ক্রীড়া ডেস্ক
রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্টে রেকর্ড গড়া সেঞ্চুরি করে ম্যাচ-সেরার পুরস্কার জিতেছিলেন মুশফিকুর রহিম। সাড়ে চার মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে এমন ঐতিহাসিক জয়ের নায়ক মুশফিককে নিয়ে চলছে প্রশংসা। ৩৭ বছর বয়সী এই ক্রিকেটারের আত্মনিবেদন নজর কেড়েছে প্রধান কোচ চণ্ডিকা হাথুরু সিংহের।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে সাময়িক বিরতি হলেও থেমে থাকেননি মুশফিক। পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে বাংলাদেশ ‘এ’ দলের জার্সিতে খেলেছেন তিনি। টাইগার্সের হয়েও খেলেছেন কয়েক ম্যাচ। ‘ফিটনেস সচেতন’ মুশফিক কাজ করেছেন নিজের ফিটনেস নিয়েও। রাওয়ালপিন্ডিতে প্রথম ইনিংসে মুশফিকের ১৯১ রানের ইনিংসের প্রশংসা ঝরেছে হাথুরুর কণ্ঠে। একই মাঠে আজ সিরিজের দ্বিতীয় টেস্ট শুরুর আগে সম্প্রচারকারী টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে হাথুরু বলেন, ‘অবশ্যই। সে (মুশফিক) যেভাবে প্রত্যেক সিরিজের জন্য প্রস্তুতি নেয়, আমি মোটেও অবাক নই। সে সত্যিই অসাধারণ। প্রস্তুতি নিতে এমন আত্মনিবেদন আগে কখনোই দেখিনি।’
রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্টে বাগড়া দিয়েছিল বৃষ্টি। সেই টেস্টের ড্র-ই একমাত্র ম্যাচের পরিণতি মনে হচ্ছিল। সেখান থেকে পঞ্চম দিনে দুই সেশনের মধ্যেই বাংলাদেশ তুলে নেয় ১০ উইকেটের ঐতিহাসিক জয়, যেখানে ২৩ রানে ১ উইকেট থেকে পাকিস্তান গুটিয়ে গিয়েছিল ১৪৭ রানে। মেহেদী হাসান মিরাজ ও সাকিব আল হাসান দ্বিতীয় ইনিংসে নিয়েছেন ৪ ও ৩ উইকেট। অবিশ্বাস্য সেই টেস্ট জয়ের প্রসঙ্গে হাথুরু বলেন, ‘অবশ্যই। আমাদের মনে হয়েছিল সেই দুই স্পিনার এলে পঞ্চম দিনে ম্যাচের নিয়ন্ত্রণ নেব। পঞ্চম দিনের খেলা শুরুর আগে ভেবেছিলাম। আমরা এর আগে দেখেছি পাকিস্তানের উইকেটে (পিচ) সময়ের সঙ্গে কীভাবে ভাঙন ধরে। ঠিক সেটাই হয়েছে।’
সিরিজের দ্বিতীয় টেস্টেও বাগড়া দেয় বেরসিক বৃষ্টি। রাওয়ালপিন্ডিতে গতকাল তাই প্রথম দিনের খেলা বাধ্য হয়ে বাতিল করা হয়েছে। দ্বিতীয় দিনে আজ শুরু হয়েছে খেলা। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ১৪ মাস পর টেস্টে ফিরেই ইনিংসের প্রথম ওভারে উইকেট নেন তাসকিন আহমেদ। ইনিংসের ষষ্ঠ বলে আব্দুল্লাহ শফিককে অসাধারণ এক ইনসুইঙ্গারে বোল্ড করেন তাসকিন। ০ রানে প্রথম উইকেট হারানো পাকিস্তান এখন ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে সাইম আইয়ুব ও শান মাসুদের ব্যাটিংয়ে। সাইম ও মাসুদ ২১ ও ২৭ রানে ব্যাটিং করছেন। ১২ ওভারে ১ উইকেটে ৪৮ রান করেছে পাকিস্তান।
রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্টে রেকর্ড গড়া সেঞ্চুরি করে ম্যাচ-সেরার পুরস্কার জিতেছিলেন মুশফিকুর রহিম। সাড়ে চার মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে এমন ঐতিহাসিক জয়ের নায়ক মুশফিককে নিয়ে চলছে প্রশংসা। ৩৭ বছর বয়সী এই ক্রিকেটারের আত্মনিবেদন নজর কেড়েছে প্রধান কোচ চণ্ডিকা হাথুরু সিংহের।