ক্রীড়া ডেস্ক
ওয়ানডে বিশ্বকাপ শুরু হতে আর দুই সপ্তাহ বাকি। এরপরেই ভারতে বসবে ক্রিকেটের সবচেয়ে বড় মহাযজ্ঞ। ফলে টুর্নামেন্ট শুরুর সময় যত ঘনিয়ে আসছে সব রকমের প্রস্তুতিও সেরে নিচ্ছে আইসিসি।
তারই ধারাবাহিকতায় আজ মুক্তি পেয়েছে বিশ্বকাপের থিম সং। ১৩ তম সংস্করণের থিম সংয়ের নাম হচ্ছে ‘দিল যশন বোলে’। বাংলায় যার অর্থ—হৃদয় উদ্যাপন করে। থিম সংয়ের প্রধান চরিত্র বলিউড সুপার স্টার রনবীর সিং।
৩ মিনিট ২১ সেকেন্ডের থিম সংয়ের ভিডিওটির চিত্রায়ণ করা হয়েছে একটি ট্রেনকে কেন্দ্র করে। শুরুটা হয় ট্রেন চালককে দিয়ে। এরপর অন্য এক বগি থেকে বিশ্বকাপের মূল বগিতে ঢুকে পড়েন রনবীর। ঢোকার সময় ইলেকট্রনিক বোর্ডে ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ ভেসে উঠে। এ ছাড়া বিভিন্ন ভাষায় খেলা সম্পর্কিত আরও শব্দও ভেসে উঠতে দেখা যায়। বগির ভেতরেই উইকেট সাজিয়ে ম্যাচ চলে। ব্যাটারের মারা বলের আঘাতে জানালার কাঁচ ভেঙে গেলে কিছুটা উদ্বিগ্ন দেখা যায় বগির ভেতরে থাকা সকলকে। পরে আম্পায়ার ছক্কা দিলে শুরু হয়ে যায় আবারও নাচ।
তার আগে মাইকিংয়ে ওয়ানডে বিশ্বকাপের ঘোষণা দেন রনবীর সিং। আর ট্রেনের ছাদে থিম সংয়ের সুরকার ও গায়ক প্রতীম সঙ্গীদের নিয়ে গাইতে থাকেন ‘দিল যশন বোলে’। থিম সংটি লিখেছেন শ্লোক লাল ও সাবেরি ভার্মা। ভারতীয়দের কাছে ক্রিকেট যে উৎসবের মতো তা এই থিম সংয়ে বোঝানা হয়েছে।
থিম সংয়ে অনেকের সঙ্গে আরেকজন নৃত্যশিল্পীকে দেখা গিয়েছে যিনি রনবীর সিংয়ের সঙ্গে নাচ করেছেন। তিনি হচ্ছেন ধনশ্রী ভার্মা। পেশায় নৃত্যশিল্পী ও মডেল হলেও তাঁর বিশেষ পরিচয় ভারতীয় লেগ স্পিনার যুজবেন্দ্র চাহালের স্ত্রী। স্বামী ভারতের বিশ্বকাপ দলে না থাকলেও আইসিসির প্রকাশিত থিম সংয়ের মাধ্যমে টুর্নামেন্টে থাকছেন ধনশ্রী। ৫ অক্টোবর বিশ্বকাপ শুরু হয়ে শেষ হবে ১৯ নভেম্বর।
ওয়ানডে বিশ্বকাপ শুরু হতে আর দুই সপ্তাহ বাকি। এরপরেই ভারতে বসবে ক্রিকেটের সবচেয়ে বড় মহাযজ্ঞ। ফলে টুর্নামেন্ট শুরুর সময় যত ঘনিয়ে আসছে সব রকমের প্রস্তুতিও সেরে নিচ্ছে আইসিসি।
তারই ধারাবাহিকতায় আজ মুক্তি পেয়েছে বিশ্বকাপের থিম সং। ১৩ তম সংস্করণের থিম সংয়ের নাম হচ্ছে ‘দিল যশন বোলে’। বাংলায় যার অর্থ—হৃদয় উদ্যাপন করে। থিম সংয়ের প্রধান চরিত্র বলিউড সুপার স্টার রনবীর সিং।
