ক্রীড়া ডেস্ক
রেকর্ড ভাঙা গড়ার খেলায় খুব কম রেকর্ডই চিরস্থায়ী হয়। আজ হোক বা কাল-কোনো না কোনো দিন সেটা ভেঙে যায়। ওমানের পেসার বিলাল খান নতুন এক রেকর্ড গড়লেন গত রাতে। তাতে পেছনে ফেলেছেন মোস্তাফিজুর রহমান, শাহিন শাহ আফ্রিদির মতো তারকা পেসারদের।
পেসারদের মধ্যে ওয়ানডেতে সবচেয়ে কম ম্যাচে ১০০ উইকেট নেওয়ার রেকর্ড এখন বিলালের। ডানডিতে গত রাতে নামিবিয়ার বিপক্ষে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ সামনে রেখে লিগের দ্বিতীয় পর্যায়ের ম্যাচে কীর্তি গড়েন তিনি। নামিবিয়ার টপ অর্ডার ব্যাটার ইয়ান ফ্রাইলিংকে এলবিডব্লুর ফাঁদে ফেলে এলিট ক্লাবে নাম লেখান বিলাল। ওয়ানডেতে ১০০ উইকেট নিতে বিলালের খেলতে হয়েছে ৪৯ ম্যাচ। ২০১৯ সালে ওয়ানডেতে অভিষেকের পর গতকাল ৫ বছর ৮৮ দিনে কীর্তি গড়েছেন ওমানি পেসার। বিলালের পর দুইয়ে থাকা আফ্রিদির ওয়ানডেতে ১০০ উইকেট নিতে লেগেছে ৫১ ম্যাচ। ওয়ানডেতে পেসারদের মধ্যে উইকেটের সেঞ্চুরি পূর্ণ করার রেকর্ডে শেন বন্ডের সঙ্গে যৌথভাবে চারে মোস্তাফিজ। বন্ড-মোস্তাফিজ দুজনেরই ৫৪ ওয়ানডে করে খেলতে হয়েছে।
বিলাল গত রাতে ১০ ওভারে ৫০ রানে নিয়েছেন ৩ উইকেট। এক ওভার মেডেনও দেন ওমানের পেসার। বিলালের কীর্তি গড়ার রাতে নামিবিয়াকে ৪ উইকেটে হারিয়েছে ওমান। ৪৯ ওয়ানডেতে ৫.০৬ ইকোনমিতে এখনো পর্যন্ত ওমানের পেসার নিয়েছেন ১০১ উইকেট। ওয়ানডেতে সব মিলিয়ে দ্রুততম ১০০ উইকেট নেওয়ার কীর্তি নেপালের সন্দীপ লামিচানের। লামিচানের খেলতে হয়েছে ৪২ ম্যাচ। দুইয়ে থাকা আরেক লেগস্পিনার রশিদ খান ওয়ানডেতে শততম উইকেট পেয়েছেন ৪৪ ম্যাচে। সব মিলিয়ে ৫ ও পেসারদের মধ্যে এই তালিকায় তিনে আছেন মিচেল স্টার্ক। অস্ট্রেলিয়ার পেসার উইকেটের সেঞ্চুরি পূর্ণ করেছেন ৫২তম ম্যাচে।
ওয়ানডে ক্যারিয়ার দেরিতে শুরু হলেও বিলাল আন্তর্জাতিক অঙ্গনে পা রাখেন ২০১৫ সালে। একই বছর বাংলাদেশের জার্সিতে পথচলা শুরু হয় মোস্তাফিজের। দীর্ঘ ৯ বছরের ক্যারিয়ারে আন্তর্জাতিক ক্রিকেটে মোস্তাফিজ ও বিলাল খেলেছেন ২২২ ও ১২৮ ম্যাচ।
ওয়ানডে দ্রুততম ১০০ উইকেট নেওয়া সেরা পাঁচ পেসার (ম্যাচের হিসেবে)
ম্যাচ দল
বিলাল খান ৪৯ ওমান
শাহিন শাহ আফ্রিদি ৫১ পাকিস্তান
মিচেল স্টার্ক ৫২ অস্ট্রেলিয়া
শেন বন্ড ৫৪ নিউজিল্যান্ড
মোস্তাফিজুর রহমান ৫৪ বাংলাদেশ
রেকর্ড ভাঙা গড়ার খেলায় খুব কম রেকর্ডই চিরস্থায়ী হয়। আজ হোক বা কাল-কোনো না কোনো দিন সেটা ভেঙে যায়। ওমানের পেসার বিলাল খান নতুন এক রেকর্ড গড়লেন গত রাতে। তাতে পেছনে ফেলেছেন মোস্তাফিজুর রহমান, শাহিন শাহ আফ্রিদির মতো তারকা পেসারদের।
