ক্রীড়া ডেস্ক
ঝোড়ো ব্যাটিংয়ের অভ্যাসটা যেন রপ্ত করে ফেললেন এভিন লুইস। আরও স্পষ্ট করে বললে বৃষ্টির কারণে ম্যাচের দৈর্ঘ্য কমে এলেই যেন উপকার হয় লুইসের। পাল্লেকেলে থেকে সুদূর অ্যান্টিগাতেও ক্যারিবীয় এই ওপেনারের ব্যাটে উঠেছে ঝড়।
সীমিত ওভারের ক্রিকেটে লুইসের সুখ্যাতি থাকলেও ওয়ানডে দলে তিন বছর ছিলেন ব্রাত্য। দীর্ঘদিন পর সুযোগ পেয়ে পাল্লেকেলেতে গত সপ্তাহে ঝোড়ো গতিতে সেঞ্চুরি তুললেন। বৃষ্টিবিঘ্নিত সেই ম্যাচে শ্রীলঙ্কাকে ৮ উইকেটে হারিয়ে ধবলধোলাই এড়িয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে গত রাতে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে ঝড় তুলছেন। এবারও বৃষ্টি বাগড়া দিয়েছে। তবে এবার সেঞ্চুরিটা মিস করেছেন লুইস।
২১০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ বিনা উইকেটে ১৫ ওভারে ৮১ রান তুলে ফেলে। তারপরই শুরু হয় মুষলধারে বৃষ্টি। ঘণ্টাখানেক বন্ধ থাকার পর আবার খেলা শুরু হলে ম্যাচের দৈর্ঘ্য কমিয়ে ৩৫ ওভারে নিয়ে আসা হয়। ক্যারিবীয়দের জন্য লক্ষ্যটা দাঁড়ায় ১৫৭ রান। লুইসের তান্ডব শুরু এখান থেকেই। ১৬তম ওভারের শেষ বলে লিয়াম লিভিংস্টোনকে চার মারেন লুইস। পরের ওভারে আদিল রশিদ বোলিংয়ে এসে খরচ করেন ১৭ রান। যার মধ্যে লুইস ২ চার ও ১ ছক্কায় নেন ১৪ রান। তাণ্ডব চালানো লুইস ৬৯ বলে ৫ চার ও ৮ ছক্কায় ৯৪ রানের বিধ্বংসী ইনিংস খেলেছেন।
ওয়ানডে ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ্চুরিটা যখন লুইস ফেলে এলেন, তখন উইন্ডিজের দরকার ছিল ৭৫ বলে ১৩ রান। বাকি পথটুকু ক্যারিবীয়রা পাড়ি দিয়েছে তৃতীয় উইকেটে শাই হোপ-কিসি কার্টির তৃতীয় উইকেটে ২০ বলে ১৩ রানের অবিচ্ছেদ্য এই জুটিতে। ৫৫ বল হাতে রেখে ৮ উইকেটের জয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ওয়েস্ট ইন্ডিজ এগিয়ে গেল ১-০ ব্যবধানে।
জর্ডান কক্স, জেমি ওভারটন, ড্যান মুসলি, জন টার্নার-ইংল্যান্ডের এই চার ক্রিকেটারের ওয়ানডে অভিষেক হয়েছে গত ম্যাচেই। টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে ইংল্যান্ড ৪৫.১ ওভারে ২০৯ রানে অলআউট হয়ে যায়। ডাকওয়ার্থ লুইস ও স্টার্ন (ডিএলএস) মেথডে পাওয়া ৮ উইকেটের জয়ে ম্যাচসেরা হয়েছেন গুড়াকেশ মোতি। ৪১ রান খরচ করে ৪ উইকেট নেন। ১০ ওভার বোলিং করেছেন। ফিল্ডিংয়ে ধরেন ২ ক্যাচ। ওয়েস্ট ইন্ডিজ-ইংল্যান্ড সিরিজের দ্বিতীয় ওয়ানডে আগামীকাল অ্যান্টিগাতেই। ৬ নভেম্বর সিরিজের শেষ ওয়ানডেতে মুখোমুখি হবে দল দুটি। এই ম্যাচ হবে বার্বাডোজে।
ঝোড়ো ব্যাটিংয়ের অভ্যাসটা যেন রপ্ত করে ফেললেন এভিন লুইস। আরও স্পষ্ট করে বললে বৃষ্টির কারণে ম্যাচের দৈর্ঘ্য কমে এলেই যেন উপকার হয় লুইসের। পাল্লেকেলে থেকে সুদূর অ্যান্টিগাতেও ক্যারিবীয় এই ওপেনারের ব্যাটে উঠেছে ঝড়।
সীমিত ওভারের ক্রিকেটে লুইসের সুখ্যাতি থাকলেও ওয়ানডে দলে তিন বছর ছিলেন ব্রাত্য। দীর্ঘদিন পর সুযোগ পেয়ে পাল্লেকেলেতে গত সপ্তাহে ঝোড়ো গতিতে সেঞ্চুরি তুললেন। বৃষ্টিবিঘ্নিত সেই ম্যাচে শ্রীলঙ্কাকে ৮ উইকেটে হারিয়ে ধবলধোলাই এড়িয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে গত রাতে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে ঝড় তুলছেন। এবারও বৃষ্টি বাগড়া দিয়েছে। তবে এবার সেঞ্চুরিটা মিস করেছেন লুইস।