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে সাময়িক বিরতি হলেও থেমে থাকেননি মুশফিক। পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে বাংলাদেশ ‘এ’ দলের জার্সিতে খেলেছেন তিনি। টাইগার্সের হয়েও খেলেছেন কয়েক ম্যাচ। ‘ফিটনেস সচেতন’ মুশফিক কাজ করেছেন নিজের ফিটনেস নিয়েও। রাওয়ালপিন্ডিতে প্রথম ইনিংসে মুশফিকের ১৯১ রানের ইনিংসের প্রশংসা ঝরেছে হাথুরুর কণ্ঠে। একই মাঠে আজ সিরিজের দ্বিতীয় টেস্ট শুরুর আগে সম্প্রচারকারী টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে হাথুরু বলেন, ‘অবশ্যই। সে (মুশফিক) যেভাবে প্রত্যেক সিরিজের জন্য প্রস্তুতি নেয়, আমি মোটেও অবাক নই। সে সত্যিই অসাধারণ। প্রস্তুতি নিতে এমন আত্মনিবেদন আগে কখনোই দেখিনি।’
রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্টে বাগড়া দিয়েছিল বৃষ্টি। সেই টেস্টের ড্র-ই একমাত্র ম্যাচের পরিণতি মনে হচ্ছিল। সেখান থেকে পঞ্চম দিনে দুই সেশনের মধ্যেই বাংলাদেশ তুলে নেয় ১০ উইকেটের ঐতিহাসিক জয়, যেখানে ২৩ রানে ১ উইকেট থেকে পাকিস্তান গুটিয়ে গিয়েছিল ১৪৭ রানে। মেহেদী হাসান মিরাজ ও সাকিব আল হাসান দ্বিতীয় ইনিংসে নিয়েছেন ৪ ও ৩ উইকেট। অবিশ্বাস্য সেই টেস্ট জয়ের প্রসঙ্গে হাথুরু বলেন, ‘অবশ্যই। আমাদের মনে হয়েছিল সেই দুই স্পিনার এলে পঞ্চম দিনে ম্যাচের নিয়ন্ত্রণ নেব। পঞ্চম দিনের খেলা শুরুর আগে ভেবেছিলাম। আমরা এর আগে দেখেছি পাকিস্তানের উইকেটে (পিচ) সময়ের সঙ্গে কীভাবে ভাঙন ধরে। ঠিক সেটাই হয়েছে।’
সিরিজের দ্বিতীয় টেস্টেও বাগড়া দেয় বেরসিক বৃষ্টি। রাওয়ালপিন্ডিতে গতকাল তাই প্রথম দিনের খেলা বাধ্য হয়ে বাতিল করা হয়েছে। দ্বিতীয় দিনে আজ শুরু হয়েছে খেলা। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ১৪ মাস পর টেস্টে ফিরেই ইনিংসের প্রথম ওভারে উইকেট নেন তাসকিন আহমেদ। ইনিংসের ষষ্ঠ বলে আব্দুল্লাহ শফিককে অসাধারণ এক ইনসুইঙ্গারে বোল্ড করেন তাসকিন। ০ রানে প্রথম উইকেট হারানো পাকিস্তান এখন ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে সাইম আইয়ুব ও শান মাসুদের ব্যাটিংয়ে। সাইম ও মাসুদ ২১ ও ২৭ রানে ব্যাটিং করছেন। ১২ ওভারে ১ উইকেটে ৪৮ রান করেছে পাকিস্তান।
এই শতাব্দির গোড়ার দিকের গল্প। বয়সভিত্তিক ক্রিকেটে গতিময় এক ফাস্ট বোলারকে চোখে পড়ল রাকিব হায়দার পাভেলের। সেই বোলার ব্যাটেও ঝড় তুলতে পারেন। বয়সভিত্তিক ক্রিকেট থেকেই পাভেল ওই অলরাউন্ডারকে নিয়ে এলেন তাঁদের প্রথম বিভাগ ক্রিকেটের আজাদ স্পোর্টিংয়ে।
১২ ঘণ্টা আগেএবার সাফজয়ীদের পুরস্কৃত করল বেসরকারি বাণিজ্যিক প্রতিষ্ঠান সাউথইস্ট ব্যাংক। প্রতিষ্ঠানটি আজ তাদের কার্যালয়ে আমন্ত্রণ জানিয়ে এই সম্মাননা জানায়। এ সময় ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল এবং কয়েকজন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
১৪ ঘণ্টা আগেবাংলাদেশের গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানের মৃত্যুতে তাঁর পরিবার পড়েছে বিপাকে। সংকটময় এই মুহূর্তে জিয়ার পরিবারের পাশে দাঁড়ালেন বাংলাদেশের তারকা ক্রিকেটার তামিম ইকবাল।
১৫ ঘণ্টা আগেপাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে গ্লেন ম্যাক্সওয়েল করেছিলেন ১৬ রান। দুইবার মেরেছিলেন ডাক। সেই ব্যর্থতার ঝাল ঝাড়লেন অন্য সংস্করণ টি-টোয়েন্টিতে। ব্রিসবেনের গ্যাবায় আজ প্রথম টি-টোয়েন্টিতে পাকিস্তানের ওপর চালালেন তাণ্ডব। ম্যাক্সওয়েলের তাণ্ডবের পর অস্ট্রেলিয়ার আক্রমণাত্মক বোলিংয়ে চোখে সর্ষেফ
১৬ ঘণ্টা আগে