পেসারদের মধ্যে ওয়ানডেতে সবচেয়ে কম ম্যাচে ১০০ উইকেট নেওয়ার রেকর্ড এখন বিলালের। ডানডিতে গত রাতে নামিবিয়ার বিপক্ষে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ সামনে রেখে লিগের দ্বিতীয় পর্যায়ের ম্যাচে কীর্তি গড়েন তিনি। নামিবিয়ার টপ অর্ডার ব্যাটার ইয়ান ফ্রাইলিংকে এলবিডব্লুর ফাঁদে ফেলে এলিট ক্লাবে নাম লেখান বিলাল। ওয়ানডেতে ১০০ উইকেট নিতে বিলালের খেলতে হয়েছে ৪৯ ম্যাচ। ২০১৯ সালে ওয়ানডেতে অভিষেকের পর গতকাল ৫ বছর ৮৮ দিনে কীর্তি গড়েছেন ওমানি পেসার। বিলালের পর দুইয়ে থাকা আফ্রিদির ওয়ানডেতে ১০০ উইকেট নিতে লেগেছে ৫১ ম্যাচ। ওয়ানডেতে পেসারদের মধ্যে উইকেটের সেঞ্চুরি পূর্ণ করার রেকর্ডে শেন বন্ডের সঙ্গে যৌথভাবে চারে মোস্তাফিজ। বন্ড-মোস্তাফিজ দুজনেরই ৫৪ ওয়ানডে করে খেলতে হয়েছে।
বিলাল গত রাতে ১০ ওভারে ৫০ রানে নিয়েছেন ৩ উইকেট। এক ওভার মেডেনও দেন ওমানের পেসার। বিলালের কীর্তি গড়ার রাতে নামিবিয়াকে ৪ উইকেটে হারিয়েছে ওমান। ৪৯ ওয়ানডেতে ৫.০৬ ইকোনমিতে এখনো পর্যন্ত ওমানের পেসার নিয়েছেন ১০১ উইকেট। ওয়ানডেতে সব মিলিয়ে দ্রুততম ১০০ উইকেট নেওয়ার কীর্তি নেপালের সন্দীপ লামিচানের। লামিচানের খেলতে হয়েছে ৪২ ম্যাচ। দুইয়ে থাকা আরেক লেগস্পিনার রশিদ খান ওয়ানডেতে শততম উইকেট পেয়েছেন ৪৪ ম্যাচে। সব মিলিয়ে ৫ ও পেসারদের মধ্যে এই তালিকায় তিনে আছেন মিচেল স্টার্ক। অস্ট্রেলিয়ার পেসার উইকেটের সেঞ্চুরি পূর্ণ করেছেন ৫২তম ম্যাচে।
ওয়ানডে ক্যারিয়ার দেরিতে শুরু হলেও বিলাল আন্তর্জাতিক অঙ্গনে পা রাখেন ২০১৫ সালে। একই বছর বাংলাদেশের জার্সিতে পথচলা শুরু হয় মোস্তাফিজের। দীর্ঘ ৯ বছরের ক্যারিয়ারে আন্তর্জাতিক ক্রিকেটে মোস্তাফিজ ও বিলাল খেলেছেন ২২২ ও ১২৮ ম্যাচ।
ওয়ানডে দ্রুততম ১০০ উইকেট নেওয়া সেরা পাঁচ পেসার (ম্যাচের হিসেবে)
ম্যাচ দল
বিলাল খান ৪৯ ওমান
শাহিন শাহ আফ্রিদি ৫১ পাকিস্তান
মিচেল স্টার্ক ৫২ অস্ট্রেলিয়া
শেন বন্ড ৫৪ নিউজিল্যান্ড
মোস্তাফিজুর রহমান ৫৪ বাংলাদেশ
এই শতাব্দির গোড়ার দিকের গল্প। বয়সভিত্তিক ক্রিকেটে গতিময় এক ফাস্ট বোলারকে চোখে পড়ল রাকিব হায়দার পাভেলের। সেই বোলার ব্যাটেও ঝড় তুলতে পারেন। বয়সভিত্তিক ক্রিকেট থেকেই পাভেল ওই অলরাউন্ডারকে নিয়ে এলেন তাঁদের প্রথম বিভাগ ক্রিকেটের আজাদ স্পোর্টিংয়ে।
১২ ঘণ্টা আগেএবার সাফজয়ীদের পুরস্কৃত করল বেসরকারি বাণিজ্যিক প্রতিষ্ঠান সাউথইস্ট ব্যাংক। প্রতিষ্ঠানটি আজ তাদের কার্যালয়ে আমন্ত্রণ জানিয়ে এই সম্মাননা জানায়। এ সময় ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল এবং কয়েকজন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
১৩ ঘণ্টা আগেবাংলাদেশের গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানের মৃত্যুতে তাঁর পরিবার পড়েছে বিপাকে। সংকটময় এই মুহূর্তে জিয়ার পরিবারের পাশে দাঁড়ালেন বাংলাদেশের তারকা ক্রিকেটার তামিম ইকবাল।
১৫ ঘণ্টা আগেপাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে গ্লেন ম্যাক্সওয়েল করেছিলেন ১৬ রান। দুইবার মেরেছিলেন ডাক। সেই ব্যর্থতার ঝাল ঝাড়লেন অন্য সংস্করণ টি-টোয়েন্টিতে। ব্রিসবেনের গ্যাবায় আজ প্রথম টি-টোয়েন্টিতে পাকিস্তানের ওপর চালালেন তাণ্ডব। ম্যাক্সওয়েলের তাণ্ডবের পর অস্ট্রেলিয়ার আক্রমণাত্মক বোলিংয়ে চোখে সর্ষেফ
১৫ ঘণ্টা আগে