ক্রীড়া ডেস্ক
হোক না এমার্জিং টিমস এশিয়া কাপ ম্যাচ। ভারত-পাকিস্তান ম্যাচে ক্রিকেটারদের মধ্যে কথার ঝাঁজ দেখা যাবে, এটাই তো স্বাভাবিক। ভেন্যু, টুর্নামেন্টের ধরন বদলাক না কেন, দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ম্যাচে আলোচিত ঘটনা থাকবেই।
ভারত-পাকিস্তান ম্যাচে এবার যে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হলো, সেটার ভেন্যু ওমানের আল আমেরাত ক্রিকেট গ্রাউন্ড। ইমার্জিং টিমস এশিয়া কাপে ভারত ‘এ’ দলের ইনিংসের সপ্তম ওভারের ঘটনা। ওভারের প্রথম বলে ভারতীয় ওপেনার অভিষেক শর্মাকে ফেরান সুফিয়ান মুকিম। ঘটনার সূত্রপাত এখানেই। হতাশ অভিষেককে ড্রেসিংরুমে যাওয়ার ইশারা দেন মুকিম। তাতে মেজাজ গরম হয়ে যায় অভিষেকের। পাকিস্তানের বাঁহাতি স্পিনার মুকিমের সঙ্গে তাঁর (অভিষেক) তর্কযুদ্ধ শুরু হয়েই গিয়েছিল। আম্পায়ার এসে উত্তপ্ত পরিস্থিতি সামাল দেন। ভারত ও পাকিস্তানি ক্রিকেটারের মধ্যে ঝগড়ার ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয় দ্রুত। এক্সে ঘটনার ভিডিও শেয়ার করে একজন লিখেছেন, ‘এরা কিন্তু আইপিএলের বোলার নয়।’
টস জিতে গতকাল প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ভারত ‘এ’ দলের অধিনায়ক তিলক ভার্মা। পাওয়ার প্লের সুবিধা কাজে লাগিয়ে ৬ ওভারে কোনো উইকেট না হারিয়ে ৬৮ রান যোগ করে ভারত। সপ্তম ওভারের প্রথম বলে অভিষেক ও প্রভসিমরান সিংয়ের মধ্যকার বিস্ফোরক উদ্বোধনী জুটি ভাঙেন মুকিম। অভিষেক ডাউন দ্য উইকেটে খেলতে গিয়ে পয়েন্টে কাসিম আকরামের হাতে ক্যাচ তুলে দিয়েছেন। ২২ বলে ৫ চার ও ২ ছক্কায় ৩৫ রান করেন অভিষেক।
শুরুর ঝড় পুরো ইনিংস জুড়ে বজায় রাখতে পারেনি ভারত ‘এ’ দল। ২০ ওভারে ৮ উইকেটে ১৮৩ রান করেছে ভার্মার দল। ইনিংস সর্বোচ্চ ৪৪ রান করেন অধিনায়ক ভার্মা। ৩৫ বলের ইনিংসে দুটি করে চার ও ছক্কা মেরেছেন। তবে টি-টোয়েন্টির ইমপ্যাক্ট বিবেচনায় এগিয়ে থাকবেন ওপেনার প্রভসিমরান। ভারতীয় এই ক্রিকেটার ১৯ বলে ৩টি করে চার ও ছক্কায় করেন ৩৬ রান। ১৮৪ রান তাড়া করতে নেমে পাকিস্তান শাহিনস থেমে যায় ৭ উইকেটে ১৭৬ রানে। এক্স হ্যান্ডলে একজন ম্যাচের কয়েকটি ছবি ম্যাচ শেষে পোস্ট করেন। সেই ভক্ত ক্যাপশন দিয়েছেন, ‘অভিষেক শর্মাকে প্রথম ইনিংসে আউট করে পাকিস্তানি বোলাররা এভাবে উদযাপন করল। এখন পাকিস্তানের বিপক্ষে জিতে স্বাভাবিক উদযাপন করল ভারত। এটাই হলো ভারত।’
ভারত ‘এ’ দলের ৭ রানের জয়ে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন অনশুল কাম্বোজ। ৪ ওভার বোলিং করে ৩৩ রানে নেন ৩ উইকেট। পাকিস্তান শাহিনসকে হারিয়েও ‘বি’ গ্রুপের পয়েন্ট টেবিলের দুইয়ে ভারত। কারণ ভারত ‘এ’ ও সংযুক্ত আরব আমিরাত দুই দলের সমান ২ পয়েন্ট। কিন্তু আরব আমিরাত ও পাকিস্তানের নেট রানরেট +০.৩৭৮ ও +০.৩৫০। তিন ও চারে রয়েছে পাকিস্তান শাহিনস ও ওমান।
হোক না এমার্জিং টিমস এশিয়া কাপ ম্যাচ। ভারত-পাকিস্তান ম্যাচে ক্রিকেটারদের মধ্যে কথার ঝাঁজ দেখা যাবে, এটাই তো স্বাভাবিক। ভেন্যু, টুর্নামেন্টের ধরন বদলাক না কেন, দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ম্যাচে আলোচিত ঘটনা থাকবেই।
