রিকেটারদের খেলা নিয়ে সমস্যা বেঁধেছে সূচিতে। ২৬ নভেম্বর থেকে ৭ ডিসেম্বর পর্যন্ত চলবে এই গ্লোবাল সুপার লিগ। একই সঙ্গে চলবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ দ্বিপক্ষীয় সিরিজ। ২২ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত হবে দুই দলের টেস্ট সিরিজের ব্যস্ততা। এতে করে নাহিদ রানার গ্লোবাল সুপার লিগে না-ও খেলা হতে পারে। কারণ ড্রাফট থেকে ২০২৫ বিপিএলে তাঁকে নিয়েছে রংপুর রাইডার্স। তাছাড়া নাহিদ রানা এ বছর টেস্ট অভিষেকের পর আলো ছড়াচ্ছেন।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজের দল এখনো ঘোষণা করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এদিকে এখন চলছে জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) ২০২৪-২৫ মৌসুম। এই মৌসুমে খুলনার হয়ে খেলা সৌম্য সরকার দারুণ কিছু যদি করতে পারেন, তাহলে তিনিও হয়তো উইন্ডিজের বিপক্ষে টেস্ট দলে সুযোগ পেতে পারেন। সৌম্যকে ২০২৫ বিপিএলে ড্রাফট থেকে নিয়েছে রংপুর রাইডার্স। আবার তাঁর গ্লোবাল সুপার লিগে খেলার সুযোগও হতে পারে।
ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটাররা অবশ্য গ্লোবাল সুপার লিগে খেলতে একটু সমস্যায় পড়বেন। উইন্ডিজের টেস্ট দলে নিয়মিত মুখ শামার জোসেফ, গুড়াকেশ মোতি, কেভিন সিনক্লেয়ার আছেন গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স দলেও।অন্যদিকে লাহোর কালান্দার্সের নিয়মিত অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি গ্লোবাল সুপার লিগে খেলতে পারবেন কি না, সেটা নিয়েও রয়েছে অনিশ্চয়তা। কারণ সে সময় পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা সিরিজ হওয়ার কথা রয়েছে।
গায়ানা-লাহোর ম্যাচ দিয়ে শুরু হবে গ্লোবাল সুপার লিগ। পাঁচ দল রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে খেলবে একে অপরের বিপক্ষে। শীর্ষ দুই দল খেলবে ফাইনালে। গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে হবে সব ম্যাচ। টুর্নামেন্টের প্রাইজমানি ১ মিলিয়ন মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় ১১ কোটি ৯৩ লাখ টাকা।
গ্লোবাল সুপার লিগ নিয়ে আলাপ-আলোচনা চলছিল কদিন ধরেই। অবশেষে টুর্নামেন্টের দিনক্ষণ ও কোন কোন দল অংশ নেবে, সেটা জানা গেল গত রাতে। সেই টুর্নামেন্টে সুযোগ পেল বাংলাদেশের রংপুর রাইডার্স।
পাঁচ দল অংশ নেবে গ্লোবাল সুপার লিগে। রংপুরের পাশাপাশি টুর্নামেন্টের অন্য চার দল হচ্ছে ক্যারিবিয়ান সুপার লিগের (সিপিএল) গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স, পাকিস্তান সুপার লিগের (পিএসএল) লাহোর কালান্দার্স, ইংল্যান্ডের টি-টোয়েন্টি ব্লাস্টের হ্যাম্পশায়ার হকস এবং অস্ট্রেলিয়ার রাজ্য দল ভিক্টোরিয়া।