২১০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ বিনা উইকেটে ১৫ ওভারে ৮১ রান তুলে ফেলে। তারপরই শুরু হয় মুষলধারে বৃষ্টি। ঘণ্টাখানেক বন্ধ থাকার পর আবার খেলা শুরু হলে ম্যাচের দৈর্ঘ্য কমিয়ে ৩৫ ওভারে নিয়ে আসা হয়। ক্যারিবীয়দের জন্য লক্ষ্যটা দাঁড়ায় ১৫৭ রান। লুইসের তান্ডব শুরু এখান থেকেই। ১৬তম ওভারের শেষ বলে লিয়াম লিভিংস্টোনকে চার মারেন লুইস। পরের ওভারে আদিল রশিদ বোলিংয়ে এসে খরচ করেন ১৭ রান। যার মধ্যে লুইস ২ চার ও ১ ছক্কায় নেন ১৪ রান। তাণ্ডব চালানো লুইস ৬৯ বলে ৫ চার ও ৮ ছক্কায় ৯৪ রানের বিধ্বংসী ইনিংস খেলেছেন।
ওয়ানডে ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ্চুরিটা যখন লুইস ফেলে এলেন, তখন উইন্ডিজের দরকার ছিল ৭৫ বলে ১৩ রান। বাকি পথটুকু ক্যারিবীয়রা পাড়ি দিয়েছে তৃতীয় উইকেটে শাই হোপ-কিসি কার্টির তৃতীয় উইকেটে ২০ বলে ১৩ রানের অবিচ্ছেদ্য এই জুটিতে। ৫৫ বল হাতে রেখে ৮ উইকেটের জয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ওয়েস্ট ইন্ডিজ এগিয়ে গেল ১-০ ব্যবধানে।
জর্ডান কক্স, জেমি ওভারটন, ড্যান মুসলি, জন টার্নার-ইংল্যান্ডের এই চার ক্রিকেটারের ওয়ানডে অভিষেক হয়েছে গত ম্যাচেই। টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে ইংল্যান্ড ৪৫.১ ওভারে ২০৯ রানে অলআউট হয়ে যায়। ডাকওয়ার্থ লুইস ও স্টার্ন (ডিএলএস) মেথডে পাওয়া ৮ উইকেটের জয়ে ম্যাচসেরা হয়েছেন গুড়াকেশ মোতি। ৪১ রান খরচ করে ৪ উইকেট নেন। ১০ ওভার বোলিং করেছেন। ফিল্ডিংয়ে ধরেন ২ ক্যাচ। ওয়েস্ট ইন্ডিজ-ইংল্যান্ড সিরিজের দ্বিতীয় ওয়ানডে আগামীকাল অ্যান্টিগাতেই। ৬ নভেম্বর সিরিজের শেষ ওয়ানডেতে মুখোমুখি হবে দল দুটি। এই ম্যাচ হবে বার্বাডোজে।
এই শতাব্দির গোড়ার দিকের গল্প। বয়সভিত্তিক ক্রিকেটে গতিময় এক ফাস্ট বোলারকে চোখে পড়ল রাকিব হায়দার পাভেলের। সেই বোলার ব্যাটেও ঝড় তুলতে পারেন। বয়সভিত্তিক ক্রিকেট থেকেই পাভেল ওই অলরাউন্ডারকে নিয়ে এলেন তাঁদের প্রথম বিভাগ ক্রিকেটের আজাদ স্পোর্টিংয়ে।
১২ ঘণ্টা আগেএবার সাফজয়ীদের পুরস্কৃত করল বেসরকারি বাণিজ্যিক প্রতিষ্ঠান সাউথইস্ট ব্যাংক। প্রতিষ্ঠানটি আজ তাদের কার্যালয়ে আমন্ত্রণ জানিয়ে এই সম্মাননা জানায়। এ সময় ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল এবং কয়েকজন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
১৪ ঘণ্টা আগেবাংলাদেশের গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানের মৃত্যুতে তাঁর পরিবার পড়েছে বিপাকে। সংকটময় এই মুহূর্তে জিয়ার পরিবারের পাশে দাঁড়ালেন বাংলাদেশের তারকা ক্রিকেটার তামিম ইকবাল।
১৫ ঘণ্টা আগেপাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে গ্লেন ম্যাক্সওয়েল করেছিলেন ১৬ রান। দুইবার মেরেছিলেন ডাক। সেই ব্যর্থতার ঝাল ঝাড়লেন অন্য সংস্করণ টি-টোয়েন্টিতে। ব্রিসবেনের গ্যাবায় আজ প্রথম টি-টোয়েন্টিতে পাকিস্তানের ওপর চালালেন তাণ্ডব। ম্যাক্সওয়েলের তাণ্ডবের পর অস্ট্রেলিয়ার আক্রমণাত্মক বোলিংয়ে চোখে সর্ষেফ
১৫ ঘণ্টা আগে