ক্রীড়া ডেস্ক
মুগ্ধতা ছড়িয়ে যাচ্ছেন বিরাট কোহলি। ২২ গজে তিনি যখন ব্যাটিং করেন, মনে হয় যেন ক্যানভাসে শিল্পী তুলির আঁচড় টানছেন। দুর্দান্ত ব্যাটিংয়ে এবারের বিশ্বকাপে গড়ে চলেছেন একের পর এক রেকর্ড। দারুণ ছন্দে থাকা কোহলির ব্যাটিং যেন হৃদয় ছুঁয়েছে ভারতীয় ব্যাটিং কিংবদন্তি শচীন টেন্ডুলকারের।
এবারের বিশ্বকাপে কয়েক দিন আগে শচীনের এক রেকর্ডে ভাগ বসিয়েছিলেন কোহলি। ৫ নভেম্বর নিজের ৩৫তম সেঞ্চুরির দিন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুর্দান্ত সেঞ্চুরি করেছেন কোহলি। ভারতীয় এই ব্যাটার তাতে ওয়ানডেতে ৪৯ সেঞ্চুরি করে শচীনের সেঞ্চুরির রেকর্ডে ভাগ বসান। এরপর বেঙ্গালুরুর চিন্নস্বামীতে নেদারল্যান্ডসের বিপক্ষে সেঞ্চুরির সম্ভাবনা থাকলেও তা করতে পারেননি কোহলি। সেদিনের সেই আক্ষেপ ঘোচানোর উপলক্ষ যেন আজ পেলেন তিনি। মুম্বাইয়ের ওয়াংখেড়েতে বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে করলেন দুর্দান্ত সেঞ্চুরি। শচীনের ওয়ানডেতে ৪৯ সেঞ্চুরির রেকর্ড ভেঙে ৫০তম সেঞ্চুরি করলেন কোহলি। দুর্দান্ত এই রেকর্ডের পর গ্যালারি থেকে করতালি দিয়ে অভিনন্দন জানিয়েছেন শচীন। ভারতীয় ব্যাটিং কিংবদন্তিকে কুর্নিশ জানিয়েছেন কোহলিও।
কোহলির রেকর্ড গড়ার পর প্রশংসা করতে তেমন একটা দেরি করেননি শচীন। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসা করতে গিয়ে কোহলিকে নিয়ে পুরোনো এক ঘটনার কথা মনে করিয়ে দিয়েছেন ভারতের ব্যাটিং কিংবদন্তি। ২০০৮ সালে যখন আন্তর্জাতিক ক্রিকেটে কোহলির পথচলা শুরু হয়, তখন তিনি (কোহলি) পা ছুঁয়েছেন শচীনের। এর পর থেকেই শচীনের রেকর্ড ভাঙার পেছনে ছুটছেন কোহলি। সেই ধারাবাহিকতায় আজ ওয়াংখেড়েতে নিজের রেকর্ড ভাঙতে দেখার অনুভূতি প্রকাশ করতে গিয়ে ভাষা হারিয়ে ফেলেন শচীন। ভারতীয় ব্যাটিং কিংবদন্তি ফেসবুকে লিখেছেন, ‘প্রথমবার যখন তোমার সঙ্গে দেখা হলো, তুমি আমার পা ছুঁয়েছিলে। তোমাকে দেখে সতীর্থরা মজা করছিল। আমিও হাসি থামাতে পারছিলাম না। খুব দ্রুতই তোমার দারুণ ব্যাটিং আমার হৃদয় ছুঁয়েছে। আমি খুব খুশি যে সেই তরুণ খেলোয়াড় আস্তে আস্তে “বিরাট” খেলোয়াড় হয়ে উঠেছে। এক ভারতীয় আমার রেকর্ড ভেঙেছে, এর চেয়ে বেশি খুশি আমার পক্ষে হওয়া সম্ভব না। সেমিফাইনালের মতো বড় মঞ্চে করা ও সেটা আমার ঘরের মাঠে—এটা তো অনেক ভালো কিছু।’
