ক্রীড়া ডেস্ক
এ যেন ভিন্ন এক সুনীল গাভাস্কার। কোনো ক্রিকেটার অফফর্মে থাকলে সচরাচর কঠোর সমালোচনা করলেও এবার তিনি কথা বলছেন কোমল সুরে। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে ধুঁকতে থাকা বিরাট কোহলির পাশে দাঁড়িয়েছেন গাভাস্কার।
১১৪৬ রান করে টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় কোহলি আছেন সবার ওপরে। তবে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে তিন ম্যাচে তাঁর স্কোর ১.৬৭ গড় ও ৫৫.৫৫ স্ট্রাইকরেটে তিনি করেছেন ৫ রান। বোঝাই যাচ্ছে কোনো ম্যাচেই তিনি এক অঙ্ক পেরোতে পারেননি। ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণের টুর্নামেন্টে প্রথমবারের মতো শূন্য রানে আউট হয়েছেন গতকাল যুক্তরাষ্ট্রের বিপক্ষে। নিউইয়র্কের নাসাউ কাউন্টিতে সেটাই কি না মারলেন গোল্ডেন ডাক। সৌরভ নেত্রাভালকারের বল কাট করতে গিয়ে যুক্তরাষ্ট্র উইকেটরক্ষক আন্দ্রিয়েস গাউসের তালুবন্দী হয়েছেন কোহলি।
আয়ারল্যান্ড, পাকিস্তান ও যুক্তরাষ্ট্র—তিন ম্যাচ জিতে ভারত ‘এ’ গ্রুপ থেকে নিশ্চিত করেছে সুপার এইট। ছন্দে থাকা ভারতের সঙ্গে কোহলির ৫ রান তো মানানসই নয়। ম্যাচ শেষে স্টার স্পোর্টসে কোহলিকে নিয়ে গাভাস্কার বলেন, ‘যখন আপনি তিনবার অল্প রানে আউট হচ্ছেন, তার মানে এটা নয় যে সে খারাপ ব্যাটিং করছে। মাঝেমধ্যে আপনি ভালো বল পাবেন। অন্য যেকোনো দিন বল ওয়াইড হতো অথবা স্লিপের ওপর দিয়ে বাউন্ডারি হয়ে যেত। আজ (গতকাল) সেটা হয়নি। তার ওপর বিশ্বাস রাখা উচিত। বিশ্বাস রাখতে হবে যে আজ হোক বা কাল, তার ভালো ফর্মে আসছে।’
৪০৪২ রান করে রোহিত শর্মার সঙ্গে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক কোহলি। ৩৭ ফিফটির পাশাপাশি ১ সেঞ্চুরি কোহলি করেছেন ভারতের জার্সিতে টি-টোয়েন্টিতে। তাঁকে ফর্মে ফেরার টোটকা দিলেন গাভাস্কার, ‘কোনো খেলোয়াড়ের জন্য অনুপ্রেরণা হচ্ছে ম্যাচ জেতা যখন আপনি দেশের জন্য খেলছেন। বছরের পর বছর ধরে কোহলি ভারতের জন্য দারুণ খেলে যাচ্ছে ও অনেক ম্যাচ জিতিয়েছে। আশা করি, সে এটা বুঝতে হবে। টুর্নামেন্টের তো কেবল শুরু। সুপার এইট, সেমিফাইনাল ও আশা করি ফাইনাল। যা দরকার তা হলো তার ধৈর্য ধরতে হবে ও নিজের ওপর বিশ্বাস রাখতে হবে।’
এ যেন ভিন্ন এক সুনীল গাভাস্কার। কোনো ক্রিকেটার অফফর্মে থাকলে সচরাচর কঠোর সমালোচনা করলেও এবার তিনি কথা বলছেন কোমল সুরে। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে ধুঁকতে থাকা বিরাট কোহলির পাশে দাঁড়িয়েছেন গাভাস্কার।
১১৪৬ রান করে টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় কোহলি আছেন সবার ওপরে। তবে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে তিন ম্যাচে তাঁর স্কোর ১.৬৭ গড় ও ৫৫.৫৫ স্ট্রাইকরেটে তিনি করেছেন ৫ রান। বোঝাই যাচ্ছে কোনো ম্যাচেই তিনি এক অঙ্ক পেরোতে পারেননি। ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণের টুর্নামেন্টে প্রথমবারের মতো শূন্য রানে আউট হয়েছেন গতকাল যুক্তরাষ্ট্রের বিপক্ষে। নিউইয়র্কের নাসাউ কাউন্টিতে সেটাই কি না মারলেন গোল্ডেন ডাক। সৌরভ নেত্রাভালকারের বল কাট করতে গিয়ে যুক্তরাষ্ট্র উইকেটরক্ষক আন্দ্রিয়েস গাউসের তালুবন্দী হয়েছেন কোহলি।