তবে বৈশ্বিক এই টুর্নামেন্টে বাংলাদেশি ক্রিকেটারদের খেলা নিয়ে সমস্যা বেঁধেছে সূচিতে। ২৬ নভেম্বর থেকে ৭ ডিসেম্বর পর্যন্ত চলবে এই গ্লোবাল সুপার লিগ। একই সঙ্গে চলবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ দ্বিপক্ষীয় সিরিজ। ২২ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত হবে দুই দলের টেস্ট সিরিজের ব্যস্ততা। এতে করে নাহিদ রানার গ্লোবাল সুপার লিগে না-ও খেলা হতে পারে। কারণ ড্রাফট থেকে ২০২৫ বিপিএলে তাঁকে নিয়েছে রংপুর রাইডার্স। তাছাড়া নাহিদ রানা এ বছর টেস্ট অভিষেকের পর আলো ছড়াচ্ছেন।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজের দল এখনো ঘোষণা করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এদিকে এখন চলছে জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) ২০২৪-২৫ মৌসুম। এই মৌসুমে খুলনার হয়ে খেলা সৌম্য সরকার দারুণ কিছু যদি করতে পারেন, তাহলে তিনিও হয়তো উইন্ডিজের বিপক্ষে টেস্ট দলে সুযোগ পেতে পারেন। সৌম্যকে ২০২৫ বিপিএলে ড্রাফট থেকে নিয়েছে রংপুর রাইডার্স। আবার তাঁর গ্লোবাল সুপার লিগে খেলার সুযোগও হতে পারে।
ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটাররা অবশ্য গ্লোবাল সুপার লিগে খেলতে একটু সমস্যায় পড়বেন। উইন্ডিজের টেস্ট দলে নিয়মিত মুখ শামার জোসেফ, গুড়াকেশ মোতি, কেভিন সিনক্লেয়ার আছেন গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স দলেও।অন্যদিকে লাহোর কালান্দার্সের নিয়মিত অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি গ্লোবাল সুপার লিগে খেলতে পারবেন কি না, সেটা নিয়েও রয়েছে অনিশ্চয়তা। কারণ সে সময় পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা সিরিজ হওয়ার কথা রয়েছে।
গায়ানা-লাহোর ম্যাচ দিয়ে শুরু হবে গ্লোবাল সুপার লিগ। পাঁচ দল রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে খেলবে একে অপরের বিপক্ষে। শীর্ষ দুই দল খেলবে ফাইনালে। গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে হবে সব ম্যাচ। টুর্নামেন্টের প্রাইজমানি ১ মিলিয়ন মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় ১১ কোটি ৯৩ লাখ টাকা।
বার্বাডোজে ২৯ জুন টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর উড়ছে ভারত। জিম্বাবুয়ে, শ্রীলঙ্কা, বাংলাদেশ-টানা তিনটি টি-টোয়েন্টি সিরিজ ভারত জিতেছে। ভারতের সামনে এবার টানা চারটি সিরিজ জয়ের সুযোগ।
১৭ মিনিট আগেসার্চ কমিটির দেওয়া প্রতিবেদন যাচাই-বাছাই করে গতকাল ৯টি ফেডারেশনের অ্যাডহক কমিটি গঠন করে দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। রাত সাড়ে নয়টার পর জাতীয় ক্রীড়া পরিষদের সচিব আমিনুল ইসলামের স্বাক্ষরিত এক বিবৃতিতে এমনটা জানানো হয়।
১ ঘণ্টা আগেখেলার মাঠে হট্টগোলের ঘটনা খুবই পরিচিত দৃশ্য এখন। বিশ্বকাপ, কোপা আমেরিকা, ইউরোর মতো মেজর ইভেন্টে দর্শকদের মধ্যে মারাত্মক হাতাহাতির ঘটনা ঘটে। উয়েফা নেশনস লিগের ম্যাচেও লেগেছে তার ছোঁয়া। গত রাতে ফ্রান্স-ইসরায়েল ম্যাচে ঘটে গেছে তুলকালাম কাণ্ড।
১ ঘণ্টা আগেতানজিম হাসান সাকিব প্রথমবারের মতো বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার সুযোগ পাচ্ছেন। ইমরান তাহিরের সুপারিশে তানজিম এবার গ্লোবাল টি-টোয়েন্টি লিগের গায়ানা আমাজন ওয়ারিয়র্স দলে যুক্ত হচ্ছেন। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে তানজিমের দুর্দান্ত পারফরম্যান্সের পর দক্ষিণ আফ্রিকার অভিজ্ঞ লেগ স্পিনার তাহিরের নজর কাড়
২ ঘণ্টা আগে