সেঞ্চুরির রেকর্ড ভাঙার আগে শচীনের বেশ কিছু রেকর্ডও ভেঙে দিয়েছেন কোহলি। ২০২৩ বিশ্বকাপে ৮টি পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেলেন কোহলি। যা এক বিশ্বকাপে সর্বোচ্চ পঞ্চাশোর্ধ্ব ইনিংস। ২০০৩ বিশ্বকাপে শচীন খেলেন ৭টি পঞ্চাশোর্ধ্ব ইনিংস। এক বিশ্বকাপে সর্বোচ্চ রানের রেকর্ড নিজের নামে করে নেন কোহলি। ২০২৩ বিশ্বকাপে ১০১.৫৭ গড় ও ৯০.৬৮ স্ট্রাইক রেটে করেন ৭১১ রান। ৩ সেঞ্চুরি ও ৫ ফিফটি করেন। শচীন ২০০৩ বিশ্বকাপে ১ সেঞ্চুরি ও ৬ ফিফটিতে করেছিলেন ৬৭৩ রান।
মুগ্ধতা ছড়িয়ে যাচ্ছেন বিরাট কোহলি। ২২ গজে তিনি যখন ব্যাটিং করেন, মনে হয় যেন ক্যানভাসে শিল্পী তুলির আঁচড় টানছেন। দুর্দান্ত ব্যাটিংয়ে এবারের বিশ্বকাপে গড়ে চলেছেন একের পর এক রেকর্ড। দারুণ ছন্দে থাকা কোহলির ব্যাটিং যেন হৃদয় ছুঁয়েছে ভারতীয় ব্যাটিং কিংবদন্তি শচীন টেন্ডুলকারের।
এবারের বিশ্বকাপে কয়েক দিন আগে শচীনের এক রেকর্ডে ভাগ বসিয়েছিলেন কোহলি। ৫ নভেম্বর নিজের ৩৫তম সেঞ্চুরির দিন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুর্দান্ত সেঞ্চুরি করেছেন কোহলি। ভারতীয় এই ব্যাটার তাতে ওয়ানডেতে ৪৯ সেঞ্চুরি করে শচীনের সেঞ্চুরির রেকর্ডে ভাগ বসান। এরপর বেঙ্গালুরুর চিন্নস্বামীতে নেদারল্যান্ডসের বিপক্ষে সেঞ্চুরির সম্ভাবনা থাকলেও তা করতে পারেননি কোহলি। সেদিনের সেই আক্ষেপ ঘোচানোর উপলক্ষ যেন আজ পেলেন তিনি। মুম্বাইয়ের ওয়াংখেড়েতে বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে করলেন দুর্দান্ত সেঞ্চুরি। শচীনের ওয়ানডেতে ৪৯ সেঞ্চুরির রেকর্ড ভেঙে ৫০তম সেঞ্চুরি করলেন কোহলি। দুর্দান্ত এই রেকর্ডের পর গ্যালারি থেকে করতালি দিয়ে অভিনন্দন জানিয়েছেন শচীন। ভারতীয় ব্যাটিং কিংবদন্তিকে কুর্নিশ জানিয়েছেন কোহলিও।
কোহলির রেকর্ড গড়ার পর প্রশংসা করতে তেমন একটা দেরি করেননি শচীন। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসা করতে গিয়ে কোহলিকে নিয়ে পুরোনো এক ঘটনার কথা মনে করিয়ে দিয়েছেন ভারতের ব্যাটিং কিংবদন্তি। ২০০৮ সালে যখন আন্তর্জাতিক ক্রিকেটে কোহলির পথচলা শুরু হয়, তখন তিনি (কোহলি) পা ছুঁয়েছেন শচীনের। এর পর থেকেই শচীনের রেকর্ড ভাঙার পেছনে ছুটছেন কোহলি। সেই ধারাবাহিকতায় আজ ওয়াংখেড়েতে নিজের রেকর্ড ভাঙতে দেখার অনুভূতি প্রকাশ করতে গিয়ে ভাষা হারিয়ে ফেলেন শচীন। ভারতীয় ব্যাটিং কিংবদন্তি ফেসবুকে লিখেছেন, ‘প্রথমবার যখন তোমার সঙ্গে দেখা হলো, তুমি আমার