আয়ারল্যান্ড, পাকিস্তান ও যুক্তরাষ্ট্র—তিন ম্যাচ জিতে ভারত ‘এ’ গ্রুপ থেকে নিশ্চিত করেছে সুপার এইট। ছন্দে থাকা ভারতের সঙ্গে কোহলির ৫ রান তো মানানসই নয়। ম্যাচ শেষে স্টার স্পোর্টসে কোহলিকে নিয়ে গাভাস্কার বলেন, ‘যখন আপনি তিনবার অল্প রানে আউট হচ্ছেন, তার মানে এটা নয় যে সে খারাপ ব্যাটিং করছে। মাঝেমধ্যে আপনি ভালো বল পাবেন। অন্য যেকোনো দিন বল ওয়াইড হতো অথবা স্লিপের ওপর দিয়ে বাউন্ডারি হয়ে যেত। আজ (গতকাল) সেটা হয়নি। তার ওপর বিশ্বাস রাখা উচিত। বিশ্বাস রাখতে হবে যে আজ হোক বা কাল, তার ভালো ফর্মে আসছে।’
৪০৪২ রান করে রোহিত শর্মার সঙ্গে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক কোহলি। ৩৭ ফিফটির পাশাপাশি ১ সেঞ্চুরি কোহলি করেছেন ভারতের জার্সিতে টি-টোয়েন্টিতে। তাঁকে ফর্মে ফেরার টোটকা দিলেন গাভাস্কার, ‘কোনো খেলোয়াড়ের জন্য অনুপ্রেরণা হচ্ছে ম্যাচ জেতা যখন আপনি দেশের জন্য খেলছেন। বছরের পর বছর ধরে কোহলি ভারতের জন্য দারুণ খেলে যাচ্ছে ও অনেক ম্যাচ জিতিয়েছে। আশা করি, সে এটা বুঝতে হবে। টুর্নামেন্টের তো কেবল শুরু। সুপার এইট, সেমিফাইনাল ও আশা করি ফাইনাল। যা দরকার তা হলো তার ধৈর্য ধরতে হবে ও নিজের ওপর বিশ্বাস রাখতে হবে।’
বার্বাডোজে ২৯ জুন টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর উড়ছে ভারত। জিম্বাবুয়ে, শ্রীলঙ্কা, বাংলাদেশ-টানা তিনটি টি-টোয়েন্টি সিরিজ ভারত জিতেছে। ভারতের সামনে এবার টানা চারটি সিরিজ জয়ের সুযোগ।
২৪ মিনিট আগেসার্চ কমিটির দেওয়া প্রতিবেদন যাচাই-বাছাই করে গতকাল ৯টি ফেডারেশনের অ্যাডহক কমিটি গঠন করে দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। রাত সাড়ে নয়টার পর জাতীয় ক্রীড়া পরিষদের সচিব আমিনুল ইসলামের স্বাক্ষরিত এক বিবৃতিতে এমনটা জানানো হয়।
১ ঘণ্টা আগেখেলার মাঠে হট্টগোলের ঘটনা খুবই পরিচিত দৃশ্য এখন। বিশ্বকাপ, কোপা আমেরিকা, ইউরোর মতো মেজর ইভেন্টে দর্শকদের মধ্যে মারাত্মক হাতাহাতির ঘটনা ঘটে। উয়েফা নেশনস লিগের ম্যাচেও লেগেছে তার ছোঁয়া। গত রাতে ফ্রান্স-ইসরায়েল ম্যাচে ঘটে গেছে তুলকালাম কাণ্ড।
১ ঘণ্টা আগেতানজিম হাসান সাকিব প্রথমবারের মতো বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার সুযোগ পাচ্ছেন। ইমরান তাহিরের সুপারিশে তানজিম এবার গ্লোবাল টি-টোয়েন্টি লিগের গায়ানা আমাজন ওয়ারিয়র্স দলে যুক্ত হচ্ছেন। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে তানজিমের দুর্দান্ত পারফরম্যান্সের পর দক্ষিণ আফ্রিকার অভিজ্ঞ লেগ স্পিনার তাহিরের নজর কাড়
২ ঘণ্টা আগে