৩ মিনিট ২১ সেকেন্ডের থিম সংয়ের ভিডিওটির চিত্রায়ণ করা হয়েছে একটি ট্রেনকে কেন্দ্র করে। শুরুটা হয় ট্রেন চালককে দিয়ে। এরপর অন্য এক বগি থেকে বিশ্বকাপের মূল বগিতে ঢুকে পড়েন রনবীর। ঢোকার সময় ইলেকট্রনিক বোর্ডে ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ ভেসে উঠে। এ ছাড়া বিভিন্ন ভাষায় খেলা সম্পর্কিত আরও শব্দও ভেসে উঠতে দেখা যায়। বগির ভেতরেই উইকেট সাজিয়ে ম্যাচ চলে। ব্যাটারের মারা বলের আঘাতে জানালার কাঁচ ভেঙে গেলে কিছুটা উদ্বিগ্ন দেখা যায় বগির ভেতরে থাকা সকলকে। পরে আম্পায়ার ছক্কা দিলে শুরু হয়ে যায় আবারও নাচ।
তার আগে মাইকিংয়ে ওয়ানডে বিশ্বকাপের ঘোষণা দেন রনবীর সিং। আর ট্রেনের ছাদে থিম সংয়ের সুরকার ও গায়ক প্রতীম সঙ্গীদের নিয়ে গাইতে থাকেন ‘দিল যশন বোলে’। থিম সংটি লিখেছেন শ্লোক লাল ও সাবেরি ভার্মা। ভারতীয়দের কাছে ক্রিকেট যে উৎসবের মতো তা এই থিম সংয়ে বোঝানা হয়েছে।
থিম সংয়ে অনেকের সঙ্গে আরেকজন নৃত্যশিল্পীকে দেখা গিয়েছে যিনি রনবীর সিংয়ের সঙ্গে নাচ করেছেন। তিনি হচ্ছেন ধনশ্রী ভার্মা। পেশায় নৃত্যশিল্পী ও মডেল হলেও তাঁর বিশেষ পরিচয় ভারতীয় লেগ স্পিনার যুজবেন্দ্র চাহালের স্ত্রী। স্বামী ভারতের বিশ্বকাপ দলে না থাকলেও আইসিসির প্রকাশিত থিম সংয়ের মাধ্যমে টুর্নামেন্টে থাকছেন ধনশ্রী। ৫ অক্টোবর বিশ্বকাপ শুরু হয়ে শেষ হবে ১৯ নভেম্বর।
বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে বিদেশের ফ্র্যাঞ্চাইজি লিগে সবচেয়ে বেশি খেলেছেন সাকিব আল হাসান। বিদেশ লিগে খেলার অভিজ্ঞতা রয়েছে তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মোস্তাফিজুর রহমান, তৌহিদ হৃদয়দেরও। এবার এই তালিকায় যুক্ত হচ্ছেন উদীয়মান পেসার তানজিম হাসান সাকিব।
২৫ মিনিট আগেআইসিসি চ্যাম্পিয়নস ট্রফি হওয়ার আর ১০০ দিনও বাকি নেই। কিন্তু জরুরি কিছু প্রশ্নের উত্তর এখনো নেই। সময়মতো টুর্নামেন্ট হবে কি? হলে কোথায় হবে? এই দুটি প্রশ্নের উত্তর যতক্ষণ না আসছে, ততক্ষণ টুর্নামেন্টের সূচিও প্রকাশ করা সম্ভব হচ্ছে না। সব মিলিয়ে এই টুর্নামেন্ট নিয়ে অনেক চাপে আইসিসি।
১ ঘণ্টা আগেসিনেমা, নাটক-কোনো কিছুরই তো কমতি ছিল না আজ আর্জেন্টিনা-প্যারাগুয়ে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে। দেল চাকো স্টেডিয়ামে ব্রাজিলের রেফারি অ্যান্ডারসন দারাঙ্কোর একের পর এক কাণ্ডে ক্ষুব্ধ আর্জেন্টিনা ফুটবল দল। রেফারির সঙ্গে এক চোট হয়েই গেছে মেসির। এমনকি আঙুল উঁচিয়ে কথাও বলেছেন আর্জেন্টিনার বিশ্বজয়ী ফুটবলার।
২ ঘণ্টা আগেভুলে যাওয়ার মতো একটি দিনই কাটিয়েছেন ভিনিসিয়ুস জুনিয়র। তাও বাজে দিনটা এল ব্রাজিলের বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচের সময়ই। তাঁর সুযোগ মিসের মহড়ার দিনে ব্রাজিল পারল না জিততে। হতাশা ঝরেছে ব্রাজিল কোচ দরিভাল জুনিয়রের কণ্ঠে।
২ ঘণ্টা আগে