পা ছুঁয়েছিলে। তোমাকে দেখে সতীর্থরা মজা করছিল। আমিও হাসি থামাতে পারছিলাম না। খুব দ্রুতই তোমার দারুণ ব্যাটিং আমার হৃদয় ছুঁয়েছে। আমি খুব খুশি যে সেই তরুণ খেলোয়াড় আস্তে আস্তে “বিরাট” খেলোয়াড় হয়ে উঠেছে। এক ভারতীয় আমার রেকর্ড ভেঙেছে, এর চেয়ে বেশি খুশি আমার পক্ষে হওয়া সম্ভব না। সেমিফাইনালের মতো বড় মঞ্চে করা ও সেটা আমার ঘরের মাঠে—এটা তো অনেক ভালো কিছু।’
সেঞ্চুরির রেকর্ড ভাঙার আগে শচীনের বেশ কিছু রেকর্ডও ভেঙে দিয়েছেন কোহলি। ২০২৩ বিশ্বকাপে ৮টি পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেলেন কোহলি। যা এক বিশ্বকাপে সর্বোচ্চ পঞ্চাশোর্ধ্ব ইনিংস। ২০০৩ বিশ্বকাপে শচীন খেলেন ৭টি পঞ্চাশোর্ধ্ব ইনিংস। এক বিশ্বকাপে সর্বোচ্চ রানের রেকর্ড নিজের নামে করে নেন কোহলি। ২০২৩ বিশ্বকাপে ১০১.৫৭ গড় ও ৯০.৬৮ স্ট্রাইক রেটে করেন ৭১১ রান। ৩ সেঞ্চুরি ও ৫ ফিফটি করেন। শচীন ২০০৩ বিশ্বকাপে ১ সেঞ্চুরি ও ৬ ফিফটিতে করেছিলেন ৬৭৩ রান।
সার্চ কমিটির দেওয়া প্রতিবেদন যাচাই-বাছাই করে গতকাল ৯টি ফেডারেশনের অ্যাডহক কমিটি গঠন করে দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। রাত সাড়ে নয়টার পর জাতীয় ক্রীড়া পরিষদের সচিব আমিনুল ইসলামের স্বাক্ষরিত এক বিবৃতিতে এমনটা জানানো হয়।
৫ মিনিট আগেখেলার মাঠে হট্টগোলের ঘটনা খুবই পরিচিত দৃশ্য এখন। বিশ্বকাপ, কোপা আমেরিকা, ইউরোর মতো মেজর ইভেন্টে দর্শকদের মধ্যে মারাত্মক হাতাহাতির ঘটনা ঘটে। উয়েফা নেশনস লিগের ম্যাচেও লেগেছে তার ছোঁয়া। গত রাতে ফ্রান্স-ইসরায়েল ম্যাচে ঘটে গেছে তুলকালাম কাণ্ড।
৩৫ মিনিট আগেতানজিম হাসান সাকিব প্রথমবারের মতো বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার সুযোগ পাচ্ছেন। ইমরান তাহিরের সুপারিশে তানজিম এবার গ্লোবাল টি-টোয়েন্টি লিগের গায়ানা আমাজন ওয়ারিয়র্স দলে যুক্ত হচ্ছেন। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে তানজিমের দুর্দান্ত পারফরম্যান্সের পর দক্ষিণ আফ্রিকার অভিজ্ঞ লেগ স্পিনার তাহিরের নজর কাড়
১ ঘণ্টা আগেআইসিসি চ্যাম্পিয়নস ট্রফি হওয়ার আর ১০০ দিনও বাকি নেই। কিন্তু জরুরি কিছু প্রশ্নের উত্তর এখনো নেই। সময়মতো টুর্নামেন্ট হবে কি? হলে কোথায় হবে? এই দুটি প্রশ্নের উত্তর যতক্ষণ না আসছে, ততক্ষণ টুর্নামেন্টের সূচিও প্রকাশ করা সম্ভব হচ্ছে না। সব মিলিয়ে এই টুর্নামেন্ট নিয়ে অনেক চাপে আইসিসি।
২ ঘণ্টা আগে