ভারত-পাকিস্তান ম্যাচে এবার যে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হলো, সেটার ভেন্যু ওমানের আল আমেরাত ক্রিকেট গ্রাউন্ড। ইমার্জিং টিমস এশিয়া কাপে ভারত ‘এ’ দলের ইনিংসের সপ্তম ওভারের ঘটনা। ওভারের প্রথম বলে ভারতীয় ওপেনার অভিষেক শর্মাকে ফেরান সুফিয়ান মুকিম। ঘটনার সূত্রপাত এখানেই। হতাশ অভিষেককে ড্রেসিংরুমে যাওয়ার ইশারা দেন মুকিম। তাতে মেজাজ গরম হয়ে যায় অভিষেকের। পাকিস্তানের বাঁহাতি স্পিনার মুকিমের সঙ্গে তাঁর (অভিষেক) তর্কযুদ্ধ শুরু হয়েই গিয়েছিল। আম্পায়ার এসে উত্তপ্ত পরিস্থিতি সামাল দেন। ভারত ও পাকিস্তানি ক্রিকেটারের মধ্যে ঝগড়ার ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয় দ্রুত। এক্সে ঘটনার ভিডিও শেয়ার করে একজন লিখেছেন, ‘এরা কিন্তু আইপিএলের বোলার নয়।’
টস জিতে গতকাল প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ভারত ‘এ’ দলের অধিনায়ক তিলক ভার্মা। পাওয়ার প্লের সুবিধা কাজে লাগিয়ে ৬ ওভারে কোনো উইকেট না হারিয়ে ৬৮ রান যোগ করে ভারত। সপ্তম ওভারের প্রথম বলে অভিষেক ও প্রভসিমরান সিংয়ের মধ্যকার বিস্ফোরক উদ্বোধনী জুটি ভাঙেন মুকিম। অভিষেক ডাউন দ্য উইকেটে খেলতে গিয়ে পয়েন্টে কাসিম আকরামের হাতে ক্যাচ তুলে দিয়েছেন। ২২ বলে ৫ চার ও ২ ছক্কায় ৩৫ রান করেন অভিষেক।
শুরুর ঝড় পুরো ইনিংস জুড়ে বজায় রাখতে পারেনি ভারত ‘এ’ দল। ২০ ওভারে ৮ উইকেটে ১৮৩ রান করেছে ভার্মার দল। ইনিংস সর্বোচ্চ ৪৪ রান করেন অধিনায়ক ভার্মা। ৩৫ বলের ইনিংসে দুটি করে চার ও ছক্কা মেরেছেন। তবে টি-টোয়েন্টির ইমপ্যাক্ট বিবেচনায় এগিয়ে থাকবেন ওপেনার প্রভসিমরান। ভারতীয় এই ক্রিকেটার ১৯ বলে ৩টি করে চার ও ছক্কায় করেন ৩৬ রান। ১৮৪ রান তাড়া করতে নেমে পাকিস্তান শাহিনস থেমে যায় ৭ উইকেটে ১৭৬ রানে। এক্স হ্যান্ডলে একজন ম্যাচের কয়েকটি ছবি ম্যাচ শেষে পোস্ট করেন। সেই ভক্ত ক্যাপশন দিয়েছেন, ‘অভিষেক শর্মাকে প্রথম ইনিংসে আউট করে পাকিস্তানি বোলাররা এভাবে উদযাপন করল। এখন পাকিস্তানের বিপক্ষে জিতে স্বাভাবিক উদযাপন করল ভারত। এটাই হলো ভারত।’
ভারত ‘এ’ দলের ৭ রানের জয়ে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন অনশুল কাম্বোজ। ৪ ওভার বোলিং করে ৩৩ রানে নেন ৩ উইকেট। পাকিস্তান শাহিনসকে হারিয়েও ‘বি’ গ্রুপের পয়েন্ট টেবিলের দুইয়ে ভারত। কারণ ভারত ‘এ’ ও সংযুক্ত আরব আমিরাত দুই দলের সমান ২ পয়েন্ট। কিন্তু আরব আমিরাত ও পাকিস্তানের নেট রানরেট +০.৩৭৮ ও +০.৩৫০। তিন ও চারে রয়েছে পাকিস্তান শাহিনস ও ওমান।
এই শতাব্দির গোড়ার দিকের গল্প। বয়সভিত্তিক ক্রিকেটে গতিময় এক ফাস্ট বোলারকে চোখে পড়ল রাকিব হায়দার পাভেলের। সেই বোলার ব্যাটেও ঝড় তুলতে পারেন। বয়সভিত্তিক ক্রিকেট থেকেই পাভেল ওই অলরাউন্ডারকে নিয়ে এলেন তাঁদের প্রথম বিভাগ ক্রিকেটের আজাদ স্পোর্টিংয়ে।
১২ ঘণ্টা আগেএবার সাফজয়ীদের পুরস্কৃত করল বেসরকারি বাণিজ্যিক প্রতিষ্ঠান সাউথইস্ট ব্যাংক। প্রতিষ্ঠানটি আজ তাদের কার্যালয়ে আমন্ত্রণ জানিয়ে এই সম্মাননা জানায়। এ সময় ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল এবং কয়েকজন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
১৪ ঘণ্টা আগেবাংলাদেশের গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানের মৃত্যুতে তাঁর পরিবার পড়েছে বিপাকে। সংকটময় এই মুহূর্তে জিয়ার পরিবারের পাশে দাঁড়ালেন বাংলাদেশের তারকা ক্রিকেটার তামিম ইকবাল।
১৫ ঘণ্টা আগেপাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে গ্লেন ম্যাক্সওয়েল করেছিলেন ১৬ রান। দুইবার মেরেছিলেন ডাক। সেই ব্যর্থতার ঝাল ঝাড়লেন অন্য সংস্করণ টি-টোয়েন্টিতে। ব্রিসবেনের গ্যাবায় আজ প্রথম টি-টোয়েন্টিতে পাকিস্তানের ওপর চালালেন তাণ্ডব। ম্যাক্সওয়েলের তাণ্ডবের পর অস্ট্রেলিয়ার আক্রমণাত্মক বোলিংয়ে চোখে সর্ষেফ
১৬ ঘণ্টা আগে